নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বি কেয়ারফুল...

আমি ডেনজার।

ডেনজারাসবয়

আমি লিখতে চাই

ডেনজারাসবয় › বিস্তারিত পোস্টঃ

তারেক রহমানের আইএসআই কানেকশন, উদ্বিগ্ন দিল্লি

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৮

বাংলাদেশে সাধারণ নির্বাচনের আগে অন্তর্র্বতী সরকার গড়া নিয়ে শুরু হয়েছে সংঘাত। শুক্রবার ঢাকার সোহরাবর্দি উদ্যানে জনসভা করে রবিবার থেকে টানা তিন দিন হরতালের ডাক দিয়েছেন বিরোধী বিএনপি-নেত্রী খালেদা জিয়া। দেশের বিভিন্ন শহরে সরকার ও বিরোধী দলের কর্মীদের মধ্যে শুরু হয়েছে সংঘর্ষ। এ দিনই মারা গিয়েছেন সাত জন। আহত শতাধিক। এই পরিস্থিতিতে বাংলাদেশের গোয়েন্দাদের পাঠানো বেশ কিছু তথ্য হাতে পেয়ে দিল্লির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের কার্যকলাপ।



ঢাকার পাঠানো তথ্য অনুযায়ী, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই পুরোদস্তুর সাহায্য-সহযোগিতা করে চলেছে লন্ডনের এডমন্টনে স্বেচ্ছানির্বাসনে থাকা তারেক ও তার দলবলকে। একই সঙ্গে উপমহাদেশে সক্রিয় মৌলবাদী ও জঙ্গি নেতাদের সঙ্গেও নিবিড় যোগাযোগ রেখে চলেছেন বিএনপি-র এই নেতা। গোয়েন্দা সমন্বয়ের মাধ্যমে দিল্লির হাতে আসা এই সব তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করে ইতিমধ্যেই পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছে। লন্ডন থেকে ঢাকা, সিঙ্গাপুর-সহ বিশ্বের বিভিন্ন জায়গায় করা তারেকের যাবতীয় ফোন কলের রেকর্ডও বাংলাদেশের গোয়েন্দারা দিল্লিকে দিয়েছেন। সেই ‘কল লিস্ট’-ও এখন খতিয়ে দেখছেন দিল্লির কূটনৈতিক কর্তারা।



বিদেশ মন্ত্রকের কূটনীতিকরা বলছেন, বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র। সেখানে কোন দল ক্ষমতায় আসবে, বাংলাদেশের মানুষই তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারণ করবেন। কোনও বিশেষ দলের প্রতি নয়াদিল্লির পক্ষপাতের প্রশ্ন নেই। বিরোধী নেত্রী হিসেবে দিল্লি সফরে আসা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং তৎকালীন কেন্দ্রের শীর্ষ মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। শাসক দল আওয়ামি লিগ নেতৃত্বের তাতে গোঁসা হলেও দিল্লি আমল দেয়নি।



কিন্তু ভারতের উদ্বেগের কারণটা অন্য। বাংলাদেশের গোয়েন্দাদের পাঠানো তথ্যে স্পষ্ট, বাংলাদেশে ক্ষমতায় ফিরতে আইএসআই ও মৌলবাদী শক্তির সাহায্য নিচ্ছেন বিএনপি-র উদীয়মান নেতা তারেক রহমান। বিদেশ মন্ত্রকের এক অফিসারের কথায়, আগের বিএনপি-জামাত সরকারের আমলে আইএসআইয়ের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ কার্যত মৌলবাদীদের ঘাঁটিতে পরিণত হয়েছিল। জঙ্গিদের বাড়বাড়ন্ত শুধু বাংলাদেশের প্রশাসনকেই চ্যালেঞ্জ জানায়নি, গোটা ভারতীয় উপমহাদেশের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছিল। ভারত-বিরোধী নানা জঙ্গি গোষ্ঠীকেও বাংলাদেশের মাটিতে ঘাঁটি গাড়তে দিয়েছিল বিএনপি-জামাত সরকার। বিদেশ মন্ত্রকের ওই অফিসার বলেন, খালেদা জিয়া দিল্লিতে এসে অঙ্গীকার করে গিয়েছিলেন, ফের ক্ষমতায় এলে অতীতের সে-সব ভুল তাঁর দল আর করবে না। কিন্তু তাঁদের অভিযোগ, তারেকের কার্যকলাপ মোটেই তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।



বিএনপি-র মুখপাত্র তথা কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম অবশ্য মনে করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করার জন্য ধারাবাহিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে আওয়ামি লিগ সরকার। মির্জা বলেন, “তারেকের জনপ্রিয়তাকে ভয় পেয়েই এই সরকার তাঁর বিরুদ্ধে কুৎসায় নেমেছেন। তিনি মেরুদণ্ডের চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। পড়াশোনাও করছেন। আইএসআই বা জঙ্গি শক্তির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।”



কিন্তু বাংলাদেশের গোয়েন্দাদের থেকে তারেকের আইএসআই-সংস্রব ও মৌলবাদীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার পর আশু ও দীর্ঘমেয়াদি দু’ধরনের বিপদই দেখছে দিল্লি।



অন্তর্র্বতী সরকার নিয়ে সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে, তাতে নির্বাচনের আগে বাংলাদেশ অশান্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিদেশ মন্ত্রকের কর্তারা। বিএনপি-র সহযোগিতায় মৌলবাদীরা এই সুযোগে সক্রিয় হলে সেই অশান্তি যত বাড়বে, সংখ্যালঘুদের জীবন-জীবিকাও বিপন্ন হয়ে পড়বে। অশান্ত আবহাওয়ার সুযোগে ফের সেনা-অভ্যুত্থানের মতো অবাঞ্ছিত ঘটনার আশঙ্কাও থেকে যায়। বিদেশ মন্ত্রকের কর্তারা বলছেন, এটা আশু বিপদ। দীর্ঘমেয়াদি বিপদটির প্রভাব আরও সুদূরপ্রসারী।



কী সেই দীর্ঘমেয়াদি বিপদ?



ভারতীয় কূটনীতিকদের মতে, কংগ্রেসের মতোই নেতৃত্ব পরিবর্তনের একটি প্রক্রিয়া চলছে বিএনপিতে। কংগ্রেসে যেমন সনিয়া গাঁধীর পরের প্রজন্মের নেতা হিসেবে রাহুলকে তুলে আনা হচ্ছে, ৬৮ বছরের খালেদা জিয়াও তেমনই বিএনপি-র দায়িত্ব ধীরে ধীরে তুলে দিচ্ছেন দলের সিনিয়র ভাইস চেয়ারপার্সন ৪৬ বছরের তারেকের হাতে। বস্তুত ২০০১ সাল থেকেই রাজনৈতিক ভাবে অতিসক্রিয় তারেক রহমান। সেই সময়ে ঢাকায় খালেদার বাড়ি ‘হাওয়া ভবন’-এ বসে নির্বাচন পরিচালনায় বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। পরবর্তী কালে বিএনপি-জামাত জোট সরকারের জমানায় তিনি ছিলেন ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র। পাঁচ বছর আগে বাংলাদেশে আওয়ামি লিগ সরকার নির্বাচনে জিতে ক্ষমতায় আসার ঠিক আগে স্ত্রী-কন্যাকে নিয়ে লন্ডনে চলে যান তারেক। কিন্তু বিএনপি-র শীর্ষ নেতারা মাঝেমধ্যেই লন্ডন গিয়ে তাঁর নির্দেশ নিয়ে আসেন। ২০০৯ সালে বিএনপি-র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল সাত দিন ধরে নানা অনুষ্ঠানে তারেকের জন্মদিন পালন করে। খালেদা জিয়া নিজেও সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের এমন এক ভাবী নেতার সঙ্গে আইএসআইয়ের যোগাযোগ নিশ্চিত ভাবেই ভারতের পক্ষে সুসংবাদ নয়। কারণ ভবিষ্যতে বিএনপি-র নীতি-নির্ধারণেও এই পাক ও মৌলবাদী-ঘেঁষা স্বর শোনা যেতে পারে। বাংলাদেশ ফের জঙ্গিদের ঘাঁটি হয়ে উঠুক এটা কখনওই দিল্লির কাম্য নয়।



বিদেশ মন্ত্রক সূত্রে বলা হচ্ছে, পুরো বিষয়টি নিয়ে কূটনৈতিক স্তরে ঢাকার সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীর দফতরের এক অফিসারের কথায় তবে বাংলাদেশের মানুষের আবেগ ও দ্বিপাক্ষিক সম্পর্কের স্পর্শকাতরতার বিষয়গুলি বিবেচনায় রেখেই দিল্লি যা পদক্ষেপ করার করবে।



সুত্র: Click This Link

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩০

ক্লিকবাজ বলেছেন: গোয়েন্দা সমন্বয়ের মাধ্যমে দিল্লির হাতে আসা এই সব তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করে ইতিমধ্যেই পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছে। লন্ডন থেকে ঢাকা, সিঙ্গাপুর-সহ বিশ্বের বিভিন্ন জায়গায় করা তারেকের যাবতীয় ফোন কলের রেকর্ডও বাংলাদেশের গোয়েন্দারা দিল্লিকে দিয়েছেন। সেই ‘কল লিস্ট’-ও এখন খতিয়ে দেখছেন দিল্লির কূটনৈতিক কর্তারা।

কারা এই বাইন...ত গুলি? এদেশের খেয়ে ওদেশে রিপোর্ট পাঠায় তাও আবার গাঞ্জাখুড়ী রিপোর্ট। এইগুলানরেতো BAL এর কুত্তাগুলি দিয়াই ুইদ্দা হাত-পা ভাইঙ্গা দেয়া দরকার।

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪০

ডেনজারাসবয় বলেছেন: হে হে হে, চুলকানি শুরু হয়া গেছে।

২| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০০

বাংলার তৌহিদ বলেছেন: নিজের দেশের তথ্য উপাও অন্য দেশকে দেয় যারা তারা আর যাই হোক এই দেশের সার্থ নিয়ে কাজ করেনা তারা তাদের দাদাদের সার্থ নিয়ে কাজ করে।
আমার কথা হচ্ছে নিজের দেশে যত কিছু হোক ভালো মন্দ সেটা কেনো অন্য দেশকে দিব যাদের কারনে দেশের সীমান্তে প্রতিদিন মানুষ মারা যায়।

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৩

ডেনজারাসবয় বলেছেন: এখানে তারেক রহমানের আইএসআই কানেকশনের ব্যাপারে কথা হচ্ছে। রিপোর্ট পাঠানোর চেয়েও এটা বেশি ভয়ংকর।

আমরা কি ভোট দিয়ে একজন জঙ্গিকে নেতা বানাবো ?? জাতি এই প্রশ্নের উত্তর জানতে ছায় !! :D :D

৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

দুঃস্বপ্০০৭ বলেছেন: আপনার পোস্ট পড়ে বোঝলাম বর্তমান অবৈধ আওয়ামিলীগ সরকার ভারতের জন্য নিবেদিত প্রান ।

অবশ্যই সীমান্তে বাংলাদেশী হত্যা নিয়ে যখন রাষ্ট্র চিন্তিত নয় তখন থেকেই এদেশের মানুষ চিন্তা করতে শুরু করেছিল আওয়ামিলীগ এর একমাত্র উদ্দেশ্য বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিনত করা।

ভারত কিন্তু শেখ হাসিনার মত না । নিজের দেশের চেয়ে ভারতের জন্য হাসিনা বেশি চিন্তিত হলেও ভারত কিন্তু তাদের স্বার্থে বি এন পি এর সাথে হাত মিলাতে এক মিনিট ও চিন্তা করবেনা।

সুন্দরবন ট্রানজিট শুধু নয় বাংলাদেশে যা কিছু আছে সব দাদাদের দিয়ে দিলেও কিন্তু তখন কোন লাভ হবেনা। :(( :(( :((

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৪

ডেনজারাসবয় বলেছেন: এখানে তারেক রহমানের আইএসআই কানেকশনের ব্যাপারে কথা হচ্ছে। সীমান্তে বাংলাদেশী হত্যার চেয়েও এটা বেশি ভয়ংকর।

আমরা কি ভোট দিয়ে একজন জঙ্গিকে নেতা বানাবো ?? জাতি এই প্রশ্নের উত্তর জানতে ছায় !! :D :D

৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১

পথহারা সৈকত বলেছেন: দাদা দের এত জ্বলতাছে যে ক্যান.........?? :(( :(( :((

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮

ডেনজারাসবয় বলেছেন: জঙ্গিদের সরা পৃথিবীর সবাই ঘৃণা করে। ;) ;)

পার্শবর্তী দেশ হিসেবে তাদের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক ব্যাপার।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১

মো ঃ আবু সাঈদ বলেছেন: আপনার পোস্ট পড়ে বোঝলাম বর্তমান অবৈধ আওয়ামিলীগ সরকার ভারতের জন্য নিবেদিত প্রান

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯

ডেনজারাসবয় বলেছেন: আমরা কি ভোট দিয়ে একজন জঙ্গিকে নেতা বানাবো ?? জাতি এই প্রশ্নের উত্তর জানতে ছায় !! :D :D

৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১১

ম.র.নি বলেছেন: দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জীবনের বেশ কয়েকবছর কাটিয়েছেন 'র' এর তত্ত্বাবধানে, সে হিসাবে 'র' এর এজেন্টই এখনো দেশের প্রধানমন্ত্রীর পদটা আকঁড়ে ধরে রেখেছেন,আর আপনি আইছেন 'চুকা' খবর লয়া।

২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

ডেনজারাসবয় বলেছেন: গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল মন্তব্য।

তা ভাইজান, আজকে সর্বমোট কয় পোটলা খাইছেন। B-)) B-))

৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৫

মো ঃ আবু সাঈদ বলেছেন: এইসব কাল্লাপনিক কাহানী এখন আর মানুষ খায় না...

বুঝছ....সহজ হিসাবে আসেন...

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৮

ডেনজারাসবয় বলেছেন: আমরা কি ভোট দিয়ে একজন জঙ্গিকে নেতা বানাবো ?? জাতি এই প্রশ্নের উত্তর জানতে ছায় !! :D :D

৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু ভারতের উদ্বেগের কারণটা অন্য। বাংলাদেশের গোয়েন্দাদের পাঠানো তথ্যে স্পষ্ট, বাংলাদেশে ক্ষমতায় ফিরতে আইএসআই ও মৌলবাদী শক্তির সাহায্য নিচ্ছেন বিএনপি-র উদীয়মান নেতা তারেক রহমান।

হায় হায় একি কইলেন???

বাংলাদেশের গোয়েন্দারা ভারতে তথ্য পাঠায়!! কারণ টা কি?

ভারতের কাছে পরাধিন না চুক্তি আছে??????


সারছে কি কইতে কি বাইর কইরাল লেন!!!!!


যাউকগা- সময় মতো ফরেন বিবির রেকর্ড গড়া জয় বাবুর র কানেকশনের গপ্পও পাবলিক জানবেনে ;)

===

ওই মিয়া নিজের কিছু বলেন। পাকি কি ভারত কি????

বাংলাদেশটারে কেমনে বিশ্বে মাথা উচা করান যায়- সেই প্লান করেন। খেললৈ খেলেন সিআইয়ের সাথে। মোসাদের সাথে!!
পরের মূকৈ ঝাল আর কত খাইবেন!!!!!!!!!!!!!!!!!!!!!

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮

ডেনজারাসবয় বলেছেন: ওই মিয়া নিজের কিছু বলেন। পাকি কি ভারত কি????

বাংলাদেশটারে কেমনে বিশ্বে মাথা উচা করান যায়- সেই প্লান করেন।



আমার মতে বাংলাদেশটারে বিশ্বে মাথা উচা করাইতে হলে, তারেক সাহেবের মতো আরও ১৫-২০ জনকে খাম্বা ব্যাবসা করার সুযোগ দিতে হবে। B-))

৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

জগ বলেছেন: 'র' এর ঝানু গোয়েন্দা অফিসার মাথুর আর শ্রীবাস্তব সম্প্রতি বাংলাদেশ থেকে লন্ডনে গিয়ে কি করতেছিল তা বুঝতে পারলাম।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

ডেনজারাসবয় বলেছেন: লন্ডনের মতো একটা যায়গায় এরকম একজন জঙ্গি বসবাস করার বৈধতা পায় কিভাবে, তা ভেবে অবাক হই।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

অরিয়ন বলেছেন: ভারতের গোয়েন্দারা ঘাস খায়, তারা কিছু জানেনা। আর যত বুদ্ধি এই আওয়ামী গোয়েন্দাদের। ফাজলামিরও একটা সীমা থাকে।

ভারত তাবেদার বুবুজান ও জয় বাবুদের কাছে ভারতের দালালিই আসল কথা।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭

ডেনজারাসবয় বলেছেন: তারেক সাহেবদের জঙ্গি সম্প্রিক্ততা নতুন নয়, বাংলা ভাইয়ের কথা মনে আছে ?

১১| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ১০ ট্রাক অস্ত্র মামলাটা নিয়া কারসাজি করার আগে আমাদের জাতীয় নিরাপত্তার খাতিরে ১০০ বার ভাবা উচিৎ ছিল আমাদের আওয়ামি সরকারের।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮

ডেনজারাসবয় বলেছেন: গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল মন্তব্য।

তা ভাইজান, আজকে সর্বমোট কয় পোটলা খাইছেন। B-)) B-))

১২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩২

স্বাধীকার বলেছেন:
শায়খ আব্দুর রহমানের শালা হয়ে আপনারা দেশে জঙ্গী আমদানী করে বাংলাদেশের তৎকালীন সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া সম্ভব করেছেন। কিন্তু তাতে বাংলাদেশের সীমাহীন ক্ষতি হলেও আপনাদের কিছু যায় আসেনা, কারন আপনাদের কাজ হলো ভারতের দালালী করা।

একটি স্বাধীন দেশের সরকার ও তার গোয়েন্দা সংস্থা অন্যদেশের কাছে তথ্য দেয়, সরকারী বাহিনী উলফাদের ধরে ভারতের কাছে জমা দেয়। কেন? কিসের টানে, কি মধু আহরণে? বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করুন-তারা এক বাক্যে স্বীকার করবে ভারতের বাইডিফল্ট দালাল বাংলাদেশে কারা। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে আপনাদেরকে। নিজ দেশের নাগরিকদের তথ্য যে সরকার অন্যদেশে পাঠায়, তারা কোনোদিনই বাংলাদেশী, দেশপ্রেমি হতে পারেনা, তারা ভারতপ্রেমী দিল্লীর উচ্ছিষ্টভোগী কুলাংগার। বাংলাদেশের ব্যাপারে ভারত যতবেশী নাক গলাবে, এদেশের মানুষ ততই আম্লীগকে দালাল হিসাবে বিবেচনা করবে, আর আপনার মতো হলে তো কথাই নেই।

আম্লীগ ও তাদের প্রভূ ভারত তারেকের ইমেজ ধ্বংসে বহু অর্থ ব্যয় করেছে, তার রাজনীতিকে ধ্বংস করতে দেশে বিদেশে বহু বিনিয়োগ করেছে মিডিয়ার পেছনে-কিন্তু ক্ষমতায় এসে আম্লীগ তার মিথ্যাচারকে সত্য হিসাবে জনগণকে প্রমানিত দেখাতে পারেনি। তাই সেই পুরানা মতলবী অপপ্রচারে আর কাজ হবেনা।

বাকশালী ভারতীয় দালালদের জন্য একটি গ্রামীন প্রবাদ--
‘‘বিএএল ভাত খায় ভাতারের, গীত গায় লাঙ্গের।’’

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:০১

ম.র.নি বলেছেন: ভাইয়ে দেহি কটাক্ষ কইরা রিপ্লাই দিলেন! তা তথ্যটা কি আপানার অজানা?ভাই কি আবাল ডিজ্যুস, যার ৯০ এর ইতিহাস ঠিক মতো জানা নাই?

পোটলা বলতে কি 'G' বুঝাইলেন ;)।আর ডেইলী কয়টা ডাইল লাগে আপনার???রেন্টুর মতে আপনার আপাও নাকি খায়

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৬

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: লেখক ভাই,যারা পোটলা খায় তারাই পোটলার খবর রাখে।আর একটা কথা,বিদেশি দালালি ছাইড়া বাংলাদেশি জাতিয়তাবাদি শক্তির পতাকাতলে এসে দেশপ্রেমিক হয়ে দেশ গড়তে এগিয়ে আসুন।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: @স্বাধীকার, এদের বুঝানোরে চেয়ে গাধঅরে বরং শীক্ষিত করা সহজ।

আর কথায় আছে না- বারবণিতারা যেমন সব মেয়েরেই তাদের মত ভাবে- তেমনি হাম্বারা নিজেদের মতোই সবাইরে ভাবে!!!

শায়খ রহমান হাম্বা দুলাভাই বইলাই তারা জানে তারে দিয়অ কোন প্লানে কি করাইছে...

আর দোষটা দিতাছে ভদ্রলোকের দলের ঘাড়ে!!!

কিন্তু পাবলিক যে এইসব আবেগ আর আবাল কথা ভিজে না সিটিতে হোয়াইট ওয়াশ হইয়া তা হাড়ে হাড়ে টের পাইলেও স্বভাব ছাড়তে পারতেছে না.....

বাঙ্গালী যে অনেক আগাইয়া গেছে তা টের পায় নাই...


@ ম.র.নী.. হা হা শে...

তাদের ইগনোর যে সবাই করছে- তাদের পোষ্টগুরৌতে ঢু মারলৈই বুঝবেন!!!!! তবু বেহায়ার মতো ফ্লাডিং করেই যাচ্ছে.... শূন্য মন্তব্যের পোষ্টও রিপুষ্ট করছে!!!!!!

পারেও বটে। হায়া, শরম লজ্জা জ্ঞান সব জমা রেখেই দলকানা হয়েছে হাম্বারা ;)

ক্যারি অন @ লেখক!!!!!!!!!!!!!!!!!!!!

এটলিষ্ট মাঝৈ মাঝে ভাল বিনোদন পা্ওয়া যায়।।।।

১৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৯

সেতু আশরাফুল হক বলেছেন:
তিনটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ-

১. তারেক রহমানের জঙ্গি কানেকশন

২. আন্তঃদেশীয় গোয়েন্দা সংযোগ ( যা বর্তমান বিশ্বে পারষ্পারিক সহযোগীতার কারণে হয় )

৩. উপরক্ত সংবাদ পাঠের পর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির গাত্রদাহণ

উপরক্ত বিষয়গুলো বিশ্লেষণ করলে আমরা মন্তব্যকারীদের চিহ্নিত করতে পারি।

১৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৩

আমি ভূমিপুত্র বলেছেন:
পিথিবীর সেরা আই এস আই এজেন্ট কিডা দ্যাকেন ছাগুবয়..... B-) ;) =p~





তো ২০০৭ থিক্যা তারেক রহমান - দাউদ ইব্রাহিমের মিটিঙের চাপাবাজির কুনু পরমান সরকার বাইর করতে পারছে ছাগুবয়???

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.