নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

কলকাতায় তোপের মুখে জয়া আহসান!!

০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৮

জয়া আহসান এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি দুর্গাপূজার সময় কলকাতায় থাকতে ভালোবাসেন, কারণ কলকাতা এখন তার "দ্বিতীয় বাড়ি", ‘সেকেন্ড হোম কলকাতা’। গতবছর জুলাইতে বাংলাদেশে এতবড় একটা রক্তাক্ত গনঅভ্যূথানের পরেও জয়া এ বছর দুর্গাপুজা উদযাপন করতে উনার তথাকথিত সেকেন্ড হোমে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন!! দুর্গাপুরের চতুর্থ বার্ষিক কার্নিভালে জয়া আহসান রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে মঞ্চ ছাড়তেই বিজেপির কর্মীরা প্রশ্ন তোলে দুর্গপূজার কার্নিভালে জয়া আহসান কেন? বাংলাদেশি অভিনেত্রীকে দুর্গাপুরে কার্নিভালে নিয়ে এসে মা দুর্গাকে অপমান করা হলো বলে অভিযোগ তোলে বিজেপি।






জাতি হিসাবে আমাদের মত এত লাজ লজ্জাহীন দেউলিয়া জাতি এই বিশ্বে আর দ্বীতিয়টা আছে কিনা সন্দেহ! 'আত্মসম্মান' শব্দটা বোধকরি আমাদের ডিকশনারিতে নাই। দেশপ্রেমতো অনেক দুরের বিষয়।

ভারত ভিসা দেয়া শুরু করলেই দেখা যাবে এপারের বাঙ্গাল ( ওপারের লোকজন এইরকম ব্যঙ্গাত্মক ভাবেই আমাদের সম্বোধন করে থাকে) রিলে রেস শুরু করে দিয়েছে। কার আগে কে দৌড়িয়ে শপিং এ যাবে , তাজমহল দেখবে তার প্রতিযোগতা শুরু হয়ে যাবে। জয়া আহসান তার সো কল্ড সেকেন্ড হোমে গিয়ে যেভাবে বেইজ্জতি হয়েছে , এইসব বাঙ্গালরাও যে গিয়ে বেইজ্জতি হবে সামনে তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তারপরেও দেখা যাবে আদেখলার মত প্রমিত বাংলা বা হিন্দি ভাষায় যথাসম্ভব দাদাদের মনোরঞ্জনের চেষ্টা চালাবে!!

তথ্যসুত্র ঃ কালের কন্ঠ

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৮

জেনারেশন একাত্তর বলেছেন:



দেখছেন, যাওয়ার কথা মক্কা, চলে গেছে কলকাতা!

০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:০৩

ঢাবিয়ান বলেছেন: মক্কা গেলে সমাদৃত হতেন আর কোলকাতায় গিয়ে লাঞ্ছিত হয়েছেন!!

২| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:০৭

ভুয়া মফিজ বলেছেন: জাতি হিসাবে আমাদের মত এত লাজ লজ্জাহীন দেউলিয়া জাতি এই বিশ্বে আর দ্বীতিয়টা আছে কিনা সন্দেহ! 'আত্মসম্মান' শব্দটার মানেই বোধকরি আমাদের ডিকশনারিতে নাই। দেশপ্রেমতো অনেক দুরের বিষয়। আপনের এই কথা তীব্র আপত্তিজনক। লজ্জাহীন হইলো ভাদা আর ভাকুরা। এরাই জয়া আহসান........ইত্যাদি নামে আমাদের দেশের জল-হাওয়ায় বড় হইছে, আর ভারতে গিয়া ভাড়া খাটে। ভাদা-ভাকু ছাড়া আর কেউ এখন আর ভারতে যাবে বলে আমার মনে হয় না। সালমান-শাহরুখ-আমীর যেমন মুসলমান, এরা তেমন বাংলাদেশী। এদের সাথে পুরা জাতিকে এক কাতারে ফালানো কোন সচেতন মানুষের কথা না।

মনে রাখবেন, এই জাতিতে আবরার ফাহাদ আর আবু সাঈদও আছে। এমন ঢালাও কথা বললে তাদের অপমান করা হয়!!!! X(

০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৫

ঢাবিয়ান বলেছেন: আপনার মত আশা করতে পারছি না। আবরার , আবু সাইদের মত মানুষেরা প্রান দেবে তাও আগ্রাসনের কাছে নতি স্বীকার করে না। যারা ওপারে না যাবার তারা আগেও যেত না। কিন্তু এই দেশে বিশাল একটা গ্রুপ আছে, যারা কথায় কথায় ভারত দৌড়ানির উপড় থাকে। আবু সাইদের রক্তের দাগ না শুকাতেই জয়া আহসান ওপারে দৌড়ে গেছে ! খালি দেখবেন যে , ভিসা রেস্ট্রিকশন তুলে দিলে কি হয়! মির্জা ফখরুলতো বলেছেন যে, তিনি কলেজ স্ট্রীট বড়ই মিস করছেন! কফি হাউজ মিস করছেন!! তাইলে আর কি আশা করতে পারেন আপনি!!

৩| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের শিল্লীদের কলকাতার কালচার পছন্দ! খোদ কলকাতায় এখন ছবির খরা, ভালো প্রডিউসার নাই। এদিকে বাংলাদেশের ছবিতে বাংলাদেশের নায়িকা না নিয়ে কলকাতার নায়িকা নিচ্ছে।।

০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:১৭

ঢাবিয়ান বলেছেন: এইসব আত্মসম্মানহীন , নিল্লজ্জ, চাটূকাররাই আমাদের শিল্পী গোষ্ঠী ভাবতেও খারাপ লাগে।

৪| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:০৮

ভুয়া মফিজ বলেছেন: আপনে আমার কথার মূলভাবটা ধরতে পারেন নাই।

মির্জা ফখরুল আর জয়া আহসানরা পুরা জাতির প্রতিনিধিত্ব করে না। এই জাতিতে লাখো ভারত বিরোধী তরুণরাও আছে, যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে/করছে। এই জাতিতে আপনি আছেন, আমিও আছি। এখন আপনি নিজেকে এই জাতির অংশ হিসাবে লাজ-লজ্জাহীন মনে করলেও আমি সেটা করতে নারাজ। জাতির উপর দোষ চাপানোর মাধ্যমে আপনি আমাকে ইনক্লুড করতে পারেন না। ঢালাওভাবে সেইসব লাখো মানুষকেও ইনক্লুড করতে পারেন না। সেই রাইটই আপনের নাই। বক্তব্য প্রকাশে ফোকাসড হওয়া দরকার, জেনারালাইজড না!!!!

আপনার সমস্যা লেখায় না, প্রকাশভঙ্গিতে।

০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:২৭

ঢাবিয়ান বলেছেন: আসলে মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেসে খবরটা দেখে। জয়া আহসানরে কিছুটা হলেও ক্লাস অভিনেত্রী মনে হত। এইরকম বোধ বুদ্ধিহীণ জড় পদার্থ মনে হয় নাই। মির্জা ফখরুলের কথা আর কি কমু ! পোস্টটা মুলত এইসব আদেখলা বাঙ্গালদের জন্যই।

৫| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৪১

লুধুয়া বলেছেন: এটা বিজেপি দের প্রবলেম কলকাতা বাসীর কোনো প্রবলেম নেই।বিজেপি আরএসএস হলো বাংলাদেশের Bnp-jamater ছোটো ভাই। দুই তার আইডিওলজি তে মিল আছে।

৬| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৪৮

জ্যাক স্মিথ বলেছেন: মুসলিম হয়ে সে হিন্দুদের পুজোর অনুষ্ঠানে গিয়েছে কেন? এটা তো মা দূর্গার জন্য অপমানই। আগের যুগে কোন মুসলিম যদি হিন্দুদের কোন আসবাবপত্র স্পর্শ করতো তাহলে তারা তা ফেলে দিতো বা নষ্ট করে ফেলতো।

৭| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৩৮

কামাল১৮ বলেছেন: সাম্প্রদায়িক শক্তি দুই বাংলাতেই আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.