নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

বাঙালি কবে মানুষ হবে !

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৩

শরৎচন্দ্র বিলাসী গল্পে আক্ষেপ করেছিলেন যে পাড়া গাঁয়ে একজনের বিপদে সবাই তার সাহায্যে ঝাঁপিয়ে পড়ে এমন ঘটনা আগে কখনো হয়ে থাকলেও কলিকালে তা বিরল! সেদিন NTV র আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে ড. সাইফুল্লাহ দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, এক বোনের প্রশ্ন শুনে ভাবছিলাম আমরা এখন কোথায় নেমে গেছি, ধর্ম - সাধারণ মানবতাবোধ সবই কি আমাদের সমাজ থেকে লোপ পেয়ে যাচ্ছে ?
বোনটির প্রথম প্রশ্ন ছিল, তার স্বামীরা চার ভাই, তিনি স্বামীর সাথে ঢাকায় থাকেন, দুই ভাই গ্রামে থাকেন, আর সবার ছোট ভাই থাকে সৌদিতে । সবার আলাদা সংসার । পারিবারিক দ্বন্দ্বের কারণে বাড়িতে থাকা দুই ভাই মিলে বিদেশে থাকা ছোট ভাইয়ের বৌকে তাদের জায়গা দিয়ে বের হতে দিবে না বলে ঘরের দরজা আটকিয়ে রাখে । শেষে ঘরের পিছনের ওয়াল ভেঙে বৌকে সরকারি রাস্তা দিয়ে বের হতে হয়। এতে প্রশ্নকারী মহিলার স্বামীও সমর্থন দেন! মহিলার প্রশ্ন ছিল ইসলাম এ কাজকে কিভাবে দেখে ?
এখানেই শেষ না, পরবর্তী প্রশ্নগুলো সব শুনলে মনে হয় আমরা কোথায় আছি? কবে আমাদের ভিতর সাধারণ মানবতাবোধ কাজ করবে ? কবে আমরা মানুষ হবো ?
সেদিন প্রিয় ব্লগার রাজীব নূরের এক মৃত বন্ধুর স্ত্রী সন্তানকে তার পরিবার কতৃক বাড়ি ছাড়া করার চেষ্টায় বিচলিত হয়েছিলাম অনেকে । এও এমনি আরেক করুন সমাজ চিত্র ! আগ্রহী হলে দেখুন, (ভিডিওটির ৬ স্ট মিনিট থেকে ১৬ তম মিনিট ) Click This Link

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

আখেনাটেন বলেছেন: পারিবারিক মূল্যবোধের কাঠামোটা আমাদের ঠুনকো। ফলে সামান্য ঘটনায় হুড়মুড় করে ভেঙে গিয়ে এর কংকালটা দেখিয়ে দেয়। আপনার লেখা ঘটনাটাও তাই।

এর থেকে সহজে পরিত্রাণও নেই।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৩

ঢাকার লোক বলেছেন: বিষয়টা অত্যন্ত দুঃখজনক, আল্লাহ আমাদের সুমতি দান করুন !

২| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৫

আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: আদৌ হবে কি

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৪

ঢাকার লোক বলেছেন: দারিদ্র অশিক্ষা যখন দূর হবে সেদিন আশা করা যায় এর পরিবর্তন সম্ভব।

৩| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

ফেনা বলেছেন: সবই কপাল আর কলিকালের তেলেসমতি।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪২

ঢাকার লোক বলেছেন: সবই কপাল বা কলিকালকে দোষ দিলে হবে? সুশিক্ষা, দারিদ্র দূরীকরণ, ধর্মীয় জ্ঞান বিস্তার আমাদের ভিতর হিংসা বিদ্বেষ দূর করতে পারে, জানিনা কতদিনে হবে, তবে আশা করতে দোষ কি ?

৪| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০২

কাওসার চৌধুরী বলেছেন:



এদেশে বিবেকের শিক্ষার বড়ই অভাই। আমরা মানুষ হিসেবে অনেক নীচু মানের।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৬

ঢাকার লোক বলেছেন: অনেক দুঃখেই হয়তো এ কথা বলেছেন, ভাই! সত্যি বিষয়টা দুঃখজনক! সুশিক্ষার অভাবটা একদিন কি পূরণ হবে না ?

৫| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬

তারেক ফাহিম বলেছেন: দিন যত যাচ্ছে পারস্পিরিক মুল্যবোধ তত নিচে নামছে X((


১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৬

ঢাকার লোক বলেছেন: দারিদ্র থেকে হিংসার জন্ম হয়, গ্রামের মানুষতো আজকাল আগের চেয়ে অর্থনৈতিক দিক থেকে ভালো, তবে কেন মূল্যবোধের অবক্ষয় ? সুশিক্ষার বিস্তার দরকার!

৬| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: ঢাকার লোক ,



বাঙালি কখনও মানুষ হবেনা !
শুধু মূল্যবোধই নয় , তাদের ভান্ডারে ভালো কিছুই নেই ।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৮

ঢাকার লোক বলেছেন: এ আপনার অভিমান, অনেক দুঃখেই হয়তো এ কথা বলেছেন, ভাই! সত্যি বিষয়টা দুঃখজনক! আসুন দোআ করি আল্লাহ যেন আমাদের এ অবস্থার পরিবর্তন করেন!

৭| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গ্রামে এগুলো কমন সমস্যা। ভ্রার্তত্ববোধ, ইসলাম সব ভুলতে বসেছি আমরা...

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬

ঢাকার লোক বলেছেন: গ্রামীণ জনগণই দেশের জনসংখ্যার বৃহত্তর অংশ, গ্রামই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত, দারিদ্র অশিক্ষা যখন দূর হবে সেদিন আশা করা যায় এর পরিবর্তন সম্ভব।

৮| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: আমি অপারগ হয়ে, সেই বন্ধুর পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৯

ঢাকার লোক বলেছেন: কি আর করা, দোআ করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং অন্যায় অবিচার করা থেকে হেফাজত করুন !

৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: মানবতাবোধ এই সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে।

১০| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: এখানে ধর্ম বিষয় নয়, বিষয় হচ্ছে পরিবার ও তার দায়িত্ব ।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪

পুলক ঢালী বলেছেন: সুন্দর লিখেছেন। আপনার বক্তব্য নিয়ে জ্ঞানগর্ভ আলোচনার ডালি খুলে বসা যায়, যে ব্যাপারে আমরা বাঙ্গালীরা সিদ্ধহস্ত। সমস্যা অনেক বড়, সমাধানের জন্য আজ থেকে উদ্যোগ নিলে ফল পেতে ৩০ বৎসর লাগবে। দুঃখের বিষয় উদ্যোগ নেওয়ার লোক কবে জন্ম নেবে সেই অপেক্ষাতেই আমাদের কাল ক্ষেপন করতে হচ্ছে। :)

(বিষয়টির সাথে ধর্ম ও লোকাচার একসাথে জড়িত। ধর্ম যদি শুধু গুনাহর জন্য মাফ চেয়ে বেহেশতে যাওয়ার আকাঙ্খার মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে সমস্যা ছিলনা। কিন্তু জীবনাচরনে একই ধর্মীয় নির্দেশ বাঙ্গালী সমাজ ও সংস্কৃতির সাথে খাপ খাওয়ানো মুশকিল। মূলতঃ যে দেশ থেকে ধর্মের উদ্ভব হয় সে দেশের জীবনাচরনের সাথে তার মিল থাকে ।)

ভাল থাকুন।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

খায়রুল আহসান বলেছেন: এ বিষয়ে আমার যা বলার, তা প্রথম মন্তব্যকারী আখেনাটেন এবং শেষ মন্তব্যকারী পুলক ঢালী, এ দুজনই বলে দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.