নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

জাকাত সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়

২১ শে মে, ২০১৯ রাত ৯:২৫

* বাবা মা বা ছেলে মেয়েকে দৈনন্দিন জীবন যাপনের খরচ মিটানোর জন্য জাকাত দেয়া যাবে না, কেননা এদের খাওয়া পড়ার খরচ দেয়া একজনের মৌলিক দায়িত্বের ভিতর পরে, জাকাত থেকে দেয়া যাবে না । তবে বিশেষ ক্ষেত্রে, যেমন আলাদা থাকে এক ছেলে, ব্যাবসায় মার্ খেয়ে ঋণগ্রস্থ হয়ে পড়েছে, তাকে বাবা তার জাকাত থেকে তার ঋণ পরিশোধে সহায়তা করতে পারবে। এখানে এ ঋণ পরিশোধ বাবার মৌলিক দায়িত্বের ভিতর পরে না ।
আলাদা থাকা ভাই বোন দারিদ্র হলে জাকাত দেয়া যাবে কেননা তাদের সংসারের খরচ চালানো অন্য ভাই বা বোনের দায়িত্বের অন্তভুক্ত নয়। একই কারণে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কিন্তু স্ত্রী ধনী আর স্বামী দারিদ্র হলে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে।

* অধিকাংশ আলেমগণের মতে যে গয়না ব্যাবহার করা হয় তার উপর জাকাত নেই ।

* বসত বাড়ি, ভাড়া দেয়া বাড়ি, বা ব্যাবসার ( দোকান/কারখানা ইত্যাদি ) জন্য দালান কোঠা, ব্যাক্তিগত বা ব্যাবসায় ব্যাবহারের গাড়ি, যে দামেরই হোক, কোনো জাকাত নেই । তবে বাড়ি ভাড়া থেকে আয় নিসাব পরিমান হলে জাকাত হবে; তেমনি ব্যবসা থেকে আয়ের উপর, নিসাব পরিমান হলে, জাকাত হবে ।

* বাড়ি জায়গা জমিন বিক্রি করলে তিন অবস্থা:
ক) নিজের ব্যবহারের বাড়ি বা জমি বিক্রি করলে জাকাত হবেনা যদি না সে টাকা এক বছর জমা থাকে ।
খ) দাম বাড়লে বিক্রি করে দেয়ার নিয়তে বাড়ি বা জমি কিনে পরে বিক্রি করলে প্রাপ্ত মূল্যের উপর জাকাত দিতে হবে ।
গ) যে জমি বা বাড়ি কেনা বেচার ব্যবসা করে তার ক্ষেত্রে জাকাতের সময় হলে বিক্রয়ের জন্য কেনা সব বাড়ি বা জমি ব্যাবসায়িক পণ্য হিসাবে গণ্য হবে এবং তার বাজার মূল্য হিসাব করে জাকাত দিতে হবে ।

* বাড়ির ঋন, বা এ জাতীয় বড় অংকের ঋন থাকলে মাসিক কিস্তি দিয়ে নিসাব পরিমান জমা থাকলে জাকাত দিতে হবে ।
* ব্যাবসায়িক পণ্যের উপর জাকাত দিতে হবে, বছরের যে সময় জাকাত দেয়া হবে তখন দোকানে বিক্রির জন্য রাখা সকল পণ্যের ক্রয়মূল্য হিসাব করে তার উপর জাকাত দিতে হবে । দোকানের মাল রাখার সেলফ, দোকানের কাজে ব্যাবহৃত মেশিন পত্র ইত্যাদির উপর কোনো জাকাত নেই ।

* জাকাতের টাকা পরে দেয়ার জন্য ধরে রাখা যাবে না, তবে অগ্রিম দেয়া যাবে। মাসে মাসেও দেয়া যাবে, তবে অগ্রিম হতে হবে ।

এ বিষয়ে আগের লেখাটি এখানে দেখুন :https://www.somewhereinblog.net/blog/dhakarlok/30275984

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৯ রাত ৯:৩২

করুণাধারা বলেছেন: উপকারী পোস্ট। অনেক কিছু জানা গেল।

২২ শে মে, ২০১৯ ভোর ৫:৩৫

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ, পড়া ও সুন্দর মন্তব্যের জন্য! অগ্রিম ঈদ মুবারক !!

২| ২১ শে মে, ২০১৯ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: আছা, আমি কি জাকাত নিতে পারবো?

২২ শে মে, ২০১৯ ভোর ৫:৪২

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ, পড়ার জন্য! আপনি শহরে যেভাবে ক্যামেরা নিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে বেড়ান, আপনাকে কে জাকাত দিবে। অগ্রিম ঈদ মুবারক !!

৩| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার লিখা।সত্যি বলতে এই ধরনের লিখা পড়তে আমার খুব ভালো লাগে।
ধন্যবাদ আপনাকে।

৪| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১১:০৪

মাহের ইসলাম বলেছেন: জাযাকাল্লাহ খাইরান।

ভালো থাকবেন, শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.