![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সপ্তর্ষি তোমার ছায়ায়
এ কার প্রতিচ্ছবি
মুগ্ধ পানে চেয়ে থাকে
দু হাত মেলে ধরে
আমায় কাছে ডাকে
তার চোখে সন্ধাতারা উঁকি দেয়
আমায় মোহাবিষ্ট করে ফেলে
আমি বুঝি এ তার ছলনা
শুধুই অভিনয়
আমার ভয় হয়
মনে হয় আমি পরাভূত
তবুও আমি স্বপ্ন দেখি
তুমি আসবে ...
অপেক্ষায় থাকি, তুমি আসবে.........।
©somewhere in net ltd.