![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কাঁদতে শিখিনি,
প্রকৃতির অমোঘ মায়ায়
অশ্রুজল আমার চোখের কোনে জায়গা করে নিয়েছে;
বহমান ধারায় চোখের কোনে জমে থাকা এ জল
আমায় প্রায়ই ভাবায় এই জলের সার্থকতা কি?
এর কোনটিতে আছে ছলনা, কোনটিতে আছে অভিনয়
আর কোনটিতে আছে বেদনায় সিক্ত অনুভূতি।
এ অনুভূতি এক মায়াজালে আবদ্ধ
সে মায়াজাল ভেদ করার সাধ্যি কি আর কারও আছে
ক্রন্দনরত চোখের দৃষ্টির পরশে
কারও সুখ হয় কারও হয় দুঃখ
তাতে আমি বিচলিত নই,
প্রকৃতি আমাকে কাঁদতে পাঠিয়েছে
আমি কেঁদেই যাচ্ছি............।
©somewhere in net ltd.