নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কা...কা....কা.....য়া য়া য়া য়া

ওহে কর্কশ কন্ঠী বোকা পাখি তুমি যে অন্যের ছানাকে সযত্নে পেলেপুলে লায়েক করে উড়িয়ে দাও তুমি কি তা জান্তে কর নাকি অজান্তে কর

ধবল_কাউয়া২১৩

আমি একজন মুভিখোর মিউজিকখোর এনিমিখোর ডিমখোর সকাল বিকাল ডিম খাই বেসুরে গান গাই তাইরে নাইরে নাই......... ............

ধবল_কাউয়া২১৩ › বিস্তারিত পোস্টঃ

গতদিন সারাদিন জন্মদিন

১০ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫০

বসে আছি। আমার চোখ আর মনোযোগ দুটোই ডেস্কটবের স্ক্রিনে। মোবাইলের শব্দে হঠাৎ টনক নড়লো। সাথে সাথে স্ক্রিনের ডান দিকে তাকালাম সময় দেখার জন্য। তখনও ১২টা বাজে নাই। যাহোক মোবাইলটা হাতে নিলাম। ম্যাসেজ এসেছে। ঈদ পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন বা নিউ ইয়ার অথবা জন্মদিন যেকনো উপলক্ষ্যে এই বন্ধুটির কাছথেকে সবসময় আমি প্রথম শুভেচ্ছাটি পাই। তবে আমাকেই ও সবার প্রথমে শুভেচ্ছা জানায় কিনা জানি না,কখনও জিজ্ঞেস করিনি।



‘dosto, happy birthday’ ম্যাসেজ পরে একা একাই হাসলাম। কাটায় কাটায় রাত ১২টায় উইস করতে গিয়ে দুই মিনিট আগে ১১:৫৮ তে উইস করে ফেলছে। মানে আমার জন্মদিন ৯ মার্চ আর ও আমাকে উইস করছে ৮ মার্চ।



যথারীতি আমাদের বাসার কারোই আমার জন্মদিনের কথা মনে নাই। দুপরের দিকে আরেক বন্ধু শুভেচ্ছা জানাল। আমার তৃতীয় আরেকটা বন্ধু আছে। সে জন্মদিনের একদিন বা দুদিন পরে উইস করে। এবার সে দিন শেষ হওয়ার ঘন্টা দুয়েক আগে রাত দশটার দিকে আমাকে উইস করল



ওই আজকে তোর বার্থডে না

হু

আমিতো ভুলেই গেছিলাম গতকাল সারাদিন মনে ছিল আজকে তোর জন্মদিন কিন্তু আজকে ভুলে গেছি। হি হি হি হি। আন্টি কি কি রান্না করছে আজকে

তেমন কিছু না

মানে কি? কর্মা পোলাও হয় নাই?

উহু পিচ্চি পিচ্চি মাছ দিয়ে পালং শাক আর কি যেনো মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করছে

মানে কি?

তারা ভুলে গেছে যথারীতি

হি হি হি হি হি (দুজনেই)

এবার তোকে সময় মত উইস করলাম।

হু তোর দেখি উন্নতি হইছে

হি হি হি হি (দুজনেই)



কথা শেষ করে খেতে গেলাম। তরকারির বাটিকে মনে হল বিরান ভূমি। কিছু নাই শুধু ঔ কি যেনো মাছের এক টুকরো ছাড়া।

আম্মা তরকারি কৈ ভাত খাবো কি দিয়ে

তরকারি তো টান পড়ল তুই ডিম ভেজে খা

রীতিমত দুঃখ পেলাম। ডিমখোর দেখে কি জন্মদিনের দিন এই রাত ১১টায় ডিম ভেজে এখন ভাত খেতে হবে......





গত সকালে ব্লগে ঢুকে দেখলাম আমার মডারেশন স্ট্যাটাস watch থেকে general হইছে (মনে হয় জন্মদিনের উপহার)

‘আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে’ দেখে তখন থেকেই খুব চাচ্ছিলাম কিছু একটা পোস্ট করি কিন্তু মাথায় কিছু আসছিলোনা। লেখা প্রতিভায় আমি আবার কলঙ্ক। স্কুল, কলেজ বা ভার্সিটিতে কখনও লেখালেখি করিনি। শেষ পর্যন্ত যা লেখলাম তা নিজের কাছেই অপ্রত্যাশিত।

জন্মদিন নিয়ে????

এসব কি আবোল তাবোল লেখলাম??!!!!!!

এটা পোস্ট করবো???? করা যাবে??????

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৮

আমিনুর রহমান বলেছেন:




দেরীতে জন্মদিনের শুভেচ্ছা। পরবর্তীতে যেন ঠিক সময় আপনাকে উইশ করতে পারি। ভালো থাকবেন।

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৯

ধবল_কাউয়া২১৩ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

নাহিদ রুদ্রনীল বলেছেন: জন্মদিন ও জেনারেলে আসার শুভেচ্ছা।

৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৯:২১

ধবল_কাউয়া২১৩ বলেছেন: আমার ব্লগে আসার জন্য এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.