![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনিয়াছি ধমাধম ধর্ম নামে নতুন এক ধর্মের আবির্ভাব ঘটেছে। নতুন জিনিসে আগ্রহ থাকে। তাই ধমাধম ধমর্তেও আগ্রহ জন্মেছে।
ইসলাম শান্তির ধর্ম। [প্রথমে একটু মিনমিন করেই বলি।]
কিন্তু শান্তির অনেক রকমফের আছে-
আসেন এইবার কিছু ছবি দেখি-
রাজধানীর বৌদ্ধ মন্দিরে শহীদ স্মরণে প্রার্থনা
শুক্রবারের দিনটি একইভাবে শুরু হলেও অন্যরকম এক ভিন্নতা ছিল রাজধানীর খিলগাঁও এর বৌদ্ধ মন্দিরে। [সূত্রঃ বাংলানিউজ২৪ ডট কম]
এবার ইহারাও নাকি শান্তি চায়-
শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামে মিছিল বের করে ইসলামী ও সমমনা ১২ দল। - [সূত্রঃ বিডিনিউজ২৪ ডট কম]
এই ছবিটা দেখার পরে আমরা আর মিনমিন করে বলব না। একটু চেঁচিয়েই বলবো- খবরদার! ইসলাম শান্তির ধর্ম।
ঢাকায়-
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় শুক্রবার জুমার নামাজের পর মিছিল বের করে ইসলামী ও সমমনা ১২ দল। - [সূত্রঃ বিডিনিউজ২৪ ডট কম]
এইবার চিল্লাইয়া হাত পা ছোঁড়াছুঁড়ি করে বলব- ইসলাম শান্তির ধর্ম। আর এইগুলা সহি ইসলাম নয়।
====================
এইবার শান্ত হন। আমরা সবাই জানি, ইসলাম অর্থই হচ্ছে শান্তি। আর এইগুলা সহি ইসলাম নয়।
এইযে শেষ দুইটা ছবিতে যাদেরকে দেখতে পারছি এরা কেউই শান্তিবাদী লোক নয়। এরা জামাত শিবির রাজাকার, রাজাকারদের ছাও কিংবা পাকিবীর্যজাত কিছু কুলাঙ্গার। যেভাবেই হোক ৪২ বছর ধরে বাঙালির দূর্বলতার সুযোগ নিয়ে এরা বেড়ে উঠেছে এই বাংলায়। কিন্তু কোনদিন বাংলাদেশের স্বাধীনতাকে এরা স্বীকার করে নাই। যার প্রমাণ আজ এরা দেশের পতাকাকে অবমাননা করেছে।
এই গুটিকয়েক পাকিবীর্যজাতের জন্য পুরো ইসলামের দোষ হচ্ছে, অথচ বাকি সংখ্যাগরিষ্ট মুসলমানেরা সুশিলগিরি করতে করতে বলবেন যে ইহা সহি ইসলাম নয়। এই ভোদাইগিরি আর কতদিন করবেন? যদি ইসলাম মানেন, যদি মুসলমান হন, তাহলে স্বীকার করবেন যে দেশপ্রেম ঈমানের অঙ্গ। কিন্তু এরা আজ আবার আপনার দেশের উপর আক্রমন করছে। এরা আবার বাংলাদেশের পতাকা পোড়াচ্ছে।
যদি সত্যিকারের মুসলমান হন, তাহলে ঘর থেকে বের হন। এইসব পাকিবীর্যজাতগুলারে শুধু আর প্রতিরোধ নয়; প্রতিশোধ নিন, গুড়িয়ে দিন দেশের স্বার্থে, ধর্মের স্বার্থে, ইসলামের স্বার্থে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
ধমাধম বলেছেন: দাঁড়িপাল্লার নিকটা দেখি আসলেই পুরাই "ব্যান্ড" হয়ে গেছে।
যা হোক, এই পোস্টে দাঁড়িপাল্লার প্রসঙ্গ এলো কী করে? এই আন্দোলন নিয়ে যারাই অপ্রাসঙ্গিক ক্যাচাল টেনে আনছে সবাই যে পাকিবীর্যজাত, সেইটা নিশ্চয়ই ভালো করে জানেন।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
নায়করাজ বলেছেন: এখন তো দিলেন ব্যবস্থা কইরা ? বৌদ্ধ ব্যাটাগো উপরে নাকি আবার শান্তি চালান হয়া যায় ?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
ধমাধম বলেছেন: সবার উপর শান্তি বর্ষিত হউক।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
সবুজ ভীমরুল বলেছেন: তুই দাড়িঁপাল্লা নামক শুয়োরটা, তাই না। তোর পোস্টের ধরন দেইখাই বুঝা গেসে, তুই কে!!!
সূর হ, ব্লগ থেকে!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭
ধমাধম বলেছেন: ৭১-এ কইছেন হিন্দুগো গন্ধ। ১৩-তে পাইছেন নাস্তিকদের গন্ধ। আর এই ব্লগে আইসা পাইতেছেন দাঁড়িপাল্লার গন্ধ!
মিলটা খেয়াল করছেন?
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জাতীয় পতাকা পবিত্র বেটা ধর্ম অপবিত্র এই মতবাদ যখন তোমার তাইলে তোমার উদ্দেশ্যটা ও পরিষ্কার। থাক তোমার চিন্তা আর বিশ্বাস নিয়ে তবে সাবধান কারোর বিশ্বাস নিয়ে কৌতক করবেনা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০
ধমাধম বলেছেন: আলোচ্য বিষয় হলো দেশ। এখানে ধর্ম টেনে আনতেছেন কেন?
ধর্ম অপবিত্র- এই মতবাদ এই পোস্টের কই পাইলেন?
আর হ্যা, আমি কি আপনার ভগ্নিপতি লাগি যে এত আদর কইরা তুমি তুমি কইরা ডাকতেছেন?
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
নয়ামুখ বলেছেন: তুই ই তো সেই দাড়ীপাল্লা,যে আমাদের মহানবীকে নিয়ে কুরুচীপুর্ণ কার্টুন পোস্ট করেছিলি পরে সামু যার নিক ব্যান্ড করাছিলো। তুই আবার এসেছিস কি করতে।