নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যান্ত্রিক ইবাদাত হারামে আকবার ও শিরকে আকব ইবাদাত হারামে আকবার ও শিরকে আকবর

ধর্ম নিয়ে লিখিতে অনন্তর প্রচেষ্টা থেকে এই ব্লগ লিখা।

ধর্ম-কথক

আমি আরেকটি বার তোমার প্রেমে পড়তে চাই।

ধর্ম-কথক › বিস্তারিত পোস্টঃ

এক অসাধারণ হামদে বা'রী তায়ালা (পড়ে দেখতে পারেন)

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২২

ইয়া রব(হে প্রতিপালক)

মুলঃ হজরত শাহ মুহাম্মদ আলতাফুর রহমান আলাভী (রা)



কিসমত মেরি কিসমত মেরি ফোরকত তেরি ফোরকত তেরি

দিল সে না মিঠ জায়ে কভী উলফত তেরি উলফত তেরি

অর্থঃ হে প্রতিপালক! আমার ভাগ্য,আমার নিয়তি- তোমার বিরহে তোমার বিচ্ছেদে কখনো যেন অন্তর থেকে মুছে না যায় তোমার ভালোবাসা, তোমার মহব্বত!



সমজো কেয়ে সমজো কেয়া হিকমত তেরি হিকমত তেরি

বস হ্যায় মুজে ‘লা তাকনাতু’ রহমত তেরি রহমত তেরি

অর্থঃ আমি কী করে বুঝবো তোমার হিকমত! তোমার বানীঃ ‘আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না’- তোমার এই বানীই আমার জন্য যথেষ্ট।



কব হো বয়া কব হো বয়া আযমত তেরি আযমত তেরি

‘লাইসা কামিস্লিহি শাইউন’ আয়ত তেরি আয়ত তেরি

অর্থঃ তোমার শ্রেষ্ঠত্ব কী কখনো বর্ণনা করা সম্ভব? ‘তাঁর অনুরূপ কিছুই নেই’, এই হচ্ছে পবিত্র কোরআনের বর্ণনা!



হাম আযিয ও মাগলুব কু নুস্রত তেরি নুসরত তেরি

লাখউ আদাওয়াত হো মগর গাইরত তেরি গাইরত তেরি

অর্থঃ আমাদের ন্যায় অক্ষম ও পরাজিতদের পুনঃপুন সাহায্য প্রয়োজন। শত্রুদের পক্ষ হতে নানান ধরনের শত্রুতা পোষণ করা হলেও একমাত্র তোমার সত্তার সম্মানে ধৈর্য ধারণ করে যাচ্ছি।



কাবা তু কহ রহে কিস কদর হুরমত তেরি হুরমত তেরি

কায়সী বনী থী এক যমা ছোরত তেরি ছোরত তেরি

অর্থঃ হে রব! তোমার মর্যাদা কতই না উঁচু, যা পবিত্র কাবা সর্বদা উচ্চারন করে যাচ্ছে। একসময় তোমার যাত ও সত্তা কতই না সঙ্গোপনে ছিল!



তুজ সে বড়ী ইবরত মেরি তুজ সে বড়ী ইবরত মেরি

কায়সে গাওয়ারা হো মুজে হিজরত তেরি হিজরত তেরি

অর্থঃ হে রব! আমার এ সতর্কতামূলক মহান শিক্ষা একমাত্র তোমারই নিকট প্রাপ্ত। অতএব কী করে আমি তোমার বিরহ সহ্য করবো!



কিস কু মিলে বিন মগফেরত জান্নাত তেরি জান্নাত তেরি

দারুল ফানা মে হ্যায় নেহি রোইয়ত তেরি রোইয়ত তেরি

অর্থঃ তোমার ক্ষমা ও মার্জনা ব্যতীত কে-বা জান্নাতে প্রবেশ করবে? অস্থায়ী জগতে তোমার দর্শন অসম্ভব!(পার্থিব জগতে কেউ আল্লাহকে দেখতে পাবে না।)



দারুল বকা মে লা বয়া নেমত তেরি নেমত তেরি

হুগী উয়াহো হার চীজ মে লযযত তেরি লযযত তেরি

অর্থঃ ‘দারুল বকা’ এ তোমার অফুরন্ত নিয়ামত রয়েছে। তথায় প্রতিটি জিনিসে তোমার পক্ষ নতুন নতুন স্বাদ বিদ্যমান থাকবে।



বাহির কিয়া তাকদীর সে আফত মেরি আফত মেরি

সবকত গযব পর লেগেয়ী রহমত তেরি রহমত তেরি

অর্থঃ আমার বিপদাপদ, আমার দুর্বিপাক আমার তাকদীরের লেখনি থেকে দূরীভূত করেছেন। হে রব! তোমার রহমত ও দয়া, তোমার গযব ও রাগের উপর যখন বিজয় লাভ করেছে!



আফত মেরি হো গাইর পর হুজ্জাত তেরি হুজ্জাত তেরি

না চীজ হো পর ইয়া নবী উম্মত তেরি উম্মত তেরি

অর্থঃ আমার উপর আপতিত বিপদ অন্যের জন্য তোমার প্রমান হিসেবে বিবেচিত হোক। হে নবী সঃ- আমি অধম বটে, কিন্তু আপনার উম্মতের অন্তর্ভুক্ত!



হারা আইব অ্যা শর সে পাক হ্যায় অয়াহদত দেরি অয়াহদত দেরি

মরনে পে আপনা হ্যায় নেহি কুদরত তেরি কুদরত তেরি

অর্থঃ হে রব! তোমার একত্ববাদ সব ধরনের ত্রুটি ও শিরক থেকে পুতপবিত্র! তোমার কুদরতের শক্তি কখনো নিঃশেষ হবে না!



আলতাফ খেদ্মতে শায়খ কী দৌলত তেরি দৌলত তেরি

ফায়জান গাইবী সে আতা হুজ্জাত তেরি হুজ্জাত তেরি

অর্থঃ হে আলতাফ! শায়খের খিদমত হচ্ছে তোমার পুঁজি ও সৌভাগ্য। আমার এ দলীল গাইবী ফয়যের মাধ্যমে প্রাপ্ত আল্লাহর দান।



কুচ ভী না হো গা তা হাশর শোকরে নউয়িদে হামেদি

থী হায়বতে ফারুক সী সতয়াত তেরি সতয়াত তেরি

অর্থঃ হামেদ হাসান আলাভী (রা)-র সুসংবাদের শোকর কিয়ামত পর্যন্ত আদায় হবে না। আপনার এ রুহানি ক্ষমতার মধ্যে ফারুকে আযমের ব্যক্তিত্বের ঝলক দীপ্তিমান ছিল।



গাইভী বেশারত বারভী হামনে সুনি থী এক যমা

সারে যাঁহা ইয়া সাইয়েদি বরকত তেরি বরকত তেরি

অর্থঃ এক বিশেষ সময়ে আমি ইমামুত তরিকত সাইয়িদ আবদুল বারী শাহ (রা)’র পক্ষ থেকে গাইবী সুসংবাদ পেয়েছিলাম। হে আমার সরদার! সারা জাহানে আপনার বরকত বিরাজমান!



রচনাকালঃ ১৯৬০ সাল।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

রিয়াদ হাকিম বলেছেন: Apnar porichoita ki Jante park?

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২

ধর্ম-কথক বলেছেন: কোন ধরনের পরিচয় জানতে চান?

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

রিয়াদ হাকিম বলেছেন: *pari?

৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০

রিয়াদ হাকিম বলেছেন: Nam, kar murid?

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

ধর্ম-কথক বলেছেন: হজরত শাহ মুহাম্মদ আলতাফুর রহমান আলাভী (রা)' ভাবশীষ্য! কারো মুরিদ নই। আপনি কী কারো মুরিদ?

৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

সুষুপ্ত পাঠক বলেছেন: আপনি কি ব্লগ দিয়া ইন্টারনেট চালান?

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

ধর্ম-কথক বলেছেন: আপনার প্রশ্নটি বুঝলাম না, তাই উত্তর দিতে না পারাই দুঃখিত!

৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

সুষুপ্ত পাঠক বলেছেন: দুই ধরনের ব্লগার আছে, একদল নেট দিয়া ব্লগ চালায়, একদল ব্লগ দিয়া নেট চালায়! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.