![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'নষ্ট মেয়ে আমি'
-জাহিদুল ইসলাম জুয়েল
গর্বিত এই পুরুষ সমাজ সুধাই তোমার কাছে,
আমার কোন পরিচয় কি তোমার কাছে আছে?
তোমার চাওয়ায় দিলেম আমার নারীত্বেরই বলি!
সেই দোষেতেই দিলে তুমি কলঙ্কেরই কালি?
যার দেহেতেই ভোগের প্রসাদ খুঁজে পেলে তুমি,
তার ললাটেই এঁকে দিলে, ‘নষ্ট মেয়ে আমি’?
তোমার কাছে দামী আমার ওষ্ঠ-ললাট-দেহ,
দেহের মাঝে বসত করা মনটা যে নয় কেহ!
তোমার কাছে আমার দাম কুঁড়ি টাকাই মেলা,
আমার যেথা জীবন-মরণ, তোমার সেথা খেলা!
খেলাঘরের পুতুল ভেবেই ভাঙছো আমায় তুমি
এই কি শুধু দোষ আমার, ‘নষ্ট মেয়ে আমি’?
দিনের আলোয় দেখেই তুমি ছি ছি কর যারে,
রাতের কালোয় কেমন করে আপন কর তারে?
তোমার আসে বেড়াই আমি প্রেম নগরীর পানে,
জীবন নামের যুদ্ধ আমায় তোমার কাছে টানে?
সমাজ মাঝে তুমি আমার নিন্দে ওঠো গেয়ে,
তোমার কাছে আমি যে এক নষ্ট হওয়া মেয়ে!
ভদ্রতার ঐ মুখোশ পরে ঘুরে বেড়াও পাছে-
আসল রূপটি ফুটে ওঠে সমাজটারই কাছে!
মানুষ নও পুরুষ তুমি, অন্ধকারে যেন!
আমার মাঝেই পুরুষত্ব উজাড় কর কেন?
এমন করেই হাজার বছর খেলছ লীলা তুমি,
আমার শুধু পরিচয়,‘নষ্ট মেয়ে আমি’!
উৎসর্গঃ নাম না জানা অসংখ্য দুঃখিনী মেয়েকে যাদের আমরা ‘নষ্ট মেয়ে’ বলে জানি!
২১ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৮
জাহিদুল ইসলাম জুয়েল বলেছেন: অন্তঃত একজনের হলেও ভাল লেগেছে! ধন্যবাদ ভাই!
অপ্রাসঙ্গিক একটা কথা বলি... ভবিষ্যৎ পৃথিবীতে বোধহয় কবিতার কোন স্থান নেই!
২| ২৫ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২৫
মিথী_মারজান বলেছেন: চমৎকার লিখেছেন।
অনেক অনেক ভাললাগা রইল।
২৫ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৪৭
জাহিদুল ইসলাম জুয়েল বলেছেন: মিথী_মারজান আপানকে অনেক ধন্যবাদ!!
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২০
দেশপ্রেমী বলেছেন: সত্যিই বেশ সুন্দর!