![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসংগ কবি
কতকাল কেটে গেল আমার কবিতা বিহীন,
জমানো স্বপ্নরা সব হয়ে গেল মলিন।
কবিতা আমি শুধু তোমার খোঁজে,
ধ্যানে পড়ে আছি দু চোখ বুজে।
কবিতা এবার আমায় দাও দেখা-
তুমিহীন আমি হয়ে গেছি বড় একা।
কবিতা তুমি জানি আবার আসবে ফিরে,
প্রেমের পদ্য আঁকবো আমি তোমায় ঘিরে।
চাষি
সোনার মাটিতে বোনা সোনার ফসল,
কেটে যায় বহুদিন;
মৃদু হাওয়ায় দোলে সোনার ফসল,
তাতে বেজে উঠে বীণ।
সেই বীণ প্রাণে সুর তোলে
সেই সুরে বাজে বাঁশি।
চাষি তোমায় ভালবাসি।।
কাদা ফুঁড়ে বেরোয় সোনা
তোমার হাতের ফসল বোনা
ক্লিষ্ট মুখে অন্ন দিয়ে ধন্য করে
তুমি আনো হাসি।
চাষি তোমায় ভালবাসি।।
বিদায়ের ক্ষোভ
দিন শেষ হয়ে গেলে চলে যাব আমি
তখন শেষ হয়ে যাবে বেলা,
আধো আলোতে দাঁড়িয়ে দেখবে তুমি
নিয়তির নির্মম খেলা।
যখন আঁধারে ডুবে যাবে চারদিক
আমি হয়ে যাব দূর আকাশের তারা,
তুমি তখন খুঁজবে আমায় দিগ্বিদিক
হন্য হয়ে খুঁজবে আমায় সারা।
আমি তবু রয়ে যাব বহুদিন
লুকিয়ে রয়ে যাব এই ভবে,
স্মৃতির পাতায় রয়ে যাব অমলিন
বুকের ভেতর রয়ে যাব নীরবে।
যখন পাখিরা ফিরে যাবে নীড়ে
রাতশেষে নিভে যাবে চাঁদখানি,
তখন খুঁজবে আমায় স্বপ্নের ঘোরে
অধির হয়ে খুঁজবে জানি।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৭
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷