![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবনের প্রথম লেখা কয়েকটি কবিতা।তখন অনেক ছোট ছিলাম ।কিভাবে যে লিখেছিলাম ভাবলে অবাক লাগে।কিন্তু এখন মনে হয় এগুলো কোন কবিতার কাতারে পড়ে না।দেখলে হাসি পায়।তবু কেন যেন এগুলো আমাকে এখনো প্রেরণা দেয়।
১।বৈশাখ
বৈশাখ দিয়ে শুরু হয় বাংলার সন,
আম কাঁঠাল খেয়ে ভরে সবার মন।
বৈশাখ এলে খুব গরম পড়ে,
রৌদ্রে খাঁ খাঁ করে দুপুরে।
এসময় থাকে খুব রৌদ্রের তাপ,
মাঝে মাঝে দেখা যায় কালো মেঘের ছাপ।
কখন শুরু হয় কালবৈশাখী ঝড়,
ভেঙ্গে যায় গাছপালা ভেঙ্গে যায় ঘর।
বৈশাখ এলে পরে আমে রঙ ধরে,
খুশির আমেজ লাগে সবার ঘরে।
মৌ মৌ করে সব আমেরই ঘ্রাণে,
সুখের হাওয়া বয়ে যায় সবার প্রাণে।
২।দোয়ায়ে কুনুত
তোমার মদদ চাই হে মহান,
তোমার প্রতি এনেছি ঈমান।
মোরা ভরসা করি তোমার
তোমারই করি প্রশংসা প্রভু,
তোমারই করি শোকর গুজার
অকৃতজ্ঞ মোরা হই না কভু।
তোমার নাফরমানি করে যারা
দূর করে দেই তাদের মোরা ,
তোমারই জন্য করি ইবাদত,
তোমারই নামে পড়ি সালাত,
তোমার তরে সেজদা করি,
তোমার দয়ার আশা করি।
তোমার আযাবের করি ভয়
জানি কাফিরেরা পাবে তা নিশ্চয়।
৩।কবি
এই পৃথিবীতে আছেন কত কবি,
তাদের কেউ বদ্ধ পাগল
আবার কেউ বিপ্লবী।
কারো কবিতায় অশ্রু ঝরে
উদাস হয় দৃষ্টি,
কারো কবিতা আগুন জ্বালায়
করে বিদ্রোহের সৃষ্টি।
হাসসান বিন সাবিত
ছিলেন এক সাহাবী,
কাব্যে দিয়েছেন মিথ্যার জবাব
তাই ভালোবাসতেন তাকে নবি।
আলোর কবি সাদী হাফিজ
খৈয়াম ও রুমি-জালাল,
মুমিনের হৃদয়ের কবি
বিপ্লবী ইকবাল।
সোনার বাংলার সোনার কবি
জসীম ও ফররুখ-নজরুল,
আরো আছেন ইসমাঈল সিরাজী
ও মহাকবি আলাওল।
কবিতা আমার প্রাণস্পন্দন
কবিতা যেন ফুল,
কবিদের তাই আমি ভালোবাসি
প্রাণে অতুল।
৪।সময়
ঘড়ির কাঁটা চলছে দেখো
সময় বয়ে যায়,
রাত পেরিয়ে ভোর বিহানে
পাখ-পাখালি গায়।
মুক্তা দানা শিশির কণা
দুর্বা ঘাসে লেগে,
ভোরের আলোয় সূর্য কিরণ
যাচ্ছে একেবেঁকে।
পূবাকাশে সুর্য যখন
আলো ছড়ায়,
ফসল মাঠে চাষি তখন
লাঙ্গল জুড়ায়।
হাটের মানুষ মাঠের মানুষ
সবাই কাজে যায়,
আপন মনে চলে নদী
জোয়ার ভাটায়।
শেষ বিকেলে সুর্য যখন
পশ্চিমেতে ফিরে,
পশুপাখি মানুষ তখন
ফিরে আপন নীড়ে।
৫।একুশ
বায়ান্নর একুশে বাংলার রাজপথে
প্রাণ দিল যারা অকাতরে।
লাখো সালাম আজ তাদের তরে।।
ভাষার জন্য জীবন বাজী রেখে,
পথের ধূলোয় রক্ত মেখে,
যাদের দেহ লুটিয়ে পরে।
লাখো সালাম আজ তাদের তরে।।
সব বাধা পেরিয়ে একসাথে,
জুলুমের প্রাসাদটা ভেঙ্গে দিতে,
কত প্রাণ ঝরে ।
লাখো সালাম আজ তাদের তরে।।
সালাম বরকত রফিক জাব্বার দ্বীপ্ত নওজোয়ান,
জীবন দিয়ে রেখেছে তারা ভাষার সম্মান,
আমরা চলছি তাদের পথ ধরে।
লাখো সালাম আজ তাদের তরে।।
পৃথিবী হতবাক তোমাদের দিকে তাকিয়ে,
ধন্য এ মাটি তোমাদের পেয়ে,
লাখো সালাম আজ তোমাদের তরে।।
©somewhere in net ltd.