![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন কিছু গুগল করে খুঁজে বের করতে না পারলে সামহোয়ার ইন এর স্মরণাপন্ন হতে হয় আমাদের, হাজার জোড়া চোখ থেকে একটা সমাধান সাধারণত পেয়েই যাই। আজও এরকম একটি সাহায্যের জন্য আপনাদের দ্বারস্ত হলাম।।
মিউজিক নিয়ে পড়াশুনা করছেন বা করেছেন বা বিভিন্ন মিউজিক্যাল সফ্টওয়ার নিয়ে "নাড়াচাড়া" করেছেন এমন জনকে বলছি--- Riyaz Studio নামে একটা সফ্টওয়ার আছে যেটায় বিভিন্ন তালে তবলা ও তানপুড়া টিউন্স শোনা যায়। ম্যানুয়ালি কম্পোজও করা যায়।।
সম্প্রতি নেটে ১টা ট্রায়াল ভার্সন পাইছিলাম, তবে এটা দিয়ে বলতে গেলে কিছুই করা যায় না।
কোন সহৃদয়বান ভাইয়া/আপু, দাদা/দিদি যদি ফুল ভার্সনের সফ্টওয়ারটি/সফ্টওয়ারটির কোনরুপ সন্ধান এই গরীবকে একটু দিতেন বড়ই উপকৃত হতাম।
** বি.দ্র. কারও পরিচিত কেউ সঙ্গীত বিভাগে পড়ছে এমন থাকলে অনুগ্রহ করে তাকেও একটু জিজ্ঞেস করবেন। সঙ্গীতের ছাত্র-ছাত্রীদের এই সফ্টওয়ারটি প্রয়োজন হয় বলে আমি জানি।
২| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০
পথহারা নাবিক বলেছেন: শাহরিয়ার মামুন১ বলেছেন: আমরা সফট ওয়ার music চাইনা.
http://torrentz.eu/6da224683fb8ec237ee1cd66e25617d8e2f00999
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮
পাহার চূড়া বলেছেন: আমি নিজেও তা চাই না।। কিন্তু মিউজিকের স্টুডেন্টদের জন্য বিভিন্ন তাল এর প্রাকটিসের জন্য এর চেয়ে ভালো বিকল্প নাই।।
কারও পরিচিত কোন মিউজিকের স্টুডেন্ট থাকলে একটু জানাবেন প্লিজ।। উনাদের সংগ্রহে এটা থাকার কথা।।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪১
পথহারা নাবিক বলেছেন: Click This Link
সফটওয়্যারের লিঙ্ক তো দিলাম ডাউনলোড করে নিন!!
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০
শাহরিয়ার মামুন১ বলেছেন: আমরা সফট ওয়ার music চাইনা.