![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানিক বন্দোপাধ্যায় বেঁচে থাকলে হয়তো "পদ্মানদীর মাঝি" উপন্যাসটা নতুন করে লিখতেন। যেহেতু তিনি বেঁচে নেই, ভাবছি উপন্যাসটা আমিই লিখবো নতুন করে। সেখানে জেলেপাড়ার অধিকাংশ ঘর পাকা থাকবে। প্রত্যেক ঘরে রেডিও, টেলিভিশন থাকবে। তাদের কোন অভাব থাকবেনা। আজকাল যেখানে সরকারী চাকুরীজীবির মাসিক বেতন বিশ হাজার টাকা না, সেখানে একটামাত্র ইলিশমাছ বিশ হাজার টাকার বেশি দামে বিক্রী হয়। সুতরাং জেলেপাড়ার মানুষদের কোন অভাব থাকার কথা না। আর উপন্যাসে কপিলাকে কুবেরের সাথে বিয়ে দিয়ে দেবো। ইলিশ বেঁচে দুই তিনটা স্ত্রীর ভরণপোষন চালানো কোন ব্যাপার না। অবশ্য হোসেন মিয়ার একটু অসুবিধা হয়ে যাবে। ময়নাদ্বীপে যাওয়ার মতো কোন অসচ্ছল লোক খুঁজে পাওয়া যাবেনা।
২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৬
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার চিন্তা ভাবনা ||
৩| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২
আবু মোহাম্মদ নাসিম বলেছেন: ভালই তো,উপন্যাস টা লিখেই ফেলেন!আমি "পদ্মা নদীর মাঝি" উপন্যাস পড়িনি।আপনার লেখা না হয় আপডেট ভার্সন টাই পড়ব।
৪| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫
ঝাপসা বালক বলেছেন: ভাল লাগলো ।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১১
শায়মা বলেছেন: হা হা
মজারই হবে মনে হচ্ছে। তাড়াতাড়ি লিখে ফেলো ভাইয়া। আমরা পড়তে চাই।