![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু মাত্র কালি ও কলমের সাহায্যে বিশাল এই চিত্রকর্ম তৈরি করে চমকে দিয়েছেন জাপানী নাগরিক মানাবু_ইকেদা। সাড়ে তিন বছর ধরে রাত-দিন খেটে তৈরি করেছেন এই চিত্র চিত্রকর্ম। যার নাম রিবার্থ বা পুনর্জন্ম
২০১১ সালে জাপানে আঘাত হানে ভয়াবহ এক ভূমিকম্প ও সুনামি। সেসময় একেবারেই তছনছ হয়ে যায় জাপান। নিজের চোখে এই পুরো বিষয়টি দেখেন তিনি। এরপর প্রায় ছয় বছর লেগেছে জাপানের এই প্রাকৃতিক ধ্বংসলীলার প্রভাব কাটিয়ে উঠতে। দীর্ঘ ছয়টি বছর অমানুষিক শ্রম দিয়েছে জাপান আর এর মানুষেরা দেশকে সাজিয়ে তুলতে।
২০১৩ সাল থেকে শুরু করেন ইকেদা নিজের এই কষ্টসাধ্য কাজ। এরপরের গল্পটা টানা সাড়ে তিন বছরের। এই সাড়ে তিন বছরে প্রতিটা দিন টানা ১০ ঘন্টা কাজ করেছেন ইকেদা। সপ্তাহে ছয়দিন কাজ করে ছবির টুকরোগুলোকে তৈরি করেছেন। ছবিটিতে দেখানো হয়েছে একটি বিশাল গাছকে যেটার চারপাশে সুনামির কারণে সৃষ্টি হওয়া প্রবল আর উত্তাল ঢেউ। গাছটি ভেঙে যাবে যাবে আবার সেইসাথে শত বাধাকে মোকাবেলা করে মাথা তুলে দাড়িয়েও আছে। একটু একটু করে বৃদ্ধি করে চলেছে নিজেকে। ফুটিয়ে চলেছে রঙ-বেরঙের ফুল।
এটিতো ছবিটির বাইরের অংশ। একটু কাছে গেলেই আপনার চোখে পড়বে এই একটিমাত্র ছবির ভেতরে লুকিয়ে থাকা অনেক অনেক না দেখা ছবি। সুনামির সময় নিজের চোখে দেখা মানুষের দুঃখ- কষ্ট, বেদনাদায়ক অভিজ্ঞতা আর স্মৃতিকে তুলে এনেছেন ইকেদা তার কালি ও কলমে।
শিল্পী জানান, একটি ঘটনা দেখবার পর সেটার ছোটখাটো অংশগুলো এমনিতেই মনে গেঁথে যায়। আর সেই স্মৃতিগুলোকে প্রকাশ করার জন্যে কলম ও কালির চাইতে শ্রেষ্ট ও উৎকৃষ্ট আর কোন মাধ্যম হতে পারেনা।
২| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৪
হীরক পাখি বলেছেন: হয়তো এর পাশাপাশিও অন্য কাজ করেছেন। পেটেও তো কিছু দিতে হবে। তাই না??
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৭
বর্ষন হোমস বলেছেন: সত্যিই প্রসংশনীয় কাজ!!!!
তবে এর জন্য আসলে কি তিন বছরের খাটাখাটনির প্রয়োজন রয়েছে????