নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমকালের গান

আমার চোখে বর্তমান...

সমকালের গান

আমার বেড়ে উঠা মূলত চট্টগ্রামে, হালিশহরে। এরপর কিছুদিন ঢাকায় থেকে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে ছিলাম কয়েক বছর। গ্র্যাজুয়েশন করি চার্লস স্ট্যার্ট ইউনিভার্সিটি থেকে। ২০০৪ এর শেষ থেকে আবার ঢাকায় বাস। কাজ করি www.abac-bd.com তে। আমাদের অন্যতম প্রোডাক্ট হলো notunbazar.com। আশা করি একদিন কৃষক, মজুরদের জন্য কিছু করতে পারব। ভালবাসি আধুনিকতা। বিশ্বাস করি মধ্যম পন্থা। কষ্ট পাই সীমারেখার বিভেদে। "এক পৃথিবী, এক দেশ"। স্বপ্ন দেখি আমার ছেলে একদিন আধুনিক, সমৃদ্ধ, শান্তিপূর্ন বাংলাদেশ দেখবে।

সমকালের গান › বিস্তারিত পোস্টঃ

প্রসংগ ঢাকা মেডিক্যাল

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩

গত ৪ দিন ধরে ঢাকা মেডিক্যালে আছি আমার আব্বাকে নিয়ে। জীবনে প্রথমে এভাবে ঢাকা মেডিক্যালে আসা। অনেক কিছু দেখলাম, শিখলাম।



আমরা আউটসোর্সিয়ে বিশ্বে ৩ নম্বর। আমাদের শিল্পপতিরা বিভিন্ন খেলাধুলার ইভেন্টে স্পন্সর করেন কোটি কোটি টাকা খরচ করে। আমাদের সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দায়িত্বে এসে ৪ বছর পার করেছে ইতিমধ্যে। অথচ আমাদের সবোর্চ্চ মেডিক্যাল, ঢাকা মেডিক্যাল কলেজে কোন কম্পিউটার বেইসড হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম নাই। এখানে প্রতিদিন কয়েক লাখ (আমার অনুমান) লোককে চিকিৎসা সেবা দেয়া হয় পুরোপুরি ম্যানুয়াল সিস্টেমে।



এই প্রতিষ্ঠানের প্রতিটি ইট বালুতে আল্লার বিশেষ রহমত আছে, নইলে এতো লোককে এভাবে চিকিৎসা দেয়া মনে হয় বিশ্বের সেরা অনেক হসপিটালের পক্ষেও সম্ভব নয়।



আমি ব্যক্তিগতভাবে এই হসপিটালের উপর অনেক কৃতজ্ঞ। ইন শা আল্লাহ কখনো সুযোগ হলে এই ঋণ শোধ করার চেষ্টা করব।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮

নায়করাজ বলেছেন: আমাদের দেশের সরকার বা রাজনৈতিক নেতারা কখনও একটা ভালো হাসপাতাল বানাবে না। কারণ তারা চিকিৎসা নেয় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। বাংলাদেশের হাসপাতাল উন্নয়ন করে তাদের কী লাভ ?

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

সমকালের গান বলেছেন: হুমম... দু:খজনক।

২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০

আমরা তোমাদের ভুলব না বলেছেন: নায়করাজ বলেছেন: আমাদের দেশের সরকার বা রাজনৈতিক নেতারা কখনও একটা ভালো হাসপাতাল বানাবে না। কারণ তারা চিকিৎসা নেয় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। বাংলাদেশের হাসপাতাল উন্নয়ন করে তাদের কী লাভ ?

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

সমকালের গান বলেছেন: লেখক বলেছেন: হুমম... দু:খজনক।

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩

একাকী সমুদ্রে বলেছেন: আমরা আপনার সাথে আছি। আপনি পুরোপুরি ঠিক বলছেন। আমি জীবনে কখনও সুযোগ পেলে এর উন্নতির চেষ্টা করব। দোয়া করবেন যাতে আমার সেই সুযোগ হয়।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

সমকালের গান বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা রইল।

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১১

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: যদি এমন একটা নিয়ম করা যায়, সকল সংসদ সদস্য সরকারী মেডিকেল ছাড়া আর কোথাও চিকিতসা নিতে পারবেন না, তাহলেই দেখবেন ১ বছরের মাঝেই অবস্থার কি অভুতপূর্ব পরিবর্তন ঘটে !

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

সমকালের গান বলেছেন: সহমত। ভাল আইডিয়া।

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

নতুন বলেছেন: প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: যদি এমন একটা নিয়ম করা যায়, সকল সংসদ সদস্য সরকারী মেডিকেল ছাড়া আর কোথাও চিকিতসা নিতে পারবেন না, তাহলেই দেখবেন ১ বছরের মাঝেই অবস্থার কি অভুতপূর্ব পরিবর্তন ঘটে
+++++++++++++

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

সমকালের গান বলেছেন: লেখক বলেছেন: সহমত। ভাল আইডিয়া।
আইডিয়াকে এবং আপনাকেও ++++++++++++

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০

দীপ্তপন বলেছেন: আমার দেশের এলিট শ্রেনী এবং রাজনীতিবিদেরা করবেনা কারন চেকআপ, চিকিৎসা এমকি চিরবিদায় নিতেও তারা বিদেশ কেই শ্রেয় মনে করেন , দেশ কে নয়।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

সমকালের গান বলেছেন: হুমম... দু:খজনক।

৭| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭

নতুন বলেছেন: হাসিনা খালেদা কোন মুখে বাইরে চিকিতসা নিতে যায়?


জনগনের জন্য াল ছিড়া অনেক আটিবাধছে....

আর নিজের জন্য চিকিতসা নিতে সিংগাপুর যায়? তার বিল মেটায় জনগনের টাকায়??

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

সমকালের গান বলেছেন: হুমম... দু:খজনক।

৮| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

শ্যাডো ডেভিল বলেছেন: ভাইরে, DMC এর ইট আর বালুর প্রতিই খালি কৃতগ্গতা জানাইলেন...... আর এতগুলা ডাক্তার-নার্স যে নিজের সুখ-স্বাচ্ছন্দ বিসর্জন দিয়ে আমার- আপনার সেবা করে যাচ্ছে, সেটা আপনার চোখেই পড়লোনা :( :( আফসোস :(

সরি, আমারই তো ভুল, ওরা তো মানুষরূপী কসাই.....কসাইরা তো আর চিকিৎসা সেবা দিতে পারেনা....পৃথিবীতে মনে হয় একমাত্র DMC এর ইট বালুই(আল্লাহর বিশেষ কুদরতে) প্রতিদিন হাজার হাজার মানুষের চিকিৎসা করতেছে.... :(

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৬

সমকালের গান বলেছেন: ভাইজান মনে হয় একটু বেশী বুঝলেন। ইট বালুর কথাটা প্রতীকি। পুরো মেডিক্যালকে (ডাক্তার, নার্স, আয়া, ল্যাব টেকনিশিয়ান সবাইকে) বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.