![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বেড়ে উঠা মূলত চট্টগ্রামে, হালিশহরে। এরপর কিছুদিন ঢাকায় থেকে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে ছিলাম কয়েক বছর। গ্র্যাজুয়েশন করি চার্লস স্ট্যার্ট ইউনিভার্সিটি থেকে। ২০০৪ এর শেষ থেকে আবার ঢাকায় বাস। কাজ করি www.abac-bd.com তে। আমাদের অন্যতম প্রোডাক্ট হলো notunbazar.com। আশা করি একদিন কৃষক, মজুরদের জন্য কিছু করতে পারব। ভালবাসি আধুনিকতা। বিশ্বাস করি মধ্যম পন্থা। কষ্ট পাই সীমারেখার বিভেদে। "এক পৃথিবী, এক দেশ"। স্বপ্ন দেখি আমার ছেলে একদিন আধুনিক, সমৃদ্ধ, শান্তিপূর্ন বাংলাদেশ দেখবে।
বন্ধু মুহিব আহমেদ ও আমি ব্যক্তিগতভাবে খুব ফুসঁছি গ্রামীন ব্যাংক ভাংগা নিয়ে সরকারের পরিকল্পনায়। আমরা হতাশ ও অসহায় বোধ করছি। আমরা দুজনই চাচ্ছি এনিয়ে একটি আন্দোলনে অংশ নিতে। কেউ যদি দলমতের উর্দ্ধে উঠে বিশ্বসেরা একটি প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে বাচাঁনোর আন্দোলন শুরু করেন আমরা দুজন সাগ্রহে যোগ দিব।
২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৪
সমকালের গান বলেছেন: ধন্যবাদ।
২| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪২
মেহেদী হাসান '' বলেছেন: আমরা হতাশ ও ক্ষুদ্ধ...
২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৫
সমকালের গান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৭
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: গ্রামীণ ব্যাংক থেকে যখন ইউনূসকে বিতাড়িত করা হলো, একজন ঋণগ্রহিতাও তার পক্ষে মানববন্ধন করলেন না। এতেই বোঝা যায় ইউনূসের গ্রামীণ ব্যাংক কি ছিড়েছে। গ্রামীণ ব্যাংক নিয়ে সরকার যে ছিনিমিনিই খেলুক না কেন,
ইউনূস আর সরকারবিরোধী দলগুলো ফায়দা লোটার জন্য মাঝেমধ্যে কিছু বচন ছাড়বেন।
এ ছাড়া কিছুই হবে না। পড়ার আহবান জানাই
ইউনূসের ওপর সুদখোর মহাজনের অভিশাপ
Click This Link
২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৬
সমকালের গান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার সাথে সহমত নই। আপনার "গ্রামীণ ব্যাংক থেকে যখন ইউনূসকে বিতাড়িত করা হলো, একজন ঋণগ্রহিতাও তার পক্ষে মানববন্ধন করলেন না।" এই তথ্য সঠিক নয়। আপনি যে লিংকটি দিয়েছেন তাতেও তথ্যের সত্যতায় ঘাটতি আছে।
৪| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩১
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: একজন ঋণগ্রহিতাও তার পক্ষে মানববন্ধন করলেন না।"
আমি একটা কথাই বলতে চাচ্ছি , সেটা হলো গ্রামীণ যদি বিশাল কিছু ছিড়তো তাহলে জনগণই তার পক্ষে দাড়াতো। বিশাল আন্দোলনও গড়ে উঠতো। কিছু সুশীল শ্রেণীর লোকেরা বাদে ইউনূস নিয়ে দরিদ্র শ্রেণীর কোনোই মাথাব্যাথা নেই। সত্য স্বীকার করতে শিখুন। ধন্যবাদ। আমাদের দেশে একটা সমস্যা আছে,
‘গু’ জিনিসটা সব সময়ই খারাপ। ধরা যাক, আওয়ামী লীগ কোনো উদ্দেশ্য নিয়েই হয়তো ‘গু’কে বার বার খারাপ বলতে লাগলো। তখন বিএনপি বলা শুরু করলো, ‘গু’ ভালো। ক্ষমতায় যাওয়ার জন্য উন্মত্ত এই ‘গু’ খাওয়া দলগুলোর কারনেই দেশ বার বার পিছিয়ে পড়ছে। ইউনূস ইসু্টাও গু য়ের মতো। আওয়ামী কোনো উদ্দেশ্য নিয়ে গু কে খারাপ বলছে। আর বিরোধী দলের সমর্থকরা বলছে না, গু খারাপ না। ধন্যবাদ।
২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:৫২
সমকালের গান বলেছেন: ভাইজান মনে হয় কয়েকটা নুবেল ব্যাগে লইয়া ঘুরেন!!!
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৫
তোমোদাচি বলেছেন: সরকারের কোমরে এখন আর সেই জোর নেই, গ্রামীন ব্যাংক ভাংতে গেলে সরকারই ভেঙ্গে যাবে!