![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন কত বয়েই গেলো
দেখিনা তোমায় প্রিয়া ,
ব্যকূলতা জ্বেগেছে আজ
ছুটেছে মোর হিয়া ।
হাহাকারের ছায়া এসে
ফেলেছে তার ছায়া ,
শীতল এই ব্যাদনায় যেনো
জ্বেগেছে কোন মায়া ।
মন বলছে তুমিও আজ
অস্থিরতার সাজে ,
বসে আছো পথ চেয়ে
কখন আমায় পাবে ।
পলকহিন দৃষ্টি তোমার
শাড়ির আঁচল তলে ,
অভিমানি হয়ে সেথায়
ভরে আছে জলে ।
যখন তখন ইচ্ছে হলেই
হতো যদি দেখা ,
তাহলে কি হতো আজ
এই কবিতা লেখা ?
রোজ এই প্রবাসে
ভাবি বসে তাই ,
ইচ্ছে করে সর্বক্ষন
তোমার পাসে যাই ।
পাসে বসে ভালবেসে
একটি কথাই বলি ,
আমায় ছেরে এতদিন
কেমন ছিলে "মলি'' ?
=-=-=-=-=-=-=-=-=
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০
কাজী দিদার বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০
কাজী দিদার বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২০
তোমোদাচি বলেছেন: ভাল লাগল !