নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই ।

কাজী দিদার

মানুষের ভিড়ে আমিও একজন

কাজী দিদার › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমার জন্য ---নির্মলেন্দু গুণ

৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে আমি

গুটিয়ে নিয়েছি হাত, সে-কথা আমার ঈশ্বর জানেন।

তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও

কতবার যে বলিনি, সে-কথা আমার ঈশ্বর জানেন।



তোমার হাতের মৃদু কড়া - নাড়ার শব্দ শুনবার জন্য

দরোজার সঙ্গে চুম্বকখন্ডের মতো আমার কর্ণযুগলকে

গেঁথে রেখেছিলাম।কোনো নির্জন মধ্যরাতে তুমি এসে

ডেকে বলবে:"এই যে ওঠো, আমি এসেছি, আ-মি"।

আর আমি এ-কী শুনলাম, এ-কী শুনলাম, এমৎ উল্লাসে

নিজেকে ছুঁড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে - ঠিক এরকম

একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে মনে

কল্পনা করেছি, সে-কথা শুধু আমার ঈশ্বর জানেন।



আমার ঈশ্বর জানেন, আমার চুল পেকেছে তোমার জন্য,/:)

আমার ঈশ্বর জানেন, আমার জ্বর এসেছে তোমার জন্য,:((

আমার ঈশ্বর জানেন, আমার মৃত্যু হবে তোমার জন্য।:-*

তারপর ঐ ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে,

আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:

নির্মলেন্দু গুণ এর লেখা ভীষণ প্রিয় একটা কবিতা!



৩১ শে মে, ২০১৩ রাত ৮:০০

কাজী দিদার বলেছেন: আমর কাছেও

২| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:১০

শাওণ_পাগলা বলেছেন: নির্মলেন্দু গুনের সেরা কবিতার একটা (আমার কাছে)

০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩৫

কাজী দিদার বলেছেন: জেনে ভাল লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.