নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই ।

কাজী দিদার

মানুষের ভিড়ে আমিও একজন

কাজী দিদার › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য

৩১ শে মে, ২০১৩ রাত ৯:০৬

সত্যি করে বলো তোমার

এমন কি আছে ?

যা পেতে আমি শুধু

যাই তোমার কাছে ।



তোমায় দেখে অযানা এক

বজ্র তোলে বুকে ,

ছটফট করি আমি

মরি ধুকে ধুকে ।



মাতালের মতো আমি

হয়ে যাই উম্মাদ ,

মন ভরে দেখবো তোমায়

এই মনে জ্বাগে স্বাধ ।



সাধ্য যে নেই বলার

ভালবাসি কত ,

এই কথা বলতে তোমায়

হয়ে যাই ণত ।



প্রেম যদি সত্যি হয়

বুঝে নিবে তুমি ,

তোমার জন্য এই জীবনে

সব পারি আমি ।

;;;;;;;;''''''''''';;;;;;;;

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.