![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকের মাঝে জরিয়ে তোমায়
রাখবো আজীবন ,
ভালবাসার ফুল ঝড়িয়ে
কেরে নেব মন ।
দেখবে তুমি হ্নদয়ে আমার
প্রেমের জলধারা ,
তোমায় পেয়ে উঠবে ঝড়
হবে আত্মহারা ।
আহার নিদ্রা ভুলে শুধু
ভাবে আমার মন ,
নূপুর পায়ে তাল বাজিয়ে
ছুটে আসবে কখন ।
সবুজে ঘেরা ঘাস বিছানো
গালিচা বলতে চায় ,
শীরে জমানো শিশির বিন্দু
ঝরাবে তোমার পায় ।
ভোরের বাতাস তোমায় পেয়ে
ছুটে চলে আবার ,
প্রসূন মেলার সুরভি নিয়ে
হবে সে তোমার ।
তোমায় পেয়ে ধন্য জীবন
পৃথিবীতে আসায় ,
শূন্য হিয়া পুর্ণ হলো
তোমার ভালবাসায় ।
০২ রা জুন, ২০১৩ রাত ১০:০০
কাজী দিদার বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
বাহ সুন্দর ছন্দ বিন্যাস হয়েছে।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:২০
কাজী দিদার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
তুষার আহাসান বলেছেন: + দিয়ে ভাল লাগা জানিয়ে গেলাম।