![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাছে যখন ছিলাম আমি
দুরে ঠেলে দিতে ,
এখন তুমি ইচ্ছে হলেই
পারবে আমায় নিতে ?
আমার এ ভালবাসা
মনে পরবে যখন ,
তখন আমি অনেক দুরে
কাঁদবে তোমার মন ।
বিষন্যতা থাকবে তোমার
চার পাশ ঘিরে ,
সত্যিকারের সুখ বলে
থাকবেনা সে নীড়ে ।
আমিও আজ এমনি করে
দিন কাটিয়ে যাই ,
বিষাদ ভরা এই জীবনে
শান্তি যে আর নাই ।
ইচ্ছে করে এক পলকে
যাই যে তোমার পাশে ,
প্রতি রাতে তোমায় ভেবে
ঘুম নেমে আসে ।
এমনি করে আমার জীবন
নিঃস হয়ে যাবে ,
প্রিয়া তোমায় যতদিন
কাছে না পাবে ।
;;;;;;;;;;;;;''';;;;;;;;;;;;;
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:১৬
কাজী দিদার বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:১২
বংশী নদীর পাড়ে বলেছেন: প্রিয় মানুষটিকে কাছে না পাওয়ার বেদনা কঠিন। যার গায়ে এই বেদনার তাপ লেগেছে শুধু সেই বুঝতে পারে। .....
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:২১
কাজী দিদার বলেছেন: আপনি বুঝতে পেরেছেন তাহলে ?
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
একজন আরমান বলেছেন:
বেদনাময় কাব্য।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
কাজী দিদার বলেছেন: আপনার তাই মনে হচ্ছে ????
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: আমার এ ভালবাসা
মনে পরবে যখন ,
তখন আমি অনেক দুরে
কাঁদবে তোমার মন ।
সুন্দর
শুভকামনা