![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।
প্রথমেই মনে রাখবেন মেদ আপনার একদিনে তৈরী হয় নাই, আর একদিনে কমবেনা। চটকদার বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে এক ফাইলে মেদ কমানোর ঔষধ গ্রহন থেকে বিরত থাকুন।
সুন্দর ভাবে জিবনকে উপভোগ করতে চাই সুঠাম সুস্থ্য দেহ। সুস্থ্য দেহ প্রশান্ত মন নিয়ে বেচে থাকতে চায় সবাই । মনের প্রভাব যেমন দেহের উপর পড়ে ঠিক তেমনই দেহের ব্যাপক প্রভাব আছে মনের উপর । দেহ সুস্থ্য ও সুন্দর থাকলে এর প্রশান্তি মন বয়ে বেড়ায়। এই দেহ বিভিন্ন সময়ে বিভিন্ন আক্রমণের শিকার হয়। বর্তামানে সারা বিশ্বের সাস্থ্য হুমকি হচ্ছে এই মেদ সুস্থুলতা। এর প্রভাব আমাদের দেশেও কম না । ধেয়ে আসছে নদীর স্রোতের মত । কেন এই মেদ স্থুলতা?
স্বাস্থ্যবিশেষজ্ঞদের অভিমত হল অতিরিক্ত চর্বি জাতীয় খাবার,বেশী ফাস্টফুড ও শারীরিক প্ররিশ্রম ছাড়া শুয়ে বসে সময় পার করা , একটানা অনেক ক্ষন বসে, শুয়ে থাকা ইত্যাদি। বিশেষত ছাত্র-ছাত্রী , চাকরী জীবিরাই এখন বেশী ভুক্তভুগি।
চর্বি আমাদের শরীরে শক্তিরুপে জমা থাকে তা দুর্দিনে ব্যাবহার করে শরীরকে সচল রাখে। ব্যবহার না হওয়ায় আস্তে আস্তে তা জমে ক্ষতিকর মেদ ভুড়ি রূপে আপনার দেহে জমা হয় ।
যারা এর আক্রমণের শিকার তারা চেষ্টায় আছেন কমানোর, আর যাদের হয়নি তারা যেন না হয় এই চেষ্টায় ব্যাস্ত । তাদের জন্যে শান্তির বার্তা নিয়ে এলো লেবু। লেবুতে উপস্থিত
সাইট্রিক এসিড আপনার চর্বি গলাতে সাহায্য করে । ভিটামিন সি ও এসিড এই দুই আপনার শান্তি নিশ্চিত করবে ফিরে পাবেন প্রশান্তি । লেবু বিভিন্ন ভাবে খাওয়া যায় , তবে প্রত্যেহ সকালে লবন পানি সহ খেলে ভালো ফল পাওয়া যায় । যাদের এসিডিটি আছে তারা সমস্যা হলে আদা চিবিয়ে খেতে পারেন। এভাবে নিয়মিত খেলে ভালো ফলাফল পাবেন।
দ্রুত ফল পেতে চাইলে এর সাথে আরো কিছু নিয়ম মেনে চলতে পারেনঃ
১। রাতের খাবার ঘুমানোর অন্তত দুই ঘন্ঠা আগে শেষ করুন ।
২। খাবার খাওয়ার সময় বেশী পানি পান না করে অন্তত আধা ঘন্ঠা পরে পান করুন ।
৩। প্রত্যেহ অল্প কিছু না কিছু ব্যায়াম করুন।
৪। সম্ভব হলে মাসে ২-৩ দিন রোজা বা উপবাস থাকুন, যা আপনার হার্ট ও স্বাস্থ্য ভালো রাখবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫৯
ইমরান আশফাক বলেছেন: আমি প্রত্যেকদিন খালি পেটে অর্ধেকটা লেবুর রস গরম এক মগ পানিতে মিশিয়ে খাই হাটতে যাওয়ার আগে।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০০
ঢাকাবাসী বলেছেন: ভাল পোস্ট।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ইচ্ছা থাকলে ওজন কমানো কোন ব্যাপার না। আমি ৮৪ থেকে ৬৪ কেজি প্রায় ২০ কেজি কমিয়েছি। আপনি যে চারটা নিয়ম নিচে দিলেন আমি ১ আর ২ নং নিয়ম ফলো করি।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫৬
ইমরান আশফাক বলেছেন: কয়দিনে কমিয়েছিলেন? এটা তো মনে হচ্ছে একটা রেকর্ড! ডায়েট কি ছিলো?
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৮
টুম্পা মনি বলেছেন: লেবু সত্যি খুব উপকারী। এর এন্টিওক্সিডেন্ট রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:০৩
ইমরান আশফাক বলেছেন: ড:আলমের লিংকটায় ক্লিক করলে আরও বিস্তারিত জানতে পারবেন।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২২
ডঃ আলম বলেছেন: লেবুর উপর আমার একটা পেপার
Effect of Citrus Flavonoids, Naringin and Naringenin, on Metabolic Syndrome and Their Mechanisms of Action
http://advances.nutrition.org/content/5/4/404.abstract
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২২
ডঃ আলম বলেছেন: Click This Link
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:০১
ইমরান আশফাক বলেছেন: এইগুলি বিশেষ করে মেডিকেলের স্টুডেন্টরা ভালো বুঝতে পারবে, লিংকটার জন্য ধন্যবাদ।
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫০
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অনেকটা রেকর্ড ডায়েট বলা যায়।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৪
ফা হিম বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট। দেখি মেনে চলতে পারি কি না!!