![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।
বর্তমান সময়ে মসুর ডাল সারা পৃথিবী জুড়েই অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। সাধারণভাবে মসুর ডাল রান্না করে খাওয়ার পাশাপাশি এটা দিয়ে তৈরি করা হয় নানা রকমের পুষ্টিকর ও মুখরোচক খাবার। যেমন – ডালের চচ্চড়ি, ডালনা, নিরামিষ, পিঁয়াজু, ডালপুরি, ডালের স্যুপ, আম ডাল, পুঁই ডাল ইত্যাদি। মসুর ডাল প্রোটিনের আধার বলে একে মাংসের বিকল্প হিসেবেও ধরা হয়। আর তাই নিরামিষ ভোজীদের কাছে এটি অত্যন্ত পছন্দের একটি খাবার।
মসুর ডালের পুষ্টিগুণ:
মসুর ডাল শুধু সুস্বাদুই নয় এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। যেমন, খনিজ পদার্থ, আঁশ, খাদ্যশক্তি, আমিষ, ক্যালসিয়াম, লৌহ, ক্যারোটিন, ভিটামিন বি-২ ও শর্করা ইত্যাদি।
স্বাস্থ্য উপকারিতা:
১। কলেস্টেরল কমায়:
মসুর ডালে উচ্চ মাত্রার এটা দ্রবণীয় ফাইবার থকে যা রক্তের কলেস্টেরল কমাতে সাহায্য করে। এটা আপনার শরীরের কলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দিয়ে আপনার ধমনীকে পরিষ্কার রাখে।
২। হার্ট ভালো রাখে:
বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়োমিত মসুর ডালের মতো উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার খেলে হার্টের ঝুঁকি অনেকটাই কমে যায়। তাছাড়া মসুর ডাল ফলেট (folate) এবং ম্যাগনেসিয়াম এর একটা বিরাট উত্স, যা হার্টকে আরও বেশি তারুন্য পেটে সহায়তা করে। ম্যাগনেসিয়াম শরীরের সর্বত্র রক্ত, অক্সিজেন এবং পুষ্টি প্রবাহ করতে সাহায্য করে।
৩। হজমে সহায়তা করে:
মসুর ডালে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ রয়েছে। ফলে এটি হজমে সহায়তা করে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের জন্য এটি একটি আদর্শ খাবার।
৪। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কমায়:
মসুর ডালের ফাইবারে আরো অনেক উপকারিতা রয়েছে। এটি শরীর চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, তাছাড়া এটি উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে।
৫। গর্ভবতী মায়েদের জন্য উপকারী:
ডালে একসঙ্গে আয়রন ও ফলেট দুটিই পাওয়া যায়। গর্ভবতী মায়েদের জন্য এই দুটি উপাদান বেশ প্রয়োজনীয়। সেই সঙ্গে আয়রন রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে।
যাঁরা শরীরের বাড়তি ওজন কমাতে চান তাঁরা ভাতের পরিমাণ কমিয়ে তার বদলে নিয়মিত ডাল খেতে পারেন। এতে ক্ষুধা হ্রাস পাওয়াসহ ভরাপেটের অনুভূতি থাকবে দীর্ঘক্ষণ। এছাড়াও মসুর ডাল খারাপ কোলেস্টেরলকে কমিয়ে বাড়িয়ে দেয় ভালো কোলেস্টেরলের পরিমাণ।
০৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
ইমরান আশফাক বলেছেন: আমরা তো ডালের স্যুপই খা্ই (বাগার দিয়ে), বিদেশীদের দিলে ওরা এটিকে লান্টিল স্যুপ বলবে।
২| ১৪ ই মে, ২০১৫ রাত ১০:২৫
জুন বলেছেন: আমরা এবার মায়ান্মারে প্রচুর লেন্টিল স্যুপ খেয়েছি । আমার কর্তার অনেক পছন্দের জিনিস । প্রথমেই তো স্যুপ খাওয়ার নিয়ম ।সে জমিয়ে রাখতো শেষে ভাত দিয়ে খাবে বলে। তবে সেখানে সেমাই দেয়া হয় ডালের স্যুপের সাথে
কিন্ত মসুরের ডালে ইউরিক এসিড বারে যা বাত বর্ধক ইমরান আশফাক
তথ্য সমৃদ্ধ পোষ্টে
+
১৭ ই মে, ২০১৫ রাত ৮:০২
ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ, আমি বিগত কয়েক বৎসর ধরেই ইউরিক এসিডের ঝামেলায় আক্রান্ত। ডাক্তারের কাছে গেলেই পানি বাদে সবকিছুই খাওয়া বন্ধ। এক পর্যায়ে অতিষ্ঠ হয়েই আমি হালাল সবকিছুই আজান দিয়ে (মানে গোগ্রাসে) খাওয়া শুরু করলাম এবং ভালই আছি মনে হচ্ছে।
আরেকটা ব্যাপারে কথা বলি, আগের সামু ভার্সনে আমি নোটিফিকেশন দেখে বুঝতে পারতাম আমার পোস্ট বা মন্তব্যে কেউ রিপ্লাই করেছে কিনা। কিন্তু বর্তমান ভার্সনে এইগুলি দেখছি না। এইজন্যে এত দেরী হয়ে গেলো।
৩| ০২ রা জুন, ২০১৫ বিকাল ৩:৫১
মোঃমোজাম হক বলেছেন: তথ্য সমৃদ্ধ পোষ্টের জন্য ধন্যবাদ
০২ রা জুন, ২০১৫ রাত ৮:২২
ইমরান আশফাক বলেছেন: আপনাকেও ধন্যবাদ সময় নিয়ে পড়বার জন্যে।
৪| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৩৬
এজাজ ফারিয়া বলেছেন: জেনে ভালো লাগলো!
১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৭
ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৫ বিকাল ৪:১১
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
ডালের স্যুপ - এটা তো খাওয়া হয়নি !