![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা ভাষায় অনেক শব্দ আছে তার কতকগুলি বা আমরা জানি?
আসলে জানার কোন শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই, দারুন সত্য কথা।
কিন্তু আজ হটাত করে আমার দাদীর ব্যবহৃত একটা শব্দ বেশ মনে পরে গেল। সেটা হল মেকুর, খাটি বাংলায় দাত ভাংগা মার্জার, অথবা সভ্য কথ্য শব্দ বিড়াল ছাড়িয়ে মেকুর শব্দটি আমার দারুন মিষ্টি লাগত, কিন্তু লোক হাসাহাসির ভয়ে বলতে পারিনা।
আজ বিড়াল নিয়ে বিরাট মাতামাতি দেখে আমার মাথা চাড়া দিয়ে উঠল ।
আবার শব্দের বুৎপত্তি খুজে বের করে মানে মনে রাখা বেশ একটি সহজ কৌশল , কে যেন বলেছিল তার বাংলার টিচার একবার ক্লাসে দুইটা লাল পাকা তেলাকুচি ( বিম্ব যার খাটি নাম, পাকলে উজ্জল লাল রঙ্গের হয়) নিয়ে এসে বুঝিয়েছিল বিম্বোষ্ঠ মানে বিম্বের মত ওষ্ঠ। তেমনি ছোট কালে মাথার মাঝে ঘুরপাক খেত পুরুষ বিড়াল কে কেন হুলো বিড়াল বলা হয়। পরে অবশ্য একখান মানে করেছি।
সে কথা থাক আজ আমি হুলো মেকুর শব্দ খানার প্রতিশব্দ পেয়ে যার পরনাই সুখ পাইতেছি।
আপনারা কি বলতে পারেন কে সেই হুলোমেকুর?
১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫১
ডিগবাজি বলেছেন: হুলো কিনা বুঝা যাইনা?
২| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৮
ম্যাভেরিক বলেছেন: কে-ই বা রচিবে মার্জারনিধনকাব্য!
১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫৪
ডিগবাজি বলেছেন: হুলো মেকুর কে খাসি করতে হইবেক। কে করিবে এই কাম?
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৫
ইরফান আহেমদ বলেছেন: এই তো এইখানে কয়টা বসে আছে।
