![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্য ক্লদ ভ্যান ড্যাম্ আমার কাছে এক হাই ভোল্টেজ হিরো । বহু দিন তার সিনেমা দেখিনা। আজ দেখলাম সিক্স বুলেট। সিনেমার নাম কেন সিক্স বুলেট তা বুঝলাম না হাজার হাজার বুলেট খরচের একটি সিনেমা , সিনেমায় সে আগের মত মার মার কাট কাট হিরো যেমন তার একশন তেমনি সিমেনার কাহিনী, শ্বাস রুদ্ধকর এক স্ক্রিন প্লে, প্রতি মুহুর্তে সিনেমাটি যেভাবে সামনের দিকে কি ঘটবে তার প্রত্যাশা মনে জাগিয়ে রেখেছে এক কথায় অসাধারন।
নারী দেহের বাণিজ্য কিভাবে আপনার সাধারন জিবন কে নরক করে দিতে পারে সেটার ই এক জটিল বর্ননা,
আপনার সাধারন ১৩-১৪ বছরের সুন্দরি মেয়ে/বোন কিভাবে আন্তর্জাতিক ফ্লেশ বানিয্যের যাঁতাকলে পড়ে হয়ে যেতে পারে অতি মুল্যবান পণ্য। আপনার মেয়ের/বোনের ভারজিনিটির দামে বেচা কেনা হচ্ছে কোটী ডলারের অস্ত্র। এ এক অদেখা বিশ্ব , আপনার আমার সাদা চোখে দেখা পৃথিবী যেন এটি নয়। এ যেন আপনার আমার খালি চোখে দেখা খাকি মাটি কিন্তু তার ভিতরে হাজারো পোকা মাকড় কীট যাদের কাছে আপনার আমার জিবন বড়ই অসহায় ।
আমেরিকা থেকে মলডোভা বেড়াতে আসা দম্পতির ১৪ বছরের মেয়ে কিডন্যাপ হয়ে যায় দিনে দুপুরে হাই সিকুরিটি ৫ তারা হোটেল থেকে। ফ্লেশ বিজনেস কারীদের খপ্পরে পড়া মেয়ে উদ্দারের জন্য আমেরিকান দম্পতি সম্ভাব্য সব কিছুই করে কিন্তু কিছু করা সম্ভব হয়না পুলিশের পক্ষে । অবশেষে আমেরিকান দুতাবাসের পরামর্শ ক্রমে তারা কশাই ভ্যান ড্যাম এর দ্বারস্থ হয়। এর পর একশন , কিন্তু শুধু খামাখা একশন নয়, ছবিটা যাতে আপনার ভালো লাগে এর পর্যাপ্ত মাল মশলা সাথে নিয়েই একশন।
একটি সাধারন নারী পাচারের সাথে রাস্তার এজেন্ট/ইনফর্মার থেকে শুরু করে লোকাল গুন্ডা পান্ডা, আন্তর্জাতিক সন্ত্রাসী , সরকারী মন্ত্রী কিভাবে জড়িত তার স্বরুপ দেখলে আপনি হতবাক হতে বাধ্য।
পুনশ্চঃ আপনা মাসে হরিণা বৈরী কিম্বা সম্পদ বা সৌন্দর্য কখনো কখনো যে অভিশাপ হতে পারে তা মধ্য এশিয়ার নারীদের নিয়ে এই সব কাহিনী মূলক সিনেমা দেখলে অনুভব করি (EASTERN PROMISES দেখতে পারেন)। আফ্রিকার হিরার খনি যেমন তাদের জিবন কে দাসে পরিণত করেছে তেমনি রাশিয়ান ব্লকএ র দেশ সমূহের মেয়েরা অসাভাবিক সুন্দরি হওয়ার কারনে তাদের মেয়েরা সেক্স স্লেভে পরিণত হচ্ছে প্রতিনিয়ত। আপনি লন্ডনের সেক্সট্রেডে জড়িত অধিকাংশ মেয়ের জন্মভুমি দেখবেন রাশিয়ান ব্লকের , তেমনি বিশ্ব থেকে বিরাট সেক্স ট্যুরিজম এর গন্তব্য হছে এই এলাকায়।
সিনেমাটা দেখুন ভালো লাগবে। আর সেক্সট্রেডে কখনই সাহায্য করবেন না , এতে বেচে যাবে আপনার আমার একটি নিরিহ বোন। আপনি ভাবছেন আমি কিভাবে এই জঘন্য কাজে সাহায্য করবো । হ্যা আপনি ও এই কাজে সাহায্য আপনার অজান্তেই করে ফেলতে পারেন , তাদের ভোক্তা হয়ে । দেশের অনেক সাধারন ভদ্র ছেলেরা হোটেলে যৌন চাহিদা মেটাচ্ছে , আপনি কাউকে ধরে আনছেন না কিন্তু আপনার দেয়া টাকার লোভে অন্য খারাপ কেঊ তা করছে । মনে রাখবেন DEMAND CREATES MARKET AND MARKET CREATES SUPPLY . ভাল থাকবেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
ডিগবাজি বলেছেন: হতে পারে, কিন্তু এই সিনেমাতে পিস্তল ছাড়াও অনেক উইপন ইউজ করা হয়েছে। ধন্যবাদ ,
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
রবিন আলম বলেছেন: ভাল লাগলো ++++++
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
ডিগবাজি বলেছেন: সিনেমাটা আরো ভালো।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০
গ্রাম্যবালিকা বলেছেন: ছবি রিভিউ সে সাথে সচেতনতা মুলক কথা ভালো লাগলো।
সেক্সট্রেডে কখনই সাহায্য করবেন না , এতে বেচে যাবে আপনার আমার একটি নিরিহ বোন। দেশের অনেক সাধারন ভদ্র ছেলেরা হোটেলে যৌন চাহিদা মেটাচ্ছে। মনে রাখবেন MARKET CREATES DEMAND AND DEMAND CREATES SUPPLY
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
ডিগবাজি বলেছেন: ভেংচি দিলেন ক্যা?
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
গ্রাম্যবালিকা বলেছেন: এটা তো খুশির ইমো!
আর আমি সচেতনতার জন্য লেখা কপি করে কমেন্ট করলাম।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
ডিগবাজি বলেছেন: ও তাই। থাঙ্ক ইয়উ
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
ব্ল্যাকমেটাল বলেছেন: ্মুভিটা ভাল্লাগে নাই। ভান ড্যাম উনার স্পেশাল লাত্থিটা দেখান্নাই...
আমেরিকান মুভিতে সেক্সট্রেডকে ক্রিটীসাইজ করা হয়, কিন্তু নিজেদের দেশে হাজার হাজার লাইসেন্সধারী পানশালা, স্ট্রীপ ক্লাবে মেয়েদের মাংসের উৎসব করা হয় সেটা তাদের মাথায় ঢুকে না।
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
ডিগবাজি বলেছেন: এটা খুবই সত্য, আবার তাদের আরও ভন্ডামি হচ্ছে সব খারাপ কাজেই তারা মুসলিম ইনভল্বমেন্ট দেখিয়ে থাকে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
আট আনা বলেছেন: একটা পিস্তলে ছয়টা বুলেট থাকে হয়ত এইজন্য?