নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

dilshan

dilshan › বিস্তারিত পোস্টঃ

আমি বিম্পি তুমি লীগ

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

অনেক দিন আগে একজন এর ফেবু স্টেটাসে দেখেছিলাম " বাঙালিজাতি পশ্চাদদেশের মোত দ্বীখন্ডিত হয়েই থাকে" !!!!! এরকম ভয়ংকর সত্যি আর হয় না। অফিসের বস থেকে শুরু করে পিওন পর্যন্ত দুই দল। স্বামী - স্ত্রী, ভাই বোন , বন্ধু স্বজন সব হয় লীগ নয় বিম্পি । গনজাগরন মঞ্চের পর অবাস্তবকেউ বাস্তব করা হয়েগেছে - বামপন্থীদেরও সুন্দর সমান দুই ভাগে বন্টন করা হয়ে গেছে । ড. ইউনুস যদি বিম্পি পন্থী সুশীল হয় তাইলে স্বাদীন মালিক আওয়ামী পন্থি সুশীল। হারাধনের আর কোন ছেলে বাকী নেই। ঘাটের ইজারা থেকে বিয়ের পিড়ি পর্যন্ত সব মোটা মুটি দুই ভাগে ভাগ করা শেষ। আমরা যারা কিংকর্তব্যবিমূঢ় হইয়া বইসা আছি লন যে কোন দলের একটা ফ্ল্যাগ হাতে নিয়া পল্টন নয় সরহোয়ার্দী ময়দানে গিয়া চুল টানাটানি খেলা শুরু করি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আসুন হয় আম্লিগ করি নয়তো বিম্পি করি!





তাহলে আপনার আমার লাভ দুটি : ১) আইন ব্যবস্থাকে বৃদ্ধা আঙ্গুলী দেখাতে পারবেন। ২) তারপরও যদি আইনের ফাকে আটকাইয়া যান তাহলে রাষ্ট্রপতির ক্ষমা তো থেকে অন্তত বাদ পড়বেন না।


অতএব আসুন আমরা " বাঙালিজাতি পশ্চাদদেশের মত দ্বীখন্ডিত হয়েই থাকি"।


ধন্যবাদ।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

মুহসিন বলেছেন: দেশটা দুদলে মারামারি করে করে যখন নেতিয়ে গড়বে, তখন কোন শুভানুধ্যায়ী দেশ আমাদেরকে দখল করে হয়তো কোন মঙ্গল সাধন করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.