নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

dilshan

dilshan › বিস্তারিত পোস্টঃ

নিবার্চনের অনেক মানে।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

অফিসের কাজের প্রয়োজনে প্রায়সই গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে যেতে হয়। দুই মাসে আগে খুলনার, দাকোপে গেলাম। দাকোপের সবচেয়ে প্রত্যন্ত্ অঞ্চল কামার খোলা ইউনিয়ন। খুলনা মেইন শহর থেকে ৪ ঘন্টার বেশী সময় লাগে যেতে । দুটি ছোট নদী পাড় হয়ে যেতে হয়, অনেক বড় ইউনিয়ন কিন্তু যতটুকু বুঝলাম এবঙ শুনলাম এসব যায়গায় আসলে আউন শৃঙখলা বাহীনির বালাই নাই, নাই থাকার কথা কারন ত্রান দেয়ার জন্য এমন কি বড় এনজিওরাও যেতে চায়না জায়গাটা এতখানিই দূগর্ম । আমার সহকমীর্র কাছ থেকে যা শুনলাম তা শুনে আসলে কোন সভ্য সমাজে আছি বলে মনে হলো না। প্রতি নির্বাচনের পর নদীর পার্শবর্তী এইসব এলাকায় (বলে রাখা ভালো এলাকাগুলো হিন্দু অধুস্মিত এলাকা) গন র্ধষণ চলে । এবঙ সেটা অনেকটা উৰসবের মতো। ক্ষমতায় কোন দল আসলো তাতে কিছু যায় আসে না - ধষর্ণ চলেই। আম্লীগ আসলে একটু কম তবে জামাত জোট আসলে সেটা অনেক বেশী। আমি বিষ্শয় নিয়ে প্রশ্ন করলাম কেউ কিছুই করেনা ? আমার জনৈক সহকর্মী বললেন - করে একটু অবস্থাপন্ন পরিবার হলেই মানে যার একটু সামর্থ্য আছে সেই ঘরে সমত্ত মেয়ে থাকলে নির্বাচনের আগে তাকে শহরে রেখে আসার চেষ্টা করে । আর যাদের নেই তারা এটাকে ভাগ্য হিসেবে মেনে নিয়ে " পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করে" । এরা কিন্তু আন্যদেশ থেকে আসা কোন লোক না পাশের বাড়ির না হলে পাশের ইউনিয়নের লোক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.