নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

dilshan

dilshan › বিস্তারিত পোস্টঃ

এই মা দিবসে অন্তত রাস্তার পাশে সিগনালে বাচ্চাগুলো পড়ে না থাকুক !

১১ ই মে, ২০১৪ বিকাল ৪:০২

যখন ছাত্র ছিলাম কে যেন একজন বলেছিলো মাকে না মাতৃত্ব কে ফীল করার চেষ্টা করো । খুব বিজ্ঞের মতো মাথা নেরে মাতৃত্বকে ফীল করার চেষ্টা করে ছিলাম। লিফলেট, শ্লোগানে তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করতাম। আমার নিজের পেট চিড়ে যখন নিজে মা হলাম, আড়াই বছররে ঘুম হারাম করে যখন মা হলাম, ছেলের জড় হলে ৩৬ ঘন্টা পাড় করে ৪৮ ঘন্টা জেগে থেকে যখন মা হলাম তখন বুঝলাম শ্লোগানের মা আর পেট কেটে মা হওয়ার কতখানি পার্থক্য । প্রতিদিন গুলশান মোরে দামী গাড়িতে অফিসে আসার পথে অথবা সিএনজিতে বাড়ি ফেরার পথে যখন ৪ মাসের শিশুটিকে অভুক্ত রেখে মা টাকে ভিক্ষা করতে দেখি ! ২টার তীব্র রোদে ৫ মাসের শিশু সহ নকল মাটাকে যখন ভিক্ষষা করতে দেখি অথবা বনাণী সিগনালে যখন মাত্র ২ মাসের একটা শিশু কে পাঁচ বছরের ছেলেটির কাছে রেখে মাটাকে সিগনালে বই বিক্রি কেরতে দেখি । আমার সমস্ত মাতৃত্ব বোবা কান্না হয়ে গলার কাছে দলা পাকাতে থাকে । আমি পারি না ! শুধু আমার প্রাজ্ঞর রঙীন জীবন নিশ্চিত করে ভালো থাকতে পারি না । পৃথিবীর সব অবহেলিত শিশুর মা হওয়ার জন্য মন কাঁদে। ! এই মা দিবসে অন্তত রাস্তার পাশে সিগনালে বাচ্চাগুলো পড়ে না থাকুক ! এই মা দিবসে পৃথিবীময় আমার সব প্রাজ্ঞরা ভালো থাকুক !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.