![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সময় ছিলো যখন সুন্দরী বা আকর্ষনীয়া বলিতে বোঝাইতো খারা নাক, বড় বড় চোখ, আবেদনময়ী চিবুক, শ্যামা অথবা ফর্সা . . . . . সে যাই হোক সৌন্দর্য্ বিষয়টা মোটামুটি জনাব ঈশ্বর এর হাতে সপর্দ্ ছিলো । এই সংগায় যাহারা সুন্দরী নয় তাহারা বৈসম্যের স্বিকার হইতেন বই কি ! আমার মনে হয় সৌন্দর্র্য কেন্দ্রিক রেসিজম পৃথিবীর সবচেয়ে আদিমতম রেসিজম । সে যাহাই হোক ! বিদ্যমান সংগায় পর্দাপন করি । আমার এক বান্ধবীর ভাষায় সুন্দর মানে কার্ভী ফিগার । মানে যাহার দেহ শৈলীর বাক যত নিখুত তিনিই তত সুন্দর ! আরো নিলর্জ্জের মত যদি বলিতে হয় তবে সুন্দর মানে প্রতিষ্ঠিত 36-24-36 । তবে বর্র্তমান সময়ের মানুষ দেখি আরেক কাঠি সরেষ ! সৌন্দর্যের এক নতুন নাম করন করা হইয়াছে “ জিরো ফিগার” । তিনি যদি কেবল নারী হন আর তার শারীরিক গঠনে কোন বাঁকের উপস্থিতি থাকুক আর নাই থাকুক তিনি শুধুমাত্র অপুষ্ট রোগা হইলেই সুন্দর ! একি ভয়ংকর অবস্থারে বাবা । চোক্ষের সমুক্ষে দেখিতেছি বালিকা কিশোরি শহুরে আধুনিক মেয়েকূলের মাতৃগন গলদ ঘর্র্ম হইতেছেন তাহার অপুষ্ট কন্যাকে ভাত খাওয়াইবার জন্য । কিন্তু কন্যা জিরো ফিগারের নেশায় এমনি বেহুশ স্কুলের পড়াশোনা গোল্লায় যাক কিছু যায় আসে না ! ফেসবুকের সেলফি ভোলো হইলেই চলিবে । অনেক ভাবিয়া তরুনকূলের প্রতিনিধিদের সাথে কথা বলিয়া পুরুষকূলের ভাব চক্কর দেখিয়া সৌন্দর্যের বা আর্র্কষনিয়ার একখানা যুতসই এবং বাস্তব সম্মত সংগা দার করিয়াছি। আসলে দেখিলাম, যে রমনির ঝকঝকে চুল এবং চকচকে ত্বক আছে এবং যিনি শরিরের মাপ মত আটসাটো এবং তুলনামুলক স্বল্প বসনা তিনিই আর্কষনিয়া ! একদা রুপ নিয়ন্ত্রন করিতেন স্বয়ং ঈশ্বর আর এখন নিয়ন্ত্রন করেন কনজিউমার ওর্য়াল্ড !!!!! এইবার একটু সৌন্দর্যের কস্ট এনালাইসিস করিতে চাই । আপনার সৌন্দর্য রক্ষার জন্য যাহা না হইলেই নয় এরুপ কতক উপাদানের নাম টাকার অংক সহ উল্লেখ করিলাম । ইহা মাসিক হিসাবে দাড় করাইলাম -
চকে চকে চুল = একখানা মাঝারি মানের শ্যাম্পু (350) + কন্ডিশনার (350) + মোটামুটি মানের তৈল (300) = 1000 টাকা ঝকঝকে ত্বক = একখানা ভালো গায়ে মাখিবার সাবান (100)+ মোটামোটি মানের একখানা লোশন (400) = 500 টাকা ভদ্র মানের একখানা পোশাক = 1000 কাপরের মূল্য + 500 দরজির মূল্য = 1500 টাকা একেবারে চলনসই একখানা যুতো = 300 টাকা
প্রতিদিনের প্রসাধনি ( ক্রিম +পাওডার+ লিপষ্টিক ইত্যকার বিষয়) =1000
মোট = 4300 টাকা । যাহারা বাজার সদাই করেন তাহারা মাত্রই বলিতে পারিবেন আমি এক পয়সাও বারাইয়া ধরিনাই বরং কমাইয়া ধরিয়াছি। এখন সভ্য সমাজের নিকট আমার প্রশ্ন হইলো যে পিতার মাসিক ইনাকাম 15000 থেকে বিশ হাজার টাকা এবং যাহার বেশি না পরিবার পরিকল্পনা মানিয়া দুটি মোটে কন্যা সন্তান এবং একজন স্ত্রী, সেই পরিবারের সৈার্ন্দর্য চর্চার জন্য যখন মাসে 13200 টাকার প্রয়োজন , সেই পরিবারের রমনি কূল সুন্দর হইবেন কেমন করিয়া ? ওইজন্য ঘুটে কুরানির মেয়ে রুপের জোরে এখন আর রাজরানি হয় না । সোন্দর্র্য কনসেপটাই একবারে উচ্চবিত্ত অথবা উচ্চমধ্যবিত্তের কেনা পসরা হয়ে গেছে ।
©somewhere in net ltd.