নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

dilshan

dilshan › বিস্তারিত পোস্টঃ

চিন্তা করেন কাজেরও লিংগ আছে !!!!!!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬

চিন্তা করেন কাজেরও লিংগ আছে !!!!!!!! কি আজিব একটা সমাজে থাকি আমরা ! এমনি রেসিষ্ট যে আমাদের প্রত্যেকটা কাজের শ্রেনি আছে লিংগও আছে ! যেমনর রিকসা চালানো, ঘড় পরিষ্কার, ক্ষেত খামারি এগুলা হচ্ছে ছোট লোকরে কাজ, আবার ব্যাবসা বানিজ্য, চিকিৎসা ইত্যিাদি এগুলা হচ্ছে বড়লোক বা ভদ্র লোকের কাজ ! বাচ্চা পালন, রান্নাবাড়ি, ঘড় পরিষ্কার এগুলা হচ্ছে স্ত্রী লিংগ কাজ! আর বাজার করা, যন্ত্রপাতি সারানো এগুলা হচ্ছে পু: লিংগ কাজ । এর মধ্যে আবার খুব্ই ইন্টারেস্টিং টুইস্ট আছে ! মানে ধরুন ঘড়ে চা বানানো যদি স্ত্রী লিংগ কাজ হয় যেই মাত্র এই প্রক্রিয়ায়টার সাথে অথর্ যোগ হয় অমনি ওইটা পুলিংগ কাজ হয়ে যায়। যেমন ধরুন ঘরে কাপর ধোয়া স্তী লিংগ কাজ কিন্তু লন্ড্রিতে কাপর ধোয়া পুলিংগ কাজ, ঘরে রান্না করা স্তী লিংগ কাজ কিন্তু যখন বাবুর্চী হয়ে এই রান্না করেই পয়সা কামাই করা যায় সেইটা পুলিংগ কাজ হয়ে যায় ! এখানেই শেষ না ! আমাদের পুরুষ জাতটা এমনি সুপিরিয়র যে মেয়ে হয়ে যদি আপনি তার কাজ করেন আপনি কিন্তু সম্মান পাবেন ! যেমন ধরেন কোন খালা যদি চায়ের দোকান দেয় তাহলে সবাই কিন্তু বেশ শ্রদ্ধার চোখেই দেখে ! বিশেস করে আমরা মেয়েরাতো মেয়ে ড্রাইভার, মেয়ে পাইলট এইগুলা দেখলে খুবই গরব বোধ করি । কারন সমাজের সাথে সাথে আমরা মেয়েরাও বিশ্বাস করি মেয়েরা যে কাজ করে সেটায় যেহেতু টাকা নাই তাই রেসপেক্টটাও নাই ! ঠিক এর উল্টো ঘটনা যদি ঘটে, মানে মনে করুন কোন ছেলে ঘড়ের কাজ করে মানে ঘড় পরিষ্কার, রান্না বান্না, বাচ্চা পালন তখন তারচেয়ে বোধয় সমাজে হেয় কেউ নাই । সবাই পিছনে মুখ টিপে হাসবে এবং বলবে । ছি! ছি ! ভদ্রলোকতো পুরাই মেয়েদের মতো হয়ে গেছ !!!!!! কি লজ্জা কি লজ্জা !!!!!! দুখের বিষয় সমাজ এই কথাগুলা সবচেয়ে বেশী বলাবে আবার মেয়েদের দিয়েই !!!!!! এবং একজন দায়ীত্বশীল পুরুষ যদি তার সন্তানকে ভালোবাসে বলে তার দায়িত্ব নেয়, তার পরিবারকে ভালোবাসে বলে তার জন্য রান্না করে, পরিষ্কার থাকতে ভালোবাসে বলে যদি ঘর পরিষ্কার করে তবে সমাজ তাকে যে তিব্র তিরষ্কারের ব্যবস্থা করে রেখেছে, কোন ছেলে মন থেকে চাইলেও এসব কাজ করবে না । আমরা মায়েরা সবসময়ই চাই আমার মেয়েটা ছেলেদের মতো করে বড় হোক কখনই চাই না আমার ছেলেটা মেয়েদের মতো করে বড় হোক । আমরা মেয়েরা এমনি অছ্যুত জাত !!!!!!! আমার ছেলেকে আমি ইনটেনসনালি হারি পাতিল কিনে দেই রান্না বাড়ি খেলার জন্য । আমি চাই সে মেয়েদরে মোত সেনসেটিভ হয়ে, আবেগ প্রবন হয়ে, দায়ীত্বশীল হয়ে বড় হোক ! সত্যি কথা বলি আমার কাছে এই দেশে নারী মুক্তির মূলমন্ত্র মনে হয় ঘড়ের কাজে ছেলেদের দায়ীত্ব নেয়া এবং সেটা সমাজে হেয় প্রতিপন্ন হয়ে না । শ্রদ্ধার সাথে, নিজের আগ্রহে !!!!!!!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৫

নীল আকাশ ২০১৪ বলেছেন: রাসূল (সঃ) এর যুগে পুরুষেরা করে, এমন সব কাজই মেয়েরা করত, যুদ্ধ এবং প্রশাসন ছাড়া। তবে রাসূল (সা) পরবর্তী যুগে মহিলাদেরকে যুদ্ধেও অংশগ্রহণ করতে দেখা গেছে - কিন্তু শাসনকাজে মহিলাদেরকে কখনোই উপযুক্ত মনে করা হয়নি। তা সত্ত্বেও আমি মনে করি, ইসলাম নারীকে যতোটা উপরে স্থান দিয়েছে - অন্য কেউ তার ভগ্নাংশও দিতে পারেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.