নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছুট্ট দুষ্টু!

http://www.somewhereinblog.net/blog/Paranoid

লিটল হামা

হাসান মাহবুব

লিটল হামা › বিস্তারিত পোস্টঃ

There will be blood!

২০ শে মে, ২০১০ রাত ২:৪৫

অনুবাদ উৎসব হবে নাকি আরেক্টা গ্যাংস্টা টিম এবং মাইনাসের মত? B-)



There will be blood

And there will be gore

I'll be glad

But you'll not, for sure!

There will be panic

There will funny games

That fun's are all for me

You will take the blames-

Why you are so happy?

I can't let it go!

I don't play with puppy

I'm a freaking PSYCHO.

Why can you love some one?

Why can't do that I?

Give me all the freaking answer's

Or I will take your eye.

How can you smile?

Why you've all you need?

Give me all the answer

Or you will gonna bleed!

Bleed, burn and die!

Have some fun

Good night and bye!



নস্টালমাতাল অনুবাদ


সেখানে রক্ত ছেলো

আর সেখানে ছেলো গোর

আমি খুশি হইসিলাম

কিন্তু তুমি হও নাই,for sure!

সেখানে panic ছেলো

সেখানে মজার গেমস ছেলো(যেমন মোস্তোফা গেমস!)

আমি খেলতে খেলতে পেগলে যেতাম

কিন্তু শেষ পর্যন্ত তুমি জিত্তা যাইতা!

এত্ত খুশী হওয়ার কি অইলো?

ঐ তোরে পিডামু(ব্র্যাকেট এ)

আমি পু পি(সোহান) এর লগে খেলি না

আমি সাইকো,আমারে ডরাও

এত ভালোবাসা আসে কইত্থোন তোমার?

ব্রেক আপ হইলে,বান্ধবীর মোবাইল নাম্বার টা দিও!

কি কইলা?দিবা না!

আইচ্ছা,কি আর করা(দীর্ঘশ্বাষ!)

এত্ত হাসো কেমনে

আমি তো হাইসবের পারি না

উত্তর দাও,নাইলে কইলাম

রক্ত খামু,চামে দিয়া!

অনেক মজা লইলাম,আর-

পারতেসি না,

তোমার মজা লও

আমি যাইগা!





কৈত্থিকা শ্যাডো ম্যাডো আইসা অনুবাদ কর্ল-


রক্ত ঝরবে

এবং সেখানে হবে কবর

আমি পরিতৃপ্ত উল্লাসে

অথচ নিশ্চিৎ তুমি বিষন্নতায় ভাঙছো

সেখানে ব্যাখ্যাহীন ভয় থাকবে

যেন ভয়ের ভিতিহীন ভয়ালো খেলা

যার আনন্দটুকুর ভাগ শুধু আমার

আর দায়ভারটুকু নেবে তুমি

এই নিদারুন উপহাসে হাসছো?

না, এমন নির্ভিঘ্ন জলের মত গড়িয়ে চলা

মেনে নেবনা, কেননা আমি বিষাক্ত উম্মাদ;

কারো জন্য ভালবাসার স্নিগ্ধতা কেন ধরে রাখো

আমার মত সাপুরে হতে পারোনা?

আমার সব অহেতুক-অকারণ প্রশ্নের জবাব চাই

না পেলে তোমার চোখ উপরে নেব

আর অন্ধের মুখে যেন হাসি বড় বেমানান

সবই তোমার থাকবে কেন, যা চাই তার সব

দাও আমার উত্তরগুলো

নতুবা রক্তাক্ত হবে তুমি

লাল, ধুসর অন্ধকার

জীবন নিয়ে কিছু খেলা হয়ে যাক

আর নেমে আসুক রাত, বিদায়।।



সাম টেকনো বিটস!

এথো রখথো কেনু?

আরে এইডাই আমার খাওনের মেন্যু!

ভয় পায়া লাভ নাই সুন্দরী

তুমারে বানামু আইজ তন্দুরী

বহুত মজা নিছো

মানিব্যাগের ইজ্জত মার্ছো

অহন আমি সাইকো হয়া গেছি গা

আমার ভয়ে কাঁপে শহর আর গাঁ

অন্য ব্যাডাগো লগে পীরিতি?

এইবার বুঝবা জগতের কি রীতি!

প্রশ্ন করিনাই কোন জবাবও চাইনাই

মুখ বাইন্ধা রাখসি লাফায়োনা হুদাই।

হাসি তামসার দিন শ্যাষ কলমা পড়

হুজুর ডাকুম?

একটু পরে তোমার চোখ গালায় দিমু

এই খুশীতে আমি বাক বাকুম!

আমি রক্তের ভক্ত শরমের ;) যম

শ্যাষ নিয়া নাও বুক ভৈরা দম

অনেক হৈছে কাটাকুটি

ভালো থাইকো

সালাম নিয়ো কুটিকুটি!

মা'আসসালাম।



হামা বুদ্ধির ধামা

আমি এক বিকৃত রক্তখেকো বদমাশ!

বাটে পাইছি তোমারে খুব জ্বালাইছো বারোমাস।

খুশীর চোটে অহন আমি নাচুম তান্ডব নৃত্য

তোমার পাংশু মুখ দেইখা উদ্বেলিত চিত্ত!

ভয় পাইছো সোনা? আরে খেলার অহনও বাকি

ভুলিনাই সারাজীবন তুমি আমারে দিছো ফাঁকি!

অনাবৃত করুম আমি তোমার সুখের পোষাক,

মাংস খায়া মেদ বাড়াইছো অহন খাইবা পচা শাক!

সাইকো বৈলা গাইল্লাও যত শুনবোনাতো কেউ!

ঘৃনার স্রোতে জোয়ার আইছে উথাল পাথাল ঢেউ।

ভালোবাসাবাসি করছ বহুৎ আমি পাইনাই বেইল

বৃথাই গেছে কাইন্দা ল্যাহা আমার যত মেইল!

প্রশ্নগুলা শুইনা তুমি গিলতে থাকো ঢোঁক!

খেলার অহন শুরু, তুইলা নিমু তোমার চৌখ।

রক্তাক্ত তোমায় আমি দিমুনা কোন ছাড়

নরকে গিয়া মর, গুড নাইট

গেম ওভার!



সোহানের হৃদয় খানখান :(

রক্ত ঝরবে যেখানে

পরিণত হবে শ্মশানে.

তোমার মন ভেঙ্গে যায় যদি ,

তবু আমি উল্লাসে ভাস্ব নিরবধি .

সবাই সেখানে মজা করবে ,

আর তুমি দু:খের সাগরে ভাসবে .

আমি কিছুতেই যাব না ,

তবু কুকুরের সাথে খেলব না ।

আমি এখন এক খেয়ালী পাগল ,

তাই তুমি ভালবাসবে আর একজনকে বলো ?

কেন ? কেন এসব করবে ?

আমার প্রশ্নগুলো ফাউল মনে হইলে-

মনে রাইখো-

উত্তর না পাইলে চোখ দেব গেলে ।

তুমি হাসছ ?

তার মানে তুমি এইসব চাইছ ?

এখনো বলছি উত্তর দাও ,

না হলে রক্ত বন্যার প্রস্তুতি নাও ।

রক্ত , আগুন , মৃত্যু,

এইতো জীবনের নৃত্য!

শুভ রাত্রি ।





নাফিসের ভয়াল ফিসফিস
:|

থাকবে রক্ত

বিভৎসতা সিক্ত

খুশি হবো আমি

হবেনা তুমি যদিও!‍

থাকবে ভয়

থাকবে খেলা মজার

মজা শুধুই আমার

দোষগুলো তোমার -

কেন এতো খুশি তুমি?

আমি পারি না এটা ভুলতে!

পাইনা ভালা কুত্তা লইয়া খেলা

আমি আসলে একটা পুরা পাগলা।

কেন তুমি পারো ভালবাসতে কাউকে?

আর কেন পারি না আমি?

উত্তরটা দাও কইলাম এখনই

নইলে তুইলা ফালামু ঐ চোখ দুইখানি!

কেমনে হাসো তুমি?

কেমনে পাও যা চাও?

সব উত্তর দাও আমারে

নইলে রক্তাক্ত করুম তোমারে!

জ্বলো, পুড়ো আর মরো!

কিছু মৌজ-মাস্তি করো জীবনটায়

শুভরাত্রি আর শুভবিদায়!



অমিত@কবিতা



তৃষ্ণা আমার আজন্ম লোহিত

আমি উপশহরের মানুষদানিতে পা রেখে

ক্ষয়াটে চুম্বনের প্রতিশ্রুতি দেখি

হলুদ জোৎস্না প্রতারণা করতে পারে না

কেবল প্রতারিতই হয়।।

অন্ধকার আমার ডাইনির চুল

গত জন্মের প্রশ্ন সাজিয়ে বসে থাকি

যদিও

তোমার চোখে মৃতদেহভিন্ন

অন্য কোন উত্তর মেলে না।।

রাতের সাথে সাথে

তৃষ্ণা ও অন্ধকার আরো গাঢ় হয়ে গেলে

আমার প্রতিটি অশ্রু রক্ত হবে আবার

ফলিত আকাশ থেকে

একটুকরো চাঁদ কেঁটে নিয়ে

ডাক দিব বনভোজনের।।



ভাঙ্গনের কড়া মশকরা!

রক্ত ঝরবে অবিরত (যেহেতু আমি মশা!)

এবং সেখানে জমাট রক্ত ঝরবে

আমি আনন্দিত হবো

কিন্তু তুমি হবেনা,সে আমি জানি!

সেখানে পিকনিক হবে

সেখানে বরফ-পানি খেলা হবে

সে সব আনন্দ আমার জন্য

সব দোষ তোমার ঘাড়ে

খুশিতে গদ গদ করোনা সোনা

এটা আমি পছন্দ করিনা

আমি পাপীর সাথে খেলিনা

আমি উদ্ভট খেয়ালী

তুমি কিভাবে কোথাও লাভ করো?

আমি কেন লস খাই?

জবাব তোমায় দিতেই হবে

অথবা আমি তোমার চোখ তুলে নেব।

তুমি কিভাবে কেলিয়ে হাসো?

তোমার সব কেন আছে?

জবাব তোমায় দিতেই হবে

নইলে তুমি রক্তাক্ত হবে

রক্তাক্ত হও,পুড়ো এবং মরো!

অনেক মজা হবে

শুভ রাত্রি এবং বিদায়!



সায়েম মুনের ধুনফুন

ঐখানে একবাটি

আর বল রক্ত রাখলাম

অহংকারের আতিশয্যে ভাবতাছি কেডা খাইবো

তুমি কার রক্ত শিউর না হইয়াই ঢকঢক খাইয়া লইলা।

আমি আতঙ্কিত হইলাম

তোমার মত রক্ত খাদক দেইখা

এতটুকু বুঝতে পারো নাই এইটা একটা গেম খেলতিয়াছি

আর তুমি রক্ত খাইয়াই কইয়া দিলা এটা কার রক্ত খাইলাম?

কেন জানি পানসে পানসে লাগতেছে?

আর আমি মনেমনে কইতাছি তোমার মত পাপী রক্ত খাদকরে আমি গুনায় ধরি না,

হে হে হে আমি হইতাছি হাফ না পুরা পাগলা এটাও জানো না।

কেন তুমি আমারে থুইয়া আর একজনরে ভালবাসলা?

কও শুনি তোমার ত্যানাপ্যাঁচানী কাহিনী

না হইলে কইলাম, আবারও চামচিকার রক্ত খাওয়ামু

না পারলে তোমার চউখ উপরায় কাউয়ারে খাওয়ামু।

হ অহন আর হাইস্যা লাভ নাই

আমারে থুইয়া অন্য জন্তুর রক্ত খাইতাছো ক্যান জবাব চাই

না কইলে কইলাম তোমারে রামদা দিয়া কোপায় মাইরা ফালামু

এরপর শিক কাবাব বানায় খাইয়ালামু

হে হে হে কিছু মনে কইরো না এট্টু মজাক করলাম আরকি

অহন আমরা তফাত গিয়া ঘুমাই!



অসময়ের কোবতে ভয়ের :|

এক প্রেমিকের রক্তাক্ত হৃদয়ের আর্তনাদ

অবেহলার স্বীকার প্রেমিক আজ উন্মাদ

আজ সে প্রতিশোধ নিবে প্রেমিকাকে ক্রুশবিদ্ধ করে

সেখানে বীভৎসতা আর রক্তের ছোপ দাগ পড়ে

হাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহা

প্রেমিকের ভয়ানক অট্টহাসি, কান্নার মত শোনায়

উদভ্রান্তের মত ,নেশাগ্রস্ত প্রেমিক চিৎকার করে উঠে

আজ খেলা হবে,জটিল খেলা,

আজ হিসাব হবে, পই পই করে হিসাব হবে

সকল ছলনা আর প্রতারণার

দ্বিচারিণী তুই

তোর শরীরের অধিকারে কেন এসেছে নতুন দাবিদার??

তোর হৃদয়ের রাজ্যে কেন নতুন জমিদার???

নিশ্চুপ কেন???

তোর চোখ উপড়ে ফেলা হবে

যেন ঐ চোখ দেখতে না পায় কোন সুদর্শন পুরুষ...

তখন তুই হাসবি কিভাবে...

তোর হাসির জন্য কেঊ আর কবিতা লিখবে না...

নিশ্চুপ কেন????

আমি সকল বঞ্ছনার জবাব চাই

দিবে না???

তাহলে তুই আজ মরতে যাচ্ছিস!!

অতঃপর

দৃশ্যপটে একদলা মাংশ,ধোয়াটে গন্ধ, রক্ত......

হিস্টিরিয়ারগ্রস্ত একটা কন্ঠস্বর......

একটা শব্দ "মাগী"



নৈশচারী'র খবরদারি

ঝরামু আমি রক্ত,

খুড়মু তোমার কবর!

খুশিতে করমু বাকবাকুম,মাগার -

তোমার থাকপ না খবর!

সময়টা হইব ভয়াল

রক্ত হোলির খেলা

আমার লাইগা তামশা এইসব

তুমি বুঝবা ঠেলা!

খুশিতে দাঁত ক্যালাইতেসো অহন,

ছাইরা দিসি তুমারে ভাবলা?

ভুইলো না মাগার এই কথাডি,

আমি হইলাম জালু পাগলা!

তুমি তো করতাসো ঠিকই ইটিশ পিটিশ,

আমার ক্যান তয় এত দুখ?

উত্তরডা অক্ষনি দাও আমারে,নাইলে-

গাইলা দিমু তোমার চোখ!

বেশরমের মত হাসো কেমনে?

যা চাও সব পাইস?

জলদি কইলাম উত্তর দাও!!

নাইলে আইজকা মরসো!

মর,বাঁচো,জাহান্নামে যাও,

ধুর শালা আমার কি?

যা খুশি কর গিয়া,

আমি অহন ফুটি!



প্লাসে মাইনাসে কোবতে

রক্ত আছে তুমার গায়।

সেই রক্ত চুইসা আমি খাই

মুখে আমার রক্তের নোনা সাদ

তুমি বেজার

বাজার থেইকা কিনা আন ইলেকট্রিকের ব্যাট

সেইতে শুরু তোমার আমার খেলা

খেলতে খেলতে আসে রাত্রিবেলা

আমার ভয়ে খাচায় ঢোকো তুমি

আমি মুচকি হাসি পালাবা কুতাই শুনি?

বলো এখন উত্তর দেও তুমি

না পারলে ডাইকা আনুম আমার যত বাহিনি

রক্ত কত আছে দেখব তুমার

খাইয়া আজি করব সবি সাবার

মজা যা করার কইরা নেও এখন

আমার হাতেই তুমার আছে মরন

চিনছ আমায়? আমি হইলাম মশা

তাকায় দেখ তোমার পাশেই বসা

থাকো তাইলে আইজকা নিলাম বিদায়

পোঁ পোঁ করে গানের শুরে এইকথাডাই শুনাই।



মেঘ বলেছে খাবো খাবো

রক্ত দিয়ে লিখবো তোমার নাম

তাই তো তুমি দেবে আমায় গালি

খুশির জোয়ার বইবে আমার মনে

তুমি হবে কষ্টে ফালি ফালি

ভয় পেও না, এ তো শুধুই খেলা

কাটলো নাহয় শরীর একটুখানি

নিলেই নাহয় দোষটা তোমার ঘাড়ে

এইটুকু তো করো, সোনামণি!

ঈদ লেগে কি গেলো তোমার মনে?

তাই কি আমি হতে দিতে পারি!

পুতুল খেলার দিন যে গেছে চলে

এখন আমি নষ্ট কষ্ট শিকারী।

ভালোবেসে লুটছো তুমি মজা

আমার কেন হয় না অমন করে?

বলো না কি ছিলো আমার দোষ?

নইলে তোমার লাশটা যাবে পড়ে!

এত খুশির কি হলো বাছাধন?

তোমার আছে সব যা তুমি চাও

আমার খাতা শুন্য রয়েই গেলো

রক্ত দিয়েই আমায় অর্ঘ্য দাও

দুনিয়া থেকেই বিদায় দিলেম তোমায়

গাও, নাচো, ফুর্তি করো, যাও!



হেমায়েতকুরকুরি

চারিদিকে খালি লাল-লাল রক্তের দাগ

কবর থিকা উইঠা আসা স্কেলিটনের আড্ডা

আমি বইসা বইসা চামে হাসি

কিন্তু তোমার কি হবে সুন্দরী, ক্যাম্নে যাইবা বাড্ডা!!

এমন বেকুবের মত পেইন দেও তুমি

আর খেলো কিসব ১৮+ গেইম

সব গেইমে হিরুইন তুমি, আমি ভিলেইন

তোমার কি চোক্ষুলজ্জা নাই, নাই সামান্য শেইম!!

এত মজাক পাও কেম্তে, কে দেয় কাতুকুতু

এইসব মামদোবাজী দুরে গিয়া করো

সারমেও জাতের সাথে মিলনাত্মক গেমে আমি নাই

যাতনা বেশি হইলে অন্য কাউরে ধরো!!

এত ভালবাসার জ্বলুনী ভালোনা

আমারতো এত কুরকুরি নাই

উত্তর দেও, নাই কুন মাফ

চোখ গাইলা দিমু, চোখ টিপিতে কুন লাভ নাই!!

যা যা থাকার দরকার সবইতো দেখি আছে

নাই খালি আমার প্রশ্নের এন্সার

খাউজানী-চুলকানী বাদ দেও-

জবাব দেও নাইলে হইবো তুমার ক্যান্সার!!

আইচ্ছা ঠিকাছে আইজকা বাদ দেও ক্যাচাল

খুদাপেজ, গিয়া ঘুমাই, কাইলকা করমু প্যাঁচাল!!!



অমিশুক মিশু!



ধমনীতে বিদ্রোহ করে উষ্ণ শোণিতের আবেগ

জমাট বাঁধা রক্ত জেগে উঠে জিঘাংসায়

শৃংখল ভেঙ্গে আমি হব স্পার্টাকাস,

অসীম এক আনন্দলোকে, যেখানে সলিল সমাধি তোমার!





ইশান কোনের কালমেঘ আঘাত হানবে বিভীষিকার

ছুটবে আমার যুদ্ধের ঘোড়া রণবাদ্য বাজিয়ে,

নটরাজ আমি, ভীমের সংহার দৃষ্টিতে

ভীতবিহ্বল, অনিন্দিত হবে তুমি অদৃষ্টের পরিহাসে ।





সুখ পাখিরা তোমার অদৃশ্য হবে শুন্যতায়,

শীর্ণ কায়ার আস্ফালন মিলিয়ে যাবে সর্বগ্রাসী ভাটার টানে

গহীন পারাবারের অতল জলে,

দেহান্তরে :) দূর হবে তোমার মনব্যাধী ।





হিয়ার মাঝে নেই তোমার কোন বোধ

তোমার সে দায়ভার এবার করবো আমি শোধ

প্রত্যুত্তরের সাইক্লোনে অরুণোদয় হবে রক্তাক্ত আকাশে

উদ্ভ্রান্ত হবে তুমি বিস্ময়ের চকিতলোচনে

রক্তাশ্রুবৃষ্টিপাতই হবে তোমার নিয়তি ।

রক্তপায়ী বাদুড় সুর্যালোকে পুড়ে হবে ভস্মাবশেষ

পোড়া ছাই জন্ম দিবে সোনালী ডানার ফিনিক্স ।





আলবিদা!! ঠুস!!



মন্তব্য ২৩৮ টি রেটিং +৩৩/-০

মন্তব্য (২৩৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১০ রাত ২:৪৮

রাজসোহান বলেছেন: পুত্তুম পিলাচ B-) B-)

হবে হবে , তয় এইবার ঘুমান না কয় দিন ? ;)

২০ শে মে, ২০১০ রাত ২:৫১

লিটল হামা বলেছেন: অহনই ঘুমাইতে যামু |-)

৩১ শে মে, ২০১০ ভোর ৬:০০

লিটল হামা বলেছেন: মূল পোস্টে সবগুলো দিতে গেলে পোস্ট গায়েব হয়ে যাচ্ছিলো, শব্দ সংকুলান না হবার কারণে। তাই শেষ তিনটা, শিরীষ, সমুদ্র কন্যা এবং পাথুরেরটা এই কমেন্টে যোগ করে দিলাম। আশা করি এই সমাধান পছন্দ হবে সবার।

শিরশিরে শিরীষ
রক্ত ঝর্ব
কবর খুর্ব
হাঃ হাঃ হাঃ
তুই ললিপপ খা B-)
ভুই ধরাবো
গোল্লাছুট খেল্বো
গোল্লা আমার
তুই কাইন্দা জারে জার X((
হাসিস ক্যা
যাবার দিমু না
পিচকি মনে রাইখো
আমি কইলাম সাইকো B-))
ভালবাসিস ক্যা
কেন্ আমি পারি না
উত্তর দে
নাইলে চকখু দিয়া দে :-0
কেম্নে হাসস
তর এত্ত কেন যশ ;)
উত্তর দে
হেঃ হেঃ হেঃ
নাইলে উল্টা দৌড় দে :-0
রক্ত ঝরুক
আগুন পুড়ুক
সা রে গা মা পা
বাইত যাই গা =p~ =p~ =p~

সমুদ্রে রক্তের বন্যা!
হৃদয়ে রক্তক্ষরণ
আর জীবনের সমাপ্তি
আমাকে এনে দেবে প্রশান্তি
কিন্তু তোমাকে নয়
জানি তা জানি
হবে ভয়ে থরহরি কম্প
হবে উল্লাসে লম্ফ-ঝম্প
সে উল্লাস শুধুই আমার
যত ভুল ছিল ঘাড়ে চাপিয়েছি তোমার
এত সুখী তুমি কি করে হলে?
পারি না, কিছুতেই তা মানতে পারি না
আমি আর নই লক্ষ্মী সোহাগিনী
আমি এক পাগলি উন্মাদিনী
ভালবাসলে আর কাউকে কি করে?
আমি কেন পারি না আর ঘুণাক্ষরে?
জবাব চাই আমার সব প্রশ্নের
নয়তো অন্ধ হবে তোমার পায়রা সুখের!
কিভাবে হসছো তুমি এতকিছুর পরে?
যা চাও তার সবই কেন তুমি পাবে?
জবাব দাও আমার প্রশ্নের
নয়তো বইয়ে দেবো বন্যা রক্তের!
রক্তের প্লাবন, দহন, মৃত্যু!
এইতো আনন্দের সময়
রাত্রি শুভ হোক তবে, বিদায়

পাথুরে ইনসমমেইট
যেদিন ক্যানভাসে শোনিতপ্লাবন
আর উম্মাতাল রক্তোচ্ছ্বাস বইবে
দেখে নিও সেদিন, আমার তৃপ্ত কর্ণিয়ায়
ফুটবে তোমার হাহাকারের ছাপ।
সেদিন উম্মাদ বীভৎসতা হবে
আর রক্তের হোলি
রাজাধিরাজ আমার দরবারে
অভিযুক্ত হবে তুমি!
ওহ! অসহ্য!!
কিসের এতো সুখ তোমার?
পুতুল খেলার সেদিন নেই,
দেখোনা আমার ঘৃণার আধার!?
কি করে ভালোবাসা দাও অন্যকে?
আর আমি কুঁকড়ে যাই নিয়ত!
তোমার দিতেই হবে এই জবাব
নইলে দাও তোমার ওই নির্বাক চোখ।
হাসছো? তুমি হাসছো??
জবাব দাও বলছি!
নয়তো রক্তাক্ত হও আমার কাঠগড়ায়,
রক্তাক্ত, প্রজ্জ্বলিত আর মৃত!
দেবে না জবাব?
হাহাহাহাহা...
তবে তাই হোক..
উৎসব হোক লেলিহান রক্তাগ্নির।
বিদায়! বিদায়! শুভ বিদায়!!


২| ২০ শে মে, ২০১০ রাত ২:৫২

রাজসোহান বলেছেন: তাইলে অনুবাদ ব্যান কত হইলো :-P

২০ শে মে, ২০১০ রাত ২:৫৭

লিটল হামা বলেছেন: :|

৩| ২০ শে মে, ২০১০ রাত ২:৫২

সায়েম মুন বলেছেন:
পিলাচ! খুব ভালা লাগল!

২০ শে মে, ২০১০ রাত ২:৫৭

লিটল হামা বলেছেন: য়াংরেজি পুস্টে মাইনষে পিলাচ দেয় আপ্সুস!

৪| ২০ শে মে, ২০১০ রাত ২:৫৬

রাজসোহান বলেছেন: গ্যালারিতে বসি , আগে দেইখা লই :-< :#)

২০ শে মে, ২০১০ রাত ২:৫৭

লিটল হামা বলেছেন: হ আমিও দেহি।

৫| ২০ শে মে, ২০১০ রাত ২:৫৯

সায়েম মুন বলেছেন:
পিলাচ দিলাম অনুবাদ কইরা দিবেন এই আশায়। অনুবাদ করেন না হলে পিলাচ উডামু;)

২০ শে মে, ২০১০ রাত ৩:২৭

লিটল হামা বলেছেন: আমি অনুবাদ বা পরমানউবাদ কোনটাই করুম্না :#)

৬| ২০ শে মে, ২০১০ রাত ৩:০৫

সায়েম মুন বলেছেন:
Have some fun
Good night and bye!

এইটা এক্কেরে সহজ "কিছু ফার কর্লাম, অহন ঘুমাতে যাই"। এক্কেরে আমার মনের কথা!

২০ শে মে, ২০১০ রাত ৩:২৮

লিটল হামা বলেছেন: আমারও /:)

৭| ২০ শে মে, ২০১০ ভোর ৬:২৭

হাসান মাহবুব বলেছেন: কয়েক জায়গায় freaking লেখা দেখলাম, মূল লিরিকে মনে হয় অন্য কথা ছিলো পোস্টানির সময় লেখক এডিট কর্সে :P =p~ :||

২০ শে মে, ২০১০ দুপুর ২:১১

লিটল হামা বলেছেন: না বুঝে মন্তব্য করবেননা X( :P :|

৮| ২০ শে মে, ২০১০ সকাল ৮:০০

নস্টালজিক বলেছেন: সেখানে রক্ত ছেলো
আর সেখানে ছেলো গোর
আমি খুশি হইসিলাম
কিন্তু তুমি হও নাই,for sure!

সেখানে panic ছেলো
সেখানে মজার গেমস ছেলো(যেমন মোস্তোফা গেমস!)
আমি খেলতে খেলতে পেগলে যেতাম
কিন্তু শেষ পর্যন্ত তুমি জিত্তা যাইতা!

এত্ত খুশী হওয়ার কি অইলো?
ঐ তোরে পিডামু(ব্র্যাকেট এ)

আমি পু পি(সোহান) এর লগে খেলি না
আমি সাইকো,আমারে ডরাও
এত ভালোবাসা আসে কইত্থোন তোমার?
ব্রেক আপ হইলে,বান্ধবীর মোবাইল নাম্বার টা দিও!
কি কইলা?দিবা না!
আইচ্ছা,কি আর করা(দীর্ঘশ্বাষ!)

এত্ত হাসো কেমনে
আমি তো হাইসবের পারি না
উত্তর দাও,নাইলে কইলাম
রক্ত খামু,চামে দিয়া!

অনেক মজা লইলাম,আর-
পারতেসি না,
তোমার মজা লও
আমি যাইগা!







ধন্যবাদ!


২০ শে মে, ২০১০ দুপুর ২:০৭

লিটল হামা বলেছেন: অতিশয় উত্তম!

৯| ২০ শে মে, ২০১০ সকাল ১০:০৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: খুব মনে পড়তেসিলো না? :)

২০ শে মে, ২০১০ দুপুর ২:০৮

লিটল হামা বলেছেন: আপনাকে চিনা চিনা লাগে! (জাপানিজ না)

১০| ২০ শে মে, ২০১০ সকাল ১০:০৬

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
...রক্ত ঝরবে
এবং সেখানে হবে কবর
আমি পরিতৃপ্ত উল্লাসে
অথচ নিশ্চিৎ তুমি বিষন্নতায় ভাঙছো
সেখানে ব্যাখ্যাহীন ভয় থাকবে
যেন ভয়ের ভিতিহীন ভয়ালো খেলা
যার আনন্দটুকুর ভাগ শুধু আমার
আর দায়ভারটুকু নেবে তুমি

এই নিদারুন উপহাসে হাসছো?
না, এমন নির্ভিঘ্ন জলের মত গড়িয়ে চলা
মেনে নেবনা, কেননা আমি বিষাক্ত উম্মাদ;
কারো জন্য ভালবাসার স্নিগ্ধতা কেন ধরে রাখো
আমার মত সাপুরে হতে পারোনা?

আমার সব অহেতুক-অকারণ প্রশ্নের জবাব চাই
না পেলে তোমার চোখ উপরে নেব
আর অন্ধের মুখে যেন হাসি বড় বেমানান

সবই তোমার থাকবে কেন, যা চাই তার সব
দাও আমার উত্তরগুলো
নতুবা রক্তাক্ত হবে তুমি
লাল, ধুসর অন্ধকার

জীবন নিয়ে কিছু খেলা হয়ে যাক
আর নেমে আসুক রাত, বিদায়।।





ধন্যবাদ, শুভ সকাল।

২০ শে মে, ২০১০ দুপুর ২:০৯

লিটল হামা বলেছেন: মঙ্গল গ্রহে স্যরি মঙ্গলম থাকুন কবি :-<

১১| ২০ শে মে, ২০১০ সকাল ১০:৩৪

রাজসোহান বলেছেন: নস্টালজিক দাদা এর অনুবাদ তা জোশ হইছে =p~

২০ শে মে, ২০১০ দুপুর ২:১০

লিটল হামা বলেছেন: হ! :#)

১২| ২২ শে মে, ২০১০ সকাল ১১:৩৩

হেমায়েতপুরী বলেছেন: ফোলপ পোস্ট। /:) /:)

২২ শে মে, ২০১০ বিকাল ৪:২৬

লিটল হামা বলেছেন: :((

১৩| ২২ শে মে, ২০১০ বিকাল ৪:২৮

রাজসোহান বলেছেন: ব্লকবাস্টার পলপ পুস্ট :((

২২ শে মে, ২০১০ বিকাল ৪:৩০

লিটল হামা বলেছেন: গুণী মাইনষের কদর্নাই :((

১৪| ২২ শে মে, ২০১০ বিকাল ৪:২৯

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: এমুনএকখানপোস্ট ফোলপ খাইলো ক্যান? আপসুস। /:) /:)

২২ শে মে, ২০১০ বিকাল ৪:৩৫

লিটল হামা বলেছেন: তোমার কোবতে এ্যাড কৈরা দিতাসি দেহি কিচু হয় কিনা। না হৈলে এ জীবন আর রাকপোনা :((

১৫| ২২ শে মে, ২০১০ বিকাল ৪:৩৬

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ইয়ে মানে ঝটিল ভালো অনুবাদ হইছেনা :!> :!> :!> :#>

২২ শে মে, ২০১০ বিকাল ৪:৩৯

লিটল হামা বলেছেন: লজ্জা পাউ কেন? এরকম হতেই পারে মাঝেমধ্যে =p~

১৬| ২২ শে মে, ২০১০ বিকাল ৪:৪১

রাজসোহান বলেছেন: কি অনুবাদ করুম বুঝতাসি না :| এইটা অনেক কঠিন লাগতেসে :((

২২ শে মে, ২০১০ বিকাল ৪:৪৫

লিটল হামা বলেছেন: যা মনে আসে তাই কর। ফ্রি স্টাইল। রানা ভাইয়ারটা দেহো :D

১৭| ২২ শে মে, ২০১০ বিকাল ৪:৪১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: অনেকের তবু মাঝেমদ্যে অয় কাউরো কহোনোই হয়না... B:-/ B:-/ B:-/

২২ শে মে, ২০১০ বিকাল ৪:৪৭

লিটল হামা বলেছেন: কাউরো cow row মাঝেমধ্যে হয় :P

১৮| ২২ শে মে, ২০১০ বিকাল ৪:৪৩

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: সোহান ঘুইরা আসো, কতবার কইছি বড়গোর মাঝে আইসা ক্যারফা কর্বানা। /:) :-0

২২ শে মে, ২০১০ বিকাল ৪:৪৯

লিটল হামা বলেছেন: সবডি কমেন্টের রিপ্লাই দিমু এই পুস্ট হিট করন লাকপেই :P

১৯| ২২ শে মে, ২০১০ বিকাল ৪:৪৬

রাজসোহান বলেছেন: এহ, খুব বড় হইসে X( পারলে আগের দুই পুস্টে যায়া অনুবাদ কৈরা আসেন B:-/ যদি দুই পুস্টে তিনটা অনুবাদ করতে পারেন তাইলে বুঝুম আপনি আমার চেয়ে বড় :-0


উফেন চ্যালেনঝ X((

২২ শে মে, ২০১০ বিকাল ৪:৫০

লিটল হামা বলেছেন: সোহান ৩- শ্যাডো-১

২০| ২২ শে মে, ২০১০ বিকাল ৪:৫১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: এই পোস্ট খানা রক্তাক্ত, কোমলমতী ব্লগারদের জন্য এইচওএনইওয়াই কর।

২২ শে মে, ২০১০ বিকাল ৪:৫৫

লিটল হামা বলেছেন: তা যখুন কর্মুই তাইলে freaking গুলারে fu***g কৈরা দেই?

২১| ২২ শে মে, ২০১০ বিকাল ৪:৫৯

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমি কইছি হানিকর, মানে নিশ্চয় উহারা এই পোস্টের ফটুক দেখিলে বিপদগ্রস্ত হইবে।

২২ শে মে, ২০১০ বিকাল ৫:০৯

লিটল হামা বলেছেন: হানিকর মানে? হানি মানে মধুর জন্যে কর? আহা কত মধু এই পোস্টে! হ!

২২| ২২ শে মে, ২০১০ বিকাল ৫:০৫

রাজসোহান বলেছেন: অনুবাদ করসি একটা কমেন্টামু ? B-)) :!>

২২ শে মে, ২০১০ বিকাল ৫:১০

লিটল হামা বলেছেন: আবার জিকস!

২২ শে মে, ২০১০ বিকাল ৫:১০

লিটল হামা বলেছেন: আবার জিগ স!

২৩| ২২ শে মে, ২০১০ বিকাল ৫:০৭

টেকনলজী বলেছেন: There will be blood
And there will be gore
I'll be glad
But you'll not, for sure!
There will be panic
There will funny games
That fun's are all for me
You will take the blames-
Why you are so happy?
I can't let it go!
I don't play with puppy
I'm a freaking PSYCHO.
Why can you love some one?
Why can't do that I?
Give me all the freaking answer's
Or I will take your eye.
How can you smile?
Why you've all you need?
Give me all the answer
Or you will gonna bleed!
Bleed, burn and die!
Have some fun
Good night and bye!

এথো রখথো কেনু?
আরে এইডাই আমার খাওনের মেন্যু!
ভয় পায়া লাভ নাই সুন্দরী
তুমারে বানামু আইজ তন্দুরী
বহুত মজা নিছো
মানিব্যাগের ইজ্জত মার্ছো
অহন আমি সাইকো হয়া গেছি গা
আমার ভয়ে কাঁপে শহর আর গাঁ
অন্য ব্যাডাগো লগে পীরিতি?
এইবার বুঝবা জগতের কি রীতি!
প্রশ্ন করিনাই কোন জবাবও চাইনাই
মুখ বাইন্ধা রাখসি লাফায়োনা হুদাই।
হাসি তামসার দিন শ্যাষ কলমা পড়
হুজুর ডাকুম?
একটু পরে তোমার চোখ গালায় দিমু
এই খুশীতে আমি বাক বাকুম!
আমি রক্তের ভক্ত শরমের ;) যম
শ্যাষ নিয়া নাও বুক ভৈরা দম
অনেক হৈছে কাটাকুটি
ভালো থাইকো
সালাম নিয়ো কুটিকুটি!

মা'আসসালাম।

২২ শে মে, ২০১০ বিকাল ৫:১১

লিটল হামা বলেছেন: খিক! ;)

২৪| ২২ শে মে, ২০১০ বিকাল ৫:০৯

রাজসোহান বলেছেন: @ টেকনোলজি B:-/

২২ শে মে, ২০১০ বিকাল ৫:১২

লিটল হামা বলেছেন: কেমন হৈসে টেকুর্টা? :#> স্যরি ভুলে লজ্জার ইমো দিয়া ফেলসি :!>

২৫| ২২ শে মে, ২০১০ বিকাল ৫:১১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: @ টেকনো... ছরমইছে... =p~ =p~ =p~ =p~

২২ শে মে, ২০১০ বিকাল ৫:১২

লিটল হামা বলেছেন: ধন্যবাদ। মাআসসালাম।

২৬| ২২ শে মে, ২০১০ বিকাল ৫:১৯

রাজসোহান বলেছেন:
রক্ত ঝরবে যেখানে
পরিণত হবে শ্মশানে.
তোমার মন ভেঙ্গে যায় যদি ,
তবু আমি উল্লাসে ভাস্ব নিরবধি .
সবাই সেখানে মজা করবে ,
আর তুমি দু:খের সাগরে ভাসবে .
আমি কিছুতেই যাব না ,
তবু কুকুরের সাথে খেলব না ।
আমি এখন এক খেয়ালী পাগল ,
তাই তুমি ভালবাসবে আর একজনকে বলো ?
কেন ? কেন এসব করবে ?
আমার প্রশ্নগুলো ফাউল মনে হইলে-
মনে রাইখো-
উত্তর না পাইলে চোখ দেব গেলে ।

তুমি হাসছ ?
তার মানে তুমি এইসব চাইছ ?
এখনো বলছি উত্তর দাও ,
না হলে রক্ত বন্যার প্রস্তুতি নাও ।

রক্ত , আগুন , মৃত্যু,
এইতো জীবনের মজা ।

শুভ রাত্রি ।

২২ শে মে, ২০১০ বিকাল ৫:২৯

লিটল হামা বলেছেন: তোমারটা বিষণ্ণ সুন্দর হৈছে সোহান। এ্যাডাই। পোস্টতো মুটামুটি জৈমা গেছে গা! আরো মাইনষে আসবো আশা করি B-)

২৭| ২২ শে মে, ২০১০ বিকাল ৫:২০

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ। মাআসসালাম। ;) ;)

২২ শে মে, ২০১০ বিকাল ৫:২৪

লিটল হামা বলেছেন: ঐডা সাম টেকনিকাল ডিফিকাল্টিস /:)

২৮| ২২ শে মে, ২০১০ বিকাল ৫:২১

ভাঙ্গন বলেছেন: অনেক মজার!

২২ শে মে, ২০১০ বিকাল ৫:২৫

লিটল হামা বলেছেন: রক্ত খাইতে? আসেন যোগ দেন B-)

২৯| ২২ শে মে, ২০১০ বিকাল ৫:২৫

রাজসোহান বলেছেন: আমারটা কেমুন হইলো ? :( :|

২২ শে মে, ২০১০ বিকাল ৫:২৯

লিটল হামা বলেছেন: বলসি আগেই :#)

৩০| ২২ শে মে, ২০১০ বিকাল ৫:৩৫

রাজসোহান বলেছেন: হ , আসব, আমি লইয়া আইতাসি B-)

২২ শে মে, ২০১০ বিকাল ৫:৩৯

লিটল হামা বলেছেন: ইয়ো! B-) হাই ফাইভ!

৩১| ২২ শে মে, ২০১০ বিকাল ৫:৪৩

রাজসোহান বলেছেন: কিন্তু ওই নিক থেকে দিলে বেশি ভালা হইত :|

২২ শে মে, ২০১০ বিকাল ৫:৫০

লিটল হামা বলেছেন: এখন্তো তাই মনে হৈতাসে :| তয় ব্যাপার্না আগামী কয়েকদিন এইটাতেই লগ ইন থাকুম B-)

৩২| ২২ শে মে, ২০১০ বিকাল ৫:৫১

নাফিস ইফতেখার বলেছেন:

আমারটাও দিলাম! ;)


থাকবে রক্ত
বিভৎসতা সিক্ত
খুশি হবো আমি
হবেনা তুমি যদিও!‍
থাকবে ভয়
থাকবে খেলা মজার
মজা শুধুই আমার
দোষগুলো তোমার -
কেন এতো খুশি তুমি?
আমি পারি না এটা ভুলতে!
পাইনা ভালা কুত্তা লইয়া খেলা
আমি আসলে একটা পুরা পাগলা।
কেন তুমি পারো ভালবাসতে কাউকে?
আর কেন পারি না আমি?
উত্তরটা দাও কইলাম এখনই
নইলে তুইলা ফালামু ঐ চোখ দুইখানি!
কেমনে হাসো তুমি?
কেমনে পাও যা চাও?
সব উত্তর দাও আমারে
নইলে রক্তাক্ত করুম তোমারে!
জ্বলো, পুড়ো আর মরো!
কিছু মৌজ-মাস্তি করো জীবনটায়
শুভরাত্রি আর শুভবিদায়!

২২ শে মে, ২০১০ বিকাল ৫:৫৫

লিটল হামা বলেছেন: ভিজিটর লিস্টে নাফিসের নাম দেইখাই বুঝছিলাম সামথিং Xক্লুসিসভ আইতাছে ;)

৩৩| ২২ শে মে, ২০১০ বিকাল ৫:৫৭

রাজসোহান বলেছেন: @দিপাহাসান ভাই , আমারটায় একটু সংশোধন করেন


রক্ত , আগুন , মৃত্যু,
এইতো জীবনের মজা

মজা বাদ দিয়ে নৃত্য দেন .

রক্ত , আগুন , মৃত্যু,
এইতো জীবনের নৃত্য

এইটা দেন B-)

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০১

লিটল হামা বলেছেন: উখে! এইটা ভালো হৈসে। ছন্দে আসছে।

৩৪| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০২

অসময়ের আমি বলেছেন: এইডা কি????

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৫

লিটল হামা বলেছেন: এইডা হৈলো সামথিং লাইক দিজ এ্যান্ড দ্যাট

৩৫| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০৩

অমিত চক্রবর্তী বলেছেন:

There will be blood
And there will be gore
I'll be glad
But you'll not, for sure!
There will be panic
There will funny games
That fun's are all for me
You will take the blames-
Why you are so happy?
I can't let it go!
I don't play with puppy
I'm a freaking PSYCHO.
Why can you love some one?
Why can't do that I?
Give me all the freaking answer's
Or I will take your eye.
How can you smile?
Why you've all you need?
Give me all the answer
Or you will gonna bleed!
Bleed, burn and die!
Have some fun
Good night and bye!


তৃষ্ণা আমার আজন্ম লোহিত
আমি উপশহরের মানুষদানিতে পা রেখে
ক্ষয়াটে চুম্বনের প্রতিশ্রুতি দেখি
হলুদ জোৎস্না প্রতারণা করতে পারে না
কেবল প্রতারিতই হয়।।

অন্ধকার আমার ডাইনির চুল
গত জন্মের প্রশ্ন সাজিয়ে বসে থাকি
যদিও
তোমার চোখে মৃতদেহভিন্ন
অন্য কোন উত্তর মেলে না।।

রাতের সাথে সাথে
তৃষ্ণা ও অন্ধকার আরো গাঢ় হয়ে গেলে
আমার প্রতিটি অশ্রু রক্ত হবে
ফলিত আকাশ থেকে
একটুকরো চাঁদ কেঁটে নিয়ে
ডাক দিব বনভোজনের।।

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১২

লিটল হামা বলেছেন: ওয়েলকাম টু দ্যা ক্লাব!

৩৬| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০৩

রাজসোহান বলেছেন: টেংকু , জীবু ছ্যার তো আমার চ্যালেন্ঝে হাইরা গেলগা ? /:) :P

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২২

লিটল হামা বলেছেন: হারজিত ব্যাপার্না হ্যাভ ফান। লেটস পারটেএএএএএএএ!

৩৭| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০৫

অমিত চক্রবর্তী বলেছেন: আমার প্রতিটি অশ্রু রক্ত হবে


এই লাইন্টা

আমার প্রতিটি অশ্রু রক্ত হবে আবার



এরকম হবে।

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২১

লিটল হামা বলেছেন: ওক্কে ব্রো!

৩৮| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১১

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: কয়েক জায়গায় freaking লেখা দেখলাম, মূল লিরিকে মনে হয় অন্য কথা ছিলো পোস্টানির সময় লেখক এডিট কর্সে :P =p~ :||
২০ শে মে, ২০১০ দুপুর ২:১১

লেখক বলেছেন: না বুঝে মন্তব্য করবেননা X( :P :|

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৭

লিটল হামা বলেছেন: হ হাসান মাহবুব পুলাডা চ্রম খ্রাপ! X(

৩৯| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৩

গুরুজী বলেছেন: দারুন জমছে।

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২০

লিটল হামা বলেছেন: হ আতকাই জৈমা গ্যালো!

৪০| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৪

কমুনা বলেছেন: আমরু অনুবাদ করতে মন চায় B-)) :!>

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২১

লিটল হামা বলেছেন: লজ্জা পাইলে চল্বে? লিখা ফালাও। ইচ্ছা কর্লে লজ্জাস্কর বিষয়ও ঢুকাইতে পারো :P

৪১| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৬

কাঠের খাঁচা বলেছেন: হাহ হাহ। মোজা পাইলাম।

আমিও দিমু দেখি একটা।

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৯

লিটল হামা বলেছেন: মোজা পাইছো! দুর্গন্দ নাইতো! =p~ এতক্ষণ পরে আইছে X(

৪২| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৭

পাহাড়ের কান্না বলেছেন: খেক্স

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৮

লিটল হামা বলেছেন: খেক্স না অনুবাদ দাও পাকা!

৪৩| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৪০

ভাঙ্গন বলেছেন: মশা ও মানুষ

রক্ত ঝরবে অবিরত (যেহেতু আমি মশা!)
এবং সেখানে জমাট রক্ত ঝরবে
আমি আনন্দিত হবো
কিন্তু তুমি হবেনা,সে আমি জানি!
সেখানে পিকনিক হবে
সেখানে বরফ-পানি খেলা হবে
সে সব আনন্দ আমার জন্য
সব দোষ তোমার ঘাড়ে
খুশিতে গদ গদ করোনা সোনা
এটা আমি পছন্দ করিনা
আমি পাপীর সাথে খেলিনা
আমি উদ্ভট খেয়ালী
তুমি কিভাবে কোথাও লাভ করো?
আমি কেন লস খাই?
জবাব তোমায় দিতেই হবে
অথবা আমি তোমার চোখ তুলে নেব।
তুমি কিভাবে কেলিয়ে হাসো?
তোমার সব কেন আছে?
জবাব তোমায় দিতেই হবে
নইলে তুমি রক্তাক্ত হবে
রক্তাক্ত হও,পুড়ো এবং মরো!
অনেক মজা হবে
শুভ রাত্রি এবং বিদায়!

(সর্পরাজ সোহানের পীড়াপীড়িতে)

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৫০

লিটল হামা বলেছেন: আশা করি পীড়াপীড়িতে পীড়িত হন্নাই B-))

৪৪| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৪১

সায়েম মুন বলেছেন:

ঐখানে একবাটি
আর বল রক্ত রাখলাম
অহংকারের আতিশয্যে ভাবতাছি কেডা খাইবো
তুমি কার রক্ত শিউর না হইয়াই ঢকঢক খাইয়া লইলা।

আমি আতঙ্কিত হইলাম
তোমার মত রক্ত খাদক দেইখা
এতটুকু বুঝতে পারো নাই এইটা একটা গেম খেলতিয়াছি
আর তুমি রক্ত খাইয়াই কইয়া দিলা এটা কার রক্ত খাইলাম?
কেন জানি পানসে পানসে লাগতেছে?
আর আমি মনেমনে কইতাছি তোমার মত পাপী রক্ত খাদকরে আমি গুনায় ধরি না,
হে হে হে আমি হইতাছি হাফ না পুরা পাগলা এটাও জানো না।

কেন তুমি আমারে থুইয়া আর একজনরে ভালবাসলা?
কও শুনি তোমার ত্যানাপ্যাঁচানী কাহিনী
না হইলে কইলাম, আবারও চামচিকার রক্ত খাওয়ামু
না পারলে তোমার চউখ উপরায় কাউয়ারে খাওয়ামু।
হ অহন আর হাইস্যা লাভ নাই
আমারে থুইয়া অন্য জন্তুর রক্ত খাইতাছো ক্যান জবাব চাই
না কইলে কইলাম তোমারে রামদা দিয়া কোপায় মাইরা ফালামু
এরপর শিক কাবাব বানায় খাইয়ালামু

হে হে হে কিছু মনে কইরো না এট্টু মজাক করলাম আরকি
অহন আমরা তফাত গিয়া ঘুমাই!



২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৫১

লিটল হামা বলেছেন: আল্ট্রা মডার্ন কোবতে :-B

৪৫| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৩

সোমহেপি বলেছেন: প্রিয়তে

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

লিটল হামা বলেছেন: আপনার কিন্তু প্রিয়তে নিয়া পরে ফালায় দেওনের অভ্যাস আছে আমি জানি :( :((

৪৬| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৫

কাঠের খাঁচা বলেছেন: লেখক বলেছেন: আপনার কিন্তু প্রিয়তে নিয়া পরে ফালায় দেওনের অভ্যাস আছে আমি জানি :( :((

=p~ =p~ =p~ =p~

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৫২

লিটল হামা বলেছেন: আমার নখবাজি গল্পটা!

৪৭| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৮

ভাঙ্গন বলেছেন: 'হা হা হা'
প্রসঙ্গত: একটা মজার কথা বলি (আপনারও ঘটে জানি! )
একজন বললেন, উফ এত দারুন গল্পটা! প্রিয়তে নিতে না চাইলেও প্রিয়তেই নিলাম।'
.......
পরে দেখা গেল, উনি কথাটা শুধুমাত্র মন্তব্যেই ব্যবহার করেছেন।
বোঝেন অবস্থা!!
:)

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

লিটল হামা বলেছেন: রেটিং এর ক্ষেত্রেও ঘটে। অনেক পোস্টে দেখসি যে বলা হয় +++++ বাট প্লাসের নামগন্ধ নাই! তবে প্লাসের চেয়ে প্রিয়তে নিলে অনেক বেশি ভালো লাগে :#)

৪৮| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৫২

অসময়ের আমি বলেছেন:
There will be blood
And there will be gore
I'll be glad
But you'll not, for sure!
There will be panic
There will funny games
That fun's are all for me
You will take the blames-
Why you are so happy?
I can't let it go!
I don't play with puppy
I'm a freaking PSYCHO.
Why can you love some one?
Why can't do that I?
Give me all the freaking answer's
Or I will take your eye.
How can you smile?
Why you've all you need?
Give me all the answer
Or you will gonna bleed!
Bleed, burn and die!
Have some fun
Good night and bye!

এক প্রেমিকের রক্তাক্ত হৃদয়ের আর্তনাদ
অবেহলার স্বীকার প্রেমিক আজ উন্মাদ

আজ সে প্রতিশোধ নিবে প্রেমিকাকে ক্রুশবিদ্ধ করে
সেখানে বীভৎসতা আর রক্তের ছোপ দাগ পড়ে

হাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহা

প্রেমিকের ভয়ানক অট্টহাসি, কান্নার মত শোনায়
উদভ্রান্তের মত ,নেশাগ্রস্ত প্রেমিক চিৎকার করে উঠে

আজ খেলা হবে,জটিল খেলা,
আজ হিসাব হবে, পই পই করে হিসাব হবে
সকল ছলনা আর প্রতারণার

দ্বিচারিণী তুই
তোর শরীরের অধিকারে কেন এসেছে নতুন দাবিদার??
তোর হৃদয়ের রাজ্যে কেন নতুন জমিদার???

নিশ্চুপ কেন???

তোর চোখ উপড়ে ফেলা হবে
যেন ঐ চোখ দেখতে না পায় কোন সুদর্শন পুরুষ...

তখন তুই হাসবি কিভাবে...
তোর হাসির জন্য কেঊ আর কবিতা লিখবে না...

নিশ্চুপ কেন????
আমি সকল বঞ্ছনার জবাব চাই

দিবে না???
তাহলে তুই আজ মরতে যাচ্ছিস!!

অতঃপর
দৃশ্যপটে একদলা মাংশ,ধোয়াটে গন্ধ, রক্ত......
হিস্টিরিয়ারগ্রস্ত একটা কন্ঠস্বর......
একটা শব্দ "মাগী"
.







২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৮

লিটল হামা বলেছেন: খাইছে! পুস্টে ১৮+ না লাগায়া উফায় নাই দেহি :|

৪৯| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৫

নৈশচারী বলেছেন: ঝরামু আমি রক্ত,
খুড়মু তোমার কবর!
খুশিতে করমু বাকবাকুম,মাগার -
তোমার থাকপ না খবর!

সময়টা হইব ভয়াল
রক্ত হোলির খেলা
আমার লাইগা তামশা এইসব
তুমি বুঝবা ঠেলা!

খুশিতে দাঁত ক্যালাইতেসো অহন,
ছাইরা দিসি তুমারে ভাবলা?
ভুইলো না মাগার এই কথাডি,
আমি হইলাম জালু পাগলা!

তুমি তো করতাসো ঠিকই ইটিশ পিটিশ,
আমার ক্যান তয় এত দুখ?
উত্তরডা অক্ষনি দাও আমারে,নাইলে-
গাইলা দিমু তোমার চোখ!

বেশরমের মত হাসো কেমনে?
যা চাও সব পাইস?
জলদি কইলাম উত্তর দাও!!
নাইলে আইজকা মরসো!

মর,বাঁচো,জাহান্নামে যাও,
ধুর শালা আমার কি?
যা খুশি কর গিয়া,
আমি অহন ফুটি!

হতভাগা সোহাইন্যার লাইগা এই পোস্টে আইলাম! আইসা দেখি সবাই তো আগেই সব কইরা দিয়া গেসি আমি আর কি করমু!! মাইনষের কুনো কাজকাম না থাকলে মাইনষে কত কি যে করে! অনুবাদ ঢকের না হইলে আমার দোষ নাইক্যা! /:)

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০২

লিটল হামা বলেছেন: অনুবাদ অত্যন্ত ঢকের হৈছে। ঢকঢক কৈরা গিল্লা ফালানোর মত হৈছে B-))

৫০| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৮

রাজসোহান বলেছেন: পুস্ট হিট B-) ওহন এই পুস্ট আমারে উত্সর্গ করা হোক B-) সবার পুস্টে গিয়া এই পুস্টের লিঙ্কু দিতে বহুত কস্ট হইসে /:)

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০৯

লিটল হামা বলেছেন: কি এসে যায় স্বর্গে অথবা মর্গে অথবা উৎসর্গে!


মঙ্গলম!

৫১| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৯

প্লাস_মাইনাস বলেছেন: রক্ত আছে তুমার গায়।
সেই রক্ত চুইসা আমি খাই
মুখে আমার রক্তের নোনা সাদ
তুমি বেজার
বাজার থেইকা কিনা আন ইলেকট্রিকের ব্যাট
সেইতে শুরু তোমার আমার খেলা
খেলতে খেলতে আসে রাত্রিবেলা
আমার ভয়ে খাচায় ঢোকো তুমি
আমি মুচকি হাসি পালাবা কুতাই শুনি?
বলো এখন উত্তর দেও তুমি
না পারলে ডাইকা আনুম আমার যত বাহিনি
রক্ত কত আছে দেখব তুমার
খাইয়া আজি করব সবি সাবার
মজা যা করার কইরা নেও এখন
আমার হাতেই তুমার আছে মরন
চিনছ আমায়? আমি হইলাম মশা
তাকয় দেখ তোমার পাশেই বসা
থাকো তাইলে আইজকা নিলাম বিদায়
পোঁ পোঁ করে গানের শুরে এইকথাডাই শুনাই।

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০৭

লিটল হামা বলেছেন: এ্যারোসল লাগবো /:) যেইহারে মশারা আসতেসে :#)

৫২| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০৩

অসময়ের আমি বলেছেন: ওই মিয়া একটা গালীর কারনে ১৮+ দিতে হবো কেন???আর আমার লাস্ট পোস্টে কমেন্ট কই??

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১০

লিটল হামা বলেছেন: আরো কয়েক্টা দিতেন, তাইলে নিশ্চিন্তে ১৮+ দিতার্তাম ;)

লাস্ট পোস্ট@কমেন্ট দিমু।

৫৩| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০৪

সমুদ্র কন্যা বলেছেন: আমিও আসতেছি। একটু ঘুইরা-টুইরা নেই B-)

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১৪

লিটল হামা বলেছেন: :#)

৫৪| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০৪

সায়েম মুন বলেছেন:
এইবার পুষ্টতো হিট হই গেলগা। B-)) =p~

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১৩

লিটল হামা বলেছেন: দেখুন, ইয়ে মানে আমি হিটের জন্যে লিখিনা /:) :P

৫৫| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০৮

সমুদ্র কন্যা বলেছেন: @সোহান এই পোস্ট কখনো তোমাকে উৎসর্গ করা হবে না। কারণ তুমি সবাইরে লিংক দিছো, আমারে দেও নাই। বলোও নাই। আমি নিজেই আবিষ্কার করলাম। তোমারে মাইনাস...............মাইনাস..........মাইনাস......

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১৩

লিটল হামা বলেছেন: আপনারে লিংক না দেওনের পরেও আপ্নে আসছেন! আপ্নাকে কুটি কুটি পেলাচ!

৫৬| ২২ শে মে, ২০১০ রাত ৮:৩২

বাবুনি সুপ্তি বলেছেন: বাহ! দারুন তো! আমি তো করতে পারি না! :(

২২ শে মে, ২০১০ রাত ৮:৪৮

লিটল হামা বলেছেন: বাবুনি মজা পাইছো? :#) খুশী হৈলাম B-)

৫৭| ২২ শে মে, ২০১০ রাত ৮:৩২

বোহেমিয়ান কথকতা বলেছেন: জট্টিল জিনিস!!! B-)

২২ শে মে, ২০১০ রাত ৮:৪৮

লিটল হামা বলেছেন: আব্বার জিগ স! B-))

৫৮| ২২ শে মে, ২০১০ রাত ৮:৫১

টেকনলজী বলেছেন: ইট্টু ঘুরান দিয়া আসেন

২২ শে মে, ২০১০ রাত ৯:০২

লিটল হামা বলেছেন: :-/

৫৯| ২২ শে মে, ২০১০ রাত ৮:৫২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:


রক্ত দিয়ে লিখবো তোমার নাম
তাই তো তুমি দেবে আমায় গালি
খুশির জোয়ার বইবে আমার মনে
তুমি হবে কষ্টে ফালি ফালি


ভয় পেও না, এ তো শুধুই খেলা
কাটলো নাহয় শরীর একটুখানি
নিলেই নাহয় দোষটা তোমার ঘাড়ে
এইটুকু তো করো, সোনামণি!


ঈদ লেগে কি গেলো তোমার মনে?
তাই কি আমি হতে দিতে পারি!
পুতুল খেলার দিন যে গেছে চলে
এখন আমি নষ্ট কষ্ট শিকারী।


ভালোবেসে লুটছো তুমি মজা
আমার কেন হয় না অমন করে?
বলো না কি ছিলো আমার দোষ?
নইলে তোমার লাশটা যাবে পড়ে!


এত খুশির কি হলো বাছাধন?
তোমার আছে সব যা তুমি চাও
আমার খাতা শুন্য রয়েই গেলো
রক্ত দিয়েই আমায় অর্ঘ্য দাও
দুনিয়া থেকেই বিদায় দিলেম তোমায়
গাও, নাচো, ফুর্তি করো, যাও!

২২ শে মে, ২০১০ রাত ৯:১১

লিটল হামা বলেছেন: খাইছে! তোর ছন্দ জ্ঞান তো বহুৎ ভালো। এরকম কিছু পোস্টাসনা ক্যান? :-/

৬০| ২২ শে মে, ২০১০ রাত ৮:৫৩

অসময়ের আমি বলেছেন: আমার কোবতে কেমন হইচে কইলেন না ত...।

আমার সেকেন্ড কবিতা

২২ শে মে, ২০১০ রাত ৯:০৩

লিটল হামা বলেছেন: আপ্নার সেকেন্ড বেস্ট কোবতে এইডা =p~ :P

৬১| ২২ শে মে, ২০১০ রাত ৮:৫৭

হাসান মাহবুব বলেছেন: আমি এক বিকৃত রক্তখেকো বদমাশ!
বাটে পাইছি তোমারে খুব জ্বালাইছো বারোমাস।
খুশীর চোটে অহন আমি নাচুম তান্ডব নৃত্য
তোমার পাংশু মুখ দেইখা উদ্বেলিত চিত্ত!
ভয় পাইছো সোনা? আরে খেলার অহনও বাকি
ভুলিনাই সারাজীবন তুমি আমারে দিছো ফাঁকি!
অনাবৃত করুম আমি তোমার সুখের পোষাক,
মাংস খায়া মেদ বাড়াইছো অহন খাইবা পচা শাক!
সাইকো বৈলা গাইল্লাও যত শুনবোনাতো কেউ!
ঘৃনার স্রোতে জোয়ার আইছে উথাল পাথাল ঢেউ।
ভালোবাসাবাসি করছ বহুৎ আমি পাইনাই বেইল
বৃথাই গেছে কাইন্দা ল্যাহা আমার যত মেইল!
প্রশ্নগুলা শুইনা তুমি গিলতে থাকো ঢোঁক!
খেলার অহন শুরু, তুইলা নিমু তোমার চৌখ।
রক্তাক্ত তোমায় আমি দিমুনা কোন ছাড়
নরকে গিয়া মর, গুড নাইট

গেম ওভার!

২২ শে মে, ২০১০ রাত ৯:১২

লিটল হামা বলেছেন: দুঃখিত আপ্নারটা মনোনীত হয়নি। আরো লিখুন /:)

৬২| ২২ শে মে, ২০১০ রাত ৯:১৭

অসময়ের আমি বলেছেন: হামা ভাইয়ে এমুন কইরা ফিরাই দিলেন...।মজার দোকান মনে হয়...দীআ ওরফে থাক কইলাম না

২২ শে মে, ২০১০ রাত ৯:২৪

লিটল হামা বলেছেন: খিক্স!

৬৩| ২২ শে মে, ২০১০ রাত ৯:২০

অসময়ের আমি বলেছেন: হামা ভাই আপ্নেরে মুখবইয়ে রিকোয়েস্ট পাঠাইচি...প্রোপিক আর্জেন্টিনার জার্সি গায়ে এক পোলার ছবি
এক্সেপ্ট কইরা বাধিত কইরেন

২২ শে মে, ২০১০ রাত ৯:২৫

লিটল হামা বলেছেন: উখে দেখুমনি।

৬৪| ২২ শে মে, ২০১০ রাত ৯:৫২

সায়েম মুন বলেছেন: দীপাসান ভাইকে অনুরোধ হামা ভাইয়েরটা মূল পুষ্টে এ্যাড কইরা নিয়েন। উনি অথ্যান্ত ভালা অনুবাদ করেছেন :#) :#)

২২ শে মে, ২০১০ রাত ৯:৫৭

লিটল হামা বলেছেন: দেখি আরো পাব্লিক কি কয়! /:) আপ্নার কথা বিবেচনাধীন থাক্লো :-B

৬৫| ২২ শে মে, ২০১০ রাত ১০:১৩

ফাহাদ চৌধুরী বলেছেন: আইসা ফড়লাম!! হনুভাদ খোরাড় ফার্মিশণ ছাই!! খেক কেক :P :P !!

২২ শে মে, ২০১০ রাত ১০:১৫

লিটল হামা বলেছেন: কিয়ের ফার্মিশন! নাইম্যা পড় মিশনে! B-)

৬৬| ২২ শে মে, ২০১০ রাত ১০:১৬

টেকনলজী বলেছেন: চুখের জুলে আন্দুলুন জানাই , হামা ভাইয়েরটা এডান :(( :((

২২ শে মে, ২০১০ রাত ১০:২১

লিটল হামা বলেছেন: আরেক্টা ভুট পাইলে সংখ্যাগরিষ্ঠতা পাইবো। অহন ২-১ আচে। এইডা গনতান্ত্রিক দ্যাশ /:)

৬৭| ২২ শে মে, ২০১০ রাত ১০:২৬

হেমায়েতপুরী বলেছেন: হামারটা আমার নামে এডানো হোক B:-/ /:)

২২ শে মে, ২০১০ রাত ১০:৩১

লিটল হামা বলেছেন: হামারটা হ্যামার বানাইয়া হেমার মাথায় বাড়ি দেয়া হৌক /:)

৬৮| ২২ শে মে, ২০১০ রাত ১০:২৮

ফাহাদ চৌধুরী বলেছেন: ইহা তো দেখিলাম বালক বালিকার যুদ্ধ!!

২২ শে মে, ২০১০ রাত ১০:৩৪

লিটল হামা বলেছেন: আম্রা চাই যে যুদ্ধ
নিপাত যাক বুদ্ধ!

৬৯| ২২ শে মে, ২০১০ রাত ১০:৩০

নৈশচারী বলেছেন: লেখক বলেছেন: হ হাসান মাহবুব পুলাডা চ্রম খ্রাপ!
হ উনারটা এডানির কুনো দর্কার নাই! =p~ =p~ =p~

২২ শে মে, ২০১০ রাত ১০:৩৪

লিটল হামা বলেছেন: একমত /:)

৭০| ২২ শে মে, ২০১০ রাত ১০:৪৬

হেমায়েতপুরী বলেছেন:

চারিদিকে খালি লাল-লাল রক্তের দাগ
কবর থিকা উইঠা আসা স্কেলিটনের আড্ডা
আমি বইসা বইসা চামে হাসি
কিন্তু তোমার কি হবে সুন্দরী, ক্যাম্নে যাইবা বাড্ডা!!

এমন বেকুবের মত পেইন দেও তুমি
আর খেলো কিসব ১৮+ গেইম
সব গেইমে হিরুইন তুমি, আমি ভিলেইন
তোমার কি চোক্ষুলজ্জা নাই, নাই সামান্য শেইম!!

এত মজাক পাও কেম্তে, কে দেয় কাতুকুতু
এইসব মামদোবাজী দুরে গিয়া করো
সারমেও জাতের সাথে মিলনাত্মক গেমে আমি নাই
যাতনা বেশি হইলে অন্য কাউরে ধরো!!

এত ভালবাসার জ্বলুনী ভালোনা
আমারতো এত কুরকুরি নাই
উত্তর দেও, নাই কুন মাফ
চোখ গাইলা দিমু, চোখ টিপিতে কুন লাভ নাই!!

যা যা থাকার দরকার সবইতো দেখি আছে
নাই খালি আমার প্রশ্নের এন্সার
খাউজানী-চুলকানী বাদ দেও-
জবাব দেও নাইলে হইবো তুমার ক্যান্সার!!

আইচ্ছা ঠিকাছে আইজকা বাদ দেও ক্যাচাল
খুদাপেজ, গিয়া ঘুমাই, কাইলকা করমু প্যাঁচাল!!!

২২ শে মে, ২০১০ রাত ১০:৫৪

লিটল হামা বলেছেন: এই পোস্ট এতবার এডিট কর্তে হৈতাসে যে আমি ভাবতেসি মডুরা আমারে এডিট ব্যান কৈরা দেয় নাকি পোস্ট ব্যান, কমেন্ট ব্যান বা লগিন ব্যানের্মত :|

৭১| ২২ শে মে, ২০১০ রাত ১০:৫৮

ফাহাদ চৌধুরী বলেছেন:


ধমনীতে বিদ্রোহ করে উষ্ণ শোণিতের আবেগ
জমাট বাঁধা রক্ত জেগে উঠে জিঘাংসায়
শৃংখল ভেঙ্গে আমি হব স্পার্টাকাস,
অসীম এক আনন্দলোকে, যেখানে সলিল সমাধি তোমার!


ইশান কোনের কালমেঘ আঘাত হানবে বিভীষিকার
ছুটবে আমার যুদ্ধের ঘোড়া রণবাদ্য বাজিয়ে,
নটরাজ আমি, ভীমের সংহার দৃষ্টিতে
ভীতবিহ্বল, অনিন্দিত হবে তুমি অদৃষ্টের পরিহাসে ।


সুখ পাখিরা তোমার অদৃশ্য হবে শুন্যতায়,
শীর্ণ কায়ার আস্ফালন মিলিয়ে যাবে সর্বগ্রাসী ভাটার টানে
গহীন পারাবারের অতল জলে,
দেহান্তরে :) দূর হবে তোমার মনব্যাধী ।


হিয়ার মাঝে নেই তোমার কোন বোধ
তোমার সে দায়ভার এবার করবো আমি শোধ
প্রত্যুত্তরের সাইক্লোনে অরুণোদয় হবে রক্তাক্ত আকাশে
উদ্ভ্রান্ত হবে তুমি বিস্ময়ের চকিতলোচনে
রক্তাশ্রুবৃষ্টিপাতই হবে তোমার নিয়তি ।
রক্তপায়ী বাদুড় সুর্যালোকে পুড়ে হবে ভস্মাবশেষ
পোড়া ছাই জন্ম দিবে সোনালী ডানার ফিনিক্স ।


আলবিদা!! ঠুস!!

২২ শে মে, ২০১০ রাত ১১:০৭

লিটল হামা বলেছেন: হায় ফিনিক্স! সোনালী ডানার ফিনিক্স!

৭২| ২২ শে মে, ২০১০ রাত ১১:২৩

হেমায়েতপুরী বলেছেন: দেশ উদ্ধার করতেছে উনারা আর আপ্নেরা কাব্যচরচা...!!! ঐখানে সমাজ সংস্কারের কাজ চলতেছএ..

২২ শে মে, ২০১০ রাত ১১:৩৪

লিটল হামা বলেছেন: মুখের লাগাম খুল্লাম অনকেদিন পরে /:)

৭৩| ২২ শে মে, ২০১০ রাত ১১:৩৭

নস্টালজিক বলেছেন: :-B

২২ শে মে, ২০১০ রাত ১১:৩৯

লিটল হামা বলেছেন: ইস্কুল খুইলাছেরে মওলা ইস্কুল খুইলাছে!

৭৪| ২২ শে মে, ২০১০ রাত ১১:৪১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হেমা বান্দরডা দেহি আমার ফরম্যাট নকল কর্ছে! ধৈরা পিডানির কাম। X(

৭৫| ২২ শে মে, ২০১০ রাত ১১:৪২

হেমায়েতপুরী বলেছেন: @ রানা, চমশা কত নিসে?

৭৬| ২২ শে মে, ২০১০ রাত ১১:৪৫

হেমায়েতপুরী বলেছেন: @ ভেবু, প্যাটেন্ট আছে!! আমি কি নকল কর্ছি বা ফরমেট মাইরা দিসি। ব্লগ অনুবাদকগনের কাছে নির্যাতিত হেমা জবাব চায় :(( :(( :((

৭৭| ২২ শে মে, ২০১০ রাত ১১:৫৬

ফাহাদ চৌধুরী বলেছেন: আফনে কিডা !!? আম্রে চিনেন কেম্নে? :-* B:-) :-* B:-)

২২ শে মে, ২০১০ রাত ১১:৫৯

লিটল হামা বলেছেন: হাহাহা! তুমি আমারে চেনোনা আপ্সুস :(

৭৮| ২২ শে মে, ২০১০ রাত ১১:৫৮

ফাহাদ চৌধুরী বলেছেন: রাঝাস চিনাইছে!! চিঞ্ছি!!!

২৩ শে মে, ২০১০ রাত ১২:০০

লিটল হামা বলেছেন: :#)

৭৯| ২৩ শে মে, ২০১০ রাত ১২:০২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হ প্যাটেন্ট আছে। আর না থাক্লেও তরে পিডামুই পিডামু। কেউ আমারে বাইন্ধা রাক্তার্বো না। মুহাহাহাহাহা............

৮০| ২৩ শে মে, ২০১০ রাত ১২:০৩

রাজসোহান বলেছেন: পুস্ট দিছি /:)

২৩ শে মে, ২০১০ রাত ১২:২৯

লিটল হামা বলেছেন: কমেন্টাইছি :#)

৮১| ২৩ শে মে, ২০১০ রাত ১২:১৯

হেমায়েতপুরী বলেছেন: @ ভেবু, ভয় পাইসি। তয় দেখি ব্লগবাসী আমারে ল্যায্য বিচার দেয় নাকি।

৮২| ২৩ শে মে, ২০১০ রাত ১২:২৮

নস্টালজিক বলেছেন: @হে মা
রাখো মিয়া চশমা!অনুবাদ দেখসো নষ্টালজিক এর! B-)



৮৩| ২৩ শে মে, ২০১০ রাত ১২:৩৫

হেমায়েতপুরী বলেছেন: @ রানা, আমার্ডা খ্রাপ হইসে নাকি? দেখোনা ঈর্ষনীয় হইছে বইলাই লোকে আমর্টার পেছনে লাগসে। :-0 :-0

৮৪| ২৩ শে মে, ২০১০ রাত ১২:৩৭

রাজসোহান বলেছেন: সবাই ফাইজলামি কোর্সে ম একমাত্ত আমিই সিরিয়াস B-)) :-0

৮৫| ২৩ শে মে, ২০১০ রাত ১২:৫৩

নস্টালজিক বলেছেন: মনুবাদ গুলা যা করসে না,পুলাপান!

বেশি জোশ!

বহুতক্ষন একা একা হাসলাম! :)

জিনিয়াস এক একটা! B-)


মনুবাদকদের জয় হোক।।

৮৬| ২৩ শে মে, ২০১০ রাত ১:০৮

হাসান মাহবুব বলেছেন: :((

২৩ শে মে, ২০১০ দুপুর ২:১৯

লিটল হামা বলেছেন: আইচ্ছা যাও এ্যাডাইলাম। তয় এর্পরের্থিকা আরো ভালু লেখার্চেষ্টাকর্বা /:)

তোমার্টা টেকুর পাশেই রাখলাম ;)

৮৭| ২৩ শে মে, ২০১০ রাত ১:০৯

ফাহাদ চৌধুরী বলেছেন: মনুবাদ !! :-B

৮৮| ২৩ শে মে, ২০১০ রাত ১:১২

টানজিমা বলেছেন:
এত বড় পোষ্ট পড়নের মত কুনু দড়ি আমার নাই... :(
খালি একটা টিপ শই দিয়া গেলাম.... ;)
আর এক্টা ফ্রশ্ন রইল.. :|
এই পোষ্ট কি এখনো হিট হয় নাই?? :P

২৪ শে মে, ২০১০ দুপুর ১:১৪

লিটল হামা বলেছেন: হৈছে, তয় দুইশ কমেন্ট না হৈলে ঠিক জোশ আসেনা :#)

৮৯| ২৩ শে মে, ২০১০ রাত ১:২৬

সোমহেপি বলেছেন: একদম খাটি কথা কইছেন।আমার ভালো লাগলে প্রিয়তে নেই আবার কয়েকবার পড়ি।নতুন কোন কোন ভালো লেখা পাইলে তারেও নেই পরে লিষ্টি কমানোর লাইগা কিছু বাদ দেই

৯০| ২৩ শে মে, ২০১০ দুপুর ১২:২৪

অমিত চক্রবর্তী বলেছেন:
সবগুলার মাঝে আমার টা হেভি বেমানান হয়ে গেছে।অবশ্য আমি আদতেই এরকম। উইয়ার্ড , বেমানান।।

২৩ শে মে, ২০১০ দুপুর ২:১৯

লিটল হামা বলেছেন: অনেক ধরনের অনুবাদ হওয়াতে ভালো হয়েছে অমিত।

৯১| ২৩ শে মে, ২০১০ দুপুর ১২:৩৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: টেকো'র টা ভালো হইসে, তবে হামা'র টা বেশি ভালো হইসে। ;)

২৩ শে মে, ২০১০ দুপুর ২:২০

লিটল হামা বলেছেন: দুইডাই সুমান সুমান ভালু :#)

৯২| ২৩ শে মে, ২০১০ বিকাল ৪:৩৭

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: হ মেঘু ঠিক কইসে হেমারটা বেশি ভালো হইসে... :-)

৯৩| ২৩ শে মে, ২০১০ বিকাল ৪:৪২

টেকনলজী বলেছেন: মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: টেকো'র টা ভালো হইসে, তবে হামা'র টা বেশি ভালো হইসে। ;)
২৩ শে মে, ২০১০ দুপুর ২:২০

লেখক বলেছেন: দুইডাই সুমান সুমান ভালু :#)

২৪ শে মে, ২০১০ দুপুর ১:১২

লিটল হামা বলেছেন: লেখক বলেছেন: দুইডাই সুমান সুমান ভালু :#)

৯৪| ২৩ শে মে, ২০১০ বিকাল ৫:৪৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ৮২ নাম্বার কমেন্টটা যতবার দেখতেসি ততবার হাসতে হাসতে পইড়া যাইতেসি (আমার হাত পাও হজ্ঞলডি ভাইঙা গ্যাসে রে!) =p~

৯৫| ২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০২

ফাহাদ চৌধুরী বলেছেন: অমিশুক :-* :-* B:-)


Click This Link :P :P

৯৬| ২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৩২

শিরীষ বলেছেন:
রক্ত ঝর্ব
কবর খুর্ব
হাঃ হাঃ হাঃ
তুই ললিপপ খা B-)

ভুই ধরাবো
গোল্লাছুট খেল্বো
গোল্লা আমার
তুই কাইন্দা জারে জার X((

হাসিস ক্যা
যাবার দিমু না

পিচকি মনে রাইখো
আমি কইলাম সাইকো B-))

ভালবাসিস ক্যা
কেন্ আমি পারি না
উত্তর দে
নাইলে চকখু দিয়া দে :-0

কেম্নে হাসস
তর এত্ত কেন যশ ;)

উত্তর দে
হেঃ হেঃ হেঃ
নাইলে উল্টা দৌড় দে :-0

রক্ত ঝরুক
আগুন পুড়ুক
সা রে গা মা পা
বাইত যাই গা =p~ =p~ =p~

২৪ শে মে, ২০১০ দুপুর ১:১৫

লিটল হামা বলেছেন: ফ্রেন্ডো, তোমারটা এ্যাডাইতে যায়া দেখি যে পোস্ট গায়েব। সব আবার নতুন কৈরা করন লাগবো :((

৯৭| ২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৮

কিমা বলেছেন: :)

৯৮| ২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০০

সমুদ্র কন্যা বলেছেন: অবশেষে আমিও এলাম :):)


হৃদয়ে রক্তক্ষরণ
আর জীবনের সমাপ্তি
আমাকে এনে দেবে প্রশান্তি
কিন্তু তোমাকে নয়
জানি তা জানি

হবে ভয়ে থরহরি কম্প
হবে উল্লাসে লম্ফ-ঝম্প
সে উল্লাস শুধুই আমার
যত ভুল ছিল ঘাড়ে চাপিয়েছি তোমার

এত সুখী তুমি কি করে হলে?
পারি না, কিছুতেই তা মানতে পারি না
আমি আর নই লক্ষ্মী সোহাগিনী
আমি এক পাগলি উন্মাদিনী

ভালবাসলে আর কাউকে কি করে?
আমি কেন পারি না আর ঘুণাক্ষরে?
জবাব চাই আমার সব প্রশ্নের
নয়তো অন্ধ হবে তোমার পায়রা সুখের!

কিভাবে হসছো তুমি এতকিছুর পরে?
যা চাও তার সবই কেন তুমি পাবে?
জবাব দাও আমার প্রশ্নের
নয়তো বইয়ে দেবো বন্যা রক্তের!

রক্তের প্লাবন, দহন, মৃত্যু!

এইতো আনন্দের সময়
রাত্রি শুভ হোক তবে, বিদায়!

২৪ শে মে, ২০১০ দুপুর ১:১৬

লিটল হামা বলেছেন: ৯৬ এর রিপ্লাই দেহেন :((

৯৯| ২৩ শে মে, ২০১০ রাত ৯:০৭

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: শ্যাডোর অনুবাদ্টা চ্রম হইসে... বাহ!! অসাধারণ, অমায়িক, অভূতপূর্ব, অনিন্দ, অপরূপ, চমৎকার।

১০০| ২৩ শে মে, ২০১০ রাত ১১:০১

নস্টালজিক বলেছেন: পুলাপান নষ্টালজিক রে চেনলো না!


আফসোস!! /:)

১০১| ২৩ শে মে, ২০১০ রাত ১১:০৪

রাজসোহান বলেছেন: কেডা কিসে চেনে নাই ? :-* আরে সবার আগে তো আমিই কৈলাম ১১ নাম্বার কমেন্ট :-/

১০২| ২৩ শে মে, ২০১০ রাত ১১:৪৭

হাম্বা বলেছেন: ++++++++

১০৩| ২৪ শে মে, ২০১০ রাত ১২:৩৫

নস্টালজিক বলেছেন: @সোহান-তুমি পেগলে যাওয়া ভালো পিচ্চি!

১০৪| ২৪ শে মে, ২০১০ রাত ১২:৪১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

১০২-এ দেওয়া হাম্বার কোবতে (হাম্বানুবাদ) অ্যাডানো হোক =p~ =p~ =p~

২৪ শে মে, ২০১০ দুপুর ১:১৭

লিটল হামা বলেছেন: :((

১০৫| ২৪ শে মে, ২০১০ দুপুর ১:২০

লিটল হামা বলেছেন: বিজ্ঞপ্তি- পোস্ট এডিট করার পর দেখি যে কনটেন্ট গায়েব। এমতাবস্থায় জনগণকে শান্ত থাকার অনুরোধ করা হচ্ছে। যথাসময়ে আবার পুরোনো চেহারা ফিরিয়ে আনা হবে- কতৃপক্ষ

১০৬| ২৪ শে মে, ২০১০ দুপুর ১:২৭

শিরীষ বলেছেন:
খাইছে, ইংরেজীটা না থাকলে তো অন্যেরা ভাবতারে এইডা সামুর হেমায়েতপুর। তাত্তারি আনার জোররররর দাবী জানাইলাম।

মাগার দীপ আহসান লোক্টা কে :( :( :-*

(আমি নতুন বলিয়া হাসাহাসি বারণ)

২৪ শে মে, ২০১০ দুপুর ২:১০

লিটল হামা বলেছেন: সুপ্রিয় শিরীষ, খামোখা অস্থির না হয়ে সুষ্ঠু ব্লগীয় পরিবেশ বজায় রাখতে ধৈর্য্যশীলতার পরিচয় দিন।

ধন্যবাদান্তে.....

১০৭| ২৪ শে মে, ২০১০ দুপুর ১:৫২

স্বপ্নকথক বলেছেন: দীপ আহসান লোক্টা হইলো মডু। B-))

১০৮| ২৪ শে মে, ২০১০ দুপুর ২:৩৩

শিরীষ বলেছেন: :( 8-| ;)

১০৯| ২৪ শে মে, ২০১০ দুপুর ২:৫৫

রাজসোহান বলেছেন: :-/ :-/

১১০| ২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২৯

হাসান মাহবুব বলেছেন: :((

১১১| ২৪ শে মে, ২০১০ রাত ৮:৪৬

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: :(( :(( :(( :((

১১২| ২৪ শে মে, ২০১০ রাত ৯:০৫

রাজসোহান বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

১১৩| ২৪ শে মে, ২০১০ রাত ৯:০৯

সোহানুর রহমান বলেছেন: এই পোষ্টে তো কিছুই দেখি না। শুধু কিছু রক্ত খাওয়া কবিতা দেখি। ব্যাপার কি? :-0

১১৪| ২৪ শে মে, ২০১০ রাত ১১:৫৮

সমুদ্র কন্যা বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

১১৫| ২৫ শে মে, ২০১০ দুপুর ১:৩৭

নস্টালজিক বলেছেন: ডিপ আহ! শান আমি..... :-<

১১৬| ২৬ শে মে, ২০১০ সকাল ১১:৩৪

পাথুরে বলেছেন:
মজা তো/ কন্টেন্ট নাই... অনুবাদের উপ্রে অনুবাদ......

খাইছে .. ডরাইলাম।

১১৭| ২৬ শে মে, ২০১০ দুপুর ১২:৫০

পাথুরে বলেছেন: করতে গিয়া বুঝলাম.. আগের তেজ আর পাইনা মেইট.. মাফ কৈরা দিয়েন :(



যেদিন ক্যানভাসে শোনিতপ্লাবন
আর উম্মাতাল রক্তোচ্ছ্বাস বইবে
দেখে নিও সেদিন, আমার তৃপ্ত কর্ণিয়ায়
ফুটবে তোমার হাহাকারের ছাপ।

সেদিন উম্মাদ বীভৎসতা হবে
আর রক্তের হোলি
রাজাধিরাজ আমার দরবারে
অভিযুক্ত হবে তুমি!

ওহ! অসহ্য!!
কিসের এতো সুখ তোমার?
পুতুল খেলার সেদিন নেই,
দেখোনা আমার ঘৃণার আধার!?

কি করে ভালোবাসা দাও অন্যকে?
আর আমি কুঁকড়ে যাই নিয়ত!
তোমার দিতেই হবে এই জবাব
নইলে দাও তোমার ওই নির্বাক চোখ।

হাসছো? তুমি হাসছো??

জবাব দাও বলছি!
নয়তো রক্তাক্ত হও আমার কাঠগড়ায়,
রক্তাক্ত, প্রজ্জ্বলিত আর মৃত!

দেবে না জবাব?
হাহাহাহাহা...
তবে তাই হোক..
উৎসব হোক লেলিহান রক্তাগ্নির।
বিদায়! বিদায়! শুভ বিদায়!!

১১৮| ২৬ শে মে, ২০১০ রাত ১১:৫৩

সায়েম মুন বলেছেন: এই পুষ্ট বাঘ রিফুতেত। মূলপুষ্ট ডিপুসান ভাইরাস খাইয়া ফেলছে X( X( X(( X((

১১৯| ২৮ শে মে, ২০১০ বিকাল ৫:৩৭

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কানতে কানতে চক্ষু শুকাইয়া গেসে :(

১২০| ২৮ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০২

পাথুরে বলেছেন:
দীপ আহসান এত ঘুমায় ক্যান?

৩১ শে মে, ২০১০ ভোর ৪:৪৮

লিটল হামা বলেছেন: মেইট, সবারটা এ্যাড করসি। এডিট অপশনে গেলে সব পাওয়া যায় কিন্তু সেভ করার পর কিছু দেখা যায়না। এ কি বিপদ!

১২১| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:১৬

রাজসোহান বলেছেন: লেখক বলেছেন: মেইট, সবারটা এ্যাড করসি। এডিট অপশনে গেলে সব পাওয়া যায় কিন্তু সেভ করার পর কিছু দেখা যায়না। এ কি বিপদ! :-* :-* :-*

১২২| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:১৬

রাজসোহান বলেছেন: লেখক বলেছেন: মেইট, সবারটা এ্যাড করসি। এডিট অপশনে গেলে সব পাওয়া যায় কিন্তু সেভ করার পর কিছু দেখা যায়না। এ কি বিপদ! :-* :-* :-*

১২৩| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:২৪

হাসান মাহবুব বলেছেন: সম্ভবত পোস্টের আকার বেশি বড় হয়ে যাওয়ার কারণে এই অবস্থা। ওয়ার্ড ফাইলে দেখলাম টোটাল ৯০৪১ ক্যারেক্টার। সামুর পোস্টের ধারণ ক্ষমতা কত কে জানে! আরেকবার দেখতে হবে কয়েকজনেরটা বাদ দিয়ে।

১২৪| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:২৬

রাজসোহান বলেছেন: সামুর টোটাল ৬০০ ক্যারেক্টার এর বেশি লেখা যায় না :(( :((

৩১ শে মে, ২০১০ ভোর ৫:২৯

লিটল হামা বলেছেন: নাহ, তার চেয়ে বেশি লেখা যায়। আমার হায়েস্ট ১৫০০ ক্যারেক্টারের পোস্ট আছে। আমি দেখি আরেকবার এডিট করে। তবে কারোটা বাদ দিবো তা হবেনা। থাকলে সবারটাই থাকবে, না থাকলে কারোটাই না। জাস্ট টেস্ট করে দেখি।

১২৫| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:৩২

লিটল হামা বলেছেন: শেষের তিনটা বাদ দেয়ার পরে এখন ঠিক হৈসে। কি করা যায়?

১২৬| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:৩৫

রাজসোহান বলেছেন: পোস্টে ইংরেজি টা দেন আর লিখে দেন কমেন্টে অনুবাদ দেয়া আছে ... পোস্টে কেন অনিবাদ দেয়া গেলো না সেটা বলে দিয়েন ... তাইলেই হবে :#)

১২৭| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:৩৭

রাজসোহান বলেছেন: আর সবার অনুবাদ কোনটা কয় নাম্বার কমেন্টে আছে টা বলে দেন যেমন


সাম টেকনো বিটস!

কমেন্ট নং ২৩

এইভাবে দেন

১২৮| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:৪০

হাসান মাহবুব বলেছেন: নাহ...... এত সুন্দর একটা প্রজেক্ট! কিভাবে মাঠে মারা গেল। ধুর! কমেন্টের তো অভাব নাই। কে এখন কত নাম্বার কমেন্টে কোনটা খুঁজতে যাবে? একসাথে সবটা থাকাটাই ভালো ছিলো। আমার যা মনে হয়, এটার কিছু এখানে রেখে বাকিগুলো অন্য আরেকটা পার্টে দিবো। এছাড়া আর কিছু করার দেখতেসিনা।

১২৯| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:৪১

হাসান মাহবুব বলেছেন: কমেন্ট উল্লেখ করে দেয়াটা অবশ্য বেটার। কিন্তু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে! :((

১৩০| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:৪২

রাজসোহান বলেছেন: হুমম করা যাইতে পারে :#) :#)


ঘুমাইতে গেলাম :-< |-) ঠা ঠা

১৩১| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৩৬

টানজিমা বলেছেন: খাইছে আমারে নিজের কমান্ড দেইক্ষা নিজেই ডরাই গেছি গা....... :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

১৩২| ০২ রা জুন, ২০১০ রাত ৯:০৬

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমারটাই দেখা যায় সবচে ভালো হইসে B-) B-)

১৩৩| ০৫ ই জুন, ২০১০ বিকাল ৫:৪২

পাথুরে বলেছেন: :(

১৩৪| ১৯ শে জুন, ২০১০ রাত ৩:২৪

মিরাজ is বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩৫| ০৮ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:২৭

তমসঃ তনু বলেছেন: বাহ ! মজা তো । এক লেখার বিভিন্নরকম অনুবাদ।
অরিজিনালটা কার লেখা?

১৩৬| ০৮ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৩৫

হাসান মাহবুব বলেছেন: আমার লেখা

১৩৭| ১৮ ই অক্টোবর, ২০১০ রাত ১:০৪

ফাহাদ চৌধুরী বলেছেন:



ঠেলা!!

১৩৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৩

ফাহাদ চৌধুরী বলেছেন:

ফাহাদ চৌধুরী বলেছেন:



ঠেলা!!


আগেইন!

১৩৯| ০৫ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:১৯

ফাহাদ চৌধুরী বলেছেন: ফাহাদ চৌধুরী বলেছেন:



ঠেলা!!


আগেইন!

০৭ ই মে, ২০১১ দুপুর ২:৩৩

লিটল হামা বলেছেন: আগে কী সুন্দর দিন কাটাইতাম!

১৪০| ১৫ ই মে, ২০১১ সকাল ১১:৪৮

বৃষ্টিধারা বলেছেন: হা হা হা

হি হা হা

হু হা হা

মু হা হা

১৪১| ১৯ শে মে, ২০১১ রাত ১:০০

আহাদিল বলেছেন: =p~

১৪২| ০৮ ই জুন, ২০১১ বিকাল ৩:২০

লিটল হামা বলেছেন: আহা!

১৪৩| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩০

কামরুল হাসান শািহ বলেছেন: এইটা আগেও দেকচি :-B

১৪৪| ১৩ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:২৪

হাসান মাহবুব বলেছেন: আগে কী সুন্দর দিন কাটাইতাম!

১৪৫| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮

নস্টালজিক বলেছেন: আহ হারে, সেইসব দিন!

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

লিটল হামা বলেছেন: 8-|

১৪৬| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০

প্রোফেসর শঙ্কু বলেছেন: মুগ্ধ!

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০

লিটল হামা বলেছেন: আপনি মিস করেছেন সময়টা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.