![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নকুল ও সহদেবের জন্মঃ
একদিন পান্ডুকে একান্তে দেখে মাদ্রী তার কাছে গিয়ে বললেন – কুরুবংশে সম্প্রতি তিনজন বধূ। ইতিমধ্যে দুজন পুত্রবতী হয়েছেন। শোনা যাচ্ছে গান্ধারীর একশত পুত্র হয়েছে। নিজ চক্ষে দেখছি কুন্তী তিনপুত্রের জননী। আমিই অভাগী তাই এই সুখ থেকে বঞ্চিত হলাম। পান্ডু যদি কুন্তীকে বলেন, তিনি অনুগ্রহ করলে তিনিও মা হতে পারেন। সতীন কুন্তীকে তিনি নিজে ভয়ে বলতে পারেন না, কিন্তু স্বামীর বাক্য কুন্তী অন্যথা করতে পারবেন না।
মাদ্রীর কথা শুনে পান্ডু বলেন তারও এই কথাই মনে এসেছিল, কিন্তু মাদ্রী কি মনে করেন তাই বলতে পারেন নি। মাদ্রী তার ধর্মপত্নী, তিনি সম্মত থাকলে পান্ডু অবশ্যই কুন্তীকে জানাবেন।
পান্ডু কুন্তীর কাছে গিয়ে একান্তে বলেন-কুলের কল্যাণে ইন্দ্রত্ব পেয়েও ইন্দ্র নিত্য যজ্ঞ করেন। যশের কারণে ও শাস্ত্রানুসারে বেদে-তপে শ্রেষ্ঠ হন ব্রাহ্মণ। তবুও তারা গুরুর সেবা করেন।
পান্ডু কুন্তীকে বোঝান কুন্তীই মাদ্রীকে উদ্ধার করতে পারেন। মাদ্রীর বংশ রক্ষা পেলে তারও পুত্রকামনা পূর্ণ হয়।
এত শুনে কুন্তী পান্ডুকে বলেন তার আজ্ঞায় কুন্তী মাদ্রীকে একবার মাত্র মন্ত্রদান করবেন।
মাদ্রীকে ডেকে কুন্তী তার মনের কথা জানান।
মাদ্রি চিন্তা করে দেখেন একবার মন্ত্র পেয়ে অধিক সন্তান তিনি কি ভাবে পেতে পারেন! অনেক ভেবে দেখেন দেবতাদের মধ্যে অশ্বিনীকুমাররা যমজ। তাই তিনি অশ্বিনীকুমার যুগলকে স্মরণ করলেন। মন্ত্রের প্রভাবে তারা মাদ্রীর কাছে এলেন। এভাবে মাদ্রী যমজ সন্তানের মা হলেন। সন্তানদের জন্মের পর আকাশবানী হল- রূপেগুণে তারা শোভা বর্ধন করবেন।
এভাবে পান্ডুর পাঁচটি পুত্র হল। পর্বতবাসী ঋষিরা এসে তাদের নামকরণ করলেন। জ্যেষ্ঠ হওয়ায় নাম হল ‘যুধিষ্ঠির’।
ভয়ঙ্কর মূর্তির জন্য নাম হল বীর পুত্রের ‘ভীম’।
তৃতীয়জনের নাম রাখা হল ‘অর্জুন’।
মাদ্রীর পুত্রদের নাম হল যথাক্রমে ‘নকুল’ ও ‘সহদেব’।
এভাবে পাঁচপুত্র সিংহের মত বিক্রমের সাথে পর্বতে বাড়তে লাগলেন। শতশৃঙ্গ পর্বত তাদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠল। পান্ডু পঞ্চপুত্রদের দেখে আনন্দিত হন। কুন্তি-মাদ্রীও খুশি হন। তারা তিনজন পঞ্চপুত্রদের ক্ষণের জন্যেও চোখের আড়াল করেননা।
এভাবে পাঁচপুত্রকে তারা যখন পালন করছেন, তখন একদিন পান্ডু কুন্তীকে বললেন –সন্তান সুখের তুল্য সুখ সংসারে আর নেই। সকল সুখ ম্রীয়মান হয় সন্তানসুখ বিনা। রাজ্যবন্ত, ধনবন্ত, বিদ্যাবন্ত জন সন্তান বিনা অকারণ হয়ে পরেন। সন্তানসুখ ইহকালে সুখদায়ী, লোকের মাঝে গৌরবদায়ী এবং পরকালে নিস্তারক, পরমপাপীদেরও উদ্ধারক।
ধৃতরাষ্ট্র পরম ভাগ্যবান, শোনা যাচ্ছে তার শতপুত্র হয়েছে। সে কারণে পান্ডু কুন্তীকে অনুরোধ করছেন তিনি পুনরায় মাদ্রীকে আর একবার মন্ত্র দিন, আবার পান্ডু সন্তানসুখ পান।
শুনে কুন্তী জোড়হাতে বলেন, এরূপ আজ্ঞা রাজা যেন না করেন। কারণ, মাদ্রী পরম কপটী। একবার মন্ত্র পেয়ে সে যমজ সন্তান কামনা করেছে।
মাদ্রীর কারণে কুন্তি ভয় পান। তিনি রাজাকে কৃতাঞ্জলি নিবেদন করেন- মাদ্রীর কারণে তাকে যেন আর কিছু অনুরোধ না করেন।
কুন্তীর কথা শুনে পান্ডু চুপ করে গেলেন এবং মনে মনে সন্তানবাঞ্ছা ত্যাগ করলেন।
পান্ডবের জন্মকথা অপূর্ব কথন, যারা শুনবে তারাই স্ববাঞ্ছিত ফল পাবে। ব্যাসদেবের বাক্যে কোন সংশয় নেই, সে কথাই পাঁচালী আকারে কাশীরামদাস বলেছেন।
.......................................
উৎসর্গ: সকল ব্লগার বন্ধুকে
......................................
আগের পর্ব:
কথাচ্ছলে মহাভারত - ৪৭
Click This Link
১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, জুন ! অসম্ভব কুঁড়ে হয়েছি আর কি!...তবু সামুকে ভুলতে পারি না...উড়ে উড়ে চলেই আসি
২| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
মিথিলা মাহমুদ বলেছেন: ++
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, মিথিলা মাহমুদ!
৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল! তা অনেকদিন পরে এলেন। শুভেচ্ছা।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, ঢাকাবাসী! ...বিভিন্ন কারণে আসাটা দেরি হচ্ছে, আবার সামু অনেক সময় খুলছেও না দেখছি!
৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০১
আরজু পনি বলেছেন:
আহ দারুণ লাগলো পড়তে ।
আপনার লেখার সাথে ছবি জুড়ে দেয়াটা সত্যিই অপূর্ব ।
কয়েকদিন আগে ধৃতরাষ্ট্রের নাম ভুলে গিয়েছিলাম, শেষে অফলাইনে আপনার পোস্ট থেকে খুঁজে নিয়ে গেছি ।
চলতে থাকুক এই দারুণ পর্বের পর পর্ব লেখার কাজ ।
অনেক শুভকামনা রইল, দীপা ।।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, আরজুপনি! ...আপনাদের মন্তব্য আমাকে কি যে উৎসাহ যোগায় বলে বোঝাতে পারবো না......যদিও কিছুটা আলসেমি এসেছে , তবু ইচ্ছে আছে আবার শুরু করবো...আবারো ধন্যবাদ
৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ভালো লাগলো আপু , পঞ্চ পাণ্ডবদের কথা ।
অনেক শুভ কামনা রইল ।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, অদ্বিতীয়া আমি!
আপনিও আমার শুভেচ্ছা নেবেন ...
৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৫
গোকুল নাগ বলেছেন: ধন্যবাদ, অনেক কিছুই জানতে পারলাম।
আশা করি আরো অনেক কিছু জানাবেন।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, গোকুল নাগ!
৭| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আবারও আপনার লেখা থেকে নতুন কিছু জানতে পারলাম।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, কান্ডারি অথর্ব!
৮| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পঞ্চ পান্ডবদের কথা বেশ লাগলো।
এই উইকে এক চ্যানেলে মহাভারত দেখতেছি।
অতি বিজ্ঞাপন আর স্বল্প সময়ে ভালো মত কিছুই দেখা যায় না।
শুভকামনা দিদি।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫০
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, আশরাফুল ইসলাম দূর্জয়! ....নতুন মহাভারত দু-একদিন আমিও দেখতে বসেছিলাম, কিন্তু বারবার সেই ছোটবেলা দেখা মহাভারত মনে পরছিল আর নতুনে টান আসল না...
আশাকরি ভাল আছেন
৯| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮
সিদ্ধার্থ. বলেছেন: আপনার মহাভারত তো ষ্টার প্লাসের মহাভারত থেকেও ধীরে চলছে
তবে আপনার লেখনী আগের থেকে আরো সুন্দর হয়ে উঠেছে ।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, সিদ্ধার্থ! ...খুব চেষ্টা করবো দ্রুত পোস্ট করার...
১০| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
অ্যানোনিমাস বলেছেন: দিদি আছেন কেমন? সেই যে চলছে মহাভারত! কুরুক্ষেত্রে বুঝি আর যাবেই না আরও বেশি বেশি লেখা চাই!
শুভকামনা রইলো
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, অ্যানোনিমাস! ...আসলে খাতায় অনেকটা লিখেছি, কিন্তু টাইপ করা হচ্ছে না......খুব চেষ্টা করবো...
১১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
নুরুজ্জামান মানিক বলেছেন: সিরিজের সাথে আছি শুরু থেকেই । আচ্ছা,কৃষ্ণ কাকে সাথে নিয়ে বিদর্ভের রাজা ভীষ্মকের কন্যা রুক্মনীকে উদ্ধার করতে যান- বলরাম না অর্জুন ?
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, নুরুজ্জামান মানিক! ......কৃষ্ণ বলরামকে সাথে নিয়ে বিদর্ভের রাজা ভীষ্মকের কন্যা রুক্মনীকে উদ্ধার করতে যান।
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
নুরুজ্জামান মানিক বলেছেন: কিন্তু স্টারপ্লাসের মহাভারত সিরিয়ালে দেখালো অর্জুন বৃহন্নলা সেজে বিদর্ভের রাজা ভীষ্মকের কন্যা রুক্মনীকে ভাগিয়ে আনে !
০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭
দীপান্বিতা বলেছেন: পুরান মতে তো বলরামই সাহায্য করেন...আমি ওই চ্যানেলে মহাভারত দেখি কৃষ্ণ শোনাচ্ছেন...আমার মনেহয় সিরিয়ালে কৃষ্ণ মহাভারত শোনাচ্ছেন বলে অর্জুনকেই উজ্জ্বল করে দেখাচ্ছেন, তাই বলরামকে তার পাশে বেশি দেখান হয়নি ....
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭
জুন বলেছেন: জানা হলো পঞ্চপান্ডবের জন্ম কথা দীপান্বিতা ।
অনেক দিন পর পর কোথা থেকে তুমি আসো বলতো ?
শুভেচ্ছা রইলো অনেক ...।