![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক নোবেলে ! ! ! ১০০ বছর ! ! ! !
ঈদের দিন হঠাত করেই এই গানটা শুনলাম। টিভিতে আড হচ্ছে। রকিং একটা ছেলে কন্ঠ গাচ্ছে। আর্টসেল হবে হয়তো। জোশ লাগলো গানটা। নেটে খোজ নিতেই খুব অবাক হলাম। কোথাও আমি যে গানটা শুনেছি অর্থাৎ নতুন সিম্ফনি ফোনের আডের এই গানটা পেলামনা।
যাইহোক বেশ কয়েকটা রেজাল্ট ঘেটে দেখলাম গানটা রিমেক। বহুবছর আগে এই গান বের হয়েছিল। গানটা গেয়েছিলেন সতীনাথ মুখোপাধ্যায় । তার গাওয়া গানটা নামালাম। কিন্তু ঈদ আয়োজনের তাড়নায় ও গান ভালো লাগচ্ছিলনা। পরে আরেকটু খুজতে পেলাম অর্থহিন বান্ডের রাফা ফিট করা শারমিন এর একই গান। সেটাও বেশ ভালো হয়েছে। শুনে দেখতে পারেন।
আকাশ এতো মেঘলা- সতীনাথ মুখোপাধ্যায়
আকাশ এতো মেঘলা- রাফা ফিট শারমিন
আকাশ এতো মেঘলা- সিম্ফনি আড
আপডেটঃ
ব্লগে আই পোষ্ট দেবার পর, ব্লগার রাখালছেলে গানটা এম পি জি এবং আরেজন ইউটিউবে আড করেছে।
আকাশ এতো মেঘলা
যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে
নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার
গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙিন
সময় দিয়ে হৃদয়টাকে
বাঁধবো নাকো আর
আঁধারো ছায়াতে
চেয়েছি হারাতে
দু’বাহু বাড়াতে
তোমারি কাছে
যাক না এমন এইতো বেশ
হয় যদি হোক গল্প শেষ
পূর্ন হৃদয় ভুলবে সেদিন
সময় শূন্যতার
আকাশ এতো মেঘলা
যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে
নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২১
দিপ বলেছেন: সেটাই কোথাও পাচ্ছিনা। কিছু বাংলাদেসি ইউটিউব ভিডিও আপলোডারের কাছে কমেন্টে এইটার রিকোয়েষ্ট করে এসেছি।
দেখা যাক কি হয়। ঈদ ঝামেলার জন্য মেবি এখন আপলোড করা হয় নাই
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪৫
নেক্সাস বলেছেন: হাহাহাহা
আমার অবস্থা সেইম।
সিম্পনির এ্যাড শুনলে কেমন যেন অদ্ভুদ ভাল লাগা কাজ করে।
গানটা শুনতে কুঁজে পাচ্ছিনা
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৫
দিপ বলেছেন: খুজে পেলে কিন্তু অবশ্যি জানাবেন
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০০
বটতলার টারজান বলেছেন: আমি রাফা ফিচারটা আগে শুনেছি, তাই ওইটাই বেশি ভাল লাগে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৫
দিপ বলেছেন: গায়িকিটা বেশি ভালো হয় নাই
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০৯
চানাচুর বলেছেন: সুন্দর গান তবে পুরানোটাই ভালো লাগে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৬
দিপ বলেছেন: পুরোনোটা বেশী ভালো রাফারটার চেয়ে। আবার নতুন মেল ভোকালেরতা অসাধারন হয়েছে
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১৩
অক্রুর মাঝি বলেছেন: আপনি গানটা আগে শুনেন নাই ? জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে মনে হয় ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৯
দিপ বলেছেন: আমার বয়স ১৬। এ বছর এস,এস,সি দিয়ে এবার ফাষত ইয়ারে। শোনা শোনা লাগছিল কিন্তু ঐভাবে শোনা হয় নাই
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৪৮
ভুলো মন বলেছেন: অক্রুর মাঝি বলেছেন: আপনি গানটা আগে শুনেন নাই ? জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে মনে হয় ।
আধুনিক ছেলেমেয়েরা এইসব গান শুনবে কোত্থেকে?!!
আর আমরা মনেহয় বুড়া হয়ে গেছি!! তাই ওদের সঙ্গে জেনারেশান গ্যাপ হয়ে যাচ্ছে!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১২
দিপ বলেছেন: জেনারেশান গ্যাপ!!!! আমি বিশ্বাস করিনা।
বিজ্ঞান এখন অজ্ঞ,
যেহেতু টাইম মেশিন নাই, সেহেতু পুরোনো কিছু কিভাবে পাবো।
তাছাড়া বাংলাদেশের সাহিত্য কিংবা সিনেমাতে গান এবং সংসৃতি খুব কম। রেয়ার। জানাটাও থেমে আছে।
ঈণ্টারনেট মানেই এই বাংলা কিছু ব্লগ, নিজের ব্লগ আর ফেসবুক। মুভি দেখা এই কাজ। আপনারা যদি এই জানানোর কাজটা করতেন তাহলেতো জানতাম, কেউ না জানালে আমতা ছোটরা কিভাবে জানবো
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:১৫
রাখালছেলে বলেছেন: মামা পোষ্টের জন্য ধন্যবাদ ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১২
দিপ বলেছেন: ধন্যবাদ আপনাকেও
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩১
ঘুমন্ত আমি বলেছেন: গানটা জোস হইছে ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৯
দিপ বলেছেন: হিম
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৪০
রাখালছেলে বলেছেন: আমার হাতের কাছে ছিল বিজ্ঞাপনটা । ভাবলাম আপনাকে কিছু দেয়া যেতে পারে। আপনার গানটা শুনে বুঝলাম সব অতীত বুঝি মুছে যায় না। বার বার ফিরে আসে।
মিডিয়াফায়ারে দেয়ার চেষ্ট করছি। জানি না আপনি পাবেন কিনা। তারপর..কোয়ালিটি ভাল ভিডিওটার । এমপিজি ফরমেটে । ভিএলসি প্লেয়ারে চলবে। আশা করি আমার কষ্টটা কাজে লাগবে।
সিম্পনি এফটি ৪০
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৪৯
দিপ বলেছেন: কাজে লাগবে মানে ১০০% কাজে লাগবে। ধন্যবাদ অনেক
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:৩৭
রাখালছেলে বলেছেন: ইউটিউবে দিছি ....
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২৬
বুড়ো বলেছেন: অসাধারণ গান।
০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৫৪
দিপ বলেছেন: জি যত শুনছি ততই ভাল লাগছে
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৯
মানব সন্তান বলেছেন: কেন জানি অরজিনাল ভার্সন টাই ভালো লাগে
১৯ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:৪৩
দিপ বলেছেন: অরিজিনালটাতে মেলোডি আছে। ভাসমান সুর।
পরেরগুলোতো রক, মেটাল।
জেনারের প্রতি দুর্বলতা না থাকলে ভালো লাগার কথা না
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১৮
poops বলেছেন: ভাই এইটা নিয়ে পোস্ট দেওয়ার জন্য সামুতে ডুকছি আর আপ্নের পোস্ট পেয়ে গেলাম সবার উপরে! গানটা আমিও খুজতেসি। নেটে বেশ কয়েকটা ভারসন পাইসি কিন্তু এড এ গাওয়া ভোকাল টা পেলাম না।