নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নারীকে মানুষ ভাবুন

ইমন সরওয়ার

ইমন সরওয়ার

ইমন সরওয়ার › বিস্তারিত পোস্টঃ

কথামালা

১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১১

আমি কী সুরমা জানি, জেনেছি কেবল মেঘেদের ঘর

ও-মেঘ ভাসিয়ে নাও বার বার, ও-আমার সোনারোদ

যারা ছিল এই পথে বহুদিন মোসাফির

এখনও জানি না ঠিক তারা আজও কতটা অটল, স্থির।



তুমি মেঘবতি হও, ঐখানে রেখে যাবো সূর্যের ছাপ

সন্ন্যাস জীবন নেবো সঙ্গে নিয়ে তোমার উত্তাপ।



মেঘের তুরণ কেটে একদিন সত্য হবো

স্তবক ভেঙে একদিন চূর্ণ হবো

চূর্ণ-কণার মুখ তুলে রেখো তোমার অঙুলে ...



জলযোগ জানে যারা, সত্যকূর্ণিশে নত হই

তাদের জন্য কিছু কথামালা রেখে যাবো।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২২

নাঈম বলেছেন: ভালো লাগলো কথামালা.....

১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৪

ইমন সরওয়ার বলেছেন:
ধন্যবাদের সঙ্গে আপনার ভালোলাগা গ্রহণ করা হলো।

২| ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩০

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: চমৎকার..

১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৭

ইমন সরওয়ার বলেছেন:
পাঠের জন্য ধন্যবাদ।

৩| ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৭

তমিজ উদ্‌দীন লোদী বলেছেন: তুমি মেঘবতি হও, ঐখানে রেখে যাবো সূর্যের ছাপ
সন্ন্যাস জীবন নেবো সঙ্গে নিয়ে তোমার উত্তাপ।

খুব ভালো লাগলো।

১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৮

ইমন সরওয়ার বলেছেন:
ভালোলাগা অমরতা পাক।

৪| ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:০০

কবিরকস বলেছেন: চমৎকার কবিতা।

১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৪

ইমন সরওয়ার বলেছেন:
যদি ভেঙে বলি, কবির+কস = কবির কস। তাহলে সেই কসে কবিতা সিক্ত হোক।

৫| ১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪

শাহনাজ সুলতানা বলেছেন: মেঘের তুরণ কেটে একদিন সত্য হবো
স্তবক ভেঙে একদিন চূর্ণ হবো
চূর্ণ-কণার মুখ তুলে রেখো তোমার অঙুলে ...


চূর্ণ-কণার মুখ তুলে রেখো তোমার অঙুলে ...
চূর্ণ-কণার মুখ তুলে রেখো তোমার অঙুলে ...

বাঃ দারুন কবিতা!!!!!!!!!

তুমি মেঘবতি হও, ঐখানে রেখে যাবো সূর্যের ছাপ
সন্ন্যাস জীবন নেবো সঙ্গে নিয়ে তোমার উত্তাপ।

কবির আর্শিবাদ, তুমি মেঘবতি হও। ও প্রেয়সী তুমি মেঘবতি হও!

ঐখানে রেখে যাব সূর্যের ছাপ////////////////////

সন্ন্যাস জীবন নেবো সঙ্গে নিয়ে তোমার উত্তাপ।

শুধু উত্তাপ নিয়েই কি দীর্ঘ পথ চলা যায়??????

কবি উত্তরের অপেক্ষায়//////////////////////////////////


ভালো থাকুন!

১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:০৯

ইমন সরওয়ার বলেছেন:
রঙ এবং উত্তাপ ছাড়া মানুষের মৃত্যু ঘটে। এই যে, আপনি একটু বা খানিকটা রঙ রেখে গেলেন এর মাঝেও উত্তাপ জড়িয়ে আছে। এর জন্যই পথ চলা। এর জন্যই চূর্ণ-কণার মুখ অঙুলে তুলে আনা। এর জন্যই মেঘের আস্তর কেটে সূর্যের ছাপ রেখে যাওয়া।



আপনি ভাবুন নিরন্তর, আপনার ভাবনায় মঙ্গলের ঘ্রাণ লেগে আছে।

৬| ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২৮

সৈয়দ নাসির আহমেদ বলেছেন: মেঘের তুরণ কেটে একদিন সত্য হবো
স্তবক ভেঙে একদিন চূর্ণ হবো
চূর্ণ-কণার মুখ তুলে রেখো তোমার অঙুলে ...

জলযোগ জানে যারা, সত্যকূর্ণিশে নত হই
তাদের জন্য কিছু কথামালা রেখে যাবো।

চমৎকার কবিতা।
খুব ভালো লাগলো।
ভালো থাকুন কবি।

২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪০

ইমন সরওয়ার বলেছেন:
অনেকদিন পর এ পথে এলেন। কবিতা পাঠের জন্য ধন্যবাদ।





আবার আসবেন, আবার পাঠ হোক, পাঠ হোক নিরন্তর।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৫

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
তুমি মেঘবতি হও, ঐখানে রেখে যাবো সূর্যের ছাপ
সন্ন্যাস জীবন নেবো সঙ্গে নিয়ে তোমার উত্তাপ।

তুমি মেঘবতি হও, ঐখানে রেখে যাবো সূর্যের ছাপ
সন্ন্যাস জীবন নেবো সঙ্গে নিয়ে তোমার উত্তাপ।


অওসম।

২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:১০

ইমন সরওয়ার বলেছেন: বুঝলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.