নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাইকে আমার সালাম

এ.আর দিপু হাসান

"যার কালবে (হৃদয়/দিল) আমার জিকির জারি নাই, সে প্রকাশ্য গোমরাহ বা পথভ্রষ্ট"। (সূরা- যুমার; আয়াত-২২)

এ.আর দিপু হাসান › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরের বাজার

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১০



ঢাকা শহরের বাজারে গেলে দেখা যায়, কতো টাটকা সবজি ? মনে হয় এই মাত্র তুলে নিয়ে আসছে । আসলে কি তাই? কখনোই না, এই কাঁচা-বাজারের সবজি minimum ২/৩ দিন আগে তোলা । আর এইগুলাই বিভিন্ন জেলা থেকে এসে ঢাকা সহ সারা বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে । গ্রামে দেখেছি সবজি একদিন রেখে দিলেই কি অবস্থা হয়, আর ঢাকাতে ৩/৪ দিন পর কাঁচামাল বিক্রি হচ্ছে, তাও একদম টাটকা । গড়বর তো কিছু আছেই, নইলেই কি বাংলাদেশ পর পর তিনবার champion .



তাছাড়া ঢাকা শহরের মাছের কথা আর কি বলবো । মরা ইলিশ মাছ খাইতেও কেমন যেন লাগে !!! জীবন্ত পাঙ্গাশ, তেলাপিয়া, কৈ মাছও মরা রুই, ইলিশ থেকে ভাল । atleast মরা মাছ না, আর এই জেতা মাছে formalin দেয়ারও কোন সুযোগ নাই । lol X(

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩০

এন ইউ এমিল বলেছেন: ভাই ঢাকার সব সবজিই ২/৩ দিন আগের না, আমার বাড়ি ঢাকার খুব কাছে এবং আমার এলাকা থেকে প্রতিদিনের সবজি প্রতিদিন ঢাকায় আসে একদম টাটকা, সেগুলো বিশেষ করে মিরপুর ১ নং, কারওয়ান বাজার, মোহাম্মদপুর এলাকা সহ বিভিন্ন স্থানে আসে,

কিছু সবজি সন্ধায় কেটে রাখাহয় রাত ২/৩ টার দিকে গাড়িতে ভরে ঢাকায় আনা হয়, কিছু সকালে কেটে সাথে সাথে আনা হয়।

২| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪০

এ.আর দিপু হাসান বলেছেন: তাই !!! আর দূরে থকেও কিন্তু সবজি ঢাকাতে আসে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.