![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"যার কালবে (হৃদয়/দিল) আমার জিকির জারি নাই, সে প্রকাশ্য গোমরাহ বা পথভ্রষ্ট"। (সূরা- যুমার; আয়াত-২২)
আসলে মোহাম্মদী ইসলামের শিক্ষাটাই মোরাকাবা ভিত্তিক । আপনাকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর মোরাকাবা করতেই হবে । আর ধ্যান বা মোরাকাবার শিক্ষাই ছিল রাসুল (সঃ) শিক্ষা । কেননা রাসুল (সঃ) নিজেও দীর্ঘ ১৫ বছর হেরাগুহায় ধ্যান করেছেন । আর এই মোরাকাবার দ্বারাই আত্মাকে পরিশুদ্ধ করা যায় । আর পরিশুদ্ধ আত্মার দ্বারাই আল্লাহ্র দিদার এবং নামাজে মেরাজ লাভ সম্ভব ।
আর এর জন্য মোরাকাবার বিদ্যা লাগবেই । আসলে যার আত্মা পরিশুদ্ধ হয় তার পক্ষে সব কিছুই জানা সম্ভব, সেটা হয় সপ্নের মাধ্যমে বা এলহামের মাধ্যমে । যাদের অন্তর পবিত্র তারা খুব সহজেই ভাল-মন্দ- খারাপ টা বুঝতে পারে । আর এ সংবাদটা পরিশুদ্ধ অন্তর থেকেই আসে ।
আর বিজ্ঞানও এখন প্রমাণ করছে, আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি হলেও, তারা বলছে, ধ্যানই সৌভাগ্যের চাবিকাঠি । আসলে এটা এখন বাস্তব প্রমাণিত । কারণ বিজ্ঞানও বলছে ধ্যান করলে মানুষের মেধাশক্তি কিভাবে বৃদ্ধি পায়... । বিজ্ঞান এ প্রমাণ পাচ্ছে বিধায় তারা একথা বলতে পারছে ।
অথচ এই ধ্যানের শিক্ষাটা আমাদের রাসুল (সঃ)-ই দিয়ে গেছেন সেই ১৫০০ বছর আগে । আর সেটার প্রমাণ এখন বিজ্ঞানীরা পাচ্ছে । আর তাই তারা অকপটে স্বীকার করতে বাধ্যও হচ্ছে যে, হযরত মুহাম্মদ (সঃ)হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব । তারাও Muhammad Law কে সম্মান করে ।
খ্রিস্টান ও পশ্চিমা দৃষ্টিভঙ্গি:
প্রখ্যাত ইংরেজ বৈজ্ঞানিক মি. এডওয়ার্ড টিম্বার
প্রৃথিবীর মহাপুরুষগণের মধ্যে শ্রেষ্ঠ ১৭ জন মহাপুরুষের
নাম the faith and Favour পুস্তকে লিপিবদ্ধ করেছেন।
তন্মধ্যে প্রিয় নবিজীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এর নাম প্রথমে স্থান পেয়াছে। নোবেল বিজয়ী চিন্তাবিদ
প্রখ্যাত সাহিত্যিক জর্জ বার্নার্ডশ রাখঢাক না করেই বলে গিয়েছেন, বিশ্ববাসী! যদি তোমরা নিজেদের
সমস্যা সমাধান করতে চাও এবং সর্বাঙ্গীন সুন্দর জীবন
ব্যবস্থা কামনা করো, তবে বিশ্ব-সংসারের নিয়ন্ত্রন ভার
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর
হাতে ছেড়ে দাও। বিশিষ্ট ঐতিহাসিক জোসেফ হেল বলেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনই একজন মহান ব্যক্তি ছিলেন, যাকে না হলে বিশ্ব অসম্পুর্ন
থেকে যেতো। তিনি নিজেই নিজের তুলনা। তাঁর কৃতিত্বময়
ইতিহাস মানব জাতির ইতিহাসে এক সমুজ্জল অধ্যায়
রচনা করেছে। আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের
ইহুদী প্রফেসর জুল ম্যাসারমান বলতে বাধ্য হয়েছেন যে,
সর্বকালের সর্বশ্র্রেষ্ঠ অনুসরনীয় ও অনুকরনীয় ব্যক্তিত্ব হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
[Wikipedia]
২| ০৬ ই মে, ২০১৪ রাত ১০:০৩
বংশী নদীর পাড়ে বলেছেন: কথাটা একদম সত্য এবং প্রমানীত। আসলে মোরাকাবার ধ্যানসাধনা ছাড়া সিদ্ধি লাভ করা সম্ভবপর নয়।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৪ রাত ৯:৫৮
মাইরালা বলেছেন: বাহ