নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাইকে আমার সালাম

এ.আর দিপু হাসান

"যার কালবে (হৃদয়/দিল) আমার জিকির জারি নাই, সে প্রকাশ্য গোমরাহ বা পথভ্রষ্ট"। (সূরা- যুমার; আয়াত-২২)

এ.আর দিপু হাসান › বিস্তারিত পোস্টঃ

২৬ শে মার্চের দিনের কথা

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪০

আজকের মানে ২৬ শে মার্চের দিনের কথা তো বলাই হয় নাই । অনেক মুক্তি যোদ্ধাদের সরাসরি+সামনাসামনি দেখেছি এবং তাদের মুখ থেকে মুক্তি যুদ্ধের গল্প আবারো শুনার সুযোগ হয়েছে । :)
তবে স্বাধীনতা এত সহজে আসে নাই । ৩০ লক্ষ মানুষ যেখানে মারা গেছে মাত্র ৯ মাসে সেই সময়ের অবস্থাটা কেমন ছিল, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ।
তবে মুক্তি যোদ্ধাদের কথা থেকে কিছু জিনিস পরিষ্কার হইছে,
১. কোন মোল্লা- হুজুর, মসজিদ/মাদ্রাসার ইমাম মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কেবল মাত্র ২/১ জন ছাড়া ।
২. বড় লোকের পোলাপাইন ও মুক্তি যুদ্ধে অংশ নেয় নাই । যারা ছিল বেশিরভাগই দিন মজুর, কৃষক, খেঁটে খাওয়া মানুষ ।
৩. অরজিনালি মোট মুক্তি যোদ্ধা হচ্ছে ৬৪ হজার, কিন্তু স্বাধীনতার পর তা হইয়া দাড়াইছে ২.৫ লাখের উপরে । :p
৪. মুক্তি যুদ্ধের পর অনেক রাজাকারই আংগুল ফুলে কলা গাছ হয়ে গেছে
যারা এখন ফাঁসির মঞ্চে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.