নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্যারাডক্স123

প্যারাডক্স123 › বিস্তারিত পোস্টঃ

এক টন লোহা না একটন তুলা কোনটা বেশি ভারী ?

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৩

এক টন লোহা না একটন তুলা কোনটা বেশি ভারী ? g উভয়ের ক্ষেত্রে একই।



আর্কিমিডিসের সূত্র,

আমাদের প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে দেখতে পাই যে কোনো কঠিন বস্তুকে পানিতে ডুবালে হাল্কা বলে মনে হয়। এর কারণ ডুবন্ত বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল বা প্লবতা কাজ করে। খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে গ্রিক দার্শনিক আর্কিমিডিস আবিষ্কার করেন যে, কোনো বস্তুকে স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান।



এবার উত্তর খুঁজি কোনটা ভারী আর কোনটা হালকা,

প্রাথমিক ভাবে আমাদের সাধারণ একটা প্রশ্ন যে, একই ওজনের তুলা আর লোহার মধ্যে কোনটার বেশী আয়তন হয়। এটা অবশ্যই তুলা। আর একটা বিষয় খেয়াল করা যাক আর্কিমিডিসের সূত্র কেবল তরলে না বায়ুতেও খাটে। বাতাসের মধ্যেও প্রত্যেক বস্তু তার আপসারিত বায়ুর সমান ওজন ‘হারায়’। তাহলে লোহা আর তুলা উভয়েই তার কিছুটা ওজন হারিয়েছে। তাদের প্রকৃত ওজন পেতে হলে তাদের হারানো ওজনও যোগ করতে হবে।

তাহলে আমাদের তুলার প্রকৃত ওজন = একটন তুলা + একটন তুলার দ্বারা অপসারিত বায়ুর ওজনের সমান।

আমাদের লোহার প্রকৃত ওজন = একটন লোহা + একটন লোহার দ্বারা অপসারিত বায়ুর ওজনের সমান।



এটা তো স্বাভাবিক যে একটন লোহার চাইতে একটন তুলা বেশি বায়ু অপসারন করে। তাহলে বাতাসে ওজন করা একটন তুলার প্রকৃত ওজন একটন লোহার চাইতে বেশি ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৬

নিজাম বলেছেন: ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.