নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি কবিতার শিরোনাম হবো....একটি স্বপ্ন

দিয়া আলম

দিয়া আলম › বিস্তারিত পোস্টঃ

আমি এখানে এসে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৮

আমার কাজিন আমাদের এখানে বেড়াতে আসাছিলো, তার থেকেই এই ব্লগের সন্ধান পাই,তিনি আমাকে এখানে নিবন্ধন করে দিয়েছেন,আমি বাংলা ভালো পারিনা, রাত ভর ওনার থেকে টাইপ শিখেছি,অনেক জোড়া শব্দ এখনো তুলতে পারিনা,তবে ইংরেজি কিবোর্ড দিয়ে এত সহজে লেখা যায় জানতামনা।
আজ কয়দিন ধরে সারা ব্লগ ঘুরে ঘুরে দেখছি আর পড়ছি,এত সুন্দর করে আপনারা এখানে গল্প কবিতায় নিজেকে তুলে ধরতে পারেন আমি মুগ্ধ, মুগ্ধ বানাটা অনেক চেষ্টা করেও তুলতে পারছিনা দেখে কাজিন হাসতে হাসতে শেষ,সেই নিজে টাইপ করে দিলো, আবার কথা শুনিয়ে দিলো, সে বলে আমার চুল লম্বা নাকি মাথায় গোবর বলে ।আমি বলেছি তাও ভালো তোমার চুল পাকা শুরু করেছে দুই একটা কিছু গোবর নিয়ে যাও আমার থেকে,চুল গুলো আমার মত কালো করো ।হিহিহিহি।

আচ্ছা আমি যদি কবিতা গল্প না পারি তাহলে কি করবো? সারাদিন যা যা করি ডায়েরীর মত এখানে লেখা শুরু করি? মানুষ মাইন্ড করবেনাতো?করলে করুক,না পারলে কি করবো...

হিহিহিহি উপরে লেখা গুলো পড়লাম নিজেই হাসছি,আপনারাও হাসছেনা তাইনা?

ধন্যবাদ

মন্তব্য ৪৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪২

তাসলিমা মিতু বলেছেন: হি হি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৮

দিয়া আলম বলেছেন: আপু আমার প্রথম মন্তব্য তোমাকে দিয়েছি, আমার মন্তব্যটাও তোমার প্রথম,তাইনা?খুব মজা তো এখানে,নিজের লেখা এখানে ভেসে উঠছে।উফ কত সময় যে বাজে নষ্ট করেছি,কাজিন শয়তানটা আগে বলেনি কখনো, ও কোন নামে লেখে সেটাও বলেনি আমাকে,বলে তার নাকি প্রাইবেসী নস্ট হবে,আমি নাকি খুব বক বক করি, পেটে কথা থাকেনা, সব নাকি বলে দেব ব্লগে তাই বলেনা, আমি ঠিক বের করে ফেলবো। তারপর হাটে হাড়ি... হহিহিহি

ধন্যবাদ

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪২

তাসলিমা মিতু বলেছেন: আমিও নতুন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৮

দিয়া আলম বলেছেন: আমিও হিহিহিহ

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৭

(একজন নিশাদ) বলেছেন: স্বাগতম, শুভ হোক পথচলা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৯

দিয়া আলম বলেছেন: ধন্যবাদ নিশাদ ভাইয়া

আপনার কবিতা পড়েছি, ভালো হয়েছে

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৩

আরজু পনি বলেছেন:
ব্লগ ভ্রমণ আনন্দময় হোক ।
আপনার জন্যে অনেক শুভকামনা রইল ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৩

দিয়া আলম বলেছেন: আপনার মন্তব্য অনুপ্রাণিত হয়েছি আপু
আপনার সহযোগীতা আশা করবো সব সময়
ভালো থাকবেন

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৫

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম। আশাকরি সামনের দিনগুলোতে আরো মুগ্ধ হবেন।
ভাল থাকার শুভকামনা সবসময়ের।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪

দিয়া আলম বলেছেন: ধন্যাবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

ইমরাজ কবির মুন বলেছেন:
ওয়েলকাম।
হ্যাভ এ ওয়ান্ডারফুল জার্নি || :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৫২

দিয়া আলম বলেছেন: আপনার মন্তব্যে অনূপ্রাণীত হলাম মুন ভাই

ধন্যবাদ :)

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০১

চাঁদগাজী বলেছেন:


ব্লগে স্বাগতম।
যা নিজের ভালো লাগে, তা লিখবেন; এই রকম সুযোগ যদি নজরুল পেতেন, উনি হয়তো বিশ্ব কবি হয়ে যেতেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৫

দিয়া আলম বলেছেন: হুম কথা সত্য বলেছেন ভাইয়া, আমাদের হাতে আজ অনেক সুযোগ সুবিধা,আমাদের বসে থাকা ঠিক নয়।

আপনার পোস্ট গুলো অনেক জটিল,আমার মাথায় ধরেনা এসব :(

জী চেষ্টা করবো কিছু লেখার, অন্তত নিজে যা ভালো মনে করি।

আপনাকে ধন্যবাদ

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

রাইসুল ইসলাম রাণা বলেছেন: হ্যাপি ব্লগিং

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮

দিয়া আলম বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবেন

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখার স্বাধীনতা আছে আপনার। লিখুন। যা খুশি। ভালো লাগার সবকিছু ব্যক্তিগত ডায়েরীর মতো লিখে ফেলুন। লিখতে লিখতে দেখবেন একদিন গল্প বুনে গেছে।

হ্যাপী ব্লগিং।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯

দিয়া আলম বলেছেন: আমার বাড়ি রাজপুত্র কপাল বলে কথা :)

ধন্যবাদ আপনাকে

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

প্রামানিক বলেছেন: ব্লগে স্বাগতম।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭

দিয়া আলম বলেছেন: হিহিহিহি ভাইয়া এতদিন পর?

তবুও ধন্যবাদ আপনাকে

ভালো থাকবেন

১১| ১২ ই মার্চ, ২০১৬ ভোর ৫:০৬

কবীর বলেছেন: শুভ ব্লগিং

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৩

দিয়া আলম বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার

ভালো থাকবেন নিরন্তর

১২| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৮

রুদ্র জাহেদ বলেছেন: লিখুন আপনার ভাবনা
আমরা পড়ি :)

শুভ ব্লগিং

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৮

দিয়া আলম বলেছেন: হুম, পড়তে হবে কিন্তু, ভালো না হলেও বলতে হবে ভালো হয়েছে, কেমন? :)

১৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এই তো, হচ্ছে তো। আর একটু ভেবে চিন্তে সাজিয়ে গুছিয়ে লিখলেই তো একটা ছোটগল্প হয়ে যেত।
যা মনে আসে তাই লিখবেন।
যা ভাল লাগে তাও লিখবেন।

একদিন আপনার ইচচ্ছাগুলো নিয়ে লিখে ফেলতে পারেন, আপনার পছন্দের বিষয়গুলো নিয়ে লিখতে পারেন, কিংবা চোখ রাখুন ব্লগে, অনেক লেখার বিষয় পেয়ে যাবেন।

হ্যাপি ব্লগিং।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১০

দিয়া আলম বলেছেন: সেটাই চেষ্টা করছি, যেভাবে ভাবি ঠিক সেভাবেই তুলে ধরতে,সাহিত্য হবেনা জানি ডায়রী হলেও খুশি :)

তোমার পরামর্শ উৎসাহের জন্য ধন্যবাদ রাজশ্রী আপু

অনেক অনেক ভালো থেকো

১৪| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০২

আহমেদ জী এস বলেছেন: দিয়া আলম ,



বাগান যখন রংবেরং এর ফুলে সেজে থাকে তখন তা দেখে মুগ্ধ হতেই হয় , যেমনটা আপনি বলেছেন ----এখানে এসে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি ।

লিখুন নিজের মতো করেই লিখুন । জীবনটা খুউউউউব ছোট্ট । ছোট্ট এই জীবনের ছোট ছোটো আশা - নিরাশা, ভালোলাগা - মন্দলাগার কথা লিখুন । ব্লগে এই প্রথম লিখতে লিখতে " হিহিহিহি " করে হাসলেন । এই নিষ্কলুষ হাসি-ই বা কজন পারে হাসতে ????

ব্লগে স্বাগতম ।

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৭

দিয়া আলম বলেছেন: মন ভরানো মন্তব্য

অনেক অনেক ভালো থেকো
তোমার উৎসাহ মন্তব্য আমার প্রেরণা হয়ে থাক সব সময়

১৫| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৩২

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম লেখাটা পড়তে চলে এলাম এখানে। ব্লগে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আশাকরি এখানে আপনার বিচরণ আনন্দদায়ক হবে, দীর্ঘস্থায়ী হবে, স্বচ্ছন্দ হবে।ব্লগে এসেই মুগ্ধ হবার অনুভূতিটুকু প্রকাশ করাতে ভালো লাগলো। লিখতে থাকুন, দেখবেন একদিন বেশ স্বচ্ছন্দে ভালো ভালো সব লেখা বেড়িয়ে আসছে।
শুভকামনা রইলো।

০৭ ই জুন, ২০১৬ সকাল ৭:০১

দিয়া আলম বলেছেন: আমাকে তুমি করে বললে আমার ভালো লাগবে ভাইয়া, আশীর্বাদের সাথে আপনি কথাটা কেমন যেন মিলেনা ।

আপনাকে আমার ব্লগে দেখে আমি অনেক খুশি হয়েছি।

ভালো থাকবেন ,দোয়া করবেন

১৬| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৪

টাইম টিউনার বলেছেন: সে বলে আমার চুল লম্বা নাকি মাথায় গোবর বলে ------ হুম হাসছিলাম । আপনার ছোট ছোট ডাইরি সবগুলা গুলা পড়ে ফেললাম, বাস আর বসের হাসি মাখা মুখের রহস্য এখন বুঝতে পারলাম :) ধন্যবাদ লিখতে থাকুন।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৬

দিয়া আলম বলেছেন: বাস আর বসের হাসি মাখা মুখের রহস্য এখন বুঝতে পারলাম

সেই রহস্য কেটে গেছে :(

মন্তব্যের জন্য ধন্যবাদ তোমাকে আবারো

ভালো থেকো

১৭| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৪

টাইম টিউনার বলেছেন: সেই রহস্য কেটে গেছে ---- ব্যাপার নাহ। অধিকাংশ মানুষের ই প্রথম ভালোলাগা টা, ভালোবাসা হয় না, প্রথম ভালবাসা টা প্রেম হয় না প্রথম প্রেম টা বিয়ে পর্যন্ত গড়ায় না

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৩

দিয়া আলম বলেছেন: অনেক সুন্দর বলেছেন,
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২১

দিয়া আলম বলেছেন: সম্রাট আপনি এখানে আসেন, আপনার কি হয়েছে আমাকে বলবেন? আপনার বাসায় কে কে থাকে? এখানে বলতে সমস্যা হলে ইমেল আইডি দিতে পারি, অথবা আপনারটা দিন আমি মেইল করবো।

১৯| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২৮

সম্রাট৯০ বলেছেন: দিয়া আমি একটু ফ্রেশ হয়ে আসি , একটা কিছু খেয়ে আসছি আড্ডা দিতে এখানে,

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪১

দিয়া আলম বলেছেন: ওকে আসুন ফ্রি হয়ে আমি আছি সম্রাট

২০| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৯

সম্রাট৯০ বলেছেন: আমরা এখানেই কথা বলি, দরকার হলে মেইল আইডি দেবো, আর বড় কথা হলো কি দিয়া আমি আসলে ব্লগের কারো সাথে ব্লগের বাইরে যোগাযোগ করতে চাইনা, এখানে অধিকাংশ মানুষ গুলোর কোনো নীতি নেই, মিথ্যায় ভরা, এখানে আসে শুধু স্বার্থপরের মত নিজের স্বার্থ হাসিল করে, স্বার্থ শেষ হলে সব এলোমেলো করে দেয়। আমি যুদ্ধ ক্ষেত্রে অস্র হাতে শত্রুকেও মনে হয় এত ভয় পাবোনা যতটা এখানকার মানুষ গুলোকে পাই, মিথ্যা ছড়াছড়ি এই ভার্চ্যুয়াল জগৎএ সবাই নাটক করে বেড়ায়। মানুষকে স্বপ্ন দেখায় নিজের সাময়িক আনন্দের জন্য, নিজের মন্দ লাগাকে সবার মাঝে বিলিয়ে দিয়ে নিজে হিহিহি হাহাহা করে হাসতে হাসতে বুক মন মাড়িয়ে দেয়।

আমরা দুজনই ব্যস্ত মানুষ, এই একটা দিন আমরা হয়তো নেটে আসতে পারবো তাই এখানেই চলতে দিন যতটা বলা চলা যায়।

অসুস্ত্যতা- কিছুদিন আগে কোন কারণে বুকে ব্যথা হচ্ছিলো খুব, এরপর টেষ্টে করে দেখা হলো তেমন কিছুইনা, কিন্তু বকের ব্যথাটা যাচ্ছিলোনা, যদিও আমি জানি আমার সমস্যাটা কোথায় কিন্তু এই দেশে নিজের জানার উপরে মেডিসিন খাওয়া যায়না সেতো জানেন। আমি দেশে থেকে মেডিসিন আনাচ্ছি, আশা করি খুব দ্রুত ভালো হয়ে যাবো।
কাজের চাপের সাথ মানসিক অস্থিরতা আছে একটু সেসব মিলিয়ে এমন অবস্থা।

এখানে আমি আর আমার পুতুল থাকি, বউ নেই শুধু আমার একটা পুতুল আছে, যাকে নিয়ে আমার স্বপ্ন সুখ,এই পুতুল কিভাবে আসলে বউ ছাড়া সেটা জানতে চাইবেননা দয়া করে, যদি কোনদিন সুযোগ হয় তখন বলবো, :)

আপনার কথা বলুন শুনি,

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৮

দিয়া আলম বলেছেন: আপনার মন্তব্যের জুড়ে একটা বিশাদ লেগে আছে ,সকালটা ভালোই যাচ্ছিলো, মন্তব্যটা পড়ে সম্রাটের কিসের যেন হাহাকার দেখতে পেলাম,বাসায় আম্মু আব্বু নেই আজকে, ওনারা বাইরে গেছে, আজকে আমাদের দুই বোনের দায়িত্ব পড়েছে রান্নার, সব শেষ করে আসছি পরে আপনার বিশাদ গলিয়ে দিতে।

সেই পর্যন্ত ভালো থাকুন

২১| ১০ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩০

দিয়া আলম বলেছেন: এই দেশের একটা মজার ব্যপার হলো আপনি যেভাবে চলতে চাইবেন ঠিক সেভাবেই চলতে পারবেন, আপনার মতাদর্শের উপর কেউ জোর করবেনা, ভালো মন্দ সবার একটা সীমানা আছে, এই সীমানার বাইরের কোন মানুষকে কেউ টেনে নিজের মধ্যে আনবেননা, যতক্ষণ আপনি নিজে সেই সীমানায় পা রাখবেন,আমার ষ্টুডেন্ট লাইফ থেকে আজ পর্যন্ত কোন বিপদে পড়িনি নারী হয়ে বা মানুষ হয়ে। স্বাচ্ছ্যন্দে চলেছি, আমার কলিগরা সবাই এই দেশী,আমার ব্যাংকে আমি এক মাত্র বাঙালী, প্রতিটা মানুষ কিযে সন্মানের চোখে দেখে আমাকে , ওদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসার কমতি নেই, প্রথম যেদিন কাজে এসেছি সেদিন থেকে আজ পর্যন্ত শুধু শিখেই যাচ্ছি, এরা আমাকে প্রতিটা সফলতায় অনুপ্রেরণা আর ব্যর্থতায় সহযোগীতা করে আসছে, এত এত ভালো ভালো মানুষদের মধ্যে এমন অনেক কলিগ আছে যাদের পার্সোনালিটি আর ষ্মার্টনেস আমাকে মুগ্ধ করে রাখে কাজের প্রতিটা সময় তবুও মন কখনো এমন মানুষের দিকে ঝুকেনি ,এর কারণ আমাদের পারিবারিক ভাবনা পরিধি। এমন এমন বন্ধু এখানে পেয়েছি যারা পরম মমতায় আগলে রাখতে চায়, তবুও মন শুধু একদিকে ছুটে চলে, আমার দেশ আর দেশের মানুষ, আমার দেশের একটা মানুষ দেখলে হাজারটা মানুষের ভিড় ঠেলে সেদিকে যেতে চায় মন। আমার দেশের মত করে ভালোবাসতে জানেনা দুনিয়ার কোন মানুষ,আমার দেশের মানুষের ঝগড়ার মধ্যে যে ভালোবাসা লুকিয়ে থাকে তা এই দেশের হাজারটা চুমুর মধ্যেও নেই সম্রাট। আমার দেশের মানুষের প্রতি আমার প্রেম দুনিয়ার কোন মানুষ পিছনে ফেলতে পারবেনা। তাই জীবনের এই জায়গায় এসে খুব ইচ্ছে করে দুটো কালো চোখের দিকে তাকিয়ে থেকে হারিয়ে যাই।এই হারানোর আনন্দ কোন প্রযুক্তিতে নেই।কোন একাল সেকাল জ্ঞান আর শিক্ষায় নেই, এটা শুধু একটা অলৌকিক বিষয় মাত্র।বোধহয় আপনি সেটা বুঝবেন আপনার কথা মন্তব্যে এমন কিছুই ভেসে উঠে আমি দেখেছি।

ব্লগ নিয়ে আপনার অভিমান বুঝেছি,আমি যদিও বেশিদিন ধরে ব্লগিং করিনা তবুও আমার মনে হচ্ছে আপনি আপনার তিক্ত অভিজ্ঞতা সবার উপরে ঢালছেন, দুই একজন যদি এই জগতের অপব্যবহার করে তার জন্য সবার উপর সমান বিচার মনে হয় ঠিক হবেনা সম্রাট সাহেব। আপনার অনেক কথা আমি পড়েছি, আপনি জীবন অনুভুতি নিয়ে কত চমৎকার কথা বলেছেন এই ব্লগে সে আমি জানি, এই আপনি হয়তো কোন কারণে বিক্ষিপ্ত আছেন বলে হঠাৎ এমন মুটিয়ে বিশ্বাস হারানো কি ঠিক? দেখুননা চোখ মেলে আবার, চলুন আবার পা ফেলে দেখবেন পথের পথিক কাছে ভিড়বে পরম মমতায় বিশ্বাসে ভালোবাসায়, আমার পোষ্টে বাঘের কমেন্ট থেকে আমি জীবনের খুব গুরুত্বপুর্ন সুত্র পেয়েছি- ভালোবাসার একমাত্র যোগ্যতা শুধুই ভালোবাসতে জানা,উফ এটা যে কি চমৎকার সুত্র জীবনের জন্য আমি মুগ্ধ।আমি জানতে চাইনা আপনার ব্যক্তিগত জীবন, শুধু বলবো সামনে চলুন পিছনকে পিছনে ফেলে।

পুতুলের ব্যপারটা কেমন যেন লাগলো, জানার আগ্রহ থাকলো।

জী আচ্ছা আমরা এখানেই কথা বলবো প্রতি রবিবারে,

আপনি কিভাবে জানেন আপনার রোগের কথা, আর কি মেডিসিন আনছেন? আপনি কি ডাক্তার? আপনার একটা কমেন্টে আমার মনে হয়েছে আপনি ডাক্তার হতে পারেন। আমার জবাব দিতে না চাইলে আমি কিছু মনে করবোনা, যেটা দিতে পারেন দিয়ে যাবেন।

আসলে এখানে জবাব দিবেন,

২২| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৯

সম্রাট৯০ বলেছেন: অনেক কথা বলেছেন, সারাদিন অফিস কাজে বিজি ছিলাম, খুব টায়ার্ড তাই জবাবটা রবিবারেই দেবো,

ভালো থাকবেন দিয়া

২৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৯

সম্রাট৯০ বলেছেন: কেমন আছেন দিয়া? আপনার মন্তব্যের জবাবে তেমন যোগ করার নেই, বিশেষ করে এই দেশ নিয়ে যা বলেছেন।খুব বেশিদিন না হলেও অনেকটা আপনার মতই আমার অভিজ্ঞতা, এইটুকুতে চরম ভাবে একমত যে এখানে যে যেভাবে চলতে চায় সে সেভাবেই চলতে পারে। সব দেশেই ভালো মন্দ আছে থাকবে, শুধু ব্যবধান হলো ভালো মন্দ প্রকাশের ধরণ আলাদা। আর আমাদের দেশ আর মানুষ নিয়ে আপনি যেভাবে ভাবেন আমিও ঠিক সেইভাবেই ভাবি। আর ব্লগ নিয়ে গনহারে যা বলেছি তা ভুল ছিলো, এখানেও ভালোর সংখ্যা বেশি। মন্দের সংখ্যা কম, কথা হলো মন্দরা বেজে উঠে বেশি। ভালোর ধর্ম হলো নিরবে বয়ে যাওয়া।জীবনের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলতে হবে আমাদের এটাই জীবন ধর্ম। দোয়া করবেন যেন শেষ পর্যন্ত ঠিক থাকতে পারি।

নিচের বাকি কথার জবাব পরে দিচ্ছি আপনি ব্লগে আসলে,
ভালো আছেন নিশ্চই।

২৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৬

দিয়া আলম বলেছেন: আমি সকালে উঠে ব্লগ খুলে বসে ছিলাম আপনার জন্য, লগইন ছিলামনা কিন্তু ব্লগ খোলা ছিলো, এর মধ্যে আবার ঘুমিয়ে পড়েছি :P ঘুম আমার খুব প্রিয়, শুধু ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে, আপনি এর মধ্যে এসে আবার চলেও গেছেন, কি এত কাজ ছুটির দিনে বলুনতো?
ব্লগে আমাদের সময় মিলেনা, ইমেইল হলে ভালো হতো,আপনার ইমেলই এ্যাড্রেস দিবেননা?

২৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৬

সম্রাট৯০ বলেছেন: ছুটির দিনে আমার কাজ আরো বেশি বেড়ে যায়, কোনটা রেখে কোনটা করবো এই ভাবতে ভাবতে কিছুই করা হয়ে উঠেনা কখনো কখনো, আপনার কি খবর, কি করলেন সারা দিন,? আমার সমস্যা উল্টো, ঘুমের সুযোগ থাকলে ঘুম হয়না, আর না থাকলে চোখ খুলতে পারিনা, মন বুঝলেন সব মনের খেলা, মস্তিষ্ক এক আজিব চিজের নাম, এই বেটারে ডানে যেতে বললে বামে যায়। ইমেল এর চেয়ে এখানে কথা বলতে ভালো লাগে,

গান শুনবেন? একটা গান দেই আপনাকে।

Amar Aponar cheye.........

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২৪

দিয়া আলম বলেছেন: এখানে কথা বলতে আমার সমস্যা নেই কিন্তু এইযে দেখুন আপনাকে ধরতে সারাদিন চলে গেলো,ইমেই হলে মোবাইলে নোটিফিকেশান পেয়ে আসা যেতো, তাই বলছিলাম, সরি একটা বিষয় নিয়ে বেহায়ার মত বার বার বলেই যাচ্ছি।

৮টায় ঘুম থেকে উঠে নাস্তা করে আপনার অপেক্ষায় থাকতে থাকতে আবার ঘুম। এরপর উঠে ব্লগ দেখে আপনাকে জবাব দিয়ে চলে গেলাম আম্মুকে রান্নায় হেল্প করতে। শাওয়ার করে খেয়ে একটু রেষ্ট নিয়ে ল্যাপটপ কোলে নিয়ে গান শুনছি আর পড়ছি আর আপনার আগমন দেখেই আসলাম, গানটা শুনতে শুনতে জবাব দিচ্ছি,

আপনি কি করলেন? বাকি কথার জবাব দিন

২৬| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৩৩

সম্রাট৯০ বলেছেন: আমাকে মাফ করবেন ইমেইলের ব্যপারে, আমার ইমেইল দিতে কোন সমস্যা নেই দিয়া, দিচ্ছিনা কারণ এখানের সময় গুলো অনেক সুন্দর , একটা মাত্রায় ভদ্রতায় সীমাবদ্ধতায় সব কিছু চলে, ইমেলে গেলে সেটা সিমানা নষ্ট হয়ে যায়, এই সুন্দর আলাপণ এগিয়ে যাক সুন্দরে, আমি এই সুন্দর লগন ধরে রাখতে চাই অনেকটা পর্যন্ত। একটা বিশেষ পর্যায়ের জন্য ইমেইল দরকার হয়, সেটা আমার আর আপনার মধ্যে নেই, সুতরাং আমাকে ক্ষমা করবেন এই বিষয়ে আপাতত।

এইতো খুব সকালে উঠেছি, বাসার কিছু বাজার ছিলো সেসব করে বাসা ক্লিন খাওয়া এরপর আবার ঘুম এখন উঠলাম, দিন শেষ ।

বাকি কথার জবাব বাকি করলাম কিছু সময়ের জন্য।

আপনার কথা বলুন আগে শুনি, আপনার সেই বিবাহিত ছেলের সাথে আর দেখা হয়নি? কথা হয়েছে? সেই গল্প করুন, একটু মন খারাপ হলেও গল্পে সুন্দরটাই বেশি ছিলো,

৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৭

দিয়া আলম বলেছেন: আপনার কোন কিছুই দিতে হবেনা, আর কোন কথাই শুনতে হবেনা, আপনাকে বিরক্ত করার জন্য সরি।

ভালো থাকবেন

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:১৬

সম্রাট৯০ বলেছেন: :)

২৮| ২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪

সম্রাট৯০ বলেছেন: খুব বেশি রাগ আপনার? কালকে বিকেলে ব্লগে আসবেন আমি থাকবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.