![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ দুটো চোখের মালিক সে, কপালের একপাশ ঢেকে থাকে তার সোজা সাপ্টা লম্বা চুলে,অদ্ভুদ সুন্দর তার চোখের ভ্রু গুলো,হাসলে গালের বাম পাশে টোল পড়ে,ছেলেদের এই একটা বিষয় আমাকে পাগল করে দেয়। বাতাসে যখন কপালের চুল সরে মনে হয় আস্ত একটা পৃথিবী বেড়িয়ে আসলো।কাজে যাওয়ার পথে প্রায় দেখা হয় তার সাথে, আজ প্রায় মাস পাঁচেক হলো তাকে আমি দেখে আসছি, কোন বাঙ্গালী ছেলে এতটা ব্যক্তিত্ব নিয়ে থাকে এই প্রথম দেখা।আমি নিজেই প্রচুর কথা বলি,কিন্তু কোনো ছেলের বেশি কথা বলা ভালো লাগেনা,তার নীরবতায় আমার ভিতরটা আরো বেশি সরব হয়ে উঠে।তার হাতের বইটা দেখে বুঝতে পারি সে বাঙালী।খুব পরিচিত হতে ইচ্ছে করে তার সাথে,একদিন পথ ভোলার ভান করে তার কাছে ঠিকানা জানতে চেয়েছিলাম,এত সুন্দর করে পথ চিনিয়ে দিলো মনে হয়েছিলো সারা জীবন পথ ভুল করে যাই তার থেকে পথ চেনার জন্য।একটি বারের জন্য জানতে চাইলোনা আমি কোন দেশী কোথা থাকি।
প্রতিদিন রেডি হয়ে জানালা দিয়ে উকি দেই,তার কাজে যাও্য়ার সময়টার সাথে আমার বের হবার ক্ষন মিলানোর জন্য।মাঝে মাঝে নিজেকে খুব বেহায়ায়া মনে হয়।
আজকে তার পিছু নিয়েছি,হেটে পারিনা লোকটার সাথে ,তার লম্বা লম্বা পায়ের সাথে তাল মেলানো খুব কষ্টের।তার পাশাপাশি এসে সময় জানতে গেলে মোবাইলে সময় দেখে এক শব্দে জবাব।এরপর নিরবে হেটে চললো কোনদিকে না তাকিয়ে,কি বিচ্ছিরি ব্যপার,নিজেকে খুব ছোট মনে হলো,মোবাইলতো আমারও আছে,আমিতো সেখানেও সময় দেখতে পারতাম,কি ভাবছে আমাকে ছেলেটা কে জানে,উফ মাঝে মাঝে কি যে বোকামী করে বসি আমি,নিজের উপর নিজেই বিরক্ত হলাম,ইচ্ছে করে হাটার গতি কমিয়ে তার পিছে পড়ে গেলাম।
........................
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯
দিয়া আলম বলেছেন: হায় হায় আপনি পড়ে ফেলেছেন আমার ডায়রী আচ্চা বলুনতো ডায়রী লক করা যায় কিভাবে?
অনেক ধন্যবাদ বিদ্রোহী
ভালো থাকবেন
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
এখানেতো লক করা যায় না..
এখানে তাই লিখূন যা সবার জন্য উন্মুক্ত থাকবে। ফেসবুকে আপনি ষ্ট্যাটাস লিখে অনলি মি দিলে অন্য কেউ দেখবে না। কিন্তু ব্লগে তা হবার নয়...
ভাল থাকুন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪
দিয়া আলম বলেছেন: ওহ তাইতো, আমি ভেবেছি কেউ পড়তে পারবেনা হিহিহিহ
ধন্যবাদ তথ্য দেয়ার জন্য
ভালো থাকবেন
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩
ইমরাজ কবির মুন বলেছেন:
ব্যাপার না, এমন হয়।
ভাল লিখসেন ||
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭
দিয়া আলম বলেছেন: আরে ধুর!!!! কি বলেন এটা কোন লেখা হলো? ব্লগে কিছু লেখা পড়েতো আমি কেঁদে মেদে একাকার। এমন করে মানুষ কিভাবে লেখে ওহমাইগড!!!!!!!!!!
পড়ছি আর শিখছি, একদিন সত্যি সত্যি পারবো ,কি বলেন?
ধন্যবাদ মুন ভাইয়া
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯
কল্লোল পথিক বলেছেন: এত সুন্দর করে পথ চিনিয়ে দিলো মনে হয়েছিলো সারা জীবন পথ ভুল করে যাই তার থেকে পথ চেনার জন্য।
বাহ!চমৎকার লিখেছেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
দিয়া আলম বলেছেন: আসলেই তাই, আমার দিকে না তাকিয়ে এমন ভাবে বলে যাচ্ছিলো আর আমি তার বচন ভন্গী দেখে অবাক তাকিয়ে ছিলাম,সে কি বলছে সেদিকে মন ছিলোনা,
"এত সুন্দর করে পথ চিনিয়ে দিলো মনে হয়েছিলো সারা জীবন পথ ভুল করে যাই তার কাছে পথ চেনার জন্য। "
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
অনেক ভালো থাকবেন
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন:
না পারার কারন নাই ||
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩
দিয়া আলম বলেছেন: ধন্যবাদ মুন
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই পথ যদি শেষ না হতো ..............
একদিন পথ শেষ হয়ে যায় ঠিকি।
লিখতে থাকেন একদিন পথপরে তার খুজ পাবেন যাকে খুঁজেন মনে মনে । তবে যাকে ভাল তাকে নয় যার আপনাকে ভাল লাগে তাকে পেয়ে যান তাতেই সুখী হবেন জনম জনম।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৭
দিয়া আলম বলেছেন: উপদেশ পরামর্শএর জন্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবেন
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ সাবলীল লেখনি আপনার। আরো লিখুন। শুভেচ্ছা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯
দিয়া আলম বলেছেন: কেমন আছ আপু,? মন্তব্যের জন্য ধন্যবাদ
ভালো থেকো
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার লেখার ধাঁচ ভাল। ব্লগে স্বাগতম।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭
দিয়া আলম বলেছেন: এটা সাহিত্য নয় ভাইয়া, ঠিক যা যা ঘটেছিলো তাই এখানে বলেছি, বিন্দু মাত্র সাজাইনি এবং বাড়িয়ে বলিনি, সামনে যা ঘটবে তাই ঠিক ঠিক তুলে ধরবো এখানে, আজকের ঘটনটার লেখার ইচ্ছে আছে
মন্তব্যের জন্য ধন্যবাদ
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩
বিজন রয় বলেছেন: আপনার লেখার হাত আছে।
++++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৯
দিয়া আলম বলেছেন: সত্যি বলছেন তো? সাহস করে শুরু করবো নাকি লেখা?
উৎসাহের জন্য আন্তরিক ধন্যবাদ বিজন, আপনার নামটা সুন্দর
ভালো থাকবেন
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০১
বিজন রয় বলেছেন: পারতপক্ষেঃ আমি অন্য সবকিছুকে একদমই হালকা করে দেখিনা। আপনাকে যে বললাম আপনার লেখার হাত আছে সেটা অবশ্যই মন থেকে বলেছি। পৃথিবীর যে কোন সৃষ্টি আমার কাছে তাই সবসময় মূল্যবান ও অর্থপূর্ণ, যে হোক ভাল কিংবা মন্দ। আমার এই কথাগুলোর প্রমাণ পাবেন যদি অনেকদিন ব্লগে থাকেন এবং আমার খোঁজ-খবর রাখেন।
লিখুন, লিখুন, লিখুন যা মন চায়।
শুভকামনা। ভাল থাকেন সবসময়।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩
দিয়া আলম বলেছেন: সত্যি খুব ভালো লেগেছে আপনার কথা গুলো পড়ে
ভালো থাকবেন আসবেন
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরেরবার হাটার গততি কমাবেন না।
অনেক সুন্দর করে লিখেছেন। বিশেষত প্রথম দিকটা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২১
দিয়া আলম বলেছেন: হাই রাজপু্ত্র কেমন আছেন?
জ্বী এবার আর পিছিয়ে পড়িনি, কথা হয়েছে তার সাথে,সেই আনন্দটা আপনার সাথেই প্রথম শেয়ার করলাম ।কিন্তু ব্লগে কিভাবে লেখা যায় ভাবছি, গুলিয়ে ফেলবো মনে হয়
ধন্যবাদ মন্তব্যের জন্য
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০২
প্রামানিক বলেছেন: কাহিনী দারুণ লাগল। ধন্যবাদ
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮
দিয়া আলম বলেছেন: সত্যি বলছেন ভাইয়া?
আপনি হলেন ব্লগের মহা কবি, বাপরে বাপ কিভাবেযে লেখেন এমন সুন্দর ছন্দ মিলিয়ে,আমি সারা জীবনেও এমন এক লাইন ছন্দ মিলাতে পারবোনা।
আপনার উৎসাহ আমাকে সাহস দিবে
ভালো থাকবেন ভাইয়া
১৩| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪২
ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত! চলুক লেখার ধারাপতন।
১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৫
দিয়া আলম বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে ভ্রমর ভাইয়া /ডানা আপু
ভালো থেকো তোমরা
১৪| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৯
রুদ্র জাহেদ বলেছেন: পরেরবার ইচ্ছেটা আরো ভালোভাবেই পূরণ করে নিবেন ভাল্লাগছে
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৪
দিয়া আলম বলেছেন: জী অবশ্যই করবো রুদ্র ভাইয়া
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আবেগ বড় বালাই
কোতা থেকে যে কোথা নিয়ে যায়..........
স্বাগতম ব্লগে.. লিখূন হাত খুলে