![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-আপনি কি বাংলাদেশি?
-জী, আপনি?
- হুম আমিও, আপনি চাইলে এখানটায় বসতে পারেন।
-না না আমি ঠিক আছি,আপনি বসেন।
-আমার দাড়ানোর অভ্যাস আছে।কোন সমস্যা নেই আপনি বসে পড়ুন,না হয় সিট হারাবেন।সারা পথ দাড়িয়ে যেতে হবে।
আমি বসে গিয়ে তাকে ধন্যবাদ জানালাম, যেই মানুষটার সাথে একটু কথা বলার জন্য কতনা অযুহাত খুজেছিলাম এতদিন আজ সেই মানুষটা আমাকে তার সিট ছেড়ে দিলো,কিন্তু মানুষটা চাইলে আমার সামনেই দাঁড়াতে পারতো,তা না করে কিছুটা দুরে সরে গিয়ে নিজেকে আড়াল করে আপন মনে কি যেন পড়ছে।যতটা ভালো লাগা কাজ করছিলো এখন তার চেয়ে বেশি বিরক্ত লাগছে,এখানে সব বিদেশি, সারা পথ মুখে তালা দিয়ে যেতে হয় প্রতিদিন,পরিচিত কেউ সাথে থাকলে পথের দুরত্ব কমে যায়,কেমন মানুষরে বাবা এটা। ট্রেনে দেয়ালে হেলান দিয়ে নিচের দিকে তাকিয়ে হাতের বইটা পাতার পর পাতা পড়ে যাচ্ছে,কপালের চুল গুলো কিছুটা ঝুলে নিচে নেমে আসায় সুন্দর চোখটা পর্যন্ত ঢেকে আছে,আমার আসলে ভাগ্যটাই খারাপ, জীবনে যা কিছু মন থেকে চেয়েছি তা আমার থেকে হাজার মাইল দুর দিয়ে চলেছে।
কোন কিছু আমি জীবনে সহজে পাইনি, একটা গুরুত্বপূর্ন পরীক্ষার রেজাল্ট দিয়েছে সেদিন সবাই আনন্দ করেছে আমি পারিনি,ভালো রেজাল্ট করেও আমি ফেলের ফিলিংস নিয়ে বাসায় ফিরেছি, তিন দিন পর খবর এলো আমার রেজাল্ট ভূল এসেছে,যদিও আমার আত্মবিশ্বাস ছিলো ,কোথাও কোন ভুল হয়েছে।
যেদিন প্রথম ভিসার জন্য দাড়ালাম সেদিন ভিসা ফি ভুলে বাসায় রেখে এসেছিলাম,আম্মু আমাকে যাচ্চে তাই বকা দিলো,অপয়া অলক্ষে বাংলার যত কপাল পোড়া শব্দ ছিলো সেদিন সব আমার জন্য ডিকশনারী খুঁজে খুঁজে তুলে এনেছিলেন,কান্না ছাড়া আর কিছুই বলার করার ছিলোনা,
প্রথম যে প্রেম পত্রটা পেয়েছিলাম সেটা দিয়েছিলো এক দুর সম্পর্কের মামা। বেটারে সারা জীবন মামা বলে ডেকে আসছি সে নাকি আমাকে প্রেমের চিঠি দিলো,এই যান্ত্রিক যুগে মোবাইল ইমেল সব বাদ দিয়ে সে সেজেছে চন্ডিদাশ না কি বলে,যাই হোক মরুক সে,তবুও কৌতুহল বশত চিঠিটা খুলে পড়তে গিয়ে গা গুলিয়ে আসছিলো আমার, উফ!!!!!!!!!!!!
তার উপর আমার কোন রাগ হয়নি,যত রাগ হয়েছে আমার নিজের উপর, আকাশের দিকে তাকিয়ে খোদাকে বললাম প্রেম পত্র দিবাই যখন তাও এই মানুষ থেকে? আবার এমন ভাষায়? খোদা জবাবে কি বললো জানা হয়নি সেদিন।
এসব ভাবতে ভাবতে তাকিয়ে দেখি উনি এরি মধ্যে হাওয়া,কোন ফাঁকে কোন ষ্টেশানে নেমেছে তাও দেখিনি।কাজ শেষে বাসায় এসে কোন ভাবেই হিসেব মিলাতে পারিনি আমার দিনটা আজ কেমন গেলো,ভালো নাকি মন্দ,
প্রিয় পাঠক আপনাদের কি মনে হয়?
(জানি বানান ভুল আছে অনেক,ক্ষমা করবেন সবাই)
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০২
দিয়া আলম বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭
জুন বলেছেন: এমনটি অনেকের জীবনেই হয় দিয়া আলম । সামান্য থেকে অনেক অনেক বড় ভুল করে ফেলে নিজের অজান্তে যা পরে মনে হয় নিজের কাছেই ক্ষমার অযোগ্য।
ভালোলাগলো কাহিনী
+
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১
দিয়া আলম বলেছেন: এই ব্লগে তোমার পদার্পন সে আমার সৌভাগ্য আপু।
অনেক অনেক ভালো থেকো
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বিচিত্র জীবন, অগোছালো জীবনকে আমারা সাজানোর হাজার চেষ্টা করি। নিজের মতো করে একটা ছক টেনে সেই ছকে জীবনকে পরিচালিত করার চেষ্টা করি। কিন্তু বাস্তবতা হচ্ছে, জীবন কখনো ছকে চলেনা।
সুখের জন্য সবচেয়ে বেশী প্রয়োজন আত্ব তুষ্টি।
লেখায় মুগ্ধতা। শুভকামনা নিরন্তর।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:২৬
দিয়া আলম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ
ভালো থাকবেন শামীম
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩
কল্লোল পথিক বলেছেন: ভাল লাগল আপনার ব্যাক্তিগত অভিজ্ঞতা।
শুভ কামনা জানবেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:২৬
দিয়া আলম বলেছেন: আপনার জন্য শুভ কামনা ভাইয়া
আপুটা আসেনা কেন ব্লগে?
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
ইমরাজ কবির মুন বলেছেন:
ki theke ki hoiLo ami kichu bujhinai
apnar thikana diyen, amio ekta potro pathai
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:২৭
দিয়া আলম বলেছেন: হাই মুন..
আচ্ছা দেবো, পাঠাবেন কিন্তু
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
চলার পথে ভিড়ের মাঝে আমি কথা বলি না; ভিড় না থাকলে কথা বলি; আপনি সুখী হবেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:০৫
দিয়া আলম বলেছেন: আরে!! সেই মানুষটা কি আপনি ছিলেন নাকি ভাইয়া হিহিহি
আমি সুখী হবো মানে কি? কিভাবে বুঝলেন ? কেন বললেন? বিস্তারিত বলে যান
তবে সত্য বলেছেন, আমাকে অসুখী করার ক্ষমতা কারো নেই, আমি তার বুক চিরে সুখ টেনে আনবোই
মন্তব্যের জন্য ধন্যবাদ
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
"আমি সুখী হবো মানে কি? কিভাবে বুঝলেন ? কেন বললেন? বিস্তারিত বলে যান "
-যারা চাঁদকে নিয়ে কবিতা লেখেন, তারা সুখী; যারা চাঁদে মানুষ নামানোর জন্য রাতদিন কাজ করেন, তারা সুখী হওয়ার কথা নয়।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৩
দিয়া আলম বলেছেন: আপনি এত কঠিন করে কথা বলেন আমি কিছুই বুঝিনা , একটু সহজ করে বলতে পারেননা আপনি?
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৮
অন্তঃপুরবাসিনী বলেছেন: মামার চিঠির কথা পড়ে অনেক হাসলাম।আমার মনে হয় দিনটা আপনার ভালো ই গেছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩১
দিয়া আলম বলেছেন: তোমার মুখে জয় লাগুক আপু, দিনটা যেন ভালো কিছুই বয়ে আনে ।
অনেক ভালো লাগলো এমন সুন্দর নামে মানুষের মন্তব্য পেয়ে
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮
সুমন কর বলেছেন: লেখা ভালো লাগল।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫
দিয়া আলম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন কবি
ভালো থাকবেন
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
আবু শাকিল বলেছেন: প্রথম যে প্রেম পত্রটা পেয়েছিলাম সেটা দিয়েছিলো এক দুর সম্পর্কের মামা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৩
দিয়া আলম বলেছেন: আপনি হাসছেন ভাইয়া? আর আমার রাগে গা জ্বলেছিলো
অনেক অনেক ধন্যবাদ শুভ কামনা আমার ব্লগে এসে মন্তব্য করার জন্য
ভালো থাকবেন
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২
ইমরাজ কবির মুন বলেছেন:
hey.
amito pathaboi. kintu apnar kache na pouchaLe bujhben post office er dosh
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৫
দিয়া আলম বলেছেন: যেই নিরামিষটার কথা বলেছি সে যদি আমাকে প্রেম পত্র না দেয় এই বছরের মধ্যে তাহলে তা তোমাকেই লিখতে হবে মুন ভাইয়া
ভালো থেকো
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেটার কি দুষ বলেন তার হয়তো কোথায় আর পাঠানোর মতো যায়গা ছিলনা। আর আপনিও ত কাউকে কারোর কাছ থেকে এমন পত্র পাননি। যাই হোক তেতু আর মিঠে এই মিলেই জীবন। শুভকমানা আপনার জন্য।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৩
দিয়া আলম বলেছেন: হিহিহিহিহিহি
আপনার জন্য শুভ কামনা
১৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: বেচারা মামার জন্য অামার মায়া লাগছে । এমন একজনকে ভালো লাগলো...! কী অার করা যাবে! যাহোক, কাহিনী ভাল্লাগসে!
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০২
দিয়া আলম বলেছেন: আপনাকে আপনার দুর সম্পর্কের খালা হয় এমন কেউ প্রেম পত্র দিলে কেমন লাগবে?
মন্তব্যের জন্য ধন্যবাদ সাধু ভাইয়া
ভালো থাকবেন
১৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১
সাইফুল আলম বিজয় বলেছেন: আমার যাদের ভাল্লাগে তারা কোন না কোন ভাবে ভাগ্নি হয়ে যায় , না হয় ফুফু, , , , ,
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬
দিয়া আলম বলেছেন: রাশিতো দেখি খুবই খারাপ আপনার হিহিহিহিহি
ভালো থাকবেন
১৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: অামার এক অান্টিকে ভালো লেগে গিয়েছিলো, সম্পর্কটা খুব কাছের । লাজ-শরমের ব্যাপার-স্যাপার! অনেক কষ্টে নিজেকে নিবৃত্ত রাখতে হয়েছে ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭
দিয়া আলম বলেছেন: হায় হায় সবার দেখি একি অবস্থা, শুধু শুধু আমার মামুটারে বকা দিলাম
১৬| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৭
ইশতিয়াক ফাহাদ বলেছেন: আকাশের দিকে তাকিয়ে খোদাকে বললাম প্রেম পত্র দিবাই যখন তাও এই মানুষ থেকে? আবার এমন ভাষায়? খোদা জবাবে কি বললো জানা হয়নি সেদিন।
হা হা হা ।।ভাল লাগল
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৪
দিয়া আলম বলেছেন:
ভালো থাকবেন
১৭| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩১
রুদ্র জাহেদ বলেছেন: ভালোই গেলো একরকম লেখা ভাল্লাগছে
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৫
দিয়া আলম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রুদ্র
১৮| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪১
আহমেদ জী এস বলেছেন: দিয়া আলম ,
আপনার দিনটি কেমন গেলো জানিনে তবে গল্পে আবারও প্রমান হলো , যাহা চাই তাহা ভুল করে চাই - যাহা পাই তাহা চাইনে !
বেশ ঝরঝরে লেখা । রসবোধও আছে লেখায় ।
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৩
দিয়া আলম বলেছেন: কোথায় দেখলে তুমি আমার ঝরঝরে লেখা, ওটাই বলেছি ঠিক যা যা হয়েছিলো,তবুও প্রশংসার জন্য তোমাকে ধন্যবাদ।এখানে মানুষ গুলো এই যায়গায় একদমি কার্পন্য করেনা জানো, দুটো বিষয় এখানের মানুষ গুলোকে হ্যাপি রাখে সব সময়, এক যত অচেনাই হোক চোখা চোখি হলেই একটা মুসকি হাসি আর যত ছোট কাজই হোক বাহবা দেয়া প্রশংসা করা। আমাদের দেশে এই চর্চা টুকু থাকলে আমাদের যাবতীয় সমস্যা গুলো অনেকটাই দুর হতো।প্রতিটা সম্পর্ক সুন্দর হয়ে উঠতে দিনে দিনে।
এই ব্লগেই দেখনা কি হয়, প্রতিদিন ১০০ টা মন্তব্য থাকলে তার মধ্য ৯০ টা মন্তব্য থাকে কারোনা কারো বিপক্ষে।
তোমার জগৎ বিখ্যাত মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ
ভালো থেকো আপন মহীমায়
১৯| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এইরে সেরেছে
এখানে এতকিছু! আর আমার খবর নাই???
ওদিকে আমার শাস্তিতে কারা যেন হীরা মনি মুক্তো বিলায়
ভালু ভালু
তা মামাটারে বকার আগে ইট্টু বাংলা সাহিত্য পড়লে হোত না। রাধা-কৃষ্ণ উপাখ্যান টুকু। তবে রাধা না হরেও অন্তত বকাতো দিতে না
সুন্দর অকপট প্রকাশে ভাললাগা ++++++++
০৯ ই জুন, ২০১৬ ভোর ৫:৩৫
দিয়া আলম বলেছেন: তোমাকে ধন্যবাদ ভীতু ভাইয়া ,নাহ থুক্কু ভৃগু হবে
ভৃগু তুমি কি প্রেম করো বা করেছো? তুমি কি খালি ঝারি খাইতা?
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯
প্রামানিক বলেছেন: কাহিনীটা ভালই লাগল। ধন্যবাদ