![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি এই দেশের সরকার প্রধান হতাম তাহলে সপ্তাহ থেকে রবিবারটা তুলে দিতাম, এটা যে কতটা বিরক্ত কর তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি,আগে এই রবি বারটার জন্য খুব করে পথ চেয়ে থাকতাম, এখন সেটাকেই বিরক্ত লাগছে, কষ্টের মধ্যে সব চেয়ে বড় কষ্ট ছিলো সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়া, অদ্ভুদ ব্যপার হলো সেটাই আজকে অনেক মধুর হয়ে ধরা দিলো আমার জীবনে।চিত্তানন্দে আমার কাজে যাওয়ার দৃশ্য আমার পরিবারের সবার নজর কেড়েছে। আম্মুতো সেদিন বলেই বসলো আমার বিশাল পরিবর্তন কিভাবে হলো,যেখানে প্রতিদিন আম্মু ঘুম থেকে ওঠানোর জন্য ঢাল তলোয়ার নিয়ে হাজির হতো সেখানে আমি আগেই উঠে বসে থাকি,আমার এমন বিষয়টা ওনাদের যতটা খুশি করেছে তার চেয়ে কপালে দুঃশ্চিন্তার ভাজ টুকুই দেখলাম বেশি।
এই মানুষটাকে এক নজর দেখতে আমার এই পরিবর্তন আমাকেও অবাক করে দিলো,চাকুরী জীবনের দুই বছরে যেই অভ্যাস টুকু শত চেষ্টা করেও পারিনি সেটা আজ এমনি এমনি হয়ে গেলো,তবে ভালৈ হয়েছে তাকে জীবনে পাইবা না পাই অন্তত চাকুরী ক্ষেত্রে ভালো কিছু করতেতো পারবো, বস মানুষটা এমনিতে আমার কাজে সন্তুষ্ট,শুধু দেরি হয়ে যাওয়াটা মেনে নিতে পারেনা, আমার ডেস্কে এসে একটা কথাই বলবে -দিয়া সময়ের প্রতি নজর দাও,আমি সুবোধ বালিকার মত শুধু বলে যাই জী আচ্ছা,
এখানে সময়ের আগে চলতে হয়,আপাতত এই অভ্যাসটা রপ্ত করি এই সুযোগে .......... একটা গান মনে পড়ে গেলো
যা রবি বার যা যা ............................. এমন কিছু একটা হবে মনে হয়
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০২
দিয়া আলম বলেছেন: সাবলিল কিনা জানিনা আপু, শুধু জানি এসব আমার বর্তমান
মন্তব্যের জন্য ধন্যবাদ আপু
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: অাবার দেখা হলে স্ট্রেটকাট বলে ফেলেন । নইলে পরে পস্তাতে হবে ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩
দিয়া আলম বলেছেন: কি বলবো সাধু ভাইয়া সেটাইতো বুঝতে পারছিনা, আর তার যেই চোখ যতটা সুন্দর ততটা ভয়ংকর, ঐ চোখে তাকিয়ে আমি কেন ফুলন দেবীও কিছু বলতে সাহস পাবেনা
পরামর্শের জন্য ধন্যবাদ
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
কল্লোল পথিক বলেছেন: চমৎকার লিখেছেন।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
দিয়া আলম বলেছেন: কেমন আছো কল্লোল ভাইয়া? আপুটা আসেনা কেন?
ধন্যবাদ মন্তব্যের জন্য
৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কাউকে মনে ধরলে বলে ফেলাই ভালো আপু, পরে আফসোস থাকে না।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩
দিয়া আলম বলেছেন: তোমার কথা রাখবো ভাবতেছি, বকা দিলে তোমার দোষ।
আপু তোমার বইটা আমার চাই।
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
জুন বলেছেন: সুন্দর অনুভূতির কথা বলেছেন দিয়া আলম। যা যা যা রবিবার যা যা
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
দিয়া আলম বলেছেন: আপূুঊঊঊঊঊঊ তুমি একটা দারুন মানুষ, আজকে সারা দিন তোমার পোস্ট পরে সময় কাটিয়েছি, তুমি অনেক লাকি একটা মানুষ, উফ এত কিছু জানো তুমি, আমাদের দেশের নারীর এত গুন তুমি প্রমাণ।
জী গানটা এমনি
ধন্যবাদ তোমাকে আপু
৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহা।
কৈ থাকেন ?
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯
দিয়া আলম বলেছেন: মহাশূন্যে মুনের পাশে হিহিহিহিহিহ
৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা আপু বকা দেবে কেন , খুশি হবে, দেখবেন। সময়মত পোলাও কোরমার দাওয়াতও চাই কিন্তু।
আপু আমার বইটা অনলাইন অর্ডার করার জন্য রকমারিতে পাওয়া যাচ্ছে। লিংক পোস্টে দিয়ে দিয়েছি।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২
দিয়া আলম বলেছেন: সে আমাকে দিয়ে হবেনা আপু, এভাবেই যাবে দিন, আর ঐটা আরেক পাথর, মেয়েদের চেয়েও কঠিন।আমাকে পাত্তাই দেয়না আপু
তোমার পোস্টে গিয়ে দেখবো
ধন্যবাদ আপু
৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫
দিয়া আলম বলেছেন:
৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬
বিজন রয় বলেছেন: ছোট লেখা কিন্তু সাবলিল।
০১ লা মার্চ, ২০১৬ সকাল ৭:৪৩
দিয়া আলম বলেছেন: অনেক ধন্যবাদ রয়
১০| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৩১
মাহবুবুল আজাদ বলেছেন: আহারে ,
লেখাটা অনেক ভাল লাগল।
০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৩৩
দিয়া আলম বলেছেন: লেখা আর কোথায় দেখেছেন ভাইয়া, এসব আমার দিনে ঘটে যাওয়া ঘটনা । রং হীন রবিবারের মত রংহীন লেখা
মন্তব্যের জন্য ধন্যবাদ
১১| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৯:০২
অন্তঃপুরবাসিনী বলেছেন: যে তোমার এত উপকার করল,
তাকে থ্যাংকস দিতে ভুইলো না কিন্তু।
০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৬:৫৮
দিয়া আলম বলেছেন: ঠিক বলেছো আপু,মানুষটা আমার উপকার করেছে বৈকি,
জি ধন্যবাদ অবশ্যই দেব আজ হোক আর কাল হোক
ধন্যবাদ মন্তব্যের জন্য তোমাকে
১২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৩৬
সুমন কর বলেছেন: ধরা যাক আজ রোববার কোনো কাজ নেই
ধরা যাক আজ রোববার কোনো তাড়া নেই
শুয়ে থাকা যাবে যত চাই সারা বিছনায়
বেশ করব শুয়ে থাকব আজ রোববার ---
আমার কিন্তু রবিবার বন্ধ !!
লেখা ভালো হয়েছে।
০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৬
দিয়া আলম বলেছেন: আপনি কোথায় থাকেন? বাংলাদেশে তো রবি বার বন্ধ হয়না?
ধন্যবাদ কর ভাইয়া
১৩| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৩
অন্তঃপুরবাসিনী বলেছেন: আপু ব্লগে দেখাই যায় না তোমাকে।
তাকে ধন্যবাদ কি দিতে পেরেছ?
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১২
দিয়া আলম বলেছেন: আপু সে অনেক কাহিনী ,কাজের চাপে লেখার সময় পাচ্ছিনা। কখন যে তোমাকে বলবো সেই আশায় আছি। সানডে পোস্ট দেবো।
এই দিকে আমাদের বাসায় এক বিচ্চু আছে সে বের করে ফেলেছে আমার নাম ব্লগ কেন যে নিজের নাম দিতে গেলাম আপু
ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য
ভালো থেকো
১৪| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৮
সুমন কর বলেছেন: বাংলাদেশেই থাকি !!!
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৩
দিয়া আলম বলেছেন: ওহ.....
১৫| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৪
অন্তঃপুরবাসিনী বলেছেন: হি হি হি!! বাসায় ধরা খাইছো?
দেখছো আমার মাথায় কত্ত বুদ্ধি!
আমি নিজের নামে একাউন্ট খুলিনি।
কিন্তু এখন ব্লগে যে মাল্টির পাল্টি হচ্ছে তাতে আমার মাথা ঘুরতেছে!
আমার মনে হয় নিজের নামে লিখলে স্বাধীনতা কিছুটা কমে যায়। তাই বলে স্বাধীনতার এমন অপব্যবহার!
আর এক এক জনের এত এত নিক!!
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৭
দিয়া আলম বলেছেন: আপু ফাইনালী এই নামে নো মোর ঘটনা পোষ্টনা, নিউ আইডি কামিং হিহিহিহিহোহোহহহাহাহহুমহুমু
ব্লগের কান্ডফ্যকটরী দেখেতো আমি মাটি থেকে আকাশে ।
মাফ চাই বাবা এখানে সাবধানে থাকতে হবে দেখছি আপু
ভালো থেকো আপু
১৬| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৭
ভ্রমরের ডানা বলেছেন: আমারো একটা গান মনে পড়ল
যারে পাখি তারে গিয়ে বল না
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪০
দিয়া আলম বলেছেন: হিহিহিহিিহ পাখি গেলে হবেনা তাকে আসতে হবে
ধন্যবাদ
১৭| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪০
প্রামানিক বলেছেন: সুন্দর অনুভূতির কথা বলেছেন বোন দিয়া আলম। লেখার জন্য ধন্যবাদ।
১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৬
দিয়া আলম বলেছেন: মাথা ঝুকে দিলাম ভাইয়া হাত বুলিয়ে দোয়া করে দাও আমাকে
ভালো থেকো সব সময়
১৮| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২১
রুদ্র জাহেদ বলেছেন: যা রবি বার যা যা ................
নতুনভাবে গতি আসছে ভালোইতো।তাকেও বলে দিবেন কিন্তু আপুনি
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৬
দিয়া আলম বলেছেন: জী ভাইয়া আমি থেমে থাকার মেয়েনা। বনিতা করা আমাকে দিয়ে হয়না, আমার যা ভালো লাগে আমি সোজা সাপ্টাই বলে দেই, কারো পছন্দ হলে ভালো না হলে আমাকে বকা দিবে এইতো, দিলে দেক হু কেয়ার
অসম্ভব ভালো থাকবেন রুদ্র ভাইয়া
১৯| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৪
ডাই হার্ড বলেছেন:
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৬
দিয়া আলম বলেছেন: আমার কষ্টে আপনার হাসি পাচ্ছে?
ওহ হাসিতো পাবেই,নামতো আপনার শুকনো হৃদয়,হাসেন মন খুইলা হাসেন
ধন্যবাদ
২০| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২০
অন্তঃপুরবাসিনী বলেছেন: দিয়া আপু বড়ই বৈচিত্র্যময় এ ব্লগ!! তুমি আইডি খোলার আগে কেমন পরিচিত ছিলে ব্লগের সাথে? মানে আগে থেকে পড়তে না?
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৮
দিয়া আলম বলেছেন: নারে আপু,একদমি না, আমার কাজিন বজ্জাত এসে এটা খুলে পড়তেছে দেখে আমি জানতে চাইলে তখন আমাকে সব দেখায়, যদিও তার আইডি কোনটা বলেনি আমাকে, বললো তোকে কমেন্ট করবো দেখি ধরতে পারিস কিনা। এইভাবেই চেনা শুরু। ব্লগটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি, বাসায় এসে ফ্রেশ হয়ে না খেয়ে ব্লগে বসি। কিন্তু একটু আগে একটা মন্তব্য জবাব আমার মন খারাপ করে দিসে
কেমন আছো তুমি আপু?
২১| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৫
অন্তঃপুরবাসিনী বলেছেন: ভালো ভাই।
মন্তব্যের জবাবটা আমিও পড়েছি।
আমি অনেক আগে থেকেই এই ব্লগটা পড়তাম।
থাকো ধীরে ধীরে সব বুঝবা।
মন খারাপ করে হারিয়ে যেওনা যেন।
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৬
দিয়া আলম বলেছেন: ব্লগ লগিন করে আমি সবার আগে নোটিফিকেশন ফলো করি,সব মন্তব্য জবাব দিয়ে তারপর ব্লগের অদেখা পোস্ট গুলো দেখি। ভালো লাগলে মতামট জানাই। এর মধ্যে আবার কোথায় ভুল করলাম কাকে কি বললাম আমার কিছুই মনে পড়ছেনা। কিন্তু আপুটা কেন এটা বললো বুঝতে পারিনি।
নাহ আপু, আমি নেট পেট ব্লগ বাধ্য কেউ নই,আমাদের অনেক খেটে বাচতে হয়,এত সময় নেই এটা নিয়ে মাথা খাটানোর, কারো উপর জেদ করে আমি কিছু করিনা, আমি যা করি আমার নিজের ভালো লাগা মন্দ লাগা থেকে করি।
তোমার কথা বলো, তোমার গল্প শুনি,আজকে আর কোন পোস্ট পড়বোনা কমেন্ট করবোনা, আসো আমরা আড্ডা দেই,
২২| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৩
অন্তঃপুরবাসিনী বলেছেন: হি হি হি।
তুমি কি আর একটা জিনিস দেখছো? আমার আগে যিনি তোমাকে মন্তব্য করেছন। তিনি আইডি খুলে মাত্র তিন জনের ব্লগে কমেন্ট করেছেন। তার মধ্যে দুই ভাগ্যবান তুমি আর আমি!!
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৩
দিয়া আলম বলেছেন: আপুটা এসে এখন আর আসেনা, কল্লোল ভাইয়াকে জিগাসা করেছিলাম ওনার কথা, ওনাকে আমার মনে থাকবে, তোমাকেও কমেন্ট করেছে দেখিনি। আর তুমি আমি পাশাপাশি থাকি লিষ্টে
২৩| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১১
অন্তঃপুরবাসিনী বলেছেন: তুমি কালে মিন করলে বুঝলাম না। আমি ডাই হার্ড ভাইয়া/আপুর কথা বলেছি।
যায় হোক, হেনা ভাইয়ার "বউ চোর" গল্পটা পড়তে পারো।
খুব মজা পাইছি।
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৭
দিয়া আলম বলেছেন: ওহ আমি ভুল বুঝেছি,
এখন বুঝেছি।
কোন হেনার কথা বলছো আপু? লিন্ক দাও
২৪| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৪
অন্তঃপুরবাসিনী বলেছেন: view this link
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৫
দিয়া আলম বলেছেন: ধন্যবাদ আপু
২৫| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:২৬
খায়রুল আহসান বলেছেন: যা রবিবার যা যা... - এমন গান কোনদিনই শুনিনি!
লেখাটা ছোট্ট হলেও খুব ভাল লেগেছে। একটা ক্ষণিক অনুভূতিকে বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০
কাওসার পারভীন বলেছেন: সুন্দর সাবলীল লেখা।ভালো লাগলো।