![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- আম্মু তুমি কিছু বলবা?সেই কখন থেকে দেখছি দরজার কাছে এসে চলে যাচ্ছো।
- হুম,কি করছিস তুই?
- তেমন কিছুনা, তুমি বলো কি বলবা..
-ছেলেটাকে আমি চিনি,আমাদের পাশের ব্লকে থাকে,রিমি ভাবির ভাইয়ের ছেলে।
-কোন ছেলের কথা বলছো তুমি?
-ঐযে যার পিছে পিছে তুই বেহায়ার মত হাটিস।কবিতা লিখিস আরো কত কি।
-মানে?
- ছেলেটা বিবাহীত,বছর খানেক হলো এখানে আসছে।একাই আসছে,বউকে আনেনি।সম্ভবত সামনের বছর নিয়ে আসবে কাগজ পত্র জমা দিয়েছে।
-তুমি কিভাবে বুঝলে এই ছেলে সেই ছেলে?( বুকের ভেতরটা কেঁপে উঠলো,নিজেকে সামলে নিয়ে আম্মুর কথা গুলো শুনছিলাম)
- কয়দিন ধরে আমি আর দিবা তাকে ফলো করে বের করেছি, দিবাই ছেলেটার পিছে পিছে গিয়ে বাসা দেখে আসছে।বাসার নাম্বার বলাতে আমি বুঝতে পেরেছি এটা রিমি ভাবির বাসা,গতকাল বিকেলে হাটতে হাটতে ভাবির বাসায় যাই,প্রসঙ্গত উনি বললো তার ভাইয়ের ছেলের কথা।আমি বের হবার আগেই ছেলেটা বাসায় ফিরেছে,আমাকে সালাম দিয়ে ভিতরে চলে গেছে।
-আম্মু তুমিনা... কেন এমন করতে গেলে? আর আমিতো এমনি এমনি এসব লিখেছি,সিরিয়াস কিছু থেকে এসব লিখিনি আম্মু।ব্লগে নতুন তো তাই লেখার জন্য যাষ্ট একটা হিন্টস খুজতে গিয়ে এসব করেছি,।
-কি বলিস!!!!!,এসব তোর ইনিয়ে বিনিয়ে লেখা? মিথ্যা? তাহলে এসব লিখে কি লাভ?মনের সাথে খেলা করে এসব গল্প কবিতা দিয়ে মানুষের কি উপকারটা হয় বলতো?
- আম্মু তুমি এখন যাওতো।আমার এসব নিয়ে কথা বলতে এখন ভালো লাগছেনা।
-মন খারাপ?
- তুমি যাবে এখান থেকে?
আম্মু আমার মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেড়িয়ে গেলো।হঠাৎ করে মনে হলো আমার পৃথিবীটা থমকে দাড়ালো, বাসার ভয়ে এতদিন তার পিছু না নিলেও মনকে সামলাতে পারিনি এতটুকুও।একটা মাতাল টান অনুভব করি সব সময়। রাস্তায় হাটার সময় নিজের অজান্তেই আমার চোখ দুটো তাকে খুজে বেড়ায় এখানে সেখানে সবখানে।এমনি হয় আমার বেলায় সবকিছু,যাহা তিব্রভাবে চাই সেটাই আমার থেকে হারিয়ে যায়।মানুষটার নামটা পর্যন্ত জানা হলোনা আমার। একটা স্বপ্ন সুখ জন্মাতেই মারা গেলো।মানুষটা জানলোইনা আমার মধ্যে এতদিনে একটু একটু করে জন্মানো ভালোবাসার কথাটা,তাকে জানানো সৌভাগ্যটুকু আমার হলোনা,হয়তো আর কোনদিন বলা হবেনা,সেও জানবেনা কেউ একজন তাকে কতটা অনুভব করতো..............
---------- ভালো থেকো তুমি,তোমার সব কিছু নিয়ে। পৃথিবীটা তোমার সামনে মাথা নিচু করে বাঁচুক তুমি যতদিন বেঁচে থাকবে।
(আম্মু, আমি তোমার মেয়ে,আমার ক্ষুধা আমার আগে তুমি অনুভব করা মানুষ আমার মনের কষ্ট তুমি বুঝতে পারবেনা সেটা অসম্ভব,কিন্তু আম্মু তুমি কি জানো এই কষ্টের চেয়ে অনেক বেশি ভালো লাগাটা কি ছিলো? তুমিই প্রথম মা এই পৃথিবীতে যে কিনা মেয়ের জন্য চোরের মত কারো পিছু নিয়েছো।আর মেয়ে হিসেবে আমিও বুঝতে পেরেছি মানুষটা বিবাহীত হবার কথায় আমার মত তুমিও কষ্ট পেয়েছো,পেতেনা যদিনা তাকে চোখে না দেখতে।তুমিযে তোমার দিয়ার জন্য এমনি একজন রাজকুমার মনে মনে খোঁজো সে আমি জানি আম্মু।দোয়া করো তোমার দিয়া'র হাত কোন একদিন এমনি কোন রাজকুমারেই এসে ধরবে লাভ ই্উ মা )
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৮
দিয়া আলম বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে
অসম্ভব ভালো থাকুন
২| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমার লেখাগুলো দেখলে আমার মা কনফিউজড হয়ে যেত। এতো নাম।
ভালো থাকবেন।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৯
দিয়া আলম বলেছেন: এই জন্যইতো আপনি দিশেহারা
ভালো থেকো রাজপুত্র
৩| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০০
বিজন রয় বলেছেন: হা হা হা
সুন্দর ।
++++
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৯
দিয়া আলম বলেছেন:
ভালো থাকবেন রয়
৪| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৪
মানবী বলেছেন: "মানুষটা জানলোইনা আমার মধ্যে এতদিনে একটু একটু করে জন্মানো ভালোবাসার কথাটা,তাকে জানানো সৌভাগ্যটুকু আমার হলোনা,.."
- এই মুহুর্তে এটাকে ভালোবাসা মনে হলেও একসময় স্পষ্ট হবে এটা সামান্য ক্রাশ মাত্র! কৈশোর/তারুন্যের ঘোর!
আমার মন্তব্যটি অযাচিত ও বিরক্তিকর মনে হবে জেনেও করছি কারন এই ঘোরকে ভালোবাসা ভেবে ভুল করে অনেক অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যায় আবার কেউ কেউ তীব্র কষ্টের শিকার হয়। আমাদের আশেপাশে, পথে ঘাটে, সংবাদপত্র এমনকি ব্লগেও এধরনের উদাহরন অনেক...
এমন একজন অসাধারন মা পেয়ে আপনি নিঃসন্দেহে ভিষণ ভাগ্যবতী।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ দিয়া আলম, ভালো থাকুন।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৫
দিয়া আলম বলেছেন: আপু আমি দিনের বেলায় গাড়িতে দুরে এক জায়গায় যাওয়ার পথে তোমার ব্লগ পোস্ট পড়েছি, সন্দেহ নেই তুমি অনেক মেধাবী আপু, তাই তোমার কথা আমার জন্য ককনো বিরক্তির হবেনা নিশ্চিৎ থাকো আপু।
আপু আসলে এটা একটা ভালো লাগা মাত্র, আমাকে ইহা কখনোই ভাঙবেনা একটুও না, হয়তো মন খারাপ হবে,এটাই শুধু।
জী এটা ঠিক বলেছো আপু, আমার আম্মু আমার পৃথিবী,এতদিন নিজের ভাগ্য নিয়ে ভুল ধারণা থাকলেও এই প্রথম নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। আমি এখন বাজি ধরে বলতে পারি আমাকে কেউ অসুখী করতে পারবেনা কারণ আমার আম্মু আমার পাশে আছে।
তোমাকে অনেক অনেক অনেক ধন্যবাদ আপু, আমি তোমার মন্তব্যে নিজেকে ভাগ্যবতীই মনে করছি।
ভালো থেকো
৫| ২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: পৃথিবীর প্রতিটি মায়ের তুলনা সে নিজেই। কিন্তু এই মায়ের ভালোবাসা আমি অভাগার কপালে জুটেনি। আমার বয়স যখন ৫ বছর তখন আমার মা মারা যান। তাই আপনি লাভ ইউ মা বল্লেও আমি বলছি মিস ইউ 'মা,।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৯
দিয়া আলম বলেছেন: শুনে মন খারাপ হয়ে গেলো শামীম, আল্লাহ তোমাকে ভালো রাখুন, তোমার আম্মুকে স্বর্গে রাখুন।
অনেক অনেক ভালো থেকো
মন্তব্যের জন্য ধন্যবাদ তোমাকে
৬| ২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
অন্তঃপুরবাসিনী বলেছেন:
মায়েরা এমনই হয়।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪০
দিয়া আলম বলেছেন:
কেমন আছো আপু?
৭| ২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
রিপি বলেছেন:
বাহ ভালো লেগেছে লেখা দিয়া মনি। মন খারাপ করোনা। একদিন এমনি কোন রাজকুমারেই এসে ধরবে দিয়া মনির হাত।
সবার আম্মুরা এমনি হয়। আম্মুর জন্য ভালোবাসা।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩
দিয়া আলম বলেছেন: হুম আপু সত্যিই আসবেই একদিন আমার রাজকুমার
অনেক অনেক অনেক ধন্যবাদ
ভালো থেকো
৮| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৯
অন্তঃপুরবাসিনী বলেছেন: আছি ভালো।
সব ভুলে যাও। কিছু মনে রেখ না আর।
ব্লগে সময় দিও।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫০
দিয়া আলম বলেছেন:
ভুলে গেছি আপু সব
মেইল এর জবাব দাওনি কেন?
৯| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪১
মানবী বলেছেন: আপনার এমন জবাব পেয়ে আমিই নিজেকে ভাগ্যবতী মনে করছি! তবে আপু আমি মোটেও মেধাবী নই, আমার লেখার মানও খুব সাধারণ(সরাসরি বললে বলতে হয় নিম্নমানের)!! যা সত্য ও ন্যায় মনে হয় তাই লিখে যাই, যদিও ভাষা ও বানানে প্রচুর ভুল থাকে।
আপনার লেখার সাবলীলতা মোটেও নতুন লেখকের মতো না! আপনার লেখালেখির প্রতিভা আছে, আশা করি ভবিষ্যতে এমন সুন্দর লেখা পড়ার সুযোগ হবে। ভালো থাকুন।
৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৮
দিয়া আলম বলেছেন: বানানের কথা বলে লজ্জা দিলেন,আমার ছোট বোন আমার লেখার বানান ভুল ধরে ,আমাকে বলে দশ লাইনের মধ্যে নাকি দশটা ভুল থাকে আমার
আপনার মন্তব্যর অনুপ্রানীত হলাম আপু
দোয়া করবেন
ভালো থাকবেন
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯
ইমরাজ কবির মুন বলেছেন:
ahare, afsos.
১৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩০
দিয়া আলম বলেছেন: কিসের আফসোস মুন?
১১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০২
পিকাচু বলেছেন:
পিকাচু হচ্ছে পোকিওয়ার্লড এর রাজকুমার।
হাই!
১৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩১
দিয়া আলম বলেছেন: ওহ রিয়েলী" !!!!!!!!!? আপনাকেইতো খুজছি রাজকুমার
১২| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২
ইমরাজ কবির মুন বলেছেন:
apni cheka khaowar afsos
১৬ ই মে, ২০১৬ ভোর ৫:১৩
দিয়া আলম বলেছেন: ছেকা খাওয়া মনের জন্য ভালো,
১৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৪
কল্লোল পথিক বলেছেন: মায়েরা এমনই হয়।
লেখায়+++++++++
১৬ ই মে, ২০১৬ ভোর ৫:১৪
দিয়া আলম বলেছেন: ভাইয়া কেমন আছো তুমি? মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
১৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯
ইমরাজ কবির মুন বলেছেন:
koiii??
১৬ ই মে, ২০১৬ ভোর ৫:১৪
দিয়া আলম বলেছেন: এই যে
১৫| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেশ হয়েছে।
পরের নাককাটার জন্য দোয়া করলে এমনই হয় হা হা হা হা
বাহ বেশতো লিখছেন। ++++++++++
০৭ ই জুন, ২০১৬ সকাল ৭:১১
দিয়া আলম বলেছেন:
কান কাটা রমজান
সবাইতা জানে
নাক কাটা ভৃগু
দেখুক তা জনে।
মনে মনে হাসছি
নাক ছাড়া ভৃগু
নাম যাক বদলে
বিদ্রোহী ভীতু।
হিহিহিহিহিহিহিহিহি
ধন্যবাদ বিদ্রোহী
১৬| ০৭ ই জুন, ২০১৬ রাত ১:৪১
বাঘ মামা বলেছেন: আপনি আমার পোস্টে একটা মন্তব্য করেছিলেন, কাকতালিয় ভাবে আপনার মন্তব্যের জবাব দেয়ার আগেই আমাকে পোস্ট টা সরিয়ে ফেলতে হলো।জবাব না দিয়ে উল্টো পোস্ট সরিয়ে ফেলা অভদ্রতা হয়ে যায় বলে জানাতে এসেছি যে আমার পোস্ট সরিয়ে ফেলার সাথে আপনার মন্তব্যের কোন সম্পর্ক নেই।
তবে আপনার সেই প্রশ্নের জবাব এখানে দেবো যদি আপনি চান।
শুভ কামনা সব সময়
০৭ ই জুন, ২০১৬ সকাল ৭:২৭
দিয়া আলম বলেছেন: পোস্ট সরালেন কেন? আপনার লেখাটা ভালো ছিলো,বিতর্কিত একটা বিষয় আপনি খুব সুন্দর ভাবে বুঝাতে পেরেছেন।মিথ্যা দিয়ে সত্য প্রতিষ্ঠা কথাটা এমনি এমনি আপনাকে খোঁচা দিতে বলেছি আপনার দৃষ্টি ভঙ্গী চমৎকার।আপনার মন্তব্যে গুলো আমি খুজে খুঁজে পড়েছি।অনেক শান্ত মেজাজে ঘুছিয়ে কথা বলেন ।কিন্তু আপনার নাম এবং প্রোপিক এর সাথে যায়না ।
আপনার জন্যও শুভ কামনা বাঘ
১৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:১৬
দিয়া আলম বলেছেন: আমার মন্তব্যের জবাব দিবেন বলেছিলেন,
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৪
দিয়া আলম বলেছেন:
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৫
দিয়া আলম বলেছেন:
১৭| ০৭ ই জুন, ২০১৬ রাত ১০:১৭
ক্যাটালিয়া বলেছেন: মিঃ বাঘমামা,
ব্লগ ছেড়ে তো একদিনও তো থাকতে পারেন না, স্বনামে বেনামে ঘুরে ফিরে আসেনই! এইসব পোস্ট ড্রাফ্ট করার অতিনাটকীয়তা না করলেই কি হয় নাহ?
কাকে এত ভয় পান? বইলেন তো, এক ঘুসি দিয়ে নাক ফাটায় দিবো তার।
লেখক: মায়েরা এমন ই হয়, যাদুকর এক একটা!
০৯ ই জুন, ২০১৬ ভোর ৫:৩৩
দিয়া আলম বলেছেন: আরে!! কি বলো ক্যাটালিয়া আপু তুমি? বাঘ কাকে ভয় পায়? সারা জীবন শুনে আসছি বাঘ কে সবাই ভয় পায়,আজকে শুনলাম উল্টো, কি যুগে আসলামরে বাবা বাঘের আবার স্বনাম বেনাম কোনটা,?তুমিতো দেখি বাঘের ভালোই খবর রাখো
তবে যেটাই বলো আপু বাঘের কথা গুলো কিন্তু সত্যি বাঘের মত।
লেখাটা পড়েছো দেখে কৃতজ্ঞ আপু।
অনেক অনেক ভালো থেকো?
১৮| ০৯ ই জুন, ২০১৬ ভোর ৬:০০
চাঁদগাজী বলেছেন:
মায়েরা অধিক বুঝেন
০৯ ই জুন, ২০১৬ ভোর ৬:১১
দিয়া আলম বলেছেন: ওয়াও!!!! গাজী ভাইয়া তুমি ছাড়া পাইলা কবে? বুইজা শুইনা কথা কইবা কইলাম, তোমার পিছে পোলাপনা লেগেই থাকে, একটু সাবধানে ব্লগিং করলেই তো হয়, নাহয় কয়দিন রেষ্ট নাও,তুমিও একটা চিজ গাজি ভাইয়া,ভালৈ সহ্য ক্ষমতা।
মন্তব্যের জন্য ধন্যবাদ
১৯| ১১ ই জুন, ২০১৬ রাত ২:০৬
ক্যাটালিয়া বলেছেন: বাঘ যে ভয় পায় সেটা তো দেখতেই পাচ্ছেন, সুন্দরবনের কোন কোনায় গিয়ে ঘাপটি মেরে বসে আছে, আর এ মুখো হবার নাম নাই !! আর আমার কাছে তো খবর থাকেই, আমি আবার সামুর গোয়েন্দা বিভাগের বিনা পারিশ্রমিকে স্বঘোষিত গোয়েন্দা কিনা!
লেখকের জন্য শুভকামনা!
১৩ ই জুন, ২০১৬ ভোর ৫:৩৫
দিয়া আলম বলেছেন: হিহিহিহিহি তাই নাকি গোয়েন্দা আপু, তোমাকে পেয়ে ভালোই হয়েছে, আমার কিছু তথ্য দরকার,তোমার থেকে নেয়া যাবে।
অবশ্য আমাকে যে সামুতে এনেছে সেও অনেক পন্ডিৎ। মোটা মুটি সবার হাড়ির খবর রাখে বলেই মনে হলো , অবশ্য মেয়েদের খরব একটু বেশি রাখেন মনে হয়, কিন্তু বজ্জাত বলেনা তার আইডি কোনটা গোয়েন্দা আপু তোমার নতুন পোস্ট দেখলাম আজকে,অফিস থেকে বাসায় ফেরার পথে পড়েছি,ভালো হয়েছেরে আপু।আমি রবি বারে নেটে থাকি, অন্যদিন রাত করে বাসায় ফিরি বলে খুব টায়ারড থাকি।
বাঘ মনে হয় কোন কাজে ব্যস্ত,আর উনি হুট হাট আসেন ব্লগে,অনেক সময় দেখি এসেও কিছু বলেননা,চুপ চাপ বসে থাকেন, তোমার কাছে আর কি তথ্যা আছে বাঘের বলোতো আপু
২০| ১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৬
অরুনি মায়া অনু বলেছেন: মায়ের তুলনা আর কারো সাথে হয়না। ভাল লেগেছে লেখাটি।
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৯
দিয়া আলম বলেছেন: ভালো লাগার মত যদিও তেমন কিছুনা, তবুও তোমার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু
ভালো থেকো তুমি
২১| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৯
টাইম টিউনার বলেছেন: তুমিই প্রথম মা এই পৃথিবীতে যে কিনা মেয়ের জন্য চোরের মত কারো পিছু নিয়েছো। ---- ভালো লাগলো আপনার ডাইরি
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২১
দিয়া আলম বলেছেন: তাই?
অনেক ধন্যবাদ তোমাকে মন্তব্যের জন্য ভাইয়া
ভালো থেকো
২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৬
চাঁদগাজী বলেছেন:
আজকে গল্পটা আবার পড়লাম, নতুন গল্লের মতো ভালো লাগলো।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৯
দিয়া আলম বলেছেন: এই আনন্দ কোথায় রাখি,!!!!!!!!!!!!!!!!!!!! তোমাকে ভালো লাগানো চারটিখানি কথা নয় ভাইয়া, আমার পোষ্ট দেয়া সার্থক হলো,
অনেক অনেক ভালো থেকো তুমি
২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫৩
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখা গতিশীল, লিখুন; অনেকদিন লিখেননি আপনি!
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫৬
দিয়া আলম বলেছেন: তোমার উৎসাহের জন্য ধন্যবাদ।
ভালো থেকো ভাইয়া
২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৪
সম্রাট৯০ বলেছেন: আপনার মায়ের প্রতি আমার মাথা নত শ্রদ্ধা
আপনি ভাগ্যবান মানুষ,আপনার আস্ত একটা পৃথিবী আছে সেটা আপনার মা।বিধাতার কাছে হাত তুলে আর কিছু চাইতে যাবেননা সারা জীবন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন এর চেয়ে মুল্যবান আর কি হতে পারে বলুন?
ভালো থাকবেন
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪১
দিয়া আলম বলেছেন: আমি নিয়মিত ব্লগে আসিনা, ৬দিন কাজ করি, সানডে ফ্রি থাকলেও সেদিন অনেক বেশি বিজি থাকি বাসার কাজে অথবা বাইরে বেড়ানো নিয়ে, সানডে মাঝে মাঝে এখানে উকি মারি, কাল ঈদ আমাদের, ছুটি নিয়েছি, তাই আজকে দেরি হবে ঘুমাতে। বাসায় মেহমান অনেক ওদের সাথে আড্ডা মেহেদি এসব চলবে সারা রাত, হাতে মেহেদি দেবো একটু পরে ,ভাবলাম আগে আপনার মন্তব্যের জবাব দেই,তাই লগইন হয়েছি।
আপনি ঠিক বলেছেন আমার মা আমার পৃথিবী,আগে এতটা ফিল করিনি এই ঘটনার পরে মা'কে পাগলের মত ভালোবাসতে শুরু করেছি, আগে বললে সত্যি কিছু চাইতামনা,কিন্তু একটা জিনিস চেয়ে ফেলেছি সেটা পেতে হবে যে
আপনার কথার সাথে কোন একজন ব্লগারের সাথে খুব মিল পাই, আপনি মনে হয় কানাডায় থাকেন? কোথায় থাকেন? বলতে সমস্যা হলে থাক।
আমার ব্লগে আসছেন দেখে আমি অনেক খুশি হয়েছি সম্রাট
২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০১
সম্রাট৯০ বলেছেন: আমারও খুব একটা আসা হয়না, জানেনতো আমরা যারা বাইরে থাকি তাদের খেয়ে বাঁচতে হলে অনেক খাটা লাগে,কাল ঈদ বলে আমারো হাতে কিছু সময় আসলো বলে ব্লগেই আছি।ঈদ মোবারক
হুম ঈদের আগের রাতে আপনাদের মেহেদি রাত খুব মিস করি, আমাদের বাসায় এই দিনে অনেক মজা হতো, আমার আপু মেহেদি আর্ট অনেক ভালো পারে তাই প্রতিবেশি সবার বায়না থাকতো আপুর কাছে, মজার ব্যপার হলো আপু খুব ভালো মেহেদি লাগাতো কিন্তু নিজের হাতে কখনো মেহেদি লাগাতোনা, প্রশ্ন করে জানলাম সেটা সে তুলে রেখেছে বিশেষ দিনের জন্য।
কি চেয়েছেন সেটা জানতে চাইবোনা,চেয়েছেন যখন তা পাবেন সেই দোয়াই থাকলো।
মানুষে মানুষে বেসিক কিছু মিল থাকবেই, এমন হতেই পারে।
জ্বী আমি কানাডায় থাকি আপনাা শহরে না হলেও খুব বেশি দুরে না।
ভালো থাকবেন সবটুকুতে
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৪
দিয়া আলম বলেছেন: ঈদ মোবারক
আপনার আপু কি এখন বিবাহীতা? উনি মনে হয় বিয়ের দিনের জন্যই তুলে রেখেছেন বিষয়টা আসলেই দারুন, আমিও তুলে রাখলাম তাহলে ,দেবোনা মেহেদি হিহিহিহিহিহ
কি চেয়েছি আপনি জানতে চাইলেও বলতামনা, আপনি বুদ্ধিমান বলে জানতে চাননি। দোয়ার জন্য ধন্যবাদ সম্রাট
বেসিক না, অনেক মিল,প্রায় পুরোটাই,
কোথায় থাকেন সেটা আর জানতে চাইবোনা, সরি। এখানে অনেকেই আছেন খুব প্রাইবেসী রক্ষা করে কথা বলে, এটা কেন করে আমি জানিনা, আমার বরং ভালোই লাগে যখন নিজের দেশের কারো সাথে দেখা পরিচয় হয়, আমি নিজ থেকেই বলে দেই,কিছু মনে করবেননা এখানে পরিচয় ঠিকানা এসব দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যায়? এটা কি বাংলাদেশ যে নিরাপত্তার অভাব আছে?
আপনিও ভালো থাকবেন
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪
দিয়া আলম বলেছেন: ঈদ মোবারক সম্রাট। ঈদ কেমন কাটলো? কি করলেন সারাদিন?
২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
পথহারা মানব বলেছেন: ওই যে যার পিছে পিছে বেহায়ার মত হাটিস....ইনিয়ে বিনিয়ে কবিতা লিখিস
হায় হায় কি করে জানল!!!
আম্মুর মত আমরাও দোয়া করি আমাদের দিয়া আপু একজন রাজকুমারের দেখা পাক!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭
দিয়া আলম বলেছেন: আম্মু আমার ব্লগ পড়েতো। এখান থেকেই জেনেছে।
তোমার দোয়াটা যেন কবুল করেন আল্লাহ।
তবে তুমি পথহারা কিভাবে হয়েছো বলোতো? পথ ফিরে পাবে কবে বলো? আমিও দোয়া করি তুমি পথ ফিরে পাও
ধন্যবাদ তোমাকে মন্তব্যের জন্য
২৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৭
সম্রাট৯০ বলেছেন: ঈদ বলেতো তেমন কিছু মনে হয়নি আমার কাছে, সকালে নামাজ পড়ে অফিসে গেলাম, ফিরলাম রাত ৯টায়, এইতো ঈদ
আপনার কেমন কাটলো ?
হুম আপু বিবাহীতা,
নিরাপত্তাহীনতার জন্য নয় আসলে, বিষয়টা হলো এখানে সবাই ভার্চ্যুয়াল বলে নিজেকে এবং অন্যকে টিট করে সেখানে নিজের অবস্থান পরিচয় তুলে ধরে কি লাভ। সবাই যেমন নিজেকে আড়াল করে রাখে সেই ধারাবাহিকতায় আমিও এমনি এমনি এড়িয়ে যাই আর কি।এটা ঠিক যে এখানে নিজের দেশের কোন মানুষ পেলেই হলো অনেক আপনই লাগে। গায়ে পড়ে পরিচয় কথা আমিও বলি অবশ্য।
ভালো থাকবেন ঈদ আনন্দে
আবারো ঈদ মোবারক
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৭
দিয়া আলম বলেছেন: এটা সত্য পরিবারের সবাই থাকলেও এখানে দেশের মত ঈদ আনন্দ হয়না, সকালকে উঠে আম্মুকে রান্নায় হেল্প করে সবাইকে খাইয়ে কিভাবে যেন দিন চলে গেলো, তবে এবার একটু আলাদা ছিলো ঈদ,কারণ আমাদের সব আত্মীয় এবার আমাদের বাড়িতে ঈদ করেছে, কাজিনরা সবাই ছিলো বলে ভালো কেটেছে অন্য সব ঈদ থেকে।
ব্লগে আরো কয়েক জনের সাথে কথা হয়েছে যারা কানাডা থাকে, নিজ থেকে পরিচিত হতে গিয়েও দেখেছি তারা তেমন আগ্রহী না, মন খারাপ হয় এমন আচরণ দেখলে, এখানে দেশের একটা মানুষের সাথে পরিচিত হতে পারলে অনেক ভালো লাগে, সেটা কি শুধু আমার একার লাগে কিনা জানিনা,
আপনার এখানে কে কে থাকে? মা বাবা ওনারা কি এখনেই থাকে নাকি দেশে? আজকে ছুটি নিলেই পারতেন, ঘোরাঘুরি করলে ভালো লাগতো হয়তো।
মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ সম্রাট
আবারো ঈদ মোবারক
২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪
পথহারা মানব বলেছেন: তবে তুমি পথহারা কিভাবে হয়েছো বলোতো? পথ ফিরে পাবে কবে বলো? আমিও দোয়া করি তুমি পথ ফিরে পাও
একদিন হঠাৎ দেখি এক পুস্পকুমারি মেঠো পথ ধরে হেঠে যাচ্ছে....কি অসাধারন রুপ তোমায় বলে বুযাতে পারবনা!!!! তারপর আর কি আমিও তার পিছু পিছু চলতেই থাকলাম অনেকটা তোমার মত বেহায়া হয়ে.....চলতে চলতে.....চলতেই থাকলাম....হঠাৎ দেখি নেই....সেই যে পথ হারালাম এখনও আর খুজে পাইনি!!!!!!!!!!!!!
তোমার কি খবর আপু বলত?? কিছু হল আই মিন কাউকে কি পেলে??
ও আমার নেক্সট রম্যে কিন্তু তুমি থাকছ!!!!!! আপত্তি নেই তো?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৩
দিয়া আলম বলেছেন: খুঁজতে থাকো পেয়ে যাবে, আর না হয় বাংলা সিনেমার মত পাহাড়ে জঙ্গলে হেটে হেটে গান শুরু করো, বিশ বছর আগের হারিয়ে যাওয়া ছেলে মেয়ে প্রিয়া ফিরে পায় আর তুমি কেন পাবেনা বলো? হিহিহিহিহি
আমার কোন খবর নেইরে কাউকে পেলাম মানে বুঝিনি কি বললে?
ও আমার নেক্সট রম্যে কিন্তু তুমি থাকছ!!!!!! আপত্তি নেই তো?
নাহ আমার কোন আপত্তি নেই,
আমার মধ্যে কোন লুকচুরি ব্যাপর নেই জানোইতো, যা বলি সরাসরি বলি।তবে ভেবোনা আমার রাজকুমার সুপুরুষ হতেই হবে,আমি শুধু চাই এমন একটা মানুষ যার মধ্যে ব্যক্তিত্ব আছে, যে চিন্তায় অন্য সবার চেয়ে আলাদা হবে, সব কিছু সুন্দর ভাবে নিতে জানে যে কোন মানুষ আমার প্রিয়। তবে আমার একজনকে পছন্দ হয়েছে, তার কথার মধ্যে প্রতিটা শব্দে আমার মনে ড্রাম বাজে, হিহিহ িহিহি
তোমার কাছে একটা চিঠি দেবো তাকে পৌছে দিতে পারবা? তুমি ডাক পিওন হবা? আগের দিনের প্রেম গুলো কি কিউট ছিলো তাইনা? একটা সরলতা ছিলো সব সম্পর্কের মধ্যে, এখন মানুষ গুলো অন্য রকম, তাদের পছন্দ গুলো অদ্ভুদ, তুমি প্রেমের চিঠি দিয়েছো কোন মেয়েকে?
২৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৬
আহমেদ জী এস বলেছেন: দিয়া আলম ,
পুরোটা এমন ভাবে লিখেছেন যেন এমন ঘটনা আপনার জীবনে ঘটেই গেছে । ব্রাকেটবন্দী অংশটুকু ঘটনাটির পক্ষে যেন সাফাই স্বাক্ষী ।
তবে যাই ই বলুন, গল্পের মেয়েটি ও তার মা'য়ের জন্যে বেশ খারাপ লাগছে । কী কষ্ট বুকে চেপে দুজনে দুজনকে নিরবে ছুঁয়ে গেছে গল্পে। আর " লাভ ইউ মা " বলে আর একটি বিষাদ সিন্ধু যেন রচনা করে গেলেন ।
সবটুকুই পরিনত ও চমৎকার ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৬
দিয়া আলম বলেছেন: ভাইয়া তোমার কথা গুলো সব সময় মায়া মিশানো হয়, অনেক সুন্দর করে বলতে পারো তুমি, তোমার মন্তব্য আমার জন্য সন্মানের
ধন্যবাদ এখানে এসে এত সুন্দর কথা বলার জন্য,
ভালো থেকো তুমি সব সময়
৩০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৮
বাঘ মামা বলেছেন: আজকে বহুদিন পর লগইন করে নোটিফিকেশনের পথ ধরে এসে বুঝলাম এখানে আরো দুটো মন্তব্য যোগ হয়েছে,আমি ভুলেই গেছি আপনার সেই মন্তব্যটা কি ছিলো এবং আমি তার জবাবে কি বলার কথাছিলো, আমাকে ড্রাফ্ট করা পোষ্ট টি দেখতে হবে আবার ।আপনার মনে থাকলে টপিকটা আবার দিন আমি কথা বলবো।
কেমন আছেন?
শুভ কামনা সব সময়
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৮
দিয়া আলম বলেছেন: অনেক টায়ার্ড আজকে, সারাদিন টৈ টৈ করেছি আমার কাজিনদের নিয়ে, ঘুমানোর আগে ব্লগে এসে দেখি আপনার মন্তব্য তাই চোখ ঘুম ঘুম নিয়েও আসছি জবাব দিতে।
পুরোনো কথা আর বলে কি লাভ। সেই টপিক নিয়ে এতদিন পর বললে ভালো লাগবেনা, তবুও মনে করে আসছেন দেখে খুব ভালো লাগলো, আপনাকে একটা টপিক দেই, আপনার ভাবনা অন্য সবার চেয়ে আলাদা,আপনি যে কোন কঠিন বিষয় খুব সরলতায় নিয়ে আনেন যা দেখে মুগ্ধ হই।
ভালোবাসা প্রেম সম্পর্ক নিয়ে বলুন, আপনার কাছে এই ব্যপার গুলো কেমন? একজন মানুষকে জীবনের সাথে জড়াতে হলে কোন গুনটা খুব বেশি দরকার বলে আপনি মনে করেন।?
আপাতত এই নিয়ে বলুন, অপেক্ষায় আছি, যদি আবার কয়েক মাস পরে আসেন তাহলে আর শুনতে ইচ্ছে করবেনা, টপিক মরে যাবে। আর কিছু মনে করবেননা, আমার কেন জানি মনে হয় আপনি লগইন না করলেও ব্লগ পড়েন অথবা অন্য ভাবে থাকেন।আমি ভুল হলে ক্ষমা করে দিবেন।
আপনার জন্যও শুভ কামনা
৩১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩
পথহারা মানব বলেছেন: তোমার কাছে একটা চিঠি দেবো তাকে পৌছে দিতে পারবা? তুমি ডাক পিওন হবা?
ডাক পিওন হতে আমার কোন আপত্তি নেই।কিন্তুু তুমি যদি তোমার সেই মামার কাছে চিঠি দাও তাহলে বাবা আমি নেই...হা হা হা ছোট বেলায় ডাক পিওন হয়ে কত মজার কিছু যে খেয়েছি!!
আগের দিনের প্রেম গুলো কি কিউট ছিলো তাইনা?
অবশ্যই কিউট ছিল কিন্তু ধরা পড়লে জামিন ছিলনা। আমার এক পরিচিত আন্টি একবার ধরা খেয়ে শুধু ধোলাই খায় নি,বাসার লোকেরা প্রেম তলা থেকে একেবারে ছাদনা তলায় পাঠিয়ে দিয়েছিল।
না না আমি আর এখন খোজাখুজির মধ্যে নেই। জীবনে প্রেম ভালবাসা ছাড়াও করার মত অনেক কিছু আছে। দিস ইজ দ্যা টাইম টু বিল্ড মাইসেলফ যেমনটা আপু তুমি করতেছ। বিয়ের পরে প্রেম করব, চিঠি লিখব, পার্কে গিয়ে বাদাম খাব....হা হা।
০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫০
দিয়া আলম বলেছেন:
না না আমি আর এখন খোজাখুজির মধ্যে নেই। জীবনে প্রেম ভালবাসা ছাড়াও করার মত অনেক কিছু আছে
হুম তুমি এটা ভালো বলেছো, তবে দোয়া করি তোমার জন্য একটা পরী নেমে আসুক
কারো প্রেমে পড়লে আমাকে কিন্তু খবরটা আগে দিও বলে দিলাম ,আর আমাকে ডাক পিওন বানাতে চাইলেও রাজি, তবে চিঠি আমি খুলে একবার পড়ে দেখবো, কেমন? হিহিহিহিহি
৩২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০২
সম্রাট৯০ বলেছেন: নাহ, আম্মু আব্বু দেশে থাকে,
কিছুদিন পর দেশে যাবো এক মাসের জন্য, ঈদের আনন্দ সেখানেই হবে। আপনারতো সবাই এখানে ভালোই কেটেছে সময় বোঝা যাচ্ছে।
অনলাইনের মানুষ গুলো নিয়ে বেশি সিরিয়াস হবেননা, হাতে সময় থাকলে আসবেন পড়বেন মন্তব্য করবেন,এইটুকুর মধ্যে থাকলে ভালো থাকবেন, এর চেয়ে বেশিকিছু আশা করবেননা,এখানে সব মায়া, মিথ্যা মায়া মানুষ জড়ায় অথবা জড়িয়ে নেয় , সামনে যা আসবে তাকে বিশ্বাস করবেন, যা নেই আসবেনা সেটাই মিথ্যা। এভাবে চললে ভালো থাকবেন। আপনি আবেগী। কিছুটা আবেগ মানুষের মধ্যে থাকা দরকার আছে, কিন্তু বেশি আবেগ ভালোনা। সবকিছু সবার মাঝে সমান তালে বিলিয়ে দিলে তার মান সমান,যা বিশেষ তা বিশেষ জায়গায় বিশেষ ভাবেই রাখতে হয় আলাদা করে,তখন সেটা আলাদাই হয়, আর আলাদা জায়গায় আলাদাই রাখতে হয়। সব কিছু সবার জন্য না, যা সার্বজনিন তার মুল্য কমে যায়।
আমার কথা গুলো অপ্রাসঙ্গিক লাগছে,আসলে তা নয়।
মঙ্গলার্থে
০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৬
দিয়া আলম বলেছেন: আপনার কথা গুলো মোটেও অপ্রাসঙ্গিক না, আপনার কথা গুলো আসছে একটা দায়িত্ব বোধ থেকে সেটাকে সন্মানের সাথে মেনে নিয়েছি । এবং সেভাবেই ভাববো চলার ইচ্ছে আছে সামনের সময় গুলোতে।বাকি কথা কালকে বলবো,
আপনার মন্তব্যের আন্তরিকতা আমাকে ছুয়েছে সম্রাট
সব কিছুতে ভালো থাকবেন।
০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৩
দিয়া আলম বলেছেন: সম্রাট আমার সৌভাগ্য যে আপনি আমাকে এমন সব বিষয় নিয়ে বলেছেন যা আমাকে বিপদগামী করে ফেলতে পারে, জানেন সম্রাট এখানে আমাদের কেউ শাষণ করেনা, আমাদেরকে আমাদের মত ছেড়ে দেয়, আমরা স্বাধীন হয়ে পথ চলি একা, খুব করে আগলে রাখেনা আমাদের। জানেন আমার স্বাধীনতা ভালো লাগেনা, আমার ভালো লাগে আমাকে কেউ একজন আগলে রাখুক সবটুকুতে, এসবের সুখ অনেক বড়।
আমি আপনার একটা মন্তব্য পড়েছিলাম, ভালোবাসা মায়া নিয়ে আপনার একটা কথা আমার খুব ভালো লেগেছে, আমি চাই আপনি আমার ব্লগে আসুন কথা বলুন যখনি আপনি সময় পান।অন্তত সপ্তাহে একদিন আমরা কথা বলি ,আলোচনা করি সব ধরণের ভালো মন্দ নিয়ে এই দেশ আর আমার বাংলাদেশ নিয়ে। এখানে আমরা কি পেলাম আর কি হারালাম। আশা করি আপনি এসে শুরু করবেন আমি শুনবো। বলবো আমি যত টুকু জানি।
অপেক্ষায়..........
৩৩| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৫
বাঘ মামা বলেছেন: ভালোবাসা প্রেম সম্পর্ক নিয়ে বলুন, আপনার কাছে এই ব্যপার গুলো কেমন?
ভালোবাসা আমার কাছে বাঁচা মরার সমান, পেলে আছি না পেলে নাই,
একজন মানুষকে জীবনের সাথে জড়াতে হলে কোন গুনটা খুব বেশি দরকার বলে আপনি মনে করেন।?
ভালোবাসার একমাত্র যোগ্যতা হলো ভালোবাসতে পারা, ভালোবাসার সাথে দুনিয়ার আর কিছুই যায়না, এই একটা বিষয় দুনিয়াতে আছে যা নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করে। কেউ একশ খুন করে আসার পরও যদি সে ভালোবাসতে জানে তাকেই ভালোবাসা উচিৎ। হাজারটা ভালো কাজ করে আসার পর যদি কেউ ভালোবাসতে না জানে তাকে না ভালোবাসাই উচিৎ, এমন ভালোবাসা যার সামনে দুনিয়ার আর কোন কিছু দাড়ানোর সুযোগ নেই,
আমার কেন জানি মনে হয় আপনি লগইন না করলেও ব্লগ পড়েন অথবা অন্য ভাবে থাকেন।আমি ভুল হলে ক্ষমা করে দিবেন।
হুম আমি অফলাইনে ব্লগ পড়ি মাঝে মাঝে যদি হাতে কোন কাজ না থাকে, অন্য ভাবে আসি বলে কি বোঝালেন? অন্য আইডি? সেটা আপনি কিভাবে বলবেন? ধারণা করে কি কারো সম্পর্কে কিছু বলা উচিৎ? যাক তবুও ক্ষমা করে দিলাম, কারণ ক্ষমা করার মজাই আলাদা।
শুভ কামনা সব সময়
০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৬
দিয়া আলম বলেছেন: আপনার মন্তব্যের জবাবে আমি সময় নিচ্ছি বাঘ, কারণ আপনার মন্তব্যের জবাব দেয়া অনেক কঠিন, সেটা দিতে আমাকে মানসিক প্রস্তুতি নিতে হবে। আগামিকাল আমার ছুটি, তখন আসবো কথা বলতে,
ভালো থাকবেন বাঘ
০৩ রা অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪৭
দিয়া আলম বলেছেন: সারাদিন ভেবেছি আপনার মন্তব্যের জবাবে কি বলা যায়, পাইনি খুঁজে এমন মজবুত কথার জবাব কি হতে পারে, আমার আম্মু এখনো আমার ব্লগ পড়ে, আমি নাকি আম্মুকে সব শেয়ার করিনা, তাই তিনি গোয়েন্দার মত আমার কমেন্ট পোষ্ট পড়ে আমার মনের অবস্থা জানতে চেষ্টা করে,তার মেয়েটা কেমন আছে কি ভাবে ইত্যাদি। তিনি আপনার কমেন্ট পড়ে আমাকে বললো - বাঘের মত কথা বলেছে তোর বন্ধুটা, আমি হেসে দিলাম, বললাম আম্মু আমি ওনাকে জানিনা চিনিনা বন্ধু সে অনেক দুরের কথা। সেদিন বলেছিলাম আপনাকে যে আপনার কথার সাথে আপনার নিক পিক কোনটাই যায়না, আজকে মেনে নিলাম আপনার বাঘের মত কথা গুলোর জন্যই আপনার এই নিক পিক দরকার আছে।
এই পোষ্টে যেই ছেলেটার কথা বলেছিলাম শেষে তার জন্য একটা দোয়া করেছিলাম , সেই দোয়াটা আপনাকেও করলাম।
শুভ কামনা আপনার জন্যও সব সময় বাঘ।
৩৪| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:০১
পথহারা মানব বলেছেন: তবে দোয়া করি তোমার জন্য একটা পরী নেমে আসুক
কেন তোমার মনে হল আমার পরী চাই!!!!!!!!!! স্রেফ একজন ভাল মানুষের প্রয়োজন। নাথিং মোর।
অবশ্যই তুমি আমার চিঠি পড়বে এবং ঠিক করে দিবে, না হলে তোমার ভাইয়ের এত ভুল-বাল লেখায় কি আর কারো মন গলবে....হা হা হা
ও তোমার সেই মামার কাছে চিঠি দিবে না? বেচারা কতদিন যাবত না জানি অপেক্ষায় আছে?
০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:১২
দিয়া আলম বলেছেন: ভালো মানুষ কারো গায়ে লেখা থাকেনা বুঝলা মানব? সুন্দর গায়ে থাকে, সুতরাং আগে সুন্দর মানুষ বের করো, ভালো তুমি বানিয়ে নিবে,
ঐ মানব তুমি আমার গো-বেচারা মামার পিছে পড়েছো কেনো শুনি? আমি তোমাকে চিঠি দেবো, তোমার মেইল এড্রেস দাও,
৩৫| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৭
সম্রাট৯০ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ দিয়া, বিশ্বাস করবেন কিনা জানিনা, আমিও আপনাকে ঠিক এমন কথাই বলবো বলে ভাবছিলাম যে এই দেশে আপনি অনেক বছর আছেন, আপনার এই দীর্ঘ ছাত্রজীবন আপনার স্কুল কলেজ ইউনিভারসিটি এবং বর্তমানের আপনার চাকুরী জীবনে আপনার সুখ দুঃখ প্রাপ্তি চাহিদা অভিজ্ঞতা নিয়ে বলবেন, আমি জানতে চাইবো আপনি কেমন জীবন পাড় করেছেন এখানে। আপনি শুরু করেন আমিও বলবো আমার সকল অভিজ্ঞতা , আমিও একটু আলোচনা করতে চাই আমার দেশ এবং এই দেশ নিয়ে, আমি আলোচনায় আনতে চাই দুই দেশের সকল সঙ্গতি অসঙ্গতি নিয়ে যতটুকু আমরা বলতে স্বাচ্ছ্যন্দ করবো। বা যতটুকু বলা যায়।
০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৬
দিয়া আলম বলেছেন: ওকে সম্রাট আপনার আজ্ঞা শিরোধার্য্য। আমার বানান কিন্তু অনেক ভুল হয়, বাংলা খুব ভালো রপ্ত করতে পারিনি, আমাকে ক্ষমা করবেন বানান ভুলের জন্য, কাল আমার ছুটি। আপনার যদি সময় থাকে আসবেন আশা করি কাল,
ভালো থাকবেন
৩৬| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৪
পথহারা মানব বলেছেন: হা হা দিয়া আপু তোমার কথা শুনেতো হাসতে হাসতে শেষ। অবশ্যই ভাল মানুষ কারো গায়ে লেখা থাকে না!! কিন্তু তুমি আমায় ভাল বানিয়ে নিতে বলছ কেন??? আরে আমিতো নিজেই ভাল না, তাইতো ভাল মানুষের জন্য দোয়া করি যেন সে আমায় ভাল বানিয়ে নিতে পারে।
তুমি এক কাজ করতে পার, রবিবারের আড্ডাঘর নামে একটা আড্ডাঘর খুলে ফেল, সেদিন তুমি সব ব্লগারদের সাথে প্রান খুলে আড্ডা দিবে, হাসি-ঠাঠ্টা করবে দেখবে সারা সপ্তাহের এনার্জি ফিরে পাবে। তবে শুধুই রবিবারে খোলা থাকবে, বাকি দিন বন্ধ...হাহা
ইমেইল: [email protected] (তোমার মামা ছাড়া অন্য যে কারো কাছে চিঠি পাঠালে আমি পৌছে দিতে রাজি)
০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৫
দিয়া আলম বলেছেন: মানব কাল কথা হবে, ঘুমে আমি ঢুলুঢুলু, ইমেইলের জন্য ধন্যবাদ, কালকেই প্রেমের চিঠি পাবে হিহিহিহিহিহি
শুভ রাত
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:০০
দিয়া আলম বলেছেন: শোন মানব আমি সপ্তাহে একদিন কি দুইদিন লগইন করি,কিন্তু সারা সপ্তাহ আমি ব্লগ পড়ি অফিসে আসা যাওয়ার পথে লম্বা একটা সময় আমি গাড়িতে থাকি, সেই সময় মোবাইলে ব্লগ অন করে সবার পোস্ট মন্তব্য গুলো পড়ে আমার সময় পার করি, তোমার পোস্ট মন্তব্য আমি পড়েছি অনেক, তুমি ভালো কি মন্দ আমি জানি, কি সুন্দর করে সবাইকে আপন করে নাও তুমি, সেটা অনেক বড় গুন মানুষের মধ্যে। তুমি যে কোন খারাপ মানুষকে ভালো করে ফেলতে পারবে তোমার আন্তরিকতায় সে আমি জানি মানব।
ভালো বলেছো রবিবার আড্ডা পোস্ট দেবো, আমার একটা লেখা আছে পড়েছো নিশ্চই, রংহীন রবিবার , এখন সেই রবিবারকে আমরা সবাই মিলে রঙ্গীন করে নেবো,
শোন তোমার দায়িত্ব চিঠি পৌছে দেয়া, ব্যাক্তি কে সেটা নিয়ে তুমি ভাববে কেন? তুমি কি দেখেছো বাংলাদেশের ডাকপিওনরা কখনো বলেছে যে ঐ ব্যাক্তি খারাপ তার চিঠি আমি নিয়ে যাবোনা? হিহিহিহ
৩৭| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: লেখা ভালো লেগেছে।
মা তো অতুলনীয়ই নাকি???
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:০৭
দিয়া আলম বলেছেন: বিলিয়ার ভাইয়া আমি গতরাতে তোমার একটা কবিতা পড়েছি, অনেক সুন্দর কবিতা
মা সত্যি অতুলনীয়
তোমাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
৩৮| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
শীত গেলো, গেলো গ্রীস, শরৎ চলে যাচ্ছে, কিছুই তো বললেন না
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:১০
দিয়া আলম বলেছেন: কি বলার কথা ছিলো বলোতো গাজী ভাইয়া? তুমি কি শুন্তে চাও বলো বলো।
৩৯| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:২৭
খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা চুম্বকের মত টেনে আনলো আপনার এ লেখাটাতে। ঘটনাটা বাস্তব কিংবা কাল্পনিক, নিজের কিংবা অন্যের- যাই হোক, পড়ে খুব ভাল লাগলো। এমন অসাধারণ মা যাদের, তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান/বতী।
গল্পের মত অনেকের সাথে মন্তব্যে আপনার/আপনাদের কথোপকথনগুলোও খুব ভাল লেগেছে। অনেকদিন পরে আমি মানবীর কোন মন্তব্য এখানে দেখতে পেলাম। উনি অত্যন্ত গুণী এবং মেধাবী ব্লগার। তার মন্তব্য এবং আপনার উত্তর, দুটোই ভাল লেগেছে।
আপনার লেখনী সাবলীল ও স্বচ্ছন্দ। লেখা চালিয়ে যাবেন, বানানের সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:১৪
দিয়া আলম বলেছেন: এর চেয়ে মধুর শিরোনাম আর নেই ভাইয়া, সবাইকেই টানে এই শিরোনাম,
নারে ভাইয়া,আমার এখানে কোন ঘটনা কাল্পনিক নয়, আমি সাহিত্যিক না ভাইয়া যে কল্পনায় কোন কিছুর রূপ দিতে পারবোনা, আমাদের জীবনটাইতো ভাইয়া ঘটনাবহুল, সেসব বলতে গেলেইতো শেষ হবেনা, নতুন করে বানিয়ে কি বলবো বলো?
মানবী আপু মন্তব্যে আমি নিজেও অনেক গর্ববোধ করেছি ভাইয়া, উনি অসাধারণ একজন নারী।
আমার জন্য দোয়া করো
ভালো থেকো
তোমার মন্তব্যে আমি আনন্দিত
৪০| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:০৬
সম্রাট৯০ বলেছেন: সামু খুব স্লো মনে হচ্ছে এখন , আমি ফ্রেশ হয়ে খেয়ে ফ্রী হয়ে আসছি আবার।
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:১১
দিয়া আলম বলেছেন: জী সত্যি অনেক স্লো, এমন হলে কোন কিছু নিয়ে আলোচনায় বিরক্ত চলে আসে, আপনি ফ্রী হয়ে আসুন আমি আছি সারাদিন রাত। এর মধ্যে আমি কিছু কাজ সেরে আসবো। আপনি আসলে আলোচনা শুরু করতে পারেন।
০৩ রা অক্টোবর, ২০১৬ ভোর ৪:৫২
দিয়া আলম বলেছেন: ছয় বছর বয়সে আমি কানাডা আসি, আম্মু আব্বু আমার ছোট বোন একটা ভাই, আজ ২০ বছর আমি এই দেশে, এখানে পড়া লেখা করে সেই একি এলাকায় আজ ২ বছর হলো মন্ট্রিয়ালে বিএমও ব্যাংকে কাজ করছি, শনিবারে আমাদের এখানে বাংলা কমিউনিটিতে একটা স্কুল হয়েছে সেখানে বাংলা নিজে পড়ি এবং ছোটদের পড়াই কোন পারিশ্রমিকের বিনিময়ে না,ঐযে বললাম নিজে পড়ি তাই ।আমার কাজিনের মাধ্যেম এখানে এসেছি মানে ব্লগে সেটা আগেই বলেছি,বাংলা শিখতে জানতেই কাজিন আমাকে এই ব্লগে আসতে বলে, আমার দেশ আর ভাষাকে আমি খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে আমি যখন বাংলা বলি। সেই সময় গুলো নিয়ে আমি একটা পোস্ট দেবো আগামি রবিবার। সেখানেই আমরা কথা বলবো সম্রাট, আমি সাজিয়ে বলতে পারিনা, সরল ভাবে বলে যাবো,কেমন? আপনি সেই পোষ্টে যোগ দিবেন ।
আমার ভালো লাগে এমন কিছু আগেই বলে দেই,
আমি গান শুনতে ভালোবাসি, অবশ্যই বাংলা গান,
অবসরে টিভি দেখি বই পড়ি, এখন বাংলা বই গুলো পড়ছি বেশি।
আগের দিনের বাংলা সিনেমা এবং কলকাতা বাংলা সিনেমা আমার ভালো লাগে, হিন্দু ভালো বুঝিনা তবুও অনেক হিন্দি ম্যুভি আমি দেখেছি, আমির খান আমার প্রিয় নায়ক, আমার প্রিয় সংগীত শিল্পি সুবির নন্দি সহ আরো অনেকেই, প্রিয় অভিনেতা -নেত্রী-মোশারফ করিম, জাহিদ হাসান, অপি করিম আরো অনেকে,
খেতে ভালোবাসি চটপটি ঝালমুড়ি,
আরো মনে হলে বলবো,
০৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৭
দিয়া আলম বলেছেন: কাল একটা নিউজ দেখেছি টরন্তে একজন বাঙ্গালী রোড এ্যাকসিডেন্ট করেছে, কথাটা শুনেই আপনার কথা মনে হলো। খোদা না করুন ,আপনি ভালো আছেন আশা করি। তবুও একটু ফ্রী হলে নেটে এসে কিছু বলে গেলে ভালো হতো।
রবিবারে কথা হবে ,
৪১| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:১০
পথহারা মানব বলেছেন: হায় হায় তুমিও আমার সব যেন ফেলেছ.....এখন আমার কি হবে গো ও আল্লাহ ...!!! খবরদার আর কোন কথা বল না, আমার বাসায় যদি জানে, এক্কেরে কাইট্টা নদীতে ভাসায়া দিব!!!
ঠিক আছে আগে দেখি তুমি কেমন লিখ, আমিও হাতটা ঝালাই করে নেই, আচ্ছ। সাপ্তাহিকী, মাসিকপত্র নাকি পাখকিক হবে? আজ আর পারছি না, সারাদিনের গাধার মত খাটুনীর পর এখন মোষের মত পড়ে, জল্ হস্তির মত শব্দ করে কোকিলের মত স্বপ্ন দেখতে দেখতে ঘুমাতে ইচ্ছা করছে!!
অনেক অনেক ভাল কাটুক আমার দিয়া আপুর ছুটির দিনের প্রতিটি মূহুরত, এই কামনায় শুভ সকাল!!!
০৩ রা অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩১
দিয়া আলম বলেছেন: হিহিহিহিহিহি হাসতে হাসতে শেষ আমি, এইভাবে কেউ ঘুমায়?
মানব শোনো আমি তোমাকে প্রতি রবিবারে একটা করে চিঠি দেবো, তুমি সেটার জবাব ৩ টা করে দিবা, পারবা? হিহিহিহি
যদি পারো তাহলে চিঠি লেখা শুরু করবো, সকালে ঘুম থেকে উঠে আমাকে জানাবা , বুঝলাম মানব ?
শুভ সকাল
৪২| ০৩ রা অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৪
পথহারা মানব বলেছেন: তিনটা কেন????? সপ্তাহান্ত তিনটা চিরকুটই লেখা যায় না, তা আবার চিঠি....অসম্ভব!!!
শুন দিয়া আপু এত বেশি বেশি লিখলেতো লেখার মান তখন অং বং যদু মধু হয়ে যাবে....একটার বেশি হলেই আর ভাল লাগবে না। তুমি দেখনি আগের যুগের ছেলে মেয়েরা কিভাবে প্রতিটি ক্ষণ তীর্থ এর কাকের মত অপেক্ষায় থাকত, মাঝে মাঝে সেই অপেক্ষার প্রহর সপ্তাহ ঘুরে মাস এমনকি বছরো হয়ে যেত....একটার বেশি পারবনারে আপুনি!!! প্রতি বুধবার পাঠাব যদি রাজি থাক!!!
০৩ রা অক্টোবর, ২০১৬ ভোর ৬:১০
দিয়া আলম বলেছেন: ঐ তুমি কি নিয়ে এত বিজি?, দেখিতো অফিসের সময়ও কাজ ফাঁকি দিয়ে ব্লগে পড়ে থাকো, এখন এত বিজি ভাব দেখাও কেনো, আমি তোমার কাছে চিঠি লেখা শিখবো, আমাকে তুমি শিখাবে কিভাবে প্রেম পত্র লেখে মানুষ, এরপর তোমার থেকে প্রেম শিখে আমি প্রেম করবো আমার রাজকুমারের সাথে। হিহিহিহি
আমি আগের যুগের কথা কিভাবে জানবো, আমিতো এই যুগের মেয়ে, আচ্ছা আপাতত দুটো করে দিবা চিঠি আমাকে, ওকে?
৪৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪২
পথহারা মানব বলেছেন: আমিতো একেবারে আমড়া কাঠের ঢেঁকি না রে বোন! কিছু কাজতো করতেই হয়। তবে আমার অফিসে সোশাল সাইট পারমিটেড...আমিওতো আগের যুগের মানুষ না, তাই বলে কে সেই যুগকে জানব না!! ঊনিশ আর বিশ শতকের এত ভাল ভাল লেখকদের লেখাগুলো কিসের জন্য? তুমি চাইলে মোবাইলে এপ্স নামিয়ে সে যুগের রবিন্দ্রনাথ, শরচ্চন্দ্র আরো কত ভাল লেখক আছে তাদের লেখাগুলো পড়তে পার। সেইবই, বইপোকা নামে দুইটা এপ্স আছে প্লে ষ্টোরে পাওয়া যায়, অফিসে যাওয়া আসার পথে পড়তে পার!!
তুমি একজন অসাধারণ মায়ের সন্তান!!! এক কাজ কর না আন্টিকেও একটা নিক খুলে দেও? আমার বিশ্বাস ওনার অভিজ্ঞতা, জীবনদর্শন, নি:সন্দেহে আমাদেরকে অনেক কিছু দিবে, এ থেকে আমাদেরকে বঞ্চিত কেন করবে, আর সামুও একজন লেখক পাবে? তবে পরিচয়টা লুকিয়ে রাখবে, ঊনি যে তোমার মা সেটা প্রকাশ না পেলেই বরং ভাল।
দুইটাও অনেক কষ্টের হবে? আচ্ছা আগে শুরুতো করা যাক!!
আর তুমি আমার কাছ থেকে প্রেমের পাঠ নিবে, এই কথা যদি রাবেয়া বুবু শুনে তাহলে আমার পিঠের ছাল ঊঠিয়ে ফেলবে..ও আমার ফিস কিন্তু অনেক বেশি, দিতে পারবেতো???
০৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৩
দিয়া আলম বলেছেন: মানব আমি আমি রবিবারেে জবাব দেবো, ভালো থেকো
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৩
দিয়া আলম বলেছেন: তোমাকে অনেক ধন্যবাদ এ্যপসের কথা বলার জন্য, সারা মোবাইল ভরিয়ে ফেলেছি বাংলা কবিতা গল্প লোড করে,
মানব আম্মুটা আসলে অসাধারণ, আমার সৌ ভাগ্য আমাকে আল্লাহ এমন মা দিয়েছেন। নাহ উনি এমনি বেশি পন্ডিৎ, একাউন্ট করে দিলে আরো বেশি পন্ডিতি শুরু করে দিবে, আর ব্লগের পরিবেশ মাঝে মাঝে বদলে যায় ঐ পরিবেশে আম্মুকে আনতে চাইনা,
এই মানব রাবেয়া কে? কত ফিস বলো, আমার আয়ের টাকা শুধু আমি খরচ করি, আর কাউকে দেইনা, চেকে সাইন করে দেবো তুমি সংখ্যা বসিয়ে নিও,
৪৪| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৬
সম্রাট৯০ বলেছেন: সেটা আমিও জানি, আমি সেই মানুষ না, তবে আমি এমনি একটু সিক আছি,।ভালো ফিল করলে আসবো ব্লগে,
ভালো থাকবেন
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৮
দিয়া আলম বলেছেন: খবরটা শুনে একটু চিন্তিত ছিলাম কিন্তু বিশ্বাস ছিলো আপনি ভালো আছেন। সম্রাট ভালো না থাকলে দেশ প্রজারা কিভাবে বাঁচবে।
কেমন আছেন? শরীর এখন কেমন? খুব বেশি অসুস্থ্য? একটু আসবেন ব্লগে?কখন আসবেন? আপনার জন্য অপেক্ষা করছি, আজকে সারাদিন আড্ডা দেবো যদি আপনার শরীর ভালো থাকে .................
৪৫| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৩
সম্রাট৯০ বলেছেন: আমার খবর রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিয়া,
হাহাহ আমি নামের সম্রাট, আমার দেশ আছে কিন্তু প্রজা নেই, শরীর একদমি ভালোনা, দুইদিন হসপিটালে ছিলাম, কোন কাজ করতে পারিনি, আজকে ভেবেছিলাম বাসায় বসে কিছু কাজ এগিয়ে নেবো কিন্তু সাহস পাচ্ছিনা,
আপনার কি খবর বলেন? আড্ডা পোষ্ট দেয়ার কথা ছিলো মনে হয়? দিবেন? সেখানে গল্প করবো তাহলে যদি দেন,
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৯
দিয়া আলম বলেছেন: ওহমাইগড, এত খারাপ অবস্থা কি করে হলো যে আপনাকে হসপিটালে থাকতে হয়েছে? কি সমস্যা বলা যাবে সম্রাট? নাহ আড্ডা পোস্ট দেবোনা, আপনি চাইলে আমার পুরোনো পোষ্টে আসতে পারেন, ওখানে আসেন।
৪৬| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১০
পথহারা মানব বলেছেন: এই এত ভাল একটা খবর দিলাম তার পরিবর্তএ এত শুকনা ধন্যবাদ...রাবেয়া বুবু আমাদের বিখ্যাত আপু..রাবেয়া রহিম নামে ব্লগে সার্চ দিলে পেয়ে যাবে।
তোমার ইনকাম খাওয়ার কেঊ নেই!!! হা হা হা। চিন্তা করতেছি চাকরি ছেড়ে দিব কিনা।
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৬
দিয়া আলম বলেছেন: ওকে ধন্যবাদ দেবোনা, তোমার জন্মদিনে আমি একটা গিফ্ট পাঠাবো, তোমার জন্মদিন কবে মেইলে জানিয়ে দিও,
রাবেয়া আপুকে ব্লগার হিসেবে জানি আমি, আপুর কবিতা আমি পড়ি, অনেক সুন্দর কবিতা লেখেন উনি, তোমার কি হয় আপুটা?
কোন সমস্যা নেই চাকরি ছেড়ে দিতে পারো, আমার এ্যকাউন্টে যা আছে নিশ্চিন্তে কিছুদিন বসে খেতে পারবে, ফুরিয়ে গেলে এরপর আমি জানিনা হিহিহিহিহিহ
৪৭| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩২
পথহারা মানব বলেছেন: হা হা হা...আমারতো জন্মদিন গত মাসে চলে গিয়েছে!!!
রাবেয়া বুবু আমাদের মানে ব্লগের বুবু। তোমার চিঠি কই?
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৮
দিয়া আলম বলেছেন: মেইল লেখা হয়ে গেছে কিন্তু পাঠাতে লজজা লাগছেরে মানব। দাড়াও আজকে পাঠাবো যা করে আল্লায় হীহিহিহি
তোমার জন্মদিন আমি অবশ্যই কিছু পাঠাবো, তুমি তারিখ বলবা মেইলে, বুঝছো?
৪৮| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৮
Wahiduzzaman Utsho বলেছেন:
আপুরাও প্রেমে পড়ে!!!! কবে যে তোমার মত এক রাজকুমারি আমার পিছনে ঘুরবে,
১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২৮
দিয়া আলম বলেছেন: কেন আপুরা প্রেমে পড়তে নেই?
সময় হলে তোমার পিছেও রাজকুমারী ঘুরবে ভাইয়া,
মন্তব্যের জন্য ধন্যবাদ
৪৯| ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
নতুন কিছু লিখুন, আবার ২৬ শে মার্চ এসে যাচ্ছে তো!
১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩১
দিয়া আলম বলেছেন: দাড়াও আমি তোমাকে নিয়ে পোস্ট দেবো, তোমাকে বুড়ি ভাবি ঠিক করতে পারেনি আমি তোমাকে ঠিক করে ফেলবো, সামনের মাসে আমার ৭ দিনের ছুটি আছে, সেই সময় তোমার সাথে ব্লগে ফাইট করবো রেডি থেকো বলে দিলাম
৫০| ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৬
হাতুড়ে লেখক বলেছেন: আজবতো বিবাহিত মানুষের মনে কি প্রেম নাই?
এইটা ঠিক হইলো না।
যাইহোক আপ্নার প্রথম পোষ্ট পড়লুম। ভাল্লাগসে।
এতদিনে তো রাজকুমার মিলে যাওয়ার কথা।
১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৫
দিয়া আলম বলেছেন: আমারতো সমস্যা নেই বিবাহীত অবিবাহিত। সে রাজি থাকলে আমি সতিনের সংসার করতেও রাজি হিহিহিহিহিহিহি
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ
নারে এখনো মিলেনি রাজকুমার,
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৯
সোজোন বাদিয়া বলেছেন: হুম, প্রেমের চিরন্তন সমস্য! মানুষ মেনে নিয়েছে। মানাটাই জীবন।