নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাণ ভরে হাসুন, মন দিয়ে রাঁধুন।

হাসি কান্না, রান্না এই তিন নিয়েই এই সংসার। আসুন, হা হা হাসুন(কাঁদুন) আর রাঁধুন...

ধরো মারো কাটো

এক টুকরো হাসি ভুলিয়ে দিতে পারে জীবনের কষ্ট...

ধরো মারো কাটো › বিস্তারিত পোস্টঃ

অবিশ্বাষ্য রেটে কথা বলুন … মাত্র ২৯ পয়সা প্রতি মিনিট… ২৪ ঘন্টা যে কোন অপারেটর এ !!!

১২ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪১

যারা মোবাইল এ অনেক time কথা বলেন but ইচ্ছা হলেও কম time এ শেষ করতে পারছেন না । তারা এই পদ্ধতি use করে মজা পাবেন বলে আসা করি।



উপকরনঃ

* ১। ২টা teletalk এর sim.

* ২। call divert সম্পর্কে ধারনা থাকা।



যারা divert সম্পর্কে জানেন তাদের জন্য খুব ই easy hobe

প্রথমে ই বলে রাখি teletalk divert এ টাকা কাটে না।



২৯ পয়সা রেটে কথা বলতে… আপনাকে যা করতে হবে

* আপনাদের বোঝার সুবিধার জন্য (sim 1 and sim 2 ধরে নিলাম )

* sim1থেকে sim2 কে fnf করুন।( teletalk এ fnf ২৯ পয়সা )

* আপনার ইচ্ছিত number (যে number এ call করতে চান) sim2 থেকে divert করুন .

* এখন sim1 থেকে sim2 তে call করুন।

* sim2 থেকে call টি চলে যাবে আপনার কাঙ্খিত number এ...



এবার তবে কথা বলুন মাত্র ২৯ পয়সা মিনিটে যে কোন নাম্বারে যে কোন সময়।

মন্তব্য ১৫ টি রেটিং +১৪/-১

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৫৯

রিফাত হোসেন বলেছেন: ওহ জটিল মামা :) কাজ হলে চুমা না হলে উষ্টা । ;)

১২ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৮

ধরো মারো কাটো বলেছেন: কাম হইবো মামা, আমি চাইলাইতাছি। তোমার মামীর লগে কথা কইতে এখন আর ডরাই না :P :P :P :P

২| ১২ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

একলোটন বলেছেন: প্রথমে ই বলে রাখি teletalk divert এ টাকা কাটে না।জানতাম না তো?
শুভ সংবাদ।ট্রাই করে + দিবো যদি সফল হই।বাইরে কল করা যাবে?

১২ ই জুলাই, ২০১০ রাত ৮:৪৬

ধরো মারো কাটো বলেছেন: বাইরে বলতে কি বুঝাইতেছেন ? আমাগো দেশের বাইরে ? না হেইডা অইবো না।

৩| ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৫৭

ফালাক বলেছেন: বুঝলাম না ঠিক। সিম-২ থেকে অন্য নাম্বারে যাবে তো সিম-২ থেকে কি টাকা কাটবে না? সিম-২ আর অন্য নাম্বার যদি এফ এন এফ করি তবে ৫৫ পয়সা কাটবে প্লাস ভ্যাট। এখন কেম্নে কি?

৪| ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৫৮

ফালাক বলেছেন: ও আচ্ছা, ডাইভার্টে না কাটলে ঠিক আছে।

৫| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:১৯

ঋষাণ বলেছেন: ১০১ বার পঠিত.....

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৭

নামহীনা বলেছেন: এখনো কি ডাইভার্টে পয়সা কাটে না, তাহলে তো কালকেই ২টা টেলিটক সীম নেয়া লাগে!

ডাইভার্টে পয়সা কাটে কিনা, জানাবেন কিন্তু।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫৭

মনিহার বলেছেন: আমি কিন্তু টেলিটক কে জানাইয়া দিমু।

৮| ০৬ ই জুলাই, ২০১১ রাত ১০:৪৬

মোঃ ইবরাহিম আরমান বলেছেন: চরম

৯| ০৬ ই জুলাই, ২০১১ রাত ১০:৫৮

মেহদী১০ বলেছেন: আমার ১টা টেলিটক সিম এখন আমার কি হপপে ???????? :( :( :(

১০| ০৬ ই জুলাই, ২০১১ রাত ১১:০৭

অগ্নি বলেছেন: আপনার ইচ্ছিত number (যে number এ call করতে চান) sim2 থেকে divert করুন

এই লাইনটা বুঝলাম না!!! একটু ব্যাখ্যা করুন ভাই...

১১| ০৬ ই জুলাই, ২০১১ রাত ১১:১৫

ফুৎকার বলেছেন: ডাইভার্ট নাই....এতো দিন কন নাই কেন? ভাই আপনি তো লোক খারাপ X( X(
যাই হোক এখন জানানোর জন্য ধইন্যা ;) B-) :D :) :-0

১২| ১২ ই জুলাই, ২০১১ রাত ২:৩০

দু-পেয়ে গাধ বলেছেন: এই পোস্ট টা বেশিদিন রাখবেন না। টকের কোম্পানী জেনে গেলেই সমস্যা হবে। =p~

১৩| ১৬ ই জুলাই, ২০১১ দুপুর ১:৩৭

সপ্তডিঙা বলেছেন: প্রথমে ই বলে রাখি teletalk divert এ টাকা কাটে না।

ভুয়া তথ্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.