![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি নতুন/রিকন্ডিশন গাড়ি (কার) কিনতে চান, তাহলে এর অনেকগুলো পয়েন্ট আপনার নাও লাগতে পারে, কিন্তু পুরনো (সেকেন্ডহ্যান্ড) গাড়ি কিনতে গেলে এই পোষ্টটায় একটু চোখ বুলিয়ে নিতে পারেন।
যে ব্র্যান্ডের গাড়িই কিনুন, আপনার বাজেটের উপরে মুলতঃ এর মডেল নির্ভর করবে। আপনার বাজেট বেশী হলে নতুনতর মডেল, কম হলে পুরাতন এর দিকে দেখতে হবে। সাধারনভাবে চলতি গাড়িগুলোর মধ্যে টয়োটাকে আমি প্রাধান্য দেই, কারন দেশের যে কোন জেলায় এমনকি উপজেলাতেও এর সার্ভিসিং/পার্টস পাবেন যাঅন্য ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে দুস্প্রাপ্য। তবে ইদানিং নিশান, হোন্ডা –এগুলোর ক্ষেত্রেও কোন কোন জায়গায় উপরক্ত সুবিধাগুলো স্থানবিশেষে পাওয়া যাচ্ছে।
নতুন হলে আপনার বাজেট অনুযায়ী, কিন্তু পুরাতন কার কিনলে ৯৬-এর চেয়ে পুরাতন মডেল কেনা উচিত না।
চালানোর সুবিধা ও ট্রাফিক জ্যামের কারনে অটো-গিয়ার সাজেষ্টেড। এসি সুবিধা ও গতি-এর জন্য ১৫০০ সিসি সাজেষ্টেড। এর কম হলে ফুয়েল কম কঞ্জিউম করবে, কিন্তু এসি পার্ফর্মেন্স ভালো নাও হতে পারে। আর এর বেশী হলে বাৎসরিক ট্যাক্স একটু বেশী পড়বে।
চেষ্টা করবেন দালাল ছাড়া মুল মালিকের কাছ থেকে কেনার।
প্রথমত গাড়ির কাগজপত্র। কাগজের সাথে গাড়ির চেসিস নম্বর, ইঞ্জিন নম্বর, সিসি, রঙ মিলাবেন। কতদিন পর্যন্ত আপডেট আছে দেখবেন।
গাড়িতে যেগুলো দেখবেনঃ
>এর ইঞ্জিন পার্ফর্মেন্স (ওভারহলিং ইঞ্জিনসহ না কেনাই ভালো),
>গিয়ার ফাংশন, অনেক ভালো ইঞ্জিনের গাড়িও দুর্বল গিয়ার এর কারনে ভালো পারফর্ম করতে পারে না।
> বডি (কোন মেজর রিপেয়ার আছে কিনা), রঙ পরিবর্তন করা হয়েছে কিনা -হলে কি কারনে,
> এসি পার্ফর্মেন্স(ঠান্ডা কেমন হয়, হিটার কাজ করে কিনা, মুল যন্ত্রাংশ কতদিন আগে পরিবর্তিত),
> টাইরয়েড, রেডিয়েটর, ফ্যান, ব্রেক সিষ্টেম, টায়ার-এর কন্ডিশন।
> হুইল এলাইনমেন্ট ও চেসিস -কোন বড় এক্সিডেন্ট আছে কিনা বোঝার জন্য,
> দরজা-বনেট-ডিকি -এর লাইনিং (কোন এক্সিডেন্ট করে থাকলে বোঝার জন্য)।
> উইন্ডশীল্ড (ঘোলা বা স্ক্র্যাচ আছে কিনা), ব্যাক শীল্ড, উইন্ডো গ্লাস।
> বিভিন্ন অটো পার্টসের পার্ফর্মেন্স (গ্লাস, সাইড মিরর ইত্যাদি)।
> সিএনজি কনভার্টেড হলে ভাল কোন কোম্পানী থেকে করা কিনা।
এরপর ইন্টেরিওর দেখবেন, মূল সীট, দরজার ভিতরের কাপড়/লেদার-নব, ষ্টিয়ারিং হুইল এবং ভিতরের গন্ধ।
গাড়ি অবশ্যই চালিয়ে দেখবেন। চুড়ান্ত করলে রাতেও চালিয়ে দেখবেন এর গ্লাস ও লাইট-এর পার্ফর্মেন্স দেখার জন্য।
এছাড়া অন্যান্য বিষয়গুলো, যেমন শক এব্জর্ভার, রীম, ব্রেক, সাউন্ড সিষ্টেম, সিট কভার, বাম্পার, স্পয়লার, ফগ লাইট, ইঞ্জিনের ইঞ্জেক্টর –ইত্যাদি দেখতে পারেন। কিন্তু আমার কাছে এগুলো বড় ব্যাপার মনে হয় না, যেহেতু এর অনেকগুলোই সহজে চেঞ্জ করা যায় বা কেনার পরে করতে হয়, এছাড়াও অনেকে কেনার পরে নিজের পছন্দ অনুযায়ী চেঞ্জ করে থাকেন।
যার থেকে কিনবেন, তার কাছে গাড়ির ইতিহাস (মামলা, এক্সিডেন্ট, সাধারন ত্রুটি) ইত্যাদি জেনে নিন। উপরে বর্নিত বিষয়গুলোর যে কোনটি/গুলোর জন্য একই মডেলের বিভিন্ন গাড়ির মধ্যে দামের অনেক পার্থক্য হতে পারে।
সব শেষে আবার গাড়ির কাগজপত্র। পেপারস্এর কপি নিয়ে নিজে বিআরটি-এ তে চেক করবেন (মূল ভলিউম থেকে, দালাল ছাড়া)।
ক্রয় এর পরে দ্রুত গাড়ির কাগজ-পত্র নিজ নামে করে নিবেন।
আর সব শেষে, গাড়ি কেনা হলে আমাকে দাওয়াত দিবেন। আপনার গাড়িতে করে মাওয়া ঘাটে ইলিশ-ভাজা খেতে যাবো।
(পোষ্টে অনেকগুলো ইংরেজী শব্দ ব্যবহার করেছি। প্রকৃত অর্থ বোঝাতে প্রতিশব্দের চেয়ে এগুলোই আমার কাছে যথার্থ মনে হয়েছিলো, তাই।)
১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
মরদেহ বলেছেন: ভাই, আমার ব্লগ জীবনের প্রথম মন্তব্যকারী আপনি। যা খুশী করেন।
প্লাসের জন্য ধন্যবাদ।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯
হিম১২৩ বলেছেন: কাজে লাগতে পারে।+++
১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
মরদেহ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
হেডস্যার বলেছেন:
পেছনে "মরদেহ" রাখার যায়গা আছে কি না সেটা ও মাথায় রাখা উচিত।
জেনে রাখলাম, তবে কাজে লাগবে না।
অত টাকা নাই
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
মরদেহ বলেছেন: পেছনে কেন রাখবেন? আপনার পাশে কিঞ্চিৎ জায়গা থাকলেই হবে।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
রফিকুজজামান লিটন বলেছেন: পোস্ট প্রিয়তে।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
মরদেহ বলেছেন: ধন্যবাদ।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
নীল ভোমরা বলেছেন:
তবে কার হাট থেকে না কেনাই ভাল! সব-ই পুরাতন সেকেন্ড হ্যান্ড গাড়ী স্থানীয়ভাবে রিকন্ডিশন করা। ভিতরের কন্ডিশন যা-ই থাকুক, বাইরের চাকচিক্য থাকবে..... দালাল সহজেই আপনাকে কনভিন্সড করে ফেলতে পারে।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
মরদেহ বলেছেন: ঠিক বলেছেন। কারো ব্যাবসায়িক স্বার্থে আঘাত হতে পারে ভেবে কথাটা না বলে এজন্যই বলেছি সম্ভব হলে মূল মালিকের নিকট থেকে কেনার জন্য।
আমি ব্যাক্তিগতভাবে কার হাট থেকে কেনা সাপোর্ট করি না।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১
কালীদাস বলেছেন: ম্যানুয়াল গিয়ার তো মনে হয় স্পিডের জন্য বেটার! আর বাংলাদেশে টয়োটা ছাড়া অন্য কিছু না কেনাই বুদ্ধিমানের কাজ।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
মরদেহ বলেছেন: দক্ষতা থাকলে ম্যানুয়াল গিয়ার এ দ্রুত স্পিড তোলা যায়, কিন্তু আমাদের দেশের রাস্তার জন্য স্পিড মেইটেইন/নিয়ন্ত্রনের জন্য অটোগিয়ার কারই শ্রেয়।
ম্যানুয়াল গিয়ার চালাতে চার হাত-পা সবগুলোকে ব্যাস্ত রাখতে হয়, আর কিছু করা যায় না-এটা আমার খুবই অপছন্দ।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
রাজীব বলেছেন: পোস্ট প্রিয়তে রাখলাম।
মরদেহ নিয়ে ইলিশ খেতে যাওয়াটা ভৌতিক হয়ে যাবে না?
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
মরদেহ বলেছেন: আরে, না! আমি চুপচাপ পড়ে থাকবো তো, ভয় দেখাবো না।
৮| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪০
বৃষ্টিধারা বলেছেন: মরদেহ.....
০৮ ই মার্চ, ২০১৪ সকাল ৭:২০
মরদেহ বলেছেন: আপু, আমাকে ডেকেছেন? আচ্ছা, জোর করে হলেও চলে আসবো একদিন, ভর্তার দাওয়াত খেতে।
কন্যা খুব কিউট হয়েছে।
৯| ০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৫
বৃষ্টিধারা বলেছেন: ওমা , মরদেহ দেখি সব ই জানে !!
০৯ ই মার্চ, ২০১৪ ভোর ৬:০০
মরদেহ বলেছেন:
১০| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৪
ইমিনা বলেছেন: আমার নতুন কিংবা পুরাতন কোন রকম গাড়ী কেনার সামর্থ্য নাই
স্কুলে পড়াকালীন সময়ে মনে মনে ঠিক করেছিলাম : এমন একজন ছেলেকে বিয়ে করবো যার নিজের গাড়ী আছে
নববর্ষের শুভেচ্ছা ।।
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৮
মরদেহ বলেছেন: সৃষ্টিকর্তা আপনার মনের ইচ্ছা পুরন করুন (যদি না ইতোমধ্যে করে থাকেন)।
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৬
রহমান সাম্য বলেছেন: ্রিয়তে রইল, ইনশাল্লাহ আমারও একটা হবে
১২| ০৩ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
লিখেছেন বলেছেন: thanks
১৩| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১১
আবু সালেহ আবদুল্লাহ আল-মামুন বলেছেন: খুব উপকৃত হলাম। ধন্যবাদ।
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬
ফজলুল করিম বলেছেন: আপনি যে সকল পয়েন্টস বর্ণনা দিয়েছেন সেটা অনেকরই জানা।
জানে না সবাই আপনার পয়েন্টগুলোর বিস্তারিত বিবরণ।
যেমন:
//////>এর ইঞ্জিন পার্ফর্মেন্স (ওভারহলিং ইঞ্জিনসহ না কেনাই ভালো),
==কিভাবে একজন সাধারণ ক্রেতা ইঞ্জিন পারফরেমন্স সম্পর্কে বুঝতে পারবে
==কিভাবে একজন সাধারণ ক্রেতা ওভারহলিং ইঞ্জিন কিনা তা জানতে পারবে
////>গিয়ার ফাংশন, অনেক ভালো ইঞ্জিনের গাড়িও দুর্বল গিয়ার এর কারনে ভালো পারফর্ম করতে পারে না।
==কিভাবে একজন সাধারণ ক্রেতা গাড়িও দুর্বল গিয়ার কিনা তা জানতে পারবে
///////> টাইরয়েড, রেডিয়েটর, ফ্যান, ব্রেক সিষ্টেম, টায়ার-এর কন্ডিশন।
== উদাহারণ বা সচিত্র বর্ণনা ছাড়া কিভাবে বুঝব???
//////> হুইল এলাইনমেন্ট ও চেসিস -কোন বড় এক্সিডেন্ট আছে কিনা বোঝার জন্য,
এছাড়া অন্যান্য বিষয়গুলো, যেমন শক এব্জর্ভার, রীম, ব্রেক, সাউন্ড সিষ্টেম, বাম্পার, স্পয়লার, ইঞ্জিনের ইঞ্জেক্টর –ইত্যাদি দেখতে পারেন।
== উদাহারণ বা সচিত্র বর্ণনা ছাড়া কিভাবে বুঝব???
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮
জর্জিস বলেছেন: +++++
...আপনার নিক আর ব্লগ প্রোফাইল দেখে পোস্ট প্রিয়তে নেব কিনা ভাবছি