নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিস্পাপ একজন

নিস্পাপ একজন › বিস্তারিত পোস্টঃ

কর্মের ফল নিয়তের উপর নির্ভরশীল ।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৫

কর্মের ফল নিয়তের উপর নির্ভরশীল ।



আমীরুল মু’মিনীন আবূ হাফস উমার বিন খাত্তাব (র) থেকে বর্ণিত । তিনি বলেন: আমি রাসুলুল্লাহ (সা) কে বলতে শুনেছি যে, সকল কাজের পরিণাম নিয়ত অনুযায়ী হবে । প্রত্যেক ব্যক্তি যে নিয়ত নিয়ে কাজ করবে সে তাই পাবে । সুতরাং যার হিজরত আল্লাহ ও তাঁর রাসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে হয়েছে, তার হিজরত আল্লাহর ও তাঁর রাসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে হয়েছে বলেই ধরা হবে । পক্ষান্তরে যার হিজরত দুনিয়া লাভ বা কোন মেয়েকে বিয়ে করার নিয়তে হয়েছে তার হিজরত উক্ত উদ্দেশ্যে হয়েছে বলেই পরিগণিত হবে । [ বুখারী-৬৬৮৯. মুসলিম-১৯০৭ ]



আবু হুরাইরা আবদুর রাহমান বিন শাখর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন: মহান আল্লাহ তোমাদের শরীর এবং আকৃতির দিকে দেখেন না, বরং তোমাদের অন্তর ও কর্মের দিকে দেখেন । [ মুসলিম-২৫৬৪ ]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.