নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডলুপুত্র

লিখে খাই, ঘুরে বেড়াতে ভালো লাগে।

ডলুপূত্র

গ্রামেতে জন্ম আমার বাঁচায় নগর! সারাদিন পথে পথে ধোঁয়া-ধুলো খাই সন্ধ্যায় অফিসে বসের বকা-ঝকা খাই মাঝরাতে বাসায় ফিরে বউয়ের মুখ ঝামটা খাই অবশেষে ক্ষুধাহীন পেটে ঠান্ডা ভাত খেয়ে সামুতে লুকাই।

ডলুপূত্র › বিস্তারিত পোস্টঃ

সেরা তালিকায় ৪১ গালর্স স্কুল

১৬ ই মে, ২০১০ বিকাল ৪:০৫

কাফি কামাল: এসএসসি পরীক্ষার সার্বিক ফলাফলে ছেলেরা এগিয়ে থাকলেও মেয়েরাও পিছিয়ে নেই। গত বছরের চেয়ে উন্নতির দিক দিয়ে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের শতকরা ৮.৭১ভাগ উন্নতির বিপরীতে মেয়েদের উন্নতির হার ৯.৫৪। এ ছাড়া ৮টি শিক্ষা বোর্ডের ২০টি করে সেরা স্কুলের তালিকায় স্থান করে নিয়েছে ৪১ইি মেয়েদের স্কুল। এর মধ্যে বরিশাল বোর্ডে সর্বাধিক ৭টি স্কুল। চট্টগ্রাম ও যশোর বোর্ডে এ সংখ্যা ৬টি করে। আবার কুমিল্লার বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে মেয়েদের স্কুল ফেনী গালর্স ক্যাডেট কলেজ। বিভাগওয়াইজ ফলাফলে ঢাকা বোর্ডের মেয়েরা বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক তিন বিভাগেই ছেলেদের পেছনে ফেলেছেন। সবকটি বোর্ডের সার্বিক ফলাফলেও মেয়েরা বিজ্ঞান বিভাগে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। হাড্ডাহাড্ডি প্রতিযোগীতা করেছেন ব্যবসায় বিভাগেও। বিজ্ঞান বিভাগে মেয়েদের শতকরা ৮৯ দশমিক ৮৫ ভাগ পাসের হারের বিপরীতে ছেলেদের অবস্থান ৮৯ দশমিক ৫৯। এর মধ্যে ঢাকা, রাজশাহী ও দিনাজপুর বোর্ডের মেয়ের ছেলেদের চেয়ে এগিয়ে থাকার পাশাপাশি সমান অবস্থানে যশোর বিভাগে। অন্যদিকে হাড্ডাহাড্ডি প্রতিযোগীতা হওয়া ব্যবসায় বিভাগে ছেলেদের ৮০.৫৩ভাগ পাশের হারের বিপরীতে মেয়েদের অবস্থান ৮০.৩০। এর মধ্যে ঢাকা, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর ৬টি শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে রয়েছে ছেলেদের তুলনায়। মানবিক বিভাগেও ঢাকা ও রাজশাহী বিভাগে মেয়েরা এগিয়ে। এছাড়া টেকনিক্যাল বোর্ডের গড় ফলাফলে ছেলেদের ৮২.৬৩ এর চেয়ে ৮২.৯৪ হারে মেয়েরা এগিয়ে থাকার পাশাপাশি বোর্ডের শীর্ষ ২০ স্কুলের মধ্যে স্থান করে নিয়েছে ২টি মেয়েদের স্কুল। ৮টি শিক্ষা বোর্ডের শীর্ষ ২০ প্রতিষ্ঠানের মধ্যে মেয়েদের স্কুলগুলো হচ্ছে- ঢাকা বোর্ডে ভিকারুন্নেসা নূন স্কুল, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, হলিক্রস গার্লস হাই স্কুল, শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ ও মোহাম্মদপুর প্রিপারেটরি এন্ড গার্লস হাই স্কুল। চট্টগ্রাম বোর্ডে সিলভার বেলস গালর্স হাই স্কুল, বাংলাদেশ মহিলা সমিতি গালর্স হাই স্কুল এণ্ড কলেজ, ডা. খাস্তগির গভর্মেন্ট গালর্স হাই স্কুল, অপর্ণা চরন সিটি কর্পোরেশন গালর্স হাই স্কুল, সেন্ট স্কলাসটিকা গালর্স হাই স্কুল ও কক্সবাজার গভর্মেন্ট গালর্স হাই স্কুল, কুমিল্লা বোর্ডে ফেনী গালর্স ক্যাডেট কলেজ, নওয়াব ফয়জুন্নেসা গর্ভমেন্ট গালর্স হাইস্কুল, আওয়ার লেডি অব ফাতিমা গালর্স হাই স্কুল, ফেনী গভর্মেন্ট গালর্স হাই স্কুল ও চাঁদপুরের মাতৃপীঠ গভর্মেন্ট গালর্স হাই স্কুল। রাজশাহী বোর্ডে জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ, রাজশাহী গভর্মেন্ট গালর্স হাই স্কুল, বগুড়া গভর্মেন্ট গালর্স হাই স্কুল ও রাজশাহী গভর্মেন্ট পিএন গালর্স হাই স্কুল। যশোর বোর্ডে খুলনা গভর্মেন্ট করোনেশন সেকেন্ডারী গালর্স স্কুল, সাতক্ষীরা গভর্মেন্ট হাই স্কুল, যশোর গভর্মেন্ট গালর্স হাই স্কুল, কুষ্টিয়া গভর্মেন্ট সেকেন্ডারী গালর্স স্কুল, সাতক্ষীরা গভর্মেন্ট গালর্স হাই স্কুল ও নড়াইল গভর্মেন্ট গালর্স হাই স্কুল। বরিশাল বোর্ডে বরিশাল গভর্মেন্ট গালর্স হাই স্কুল, ভোলা গভর্মেন্ট সেকেন্ডারী গালর্স স্কুল, পটুয়াখালী গভর্মেন্ট গালর্স হাই স্কুল, পিরোজপুর এসবি গভর্মেন্ট সেকেন্ডারী গালর্স স্কুল, ঝালকাঠি হরচন্দ্র গভর্মেন্ট গালর্স স্কুল, পিরোজপুর গভর্মেন্ট গালর্স স্কুল ও বরগুনা গভর্মেন্ট সেকেন্ডারী গালর্স স্কুল। সিলেট বোর্ডে সিলেট গভর্মেন্ট অগ্রগামী গালর্স হাই স্কুল, হবিগঞ্জ বিকেজিসি গভর্মেন্ট গালর্স হাই স্কুল, মৌলভীবাজার আলী আমজাদ গভর্মেন্ট গালর্স হাই স্কুল ও সুনামগঞ্জ গভর্মেন্ট এসসি গালর্স হাই স্কুল। দিনাজপুর বোর্ডে রংপুর গভর্মেন্ট গালর্স হাই স্কুল, ঠাকুরগাঁও গভর্মেন্ট গালর্স হাই স্কুল, কুড়িগ্রাম গভর্মেন্ট গালর্স হাই স্কুল ও দিনাজপুর গভর্মেন্ট গালর্স হাই স্কুল। এছাড়া টেকনিক্যাল বোর্ডের সেরা ২০টি প্রতিষ্ঠানেও জায়গা করে নিয়েছে তিনটি মেয়েদের স্কুল।







Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:১৮

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: মেয়েরা যেহেতু ঘরমুখি, তাই এই ঘরমুখিতা একটি কারণ হতে পারে।

২২ শে মে, ২০১০ রাত ১০:৪৭

ডলুপূত্র বলেছেন: মেয়েরাও এগিয়ে যাক সমান তালে...

২| ২১ শে মে, ২০১০ দুপুর ২:২২

আহমদ ময়েজ বলেছেন:
প্রতি বছর এই সময়টা কৈশোর পার হওয়ার দুর্দান্ত মুহূর্তকেই মনে করিয়ে দেয়। আমি কখনই পড়ামুখি ছিলাম না, ছিলাম পলাতকমুখি। তারপরও স্মৃতিকাতর হই।


শুভার্থী ...

২২ শে মে, ২০১০ রাত ১০:৪৮

ডলুপূত্র বলেছেন: ময়েজ ভাই,
নিজের কথা আর কইলাম না।
ভবিষ্যতে না হল লিখব। পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.