নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডলুপুত্র

লিখে খাই, ঘুরে বেড়াতে ভালো লাগে।

ডলুপূত্র

গ্রামেতে জন্ম আমার বাঁচায় নগর! সারাদিন পথে পথে ধোঁয়া-ধুলো খাই সন্ধ্যায় অফিসে বসের বকা-ঝকা খাই মাঝরাতে বাসায় ফিরে বউয়ের মুখ ঝামটা খাই অবশেষে ক্ষুধাহীন পেটে ঠান্ডা ভাত খেয়ে সামুতে লুকাই।

ডলুপূত্র › বিস্তারিত পোস্টঃ

বাসা ভাড়া'র গল্প। (প্রিয় ব্লগার, প্লিজ হেল্প)

২৯ শে জুন, ২০১০ রাত ১০:২৬

:((দীর্ঘ দুই বছর ধরে হাতিরপুরের একটি বাসায় সাবলেট থাকি। কিছুদিন ধরেই তাদের সঙ্গে আমার স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। দুই পরিবারের তিনটি বাচ্চাই ছোট ছোট। আমার একটি, তার দুইটি। তবে টুকটাক কথাকাটি হলেও বিষয়টিকে আমি খুব গুরুত্ব দেইনি। চলতি মাসের ২২ তারিখে বাড়িওয়ালা হঠাৎ করেই নোটিশ করলেন বাসা ছাড়তে হবে। কারণ আমার রাত করে বাড়ি ফেরা। জানতে পারলাম, যার সঙ্গে সাবলেট থাকি তারাই বিষয়টিকে বড় করে দেখিয়েছেন। অথচ আমরা থাকি বাসার নিচ তলায়। গলিতে দারোয়ান এবং বাসার নিচে গ্রিল থাকলেও তার প্রায়ই খোলা থাকে, আমাদেরকে চাবিও দেয়া হয়েছে। তাই মালিকের কথায় বুঝে নিলাম সমস্যা অন্যত্র। কি আর করা। মাসের শেষ সপ্তাহে বেরুলাম বাসা খুজতে। সুবিধা মত বাসাতো পেলাম না, পেলাম কিছু অভিজ্ঞতা। কয়েকটি শুনুন-





ক. ল্যাঙ্গুইজ ঠিক নেই!/:)

শেওড়াপাড়ায় একটি বাসা দেখতে গেলাম শনিবার। নিচতলায় দুইরুমের চিমছাম বাসাটি দেখেই পছন্দ হল। পাশেই স্কুল। কেয়ারটেকারকে বললাম ঘন্টাখানেক পরে গিয়ে এডভান্স করব। বেরিয়ে একশ মিটার দুরে এক সহকর্মীর বাসায় গেলাম। তাকে আগেই বলা ছিল। যেহেতু নতুন জায়গায় বাসা ভাড়া করতে গেছি তাই তাকে সঙ্গে নিয়েই এডভান্স করাটা যুক্তিযুক্ত মনে করলাম। কারণ সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় থাকে। যাক একঘন্টা পরে তাকে নিয়ে সে বাসায় যেতেই কেয়ারটেকার চারতলায় বাড়ির মালকিনের কাছে ডাকলেন। দুইজন সাড়ে তিনতলায় গিয়ে দেখি সিড়িতে কলাপসিবল গেট লাগানো। কয়েকমিনিট পর বাসা থেকে বেরুলেন একটি টিনেজ মেয়ে। আমাদের দেখেই হতচকিয়ে গেলেন। আমার কলিগের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন- আপনারা কারা? সংক্ষিপ্ত উত্তর দিলাম- বাসার ব্যাপারে এসেছি। আমার কলিগের দিকে তাকিয়ে মেয়েটি আবার জানতে চাইলেন- কে বাসা ভাড়া নেবে, আপনি? জবাবে আমার বিট কলিগ আমাকে দেখিয়ে দিয়ে বললেন- আমি না উনি। মেয়েটির ভঙ্গি দেখে কলিগ আরও বললেন- আপনি কি বেরুবেন? বেরুলে বেরুন, আমরা সরে দাঁড়াচ্ছি। এবার মেয়েটি কিছু না বলে বাসায় ঢুকে পড়লেন। কয় মিনিট পর কিছুটা বড় আরেকটি মেয়ে সহ বেরুলেন। এবার বড় মেয়েটি আমার কলিগকে উদ্দেশ্য করে আচমকা রেগে গেলেন। বললেন- আপনার ল্যাঙ্গুইজ ঠিক নেই। আপনাদের বাসাভাড়া দেয়া হবে না। আমার দিকে তাকিয়ে বললেন- এ ধরনের লোক নিয়ে বাসা ভাড়া করতে আসেন কেন। মুহুর্তেই আমরা হতভম্ব হয়ে গেলাম। আমার বাসা হারানোর বেদনা ও কলিগের অপমানিত হওয়ার মাত্রাটি ছিল হাজার ভোল্টেজ ইলেকট্রিক শক খাওয়ার মত। আমার কলিগ মেয়েটির কাছে জানতে চাইলেন- বলুন আমরা কি বললাম যে, আমার ল্যাঙ্গুইজ ঠিক নেই। মেয়েটি আরও রেগে দিয়ে যাচ্ছেতাই বলতে শুরু করলেন। অগ্যতা আমিই কলিগের পিঠে হাত রেখে বললাম- তর্ক করে লাভ নেই। কপালে ছিল তাই অপমানটি সইতে হল। তা না হলে এমন কোন কথা বা আপত্তিকর আচরণ তো হয়নি যে এ ধরনের অপমান করতে পারে। তারপর আমরা এক অমিমাংসিত ঘটনার রেশ বয়ে নিয়ে বেরিয়ে পড়লাম।



খ. একরুমের ঘর ৩০ হাজার এডভান্স!:|

ইস্কাটন গার্ডেনের একটি দোতলা বাড়ির ছাদে নতুন তৈরি করা হয়েছে দুইটি টিনের ঘর। প্রতিটি একরুমের ঘরেই এটাসড কিচেন রুম। তবে বাথরুমটি বাইরে। দুইঘরের জন্য দুইটি বাথরুম। মালিকের সঙ্গে কথা বললাম- ভাড়া চাইলো ৬ হাজার, এডভান্স ৩০ হাজার। কিছুতেই নড়নড় নেই। তবে সুবিধা একটাই আমার অফিসের কাছাকাছি। বিকালে ইস্কাটনের আমার দুই দোকানদারকে মধ্যস্থতা করতে অনুরোধ করলাম। তাদের কথার পরও মালিকের কথার নড়চড় নেই। শেষে বললেন- এডভান্স ২৫ হাজার রাখা যাবে। দিনটি বৃহস্পতিবার। তাই মালিকের কাছে বললাম- এতটাকা তো আমাদের চাকরিজীবীদের পকেটে তো একসঙ্গে এতটাকা থাকে না। তাই রবিবার সকালে আপনাকে টাকাটা দিই। মালিক মানে না। বলেকি আপনার টাকা পেলেই বাসার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা হবে। আবার বললেন, বাড়ি তৈরির সময় অনেকের কাছে দেনা করা হয়েছে তাই এডভান্স কম দেয়া যাবে না। কারণ বাসায় কেউ ওঠলেই পাওনাদাররা টাকা চাইবে। অনেক অনুরোধ করলাম। এবার মালিক বলেকি- অনেকই ভাড়া নিতে চায়। তার কথার ভঙ্গি দেখে খুবই অপমানিত হলাম। বললাম- ভাই আপনার বাড়ি যেহেতু আছে ভাড়া তো লোকে চাইবেই। ওই বাসা থেকে বেরিয়ে ভাবলাম- আমার টাকা দিয়ে অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে, পাওয়াদারকে টাকা দেবে অথচ আমাকে ভাড়া কিংবা এডভান্স কোনটাই কম দেবে না। এই রকম লোকের বাড়িতে ভাড়া থাকতে মন চাইলো না।



গ. রাত এগারোটার পর গেট বন্ধ, বাবা!/:)

শেখেরটেকের একটি বাড়িতে নিচতলায় দুইরুমের বাসা। দেখে মোটামুটি ভাল লাগলো। চারতলায় ডাকলেন-বাড়ির মালকিন। খুবই পর্দানশীন মহিলা। খুটিয়ে খুটিয়ে জানতে চাইলেন- ফ্যামিলি নিয়ে থাকব কিনা? কে কে আছে? কি করি? গ্রামের বাড়ি কোথায়? ইত্যাদি ইত্যাদি। সব কিছুই ঠিক আছে। শুনে ভদ্রমহিলা খুবই সপ্রতিভ চেহেরায় বললেন, ঠিক আছে। যখন জানালাম আমার পেশাগত কারণে মাঝে মধ্যে ফিরতে দেরি হয়। কারণ একজন রিপোর্টার হিসেবে বিশেষ করে আমি যে বীটের রিপোর্ট করি তাতে সন্ধ্যা রাতে নিয়মিত বাসায় ফিরতে পারি না। মুহুর্তেই বদলে গেল মহিলার চেহেরা। বললেন- রাত এগারটার পর গেট বন্ধ, বাবা!



চলবে............



প্লিজ হেল্প, প্লিজ হেল্প, প্লিজ হেল্প!

(আমরা স্বামী-স্ত্রী ও একটি আড়াই বছরের মেয়ে। পত্রিকায় চাকরি করি তাই মাঝে মধ্যে রাত করে ফিরতে হয়। একটি দুইরুমের এটাসড বাথ ও কিচেনসহ বাসা দরকার। ভাড়া- সুবিধামত। মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শেখেরটেক, শেওড়াপাড়া, কাজিপাড়া এলাকায় হলে ভাল হয়। ব্লগারদের মধ্যে কারও জানা থাকলে একটু আওয়াজ দিয়েন। খুবই সমস্যায় আছি, বড় ধরনের উপকার হবে।)

মন্তব্য ৩৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১০ রাত ১০:৩৫

খুশবু বলেছেন: এমনটাই হয়

২৯ শে জুন, ২০১০ রাত ১০:৪১

ডলুপূত্র বলেছেন: কপাল!

২| ২৯ শে জুন, ২০১০ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: দোয়া করি তাড়াতাড়ি মন মত বাসা খুঁজে পান।

২৯ শে জুন, ২০১০ রাত ১০:৪৪

ডলুপূত্র বলেছেন: স্রষ্টা যেন আপনার শুভকামনা শুনেন। দ্রুত যেন নতুন বাসায় ওঠতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ২৯ শে জুন, ২০১০ রাত ১০:৪৩

শাহেদ৬৯ বলেছেন: :(( :(( :(( :(( :(( /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:)

২৯ শে জুন, ২০১০ রাত ১০:৪৭

ডলুপূত্র বলেছেন: হ্যা হ্যা তাই! তাই তো!

৪| ২৯ শে জুন, ২০১০ রাত ১০:৪৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল, আশা করি খুব দ্রুতই একটা ভাল বাসা পেয়ে যাবেন। :) :)

২৯ শে জুন, ২০১০ রাত ১০:৫৩

ডলুপূত্র বলেছেন: স্রষ্টা যেন আপনাদের কথা শুনেন। আমার কপালটা যেন একটু খোলে.... আপনাদের অনেক অনেক ধন্যবাদ।

৫| ২৯ শে জুন, ২০১০ রাত ১০:৫২

স্বপ্ন বালিকা বলেছেন: :|

২৯ শে জুন, ২০১০ রাত ১০:৫৫

ডলুপূত্র বলেছেন: বালিকা কি আশ্চর্যবোধ করলেন! আমার কন্যাটির জন্য দোয়া করবেন।

৬| ২৯ শে জুন, ২০১০ রাত ১১:০০

হতাশার স্বপ্ন বলেছেন: আহারে :(

৩০ শে জুন, ২০১০ রাত ২:০২

ডলুপূত্র বলেছেন: কৃতজ্ঞতা।

৭| ২৯ শে জুন, ২০১০ রাত ১১:০৮

নিশাচর বাদুড় বলেছেন: আপনি ফ্যামিলি নি্যে থাকবেন তাতেই আপনার এই অবস্থা!!!! আর যেসব ব্যাচেলর মানুষ বিশেষত ছাএরা ঢাকায় মেস করে বাসা ভাড়া করে থাকতে চায় তাদের অবস্থা তো পুরাই অমানবিক। সর্বোচ্চ ভাড়া দি্যে ছাদের চিলেকোথায় অথবা দাড়ো্যানের বুমে তারা থাকে একদম তৃতীয় শ্রেণীর মানুষের মত।

৩০ শে জুন, ২০১০ রাত ২:০৮

ডলুপূত্র বলেছেন: ভাইরে এটাই বাস্তবতা। ছাত্রজীবনে দীর্ঘদিন চট্টগ্রামে ও চাকরীজীবনে কিছুদিন চট্টগ্রাম, কিছুদিন কক্সবাজার ও বেশকিছুদিন ঢাকা শহরে ব্যাচেলর থেকেছি। এই কষ্ট হাড়ে হাড়ে অনুভব করি। দুঃখের কথা হচ্ছে- বাড়ি ওয়ালারা আমাদের মানুষ মনে করে না।

৮| ২৯ শে জুন, ২০১০ রাত ১১:২৭

বাংলাকে ভালবাসি বলেছেন:


আপনার পোষ্টের টাইটেল একটু এডিট করে ফেললে মনে হয় ভালো হবে।

যেমন:


'প্রিয় মোহাম্মদপুর, শ্যামলী ও মিরপুরবাসী ব্লগাররা, বাসা ভাড়া'র জন্য জরুরী সাহায্য চাই'


একটু স্পষ্ট টাইটেল দিলে আশাকরি আরও কাজ হবে।


ধন্যবাদ, আমি এইসব এলাকায় বাসিন্দা নই বিধায় কোনো উপকার করতে পারলাম না।

৩০ শে জুন, ২০১০ রাত ২:০৯

ডলুপূত্র বলেছেন: ধন্যবাদ।

৯| ২৯ শে জুন, ২০১০ রাত ১১:৫৭

গ্রাম্যমানুষ বলেছেন: ভাই,
আমারা যারা বাসা ভারা নেই তাদের অভেজ্গতা কম-বেশি একই রকম । আশা করে, তারাতারি সুবিধা মত বাসা পেয়ে যাবেন ।

৩০ শে জুন, ২০১০ রাত ২:০৯

ডলুপূত্র বলেছেন: অপেক্ষায় আছি, কদিন ধরে নিয়মিত খোজাখুজি করছি। ধন্যবাদ।

১০| ৩০ শে জুন, ২০১০ রাত ১২:১৫

বিবর্ণ সময় বলেছেন: ভাই মন থেকে দোয়া করছি যেন আপনার সকল সমস্যার সমাধান হয় এবং আপনার মেয়েটা যেন ভাল থাকে। তবে কখনই যেন ভুল রিপোর্ট করবেন না।

৩০ শে জুন, ২০১০ রাত ২:১০

ডলুপূত্র বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা। রিপোর্টের ব্যাপারে আপনার পরামর্শটি মেনে চলতে সচেষ্ট থাকব।

১১| ৩০ শে জুন, ২০১০ রাত ১:২১

সায়েম মুন বলেছেন: ভালবাসা পাওয়া কঠিন ব্যাপার। :-/

৩০ শে জুন, ২০১০ রাত ২:১১

ডলুপূত্র বলেছেন: ভালবাসা পাওয়া যত সহজ ভাল বাসা পাওয়া ততটাই কঠিন।

১২| ৩০ শে জুন, ২০১০ রাত ২:৩৭

অস্থির পোলাপাইন বলেছেন: আপনার বাজেট বলেননি,
যদি ইস্কাটনে অফিস হয় তাহলে ঐদিকেই দেখেন,
আর যদি মিরপুরে চান তাহলে বাজেটের ভিতর পল্লবিতে মোটামুটি ভালো বাসা পাওয়া যায়, আর কাজীপাড়ার/শ্যাওরাপাড়া তো আছেই।
পিচ্চিকে নিশ্চই সামনে স্কুলে দেওয়ার কাহিনী আছে তাহলে কাফরুল/ক্যান্টনমেন্টর দিকে বাসা নিতে পারেন (ভালো অনেক স্কুলই ঐদিকে)। আর প্রতিবেশি ভালো পাবেন। তবে যাতায়াত এ সমস্যায় পড়বেন।

৩০ শে জুন, ২০১০ বিকাল ৪:০৪

ডলুপূত্র বলেছেন: আমার অফিস কাওরান বাজার। তবে কাওরানবাজার, পল্টন এবং গুলশান-২ মিলেই আমার প্রায় প্রতিদিনকার কর্মক্ষেত্র। বিশেষ করে আমাকে প্রায় বাসায় ফিরতে হয় গুলশান-২ থেকে রাত ১১-১২.৩০ দিকে। রিপোর্টার হিসেবে মাঝে মধ্যে আরও গভীর রাতও হয়।

আমার মেয়েকে স্কুলে পাঠাতে আরও দুই বছর লাগবে।

দুইরুমের বাসা এটাচড বাথ ও কিচেনসহ প্রয়োজন। মোহাম্মদপুর, শ্যামলী, শেওড়াপাড়া, কাজিপাড়া কিংবা কাফরুলের দিকে হলে বাজেট সবমিলিয়ে ৭ হাজার বা কিছু কম বেশী হলেই আমার জন্য সুবিধা।

যদি কেউ হেল্প করতে পারেন।

১৩| ৩০ শে জুন, ২০১০ রাত ৮:০৬

টিভি পাগলা বলেছেন: আমার বাসাটা ভালো ছিলো, কিন্তু আমার ও একই সমস্যা। ১১ টা বাজে গেট বন্ধ করে দেয়। মাঝে মাঝে ঢাকার বাইরে থেকে আসতে রাত হয়, সমস্যা হয় খুব।

৩০ শে জুন, ২০১০ রাত ৮:৪০

ডলুপূত্র বলেছেন: হ্যা রে ভাই, আমরা হইলাম কামলা, মানুষ না। আর বাড়ি ওয়ালা হলেন জমিদার। তারা মনুষ্য প্রজাতির ঊর্ধ্বে।

১৪| ৩০ শে জুন, ২০১০ রাত ১০:৪১

অস্থির পোলাপাইন বলেছেন: আপনার কর্মক্ষেত্র অনুসারে আপনার জন্য বেষ্ট হল :
শাহীনবাগ/নাখালপাড়া/তেজকুনিপাড়া
এসব এলাকা থেকে আপনার কারওয়ান বাজারে রিকশাতেই যেতে পারবেন।
গুলশান থেকেও কাছে। মিরপুর/মো:পুর আপনার সব জায়গা থেকেই দূরে।
৭০০০ এর মধে্ দুই রুমের বাসা নাখালপাড়ায় সহজেই পাবেন।
শাহীনবাগে একটু খুজতে হবে। আর রাতে ঢোকার বিষয়টা সম্পূর্ণ বাড়ীয়ালার উপর এটা যে এলাকাতেই হোক। কাফরুলে আপনার সমস্যা হবে যাতায়াত।
শাহীনবাগ/নাখালপাড়া/তেজকুনিপাড়া হল মোটামুটি ঢাকার মাঝখানে সব জায়গাতেই আপনি যেতে পারবেন সহজে।

০১ লা জুলাই, ২০১০ বিকাল ৩:৪১

ডলুপূত্র বলেছেন: ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য। আমি নিশ্চিত ভবিষ্যতে আপনার পরামর্শ কাজে লাগাব। আপাতত অস্থায়ী ভিত্তিতে একটু দুরে একটি বাসা নিয়ে নিয়েছি বাধ্য হয়ে।

১৫| ১৯ শে জুলাই, ২০১০ রাত ৯:৪১

আতিকফয়সালবেস্ট বলেছেন: দেখেন ? যেখানে ভালো হয় গিন্নির সাথে বুঝে শুনে বাসা ভাড়া নেন। তার পর মজা করেন

২০ শে জুলাই, ২০১০ বিকাল ৩:১৮

ডলুপূত্র বলেছেন: অবশেষে নিয়েছি, তবে ঢাকার প্রায় বাইরে। রায়ের বাগে। মজা তো প্রতিদিনই হচ্ছে। বুঝতে পারছেন ব্রাদার। যেতে দুই আসতে দুই মোট সাড়ে তিন ঘন্টা গাড়িতে। আধঘন্টা বাড়িয়ে বল্লাম, নিশ্চয়তা নেই।

১৬| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ৯:১২

আতিকফয়সালবেস্ট বলেছেন: বাসা ভাড়ার কাহিনীটা বন্ধ করুন

০৮ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৫৯

ডলুপূত্র বলেছেন: কেন রে ভাই!

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৬

শাওন তালুকদার দ্বীপ বলেছেন: আমরা আশা করি website টি আপনাদের বাড়ি খুজতে বেশ সাহায্য করবে ।
Click Here

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.