নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডলুপুত্র

লিখে খাই, ঘুরে বেড়াতে ভালো লাগে।

ডলুপূত্র

গ্রামেতে জন্ম আমার বাঁচায় নগর! সারাদিন পথে পথে ধোঁয়া-ধুলো খাই সন্ধ্যায় অফিসে বসের বকা-ঝকা খাই মাঝরাতে বাসায় ফিরে বউয়ের মুখ ঝামটা খাই অবশেষে ক্ষুধাহীন পেটে ঠান্ডা ভাত খেয়ে সামুতে লুকাই।

ডলুপূত্র › বিস্তারিত পোস্টঃ

আমার স্ত্রী অপারেশন টেবিলে, সবার কাছে দোয়া চাই।

০২ রা মে, ২০১১ দুপুর ১২:২৬

আমার স্ত্রী আজ ১০দিন ধরে হাসপাতালে। আজ তার অপারেশন। তার জন্য আন্তরিকভাবে সবার কাছে দোয়া চাই। আমার একটি ৩ বছরের মেয়ে আছে। মেয়েটির খুব মন খারাপ। আমাদের জন্য দোয়া করবেন।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৩৩

এক মুসাফির বলেছেন: আল্লাহ আপনাদের দয়া করুক।

২| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৩৩

Observer বলেছেন: আপনার স্ত্রীর সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম।

৩| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৩৬

বনসাই বলেছেন: তার জন্য আন্তরিকভাবে দোয়া করলাম।

৪| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৪০

সুখী বাঙ্গালী বলেছেন: আল্লাহ আপনার স্ত্রীকে সুস্থ করে তুলুন।

৫| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৪১

সৌরভ দত্ত বলেছেন: (তার জন্য আন্তরিকভাবে দোয়া করলাম।)
সে খুব তারাতারি ভালো হয়ে যাবে

৬| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৪৬

নষ্ট কবি বলেছেন: তিনি খুব তারাতারি সুস্থ হয়ে উঠবেন আশা করি

৭| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৫০

মাহমুদ ইমতিআজ বলেছেন: আল্লাহ তিনার হেফাজত করুন।

৮| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৫০

অর্ফিয়াস বলেছেন: ওনার জন্য দোয়া করছি। আল্লাহ ওনাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনুক।

৯| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৫২

মোঃ হাফিজুর রহমান গাজী বলেছেন: আল্লাহ্‌ আপনার পরিবারের সকল কে সুস্থতা দান করুক। আমীন।




(আর আপনার পিচ্চির জন্য এক গাদা হাসি, আর টম এন্ড জেরি কার্টুন এর দুষ্টামির শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে) ভাইয়া পিচ্চি কে নিয়ে ঘোরা- ঘুরি করে আসেন ওর মন ভাল হতেও পারে। সর্বোপরি আপনার কাছে একটা আবেদন - ওর সামনে আপনি মটেও মন খারাপ করে থাকবেন নাহ।


ইনশা-আল্লাহ্‌ দেখবেন ভাবি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরবেন।

১০| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৫২

টুটুল২০০৮ বলেছেন: পার্থনা করি তিনি সুস্থ হয়ে যাবেন।

১১| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৫৪

আকাশের তারাগুলি বলেছেন: ভরসা রাখুন, নিশ্চয় আপনার স্ত্রী সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবেই।

১২| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৫৮

জানা বলেছেন:

প্রার্থনা করি সবকিছু যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আপনাদের মেয়েটির জন্যে আদর রইলো। ওকে হাসিমুখে সময় দিন, নিজেও আস্থা রাখুন আল্লাহ এবং চিকিৎসকদের উপর। রোগীর পূর্ণ বিশ্রাম এবং সুস্থতার জন্যেই যতখানি সম্ভব দর্শনার্থী কমিয়ে দিন। সব ঠিক হয়ে যাবে সময়মত।

ভাল থাকবেন সবাই মিলে।

১৩| ০২ রা মে, ২০১১ দুপুর ১:০০

আদিত্য আরাফাত বলেছেন: সুস্থ্য হয়ে উঠুন তিনি। এ প্রার্থনা

১৪| ০২ রা মে, ২০১১ দুপুর ১:০৫

টুনা বলেছেন: আমি জানিনা আমার প্রার্থনা করুনাময়ের দরবারে পৌছাবে কিনা । তবে বিশ্বাস করি যেই দোয়ার পেছনে কোন স্বার্থ নেই তা নিশ্চয়ই তাঁর দরবারে পৌছাবে ।আপনার মেয়ের জন্য রইলো আন্তরিক শুভ কামনা ।আপনার স্ত্রী ইনশাল্লাহ্‌ ভাল হয়ে যাবেন।আমীন ।

১৫| ০২ রা মে, ২০১১ দুপুর ১:০৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আল্লাহ আপনাদের সহায় হোন। সুস্থ হয়ে উঠুক ভাবি, ভাল থাকুক আপনার বাবুটিও।

১৬| ০২ রা মে, ২০১১ দুপুর ১:১১

চাঁন মিঞা সরদার বলেছেন: আল্লাহ আপনাদের সহায় হোন।

১৭| ০২ রা মে, ২০১১ দুপুর ১:৩৭

জয়িতা বলেছেন: ভাইয়া চিন্তা করবেন না....ইনশাল্লাহ আপু জলদি সুস্থ্য হয়ে যাবেন....।

১৮| ০২ রা মে, ২০১১ দুপুর ১:৩৭

প্রতারিত পুরুষ বলেছেন: দোয়া থাকলো্

১৯| ০২ রা মে, ২০১১ দুপুর ১:৩৮

ধীবর বলেছেন: অবশ্যি দোয়া রাখলাম স্রস্টার দরবারে। আপনি শক্ত থাকুন। বাকিদের সাহস দিন।

২০| ০২ রা মে, ২০১১ দুপুর ১:৫০

দু-পেয়ে গাধ বলেছেন: অপারেশন সফল হোক। সুসংবাদ এর অপেক্ষায় রইলাম। পোস্ট পর্যবেক্ষণে গেল।

২১| ০২ রা মে, ২০১১ দুপুর ২:০০

আয়ান১০ বলেছেন: আল্লাহ আপনার স্ত্রীকে সুস্থ করে তুলুন।

২২| ০২ রা মে, ২০১১ দুপুর ২:১১

প্রমিথিউস22 বলেছেন: পরম করুণাময় আল্লাহ তায়ালার দয়ায় আপনার স্ত্রী ভাল হয়ে উঠুন এই দোওয়া করি। সাথে আপনার এবং আপনার মেয়ের জন্যও আল্লাহতায়ালার রহমত কামনা করছি। আমিন। ভাই, সব সময় মনকে শক্ত রাখুন আর সবাইকে সাহস দিন।

২৩| ০২ রা মে, ২০১১ দুপুর ২:১৬

গডফাদার০২ বলেছেন: ইনসাল্লাহ তিনি ভালো হয়ে যাবেন। দোয়া থাকলো।

২৪| ০২ রা মে, ২০১১ দুপুর ২:৫২

এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: আল্লাহ আপনাদের সহায় হোন।
দোয়া রইলো।

২৫| ০২ রা মে, ২০১১ বিকাল ৩:১০

ফাইরুজ বলেছেন: আল্লাহর কাছে প্রার্থনা করছি উনি যেন অপারেশন যেন সফল হয় এবং উনি যেন তাড়াতাড়ি সুস্হ্য হয়ে উঠেন।

২৬| ০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৭:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তার সুস্থতা কামনা করছি

২৭| ০২ রা মে, ২০১১ রাত ৮:৪৪

েতজপাতা বলেছেন: দোয়া করি উনি সুস্থ্য হয়ে উঠুন শিগগিরই।

আপনার মেয়েটার জন্যে আদর রইল।

২৮| ০২ রা মে, ২০১১ রাত ৮:৫৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইনশাল্লাহ সব কিছু ঠিক মতই হবে, আমি নিজে বেশী করে আল্লাহর কাছে দোয়া করেন, সেটাই সবচেয়ে জরুরী...

২৯| ০৩ রা মে, ২০১১ সকাল ৯:২৫

দু-পেয়ে গাধ বলেছেন: খবর কি? আশা করি সব নিরাপদ।

৩০| ০৬ ই মে, ২০১১ রাত ৮:০৬

ডলুপূত্র বলেছেন: আল্লার কাছে শোকর। আপনাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। অপারেশনের পর বর্তমানে স্ত্রীকে বাসায় নিয়ে এসেছি। পুরো বেড রেস্টে আছে। গত দুই মাস ধরে আল্লাহ আমাকে বারবার বিপদের মধ্যে ফেলেছেন। সম্ভবত পরীক্ষা নিচ্ছেন। যাই হোক আপনাদের সবার শুভকামনা আমাকে সাহসে উদ্দীপ্ত করছে। আশা করছি, শিগগিরই ঘুরে দাড়াতে পারবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.